এক মুঠো কাঠগোলাপ পর্ব-১১

0
621

#এক_মুঠো_কাঠগোলাপ🤍
#লেখনীতে:#তানজিল_মীম🤍
#পর্ব:১১

“হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমি রিয়াদ স্যার আর ভাইয়ার দিকে’!!কারন কিছুক্ষণ আগেই জানতে পারলাম আমি রিয়াদ স্যার আর অপূর্ব ভাইয়া নাকি বেস্টফ্রেন্ড’!!হা হয়ে তাকিয়ে আছি আমি দুজনের দিকে’!!

“কিছুক্ষণ আগেই ভার্সিটি এসে পৌছালাম আমি আর ভাইয়া’!!ঠিক সেই মুহূর্তেই আমাদের সামনে এসে দাঁড়ালো রিয়াদ স্যার’!!রিয়াদ স্যার আর অপূর্ব ভাইয়া একে অপরকে দেখে চরম বেগে অবাক হয়েছে তা আমি তাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি’!!রিয়াদ স্যার আমাদের সামনে এসে বললেনঃ

———“অপূর্ব তুই এখানে….

———“আরে দোস্ত তুই এখানে…

———-“আমি তো তোকে আগেই বলেছি ভার্সিটি থেকে সুন্দরবন যাচ্ছি….

———-“তার মানে তুই বোনুর মানে তানজুর ভার্সিটিরই টিচার…

“তানজু” নাম টা শুনতে চমকে যায় রিয়াদ’!!এমন কিছু একটা হতে পারে এটা একদমই কল্পনার বাহিরে ছিল রিয়াদের’!!রিয়াদ তাকালো অপূর্বের পাশে থাকা মেয়েটার দিকে’!!মেয়েটির মুখ দেখেই হা হয়ে যায় রিয়াদ’!!শেষে কিনা নিজের বেস্টফ্রেন্ডের বোনকেই আর ভাবতে পারছে না রিয়াদ’!!রিয়াদের ভাবনার মাঝখানে অপূর্ব বলে উঠলঃ

——–“ওই কোথায় হারিয়ে গেলি তুই….

———“হু কই না তো, তার মানে এই লাউডস্পিকার তোর বোন….

“লাউডস্পিকার” শুনতেই বিষম খায় অপূর্ব’!!তার মানে রিয়াদের “প্রিয়সী” তারই আপন বোন তানজু’!!দুজনেই চোখ বড় বড় করে তাকায় দুজনের দিকে’!!যেন কে কি বলবে, না বলবে কিছুই বুঝতে পারছে না’!!রিয়াদ অপূর্ব দুজন দুজনের দিকে’ তাকিয়ে বললোঃ

———“তার মানে তুই….

“বলেই হেঁসে দিল দুজন’!!মাঝখানে আমি হর্ঠাৎ করে দুজনের হাসি দেখে কিছু বুঝতে না পেরে বলে উঠলামঃ

———-“কি হলো তোমরা পাগলের মতো হাসছো কেন?

“আমার কথা শুনে রিয়াদ অপূর্ব দুজন একসাথে বলে উঠলঃ

——–“সেটা বোঝার বয়স এখনই হয় নি তোর বোনু(অপূর্ব)

———“সেটা বোঝার বয়স এখনই হয় নি তোমার “লাউডস্পিকার”….(রিয়াদ)

——–😒😒😒

———“ওইভাবে তাকিয়ে থাকিস না বোনু….

———“তোমরা সবাই পাগল হুহ আমি তাহলে গেলাম ভাইয়া তুমি আম্মুকে বলে দিও যাতে চিন্তা না করে…

———-“হুম সাবধানে থাকিস বোনু…

———-“ঠিক আছে ভাইয়া…..

“বলেই চললাম আমি গাড়ির ভিতরে….

||

“এদিকে তানজু যেতেই অপূর্ব রিয়াদের মাথায় চাটি মেরে বললোঃ

———“ওরে আমার হারামি দোস্ত তলে তলে তাহলে এতকিছু….

———-“আমি কি করে জানবো ও তোর বোন হবে…

———-“এতদিন নাম কেন বলিস নি আমায় শুধু “প্রিয়সী” আর “লাউডস্পিকারই” শুনেছি….

———-“প্রয়োজনই তো মনে করি নি এই দুটো নামই তো ওর সাথে মিশে গিয়েছিল….

———-“ঠিক আছে সফর থেকে ফিরে আসো দোস্ত তারপর তোমার একটা ব্যবস্থা করছি…

———“কি করবি তুই… 😳

———-“সেটা না হয় এলেই দেখতে পাবি…

———-“হুহ…

———–“এতক্ষণ যাও একটু টেনশন ছিল বোনুর জন্য তাও এখন চলে গেল দোস্ত….

