#অভিমানেই_আছো_তুমি💚
#Writer:—#TanjiL_Mim
#part:12
.
.
🍁
“অবাক চোখে তাকিয়ে আছি আমি মানুষগুলোর দিকে কারন বাহিরে আমার মা-বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে’!!ওদের দেখে কি করবো বুঝতে পারছি না আমি’!!আমি অবাক চোখে তাকিয়ে আছি’!!এমব সময় আব্বু বলে উঠলঃ
———–“কি হলো আমাদের ভিতরে আসতে বলবি না,নাকি বাহিরেই দাঁড়িয়ে থাকবো…..
“সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম’!!আমার কান্না দেখে আব্বু মাথায় হাত দিয়ে বললোঃ
———–“আরে পাগলী মেয়ে আর কাঁদা লাগবে না আমরা তো চলেই এসেছি…..
———-“আব্বু, আম্মু তোমরা আমায় ক্ষমা করে দিয়েছো…..
———–“সব কথা কি বাহিরে বসেই বলবো…..
————“এই যা দেখছো আমি একদম ভুলেই গেছিলাম,আসো মা, বাবা, রুহান….
“তারপর তারা তিনজনই ভিতরে এসে বসলো’!!আমি তাদের সোফায় বসতে দিয়ে বলে উঠলামঃ
———-“তোমরা বসো আমি এক্ষুনি আসছি…
———–“কই যাস(মা)
———–“একটু বসো আমি এখনি আসছি….
“এই বলে খুশি হয়ে সোজা উপরে উঠে গেলাম!!তারপর রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে সোজা আদিত্যের কাছে ফোন….
“প্রথম কলেই আদিত্য ফোন তুলে নিলো’!!তারপর আমি বলে উঠলামঃ
———-“তুমি কোথায় আদিত্য……
———-“আমি চেম্বারে….
[তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আদিত্য হলো একজন ডাক্তার]
———-“ওহ….!একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে প্লিজ একটু ইমারজেন্সি আছে…..
———–“কি হয়েছে সব ঠিক আছে তো তোমার শরীর ঠিক আছে…..
————“সব ঠিক আছে, তুমি চলে আসো প্লিজ বাসায়……
————“আচ্ছা দেখছি……
————“ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু…..
———–“হুম!
“বলেই ফোনটা কেটে দিল আদিত্য’!!তারপর আমিও খুশি হয়ে নিচে গেলাম’!!
______________
“নিচে__
————“তোমরা কি খাবে বলো আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো তোমাদের…..
————“এখন কিছু লাগবে না জামাই আসুক আমরা একসাথে খাবো(আব্বু)
“বাবার কথা শুনে আমি রীতিমতো অবাক হলাম’!!আমি নিশ্চুপভাবে গিয়ে বসে পরলাম নিচে’!!তারপর আব্বুর হাত ধরে বলে উঠলামঃ
————–“তুমি আমাদের মেনে নিয়েছো…..
————–“হুম তবে আমার একটা শর্ত আছে…..
————-“কি শর্ত বাবা…..
————“সেটা আদিত্য আসলেই বলবো…..
————“ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমাদের জন্য চা বা কফি নিয়ে আসি…..
———–“ঠিক আছে…..
“তারপর আমি উঠে চলে আসলাম রান্না ঘরে’!!আমার পিছন পিছন আম্মু চলে আসলো’!!আম্মুকে দেখে আমি জড়িয়ে ধরে বলে উঠলামঃ
———–“সরি আম্মু…..
———-“ঠিক আছে এখন বলতো এখানে কেমন আছিস তুই…..
———-“আম্মু আগে যেমন ছিলাম এখন তার চেয়েও খুব ভালো আছি’!!তোমরা যে চলে এসেছো’!!একটা কথা বলবো মা…
———–“হুম বল….
———–“হর্ঠাৎ করে তোমরা এইভাবে এখানে…..
“আমার কথা শুনে অবাক হয়ে বললোঃ
———–“কেন তুই জানিস না…..
————“কি জানবো…..
————“কেন আদিত্য তো সকালে গিয়েছিল আমাদের বাড়ি…..
———–কি….
~ “তারপর আম্মু সব বলতে শুরু করল’…
|আদিত্য বাড়িতে যাওয়া থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত সবকিছু|
সব শুনে আমি কি রিয়েকশন দিবো ভুলে গেছি…..
_____________________________________
_______________________
||
“কয়েক ঘন্টা পর……
“কলিংবেল টিপ দিতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম আমি’!!আদিত্য আমায় দেখে বলে উঠলঃ
———–“বল কি হয়েছে…..
————“আগে ভিতরে তো চলো…..
“এমন সময় সোফায় বসে চা খাচ্ছিল বাবা,আর মা পাশে রুহানও……
“তাদের দেখে রীতিমতো আদিত্য অবাক কারন’!!তখন তো…..
“আদিত্যের এমন চাহনী দেখে আব্বু বলে উঠলঃ
———–“কেমন দিলাম জামাই…..
“জামাই” শব্দটা শুনে আদিত্য আরো অবাক হলো’!!তার মানে…..
———–“আমরা শুধু আমার মেয়েকে নয় তোমায়ও মেনে নিয়েছি জামাই……
“আদিত্য খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরল’!!তারপর বলে উঠলঃ
————“আমি ভাবতেই পারি নি শশুর মশাই আপনি আমাকেও মেনে নিবেন…….
