#আমি_তোমার_গল্প_হবো🍁
লেখিকা- মাহিয়া তাহসীন মেরিন
পর্ব:::১৬
অধরা জনির সাথে কথা বলে কফি শপ থেকে বেরিয়ে বাসায় চলে আসে। তারপর কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই অধরার মা সামনে আসে,
— ” কিরে কোথায় যাচ্ছিস? ”
— ” আম্মু, আমি বাসায় ফিরে যাচ্ছি। একটা দরকারে এখনি যেতে হবে। আমি পৌঁছে তোমাকে ফোন দিয়ে জানাবো। ”
অধরা কথাটা বলেই দ্রুত বেরিয়ে যায়। অধরার মা কয়েকবার ডাক দিলেও শুনেনি সে। এই মুহূর্তে কোনকিছুই তার মাথায় ঢুকছে না, জনির বলা প্রতিটি কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে।
🌻🌻
অধরা বাসায় এসেই প্রথমে দাদির রুমে চলে আসে। দাদি হঠাত করে অধরাকে দেখে খানিকটা অবাক হয়ে,
— ” ছোট্ট বুড়ি! হঠাত কোন কিছু না বলেই চলে এসেছিস যে! কোন সমস্যা? ”
— অধরা দাদির পাশে বসে জোরপূর্বক হেসে, ” নাহ, এমনিই চলে এসেছি। ভালো লাগছিলো না তাই। ”
— ” কি বলিস? নাকি কেউ কিছু বলেছে তোকে? ”
— ” আরে নাহ। কে কি বলবে? তোমাকে মিস করছিলাম তাই চলে এসেছি। ”
— দাদি মুচকি হেসে, ” হুমমম, বুঝেছি। আমার নাতির মায়ার জড়িয়ে গিয়েছিস। তাই তো বেশি দিন দূরে থাকতে পারলি না।
হুহহ, আমিও কিন্তু এমনই ছিলাম। তোর দাদুকে রেখে বেশিদিন থাকতে পারতাম না, হিহিহি।
একটা দীর্ঘশ্বাস ফেলে, আমার ছেলেটাও হয়েছে এমন। ছেলেটা অনুরিমাকে খুব ভালোবাসতো। দেখ এখন অনুরিমার জন্য আমাদের সবাইকে ফেলে কিভাবে চলে গেলো।
একবার খোঁজও নেয়নি আমার মা কেমন আছে? আমার ছেলেটা কেমন আছে। তবে, আমার মন বলছে আমার আকাশ একদিন ঠিকই ফিরে আসবে। ”
কথাগুলো বলেই দাদি একটা দীর্ঘশ্বাস ফেলে আঁড়ালে চোখ মুছে। এদিকে অধরা দাদির কথা শুনে মাথা নিচু করে বসে আছে।
কিভাবে বলবে দাদিকে এই কথা?
— দাদি মুচকি হেসে, ” দেখেছিস আমার কান্ড? তুই এতো দূর থেকে এসেছিস। আর আমি তোকে নিয়ে গল্প জুড়ে দিলাম। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও।
আর, আমি কিন্তু আশ্বিনকে বলবো না তুই এসেছিস। তোরা কি যেন বলিস? হ্যা, সারপ্রাইজ দিবো। ”
অধরা দাদির কথায় মুচকি হেসে রুমে থেকে বেরিয়ে আসে। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে জানালার ধারে বেশ কিছুক্ষণ ধরে বসে আকাশের দিকেই তাকিয়ে আছে।
এই মূহুর্তে তার কি করা উচিত? আশ্বিনকে কি সবটা বলে দিবে? তারপর যদি কোন সমস্যা হয়? অধরা এক ধ্যানে কথাগুলো ভেবে যাচ্ছে।
🌻এদিকে🌻
আশ্বিন ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে হঠাত অধরাকে দেখে চমকে উঠে। অধরা আশ্বিনের কথা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়।
— আশ্বিন অবাক হয়ে অধরার দিকে তাকিয়ে, ” রনি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ”
আশ্বিন ফোন রেখে দ্রুত গতিতে অধরার কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতোদিন পর যেনো মনের প্রশান্তি ফিরে এসেছে তার। কিছুক্ষণ পর অধরাকে ছেড়ে দিয়ে,
— ” হঠাত না বলেই চলে এসেছো। আমাকে বললেই তো আমি গিয়ে নিয়ে আসতাম। ”
— ” ভালো লাগছিলো না তাই চলে এসেছি। আর আপনার এই অবস্থা হলো কিভাবে?