“অপূর্বের কথা শুনে রিয়াদ অবাক হয়ে বললোঃ

———-“মানে…..

“অপূর্ব রিয়াদের গলা জড়িয়ে ধরে বললঃ

———-“এতক্ষণ ভাবছিলাম বোনটা একা এতদূর যাচ্ছে তার জন্য একটু টেনশনে ছিলাম কিন্তু এখন তোকে দেখার পর এই টেনশনটা একদমই দূর হয়ে গেল দোস্ত…

———-“ওহ…

———-“হুম!অবশেষে বলবো বোনটার খেয়াল রাখিস একটু,বুঝতেই পারছিস আদরের বোন আমার কখনো একা কোথাও যেতে দেই নি প্রথমবার যাচ্ছে একটু যত্নে রাখিস দোস্ত,ও একটু দুষ্ট টাইপের এটা তো তুই জানিস তাই দেখে শুনে রাখিস কিন্তু আর পানির কাছ থেকে একটু দূরে দূরে রাখিস ও আবার সাঁতার জানে না কিন্তু….

“অপূর্বের কথা শুনে রিয়াদ মুচকি হেঁসে বললোঃ

———“চিন্তা করিস না আমি তো আছি…

———“সেটাই তো আর শোন আমার বোনের থেকে একটু দূরে দূরে থাকবি কিন্তু….

———-“কি তুই এটা বলতে পারলি আমায়….

“উচ্চ স্বরে হাসলো অপূর্ব…..!তারপর বললোঃ

———“বোন হয় আমার…

———“আর বউ হয় আমার…

“হাসলো দুজনেই…..

_________________________

“হাতে একটা কাগজ নিয়ে নিজের সিট কোনটা খুঁজছি আমি’!!কারন স্যারেরা সবার সিট নাম্বার ঠিক করে দিয়েছে’!!আমি লেট করে আসায় বন্ধুদের সাথে বসতে পারলাম না’!!ওরা সামনে আর আমি পিছনে চলে আসলাম’!!এমন সময় পিছন থেকে টাকলা স্যার বলে উঠলঃ

———“তুই আজও লেট করে এসেছিস ”তানজু”….

“টাকলা স্যারের কথা শুনে পিছন ঘুরে তাকিয়ে বললাম আমিঃ

———“আজকের লেটের জন্য আমার কোনো দোষ নেই স্যার ভাইয়ার জন্য এমনটা হয়েছে’!!আর যার জন্যই এমনটা হয়েছে’!!আমার সব বন্ধুরা সামনে বসেছে আর আমি একা এই পিছনে ভালো লাগছে না স্যার….

———“উহু চিন্তা করিস না এক রাতেরই তো ব্যাপার কাল সকালে আবার একসাথে হতে পারবি তোরা পাঁচ শয়তান…..

“স্যারের কথা শুনে আমি একটু ইনোসেন্ট মার্কা মুখ করে বললামঃ

——–“স্যার আপনি আমাদের শয়তান বললেন… 🥺

“বিনিময়ে টাকলা স্যার আমার মাথা হাত বুলাতে বুলাতে হেঁসে বললোঃ

———“পাগলী একটা….

“স্যারের কাজে মুগ্ধ আমি’!!স্যার আবারো বলে উঠলেনঃ

———-“কি খুঁজছিস তুই….

———-“আমার সিট….

———-“কই দেখি তোর কাগজ…

———-“এই যে স্যার(কাগজটা দেখিয়ে)

“স্যার হাল্কা হেঁসে বললোঃ

———“তোর তো রিয়াদ স্যারের পাশের সিটে জায়গা পড়েছে ওইটা(হাত দিয়ে দেখিয়ে)

“স্যারের কথা শুনে চোখ আমার চড়ুই গাছ’!!আমি একটু চেঁচিয়ে বললামঃ

———-“এটা কি বললেন স্যার প্লিজ স্যার আমার সিটটা চেঞ্জ করে দিন, আমি ওই রাগি স্যারের পাশে বসতে পারবো না….

“আমার কথা শুনে টাকলা স্যার কিছু বলতে যাবে এমন সময় ঝড়ের গতিতে রিয়াদ স্যার এসে বললোঃ

———-“এনি প্রবলেম স্যার…

———–“হুম তবে আমার না তানজুর ও বলছিল ওর সিটটা চে..

“আর কিছু বলার আগেই রিয়াদ স্যার বলে উঠলঃ

———-“ঠিক আছে স্যার আপনি গিয়ে বসুন আপনার জায়গায় আমি দেখছি….