————“মেনে তো নিয়েছি তবে আমার একটা শর্ত আছে…..
———–“হুম বলুন না……
————“যেহেতু তোমাদের বিয়ে হুট করে হয়েছে তাই আমি চাচ্ছি ছোট একটা পার্টি দিবো তোমাদের নামে…..
————-“ওহ এই ব্যাপার আমার কোনো আপওি নেই শশুর মশাই…….
“তারপর পুরো দুপুরটাই হাসি খুশি ভাবে চলে গেল’!!এত সহজে সবটা হয়ে যাবে ভাবতেই পারি নি’!!
||
“রাত_৯ঃ০০টা……
“ডাইনিং টেবিলে বসে আছে, বাবা, আদিত্য,রুহান সহ আমরা সবাই’!! প্রথমে বাবা তার পাশে আদিত্য আদিত্যের পাশে আমি তারপর মাঝখানে আম্মু আর ওপাশে রুহান’!!আজকে আমি আর আম্মু মিলে রান্না করেছি…..
“আজকে সবাই খুব খুশি’!!তাই আজ রাতে আম্মু আমায় রুহানকে খাইয়ে দিবে…..’!!অনেক দিন হয়ে গেছে মা ভাত খাইয়ে দেয় নি……
“প্রথম লোকমা ভাত আমার মুখে তুলে দিলো আমিও খুশি হয়ে খাবার নিয়ে নিলাম’!!তারপর রুহানকেও দিলো…..
.
.
“এদিকে আমাদের কাজে আদিত্য আম্মুর দিকে তাকিয়ে রইল’!!তার কাছেও ভালো লাগছে তারও একটা ফেমেলি আছে মা আছে বাবা আছে ভাইয়ের মতো শালা আছে….’!!এসব ভেবে মুচকি হাসলো আদিত্য’!!এমন সময় তার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে বললো আম্মুঃ
———-“হা করো…..
“বিনিময়ে আদিত্য কিছু বললো না’!!অবাক চোখে তাকিয়ে রইলো আম্মুর মুখের দিকে’!!
“আম্মু আদিত্যের চাহনী দেখে বলে উঠলঃ
————“আজ থেকে আমি শুধু আরুশির মা নই তোমারও মা আমি, আর মায়ের কথা শুনতে হয়,হা করো….
“আম্মুর কথা শুনে আদিত্যের চোখ ভেসে আসলো’!!আদিত্য খুশি হয়ে মায়ের হাত থেকে এক লোকমা খাবার নিয়ে আম্মুর হাতে চুমু দিয়ে বললোঃ
————“আমিও আপনার জামাই নই ছেলে মা……
“এদিকে আমরা দুই ভাই বোন এদের কান্ড দেখে বলে উঠলামঃ
————-“হুম এখন তো আমরা কেউ নই না,শুধু ওনাকে আদর করলে হবে আমাদেরও করতে হবে….
“সাথে সাথে আদিত্য আম্মু দুজনেই হেঁসে দিল’!!
খাবার খাওয়ার পুরো মুহূর্তটাই অসাধারণ ছিলো’!!আজকে রাতে বাবা মা আর রুহান আমাদের সাথেই থাকবে ভাবতে আরো খুশি লাগছে…….
||
“রাত_১১ঃ০০টা…….
“ছাঁদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আদিত্য’!!আজকে সে খুব খুশি’!!আর সাথে নিজের মা বাবাকেও খুব মনে পরছে তার’!!আকাশের দিকে তাকিয়ে তাঁরাগুলো দেখছে আদিত্য…..
“এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরলো আরুশি’!!আচমকা এমনটা হওয়াতে আদিত্য ঘাবড়ে পরক্ষণেই নিজেকে সামলে নিলো’!!
★
“সারাবাড়িতে আদিত্যকে কোথাও পেয়ে ছাঁদে চলে আসি আমি’!!তারপর আদিত্যকে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠলাম আমিঃ
———-“আজকে আমি খুব খুশি……
“বিনিময়ে আদিত্য কিছু বললো না’!!চুপ করে রইলো’!!
“আদিত্য চুপ থাকতে আবারো বলে উঠলাম আমিঃ
———-“কি হলো কিছু বলছো না কেন…..
———-“তুমি খুশি তো…..
———-“হুম খুব খুশি আর তুমি….
———“আমিও….
———-“আমার আর কোনো কষ্ট নেই মাই কিউট জামাই’!!এখন থেকে আমিও খুব খুশি থাকবো……থুক্কু আমরা খুব খুশি থাকবো…..
———–“হুম…..
———–“আকাশের দিকে তাকিয়ে কি দেখছো……
———–“তেমন কিছু নয় মা বাবার কথা মনে পরছে খুব…..
“মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার’!!আমি আদিত্যের সামনে গিয়ে ওর গালে দু-হাত দিয়ে চেপে ধরে বললামঃ
————“এত মন খারাপ করতে নেই আমার বাবা মা আছে না,আমার মা বাবা মানেই তোমার মা বাবা’!!বলেই জড়িয়ে ধরলাম আদিত্যকে…..
“আদিত্য কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল আরুশিকে…….!!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………
❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]❤️❤️❤️
#TanjiL_Mim♥️