মনে তো হচ্ছে না ঘুমিয়ে এমন হয়েছে। ”
— আশ্বিন মুচকি হেসে, ” আমি এখন ঠিক আছি। যাই হোক, অনেক ক্লান্ত লাগছে। এক কাপ কফি বানিয়ে দিতে পারবে? ”
— ” হুম। আমি এখনি নিয়ে আসছি। ”
অধরা মুচকি হেসে চলে যায়। আশ্বিন অধরার যাওয়ার দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়।
কিছুক্ষণ পর অধরা কফি নিয়ে এসে দেখে আশ্বিন বারান্দায় বসে আছে। অধরাকে দেখে মুচকি হেসে পাশে বসতে বলে।
— অধরা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে, ” আশ্বিন, আমি আপনাকে কিছু বলতে চাই। ”
— আশ্বিন কফির মগে চুমুক দিয়ে, ” হুম, বলো। ”
— ” আসলে, আ…আপনার ব…বাবা…। ”
— আশ্বিন অধরার দিকে তাকিয়ে, ” ড্যাডকে নিয়ে কিছু বলো না, অধরা। আমি চাই না উনাকে নিয়ে কোন কথা বলতে। ”
— ” কিন্তু, আশ্বিন আমার কথাটা তো…। ”
— ” আমি কিছুই শুনতে চাই না অধরা। প্লিজ। ড্যাড আমার সুপারম্যান ছিলো, আমার সাপোর্ট ছিলো।
মায়ের ওই ভুলের জন্য তিনি আমাদের কেনো একা ফেলে চলে গিয়েছেন?
মমের চলে যাওয়ার পর আমার উনাকেই সবথেকে বেশি প্রয়োজন ছিলো। বাট, উনি তা কখনই বোঝেনি। এতোগুলো বছর ধরে একবারও তিনি আমাদের কথা মনে করেনি।
উনি যদি স্বার্থপরের মতো নিজের কথা ভেবে ভালো থাকতে পারে। তাহলে আমিও উনার খোঁজ খবর নিতে চাই না। ”
আশ্বিনের কথা শুনে অধরা চুপ হয়ে যায়। সে চাইলেও আশ্বিনকে সত্যটা বলতে পারেনি।
আশ্বিনের দিকে একনজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অধরা।
🌻পরদিন🌻
অনুরিমা বাসা থেকে বের হতেই কেউ একজন তাকে ফোন দেয়। অনুরিমা গাড়িতে বসে ফোন রিসিভ করে…
— ” হ্যালো। কে বলছেন? ”
— ” আমি অধরা। ”
— অনুরিমা অবাক হয়ে, ” তুমি? হঠাত ফোন দিয়েছো? ”
— ” আপনার সাথে আমার কথা আছে। অনেক জরুরি। এখনি সেই ক্যাফেতে চলে আসুন। ”
কথাটা বলেই অধরা কোন কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয়। অনুরিমা কিছুক্ষণ চিন্তা করে অবশেষে ক্যাফেতে চলে আসে।
🌻🌻
— অনুরিমা অধরার সামনে বসে, ” বলো কেনো ডেকে এনেছো? কি বলবে তুমি? ”
— অধরা অনুরিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে, ” এতো বড় একটা সত্যি লুকিয়ে কিভাবে পারেন আপনি রাতে নিশ্চিতে ঘুমাতে? ”
— ” মানে? এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গিয়েছে? ”
— অনুরিমার কথায় অধরা হালকা হেসে, ” হুম আমার মাথা খারাপ।
সত্যিটা জানার পর থেকে আমি ঠিক মতো নিশ্বাসও নিতে পারছি না। আর আপনি দিনের পর দিন কিভাবে এইসব লুকিয়ে গিয়ে ভালো আছেন? ”
— ” অধরা! যা বলবে স্পষ্ট করে বলো। আমি এখানে এসব আজগুবি গল্প শুনতে আসিনি। বুঝেছি তোমার কিছুই বলার নেই, আমি যাচ্ছি। ”
— ” সেদিন বড় মসজিদের সামনের কবরস্থানে কেনো গিয়েছিলেন আপনি? কার কবর জিয়ারত করতে গিয়েছিলেন? ”
— হঠাত অধরার কথা শুনে অনুরিমা চমকে উঠে, ” ক..কিহহহ? এ..এসব কি বলছো? আ…আমি কেনো সেখানে যাবো? ”
— ” আমি নিজ চোখে দেখেছি আপনাকে। আর এখন মিথ্যে বলে কোন লাভ নেই। কারণ আমি সব সত্যি জানি। সব প্রমাণও আছে আমার কাছে। ”
অধরার কথা শুনে অনুরিমা স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলার সাহস পাচ্ছে না।
— কাঁপা কণ্ঠে, ” আ…আশ্বিনও কি সবটা জানে? ”
— ” নাহ। তবে আমি তাকে খুব শীঘ্রই সব সত্যি বলে দিবো। ”
অনুরিমা মাথা নিচু করে অধরার কথাগুলো শুনে শান্ত কণ্ঠে বললো,
— ” বলো না এই কথাগুলো আশ্বিনকে। সে সহ্য করতে পারবে না। ”
— ” হুহহহ। আমি সত্য গোপন রেখে আশ্বিনকে আর অন্ধকারে রাখতে পারবো না।
আশ্বিন তার বাবাকে ঘৃণা করে। মানুষটা মৃত্যুর পরও, দোষ না করেও ছেলের কাছে দোষী হয়ে আছেন। আর আপনি?
এই সব কিছু আপনার জন্য হয়েছে। আপনার জন্য একজন মানুষকে জীবন দিতে হয়েছে, আশ্বিনকে এতিম হতে হয়েছে আর দাদিকে…।
হুহহ, তারা কেউ তো এই সত্যি জানেই না।
এতোগুলো জীবন নষ্ট করে আপনি কিভাবে শাহিন হাসাদের সাথে সুখে সংসার করছেন? তিনি একজন খুনী। আপনি জানেন এসব। সব কিছু জানেন আপনি।
আমার তো মনে হচ্ছে, আপনিও আকাশ চৌধুরীর খুনের জন্য দায়ী। আপনারা দুজন মিলে প্লান করে আকাশ চৌধুরীকে হত্যা করেছেন। ”
— ” এনাফ অধরা। অনেক বলেছো তুমি। না জেনে কোন কথা বলবে না।
হ্যা মানছি আমি ভুল করেছি।
আর সবকিছুর জন্য আমি দোষী। আমার লোভের জন্যই হয়তো এসব হয়েছে।
আমিও চেয়েছিলাম ভালো থাকতে। শাহিন ভালোবাসার মিথ্যা অভিনয় করে আমার চোখে পর্দা পড়িয়ে দিয়েছিলো। ভেবেছিলাম আমি ভালো থাকবো তাই নিজ ভুলে আকাশকে ছেড়ে চলে যাই। আর দেখো, কতো বড় শাস্তি পাচ্ছি আমি। ”
— অধরা কিছুক্ষণ চুপ থেকে, ” সব কিছু খুলে বলুন আমাকে। আমি সত্যিটা জানতে চাই। ”
— অনুরিমা চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস নিয়ে,
” আকাশের বিজনেসে যখন একের পর এক সমস্যা আসতে শুরু করে, তখন আমার আর আকাশের মাঝে দূরত্ব তৈরি হয়। আর তখন শাহিন আমার কাছে তার ভালোবাসার মিথ্যা অভিনয় প্রকাশ করে। আমিও তার ফাঁদে পা দিয়ে ভুল করি। হঠাত একদিন আকাশ বুঝতে পারে আমি শাহিনকে পছন্দ করি। আর সেদিনই আমি আকাশের সাথে ঝগড়া করে বাসা ছেড়ে চলে যাই।
আকাশ অনেক বার এসেছিলো আমাকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু আমি যাইনি। আমার ছোট্ট আশ্বিনও এসেছিলো, আমার হাত ধরে কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করেছিলো। কিন্তু আমি ফিরে যাইনি। কতোটা অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। ”
কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস নেয় অনুরিমা। অধরা এক ধ্যানে অনুরিমার সব কথা শুনছে।
— অনুরিমা আবার বলতে শুরু করে, ” আর তারপর, সেদিন বিয়েতে…..। ”
—চলবে❤