“টাকলা স্যারও রিয়াদ স্যারের কথার সমর্থন দিয়ে বললেনঃ

———–“ঠিক আছে রিয়াদ….

“তারপর আমার হাতে কাগজটা দিয়ে বললোঃ

———-“তোর যা বলার রিয়াদকে বল….

“বলেই চলে গেলেন উনি’!!এদিকে আমার ভয়ে হাত পা এমনি ঠান্ডা হয়ে গেছে ওনাকে আবার কি বলবো’!!যদি রাগারাগি করে তখন’!!টাকলা স্যার যেতেই রিয়াদ স্যার আমার দিকে তাকিয়ে বললোঃ

———–“কি সমস্যা তোমার…

———–“না মানে বলছিলাম কি স্যার…

———–“কি বলছিলে তুমি (রেগে)

————“না মানে আপনার পাশে আমার সিট পড়েছে এখন আপনি কি জানালার পাশে বসবেন নাকি আমি বসবো….

———-“ওহ এই ব্যাপার তুমি বসো জানালার পাশে….

“আমিও একটু নিচু কন্ঠে বলে উঠলামঃ

———–“ঠিক আছে স্যার….

“বলেই বসে পরলাম আমি’!!শালার কি কপাল আমার ধুর…….

“অন্যদিকে রিয়াদ তানজুর মুখ দেখে হাসলো!তারপর সরে আসলো ওখান থেকে….!!

!!

“রিয়াদ স্যার যেতেই আমার কাছে এসে দাঁড়ালো আরিফা,রিতু, দিহান আর হৃদয়!!ওঁরা আসতেই আমি কাঁদো কাঁদো কন্ঠে বলে উঠলামঃ

———–“এটা কি হলো বন্ধুরা আমি রিয়াদ স্যারের পাশে বসুম না…..

———-“আরো আয় লেট করে….(রিতু)

“এমন সময় টাকলা স্যার বলে উঠলেনঃ

———-“আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সফরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হবো’!!তাই সবাই চুপচাপ যার যার বরাদ্দ করা সিটে বসে পরো’!!আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাএা শুরু করবো’!!আশা আমাদের যাএা খুব ভালোভাবেই কাটবে….

“টাকলা স্যারের কথা শুনে সবাই খুশি হয়ে যে যার সিটে বসে পরলো’!!আরিফা ওঁরাও আমার কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল ওদের জায়গায়’!!আমিও নিরাশ হয়ে বসলাম জানালার পাশ দিয়ে’!!এমন সময় জানালার অপজিট রাস্তায় দাঁড়িয়ে বলে উঠল ভাইয়াঃ

———–“বোনু সাবধানে থাকিস কিন্তু আর গিয়েই আমায় ফোন করবি কিন্তু…

“ভাইয়ার কথা শুনে মুচকি হেঁসে বললাম আমিঃ

———-“চিন্তা করো না ভাইয়া আর হ্যাঁ আম্মুকে রাজি করানোর জন্য তোমায় এত্তো গুলো ধনেপাতা….

“হাসলো অপূর্ব তারপর বললোঃ

———“তুই আর ঠিক হবি না বোনু!ভালোভাবে থাকিস কিন্তু আর শোন তোর কিছু প্রয়োজন পরলে রিয়াদকে বলিস….

———-“ঠিক আছে ভাইয়া….

“এখনই আমাদের গাড়ি স্টাট দেওয়া হবে’!!ভার্সিটি থেকে টোটাল চারটে বাস ঠিক করা হয়েছে’!!আমরা মাঝখানে আছি’!!

“অন্যদিকে অপূর্ব রিয়াদের হাত ধরে বললোঃ

———“খেয়াল রাখবি তো আমার বোনের….

———-“অবশ্যই চিন্তা করিস না দোস্ত,আমি তো আছি…

———-“জানি আমি, তারপরও কেন জানি না একটু ভয় ভয় লাগছে, যাক গে সাবধানে থাকিস কিন্তু আর তোরা ফিরে এলেই তোর প্রিয়সীকে নিয়ে কথা হবে দোস্ত…..

“বিনিময়ে হাসলো রিয়াদ’!!তারপর বন্ধুকে বিদায় জানিয়ে সেও উঠে পরলো বাসে…..

.
.

“বাস চলতে শুরু করল তার আপন গতিতে’!!বাস ছাড়তেই আমি জানালার বাহিরে মুখ বের করে ভাইয়াকে টাটা জানালাম’!!ভাইয়াও খুশি হয়ে আমাকে হাত দিয়ে বাই জানালো’!!আর বললোঃ

———–“জানালা থেকে মাথা বের করতে….

“যতদূর দেখা গেল ভাইয়াকে আমিও তাকিয়ে ছিলাম ভাইয়ার দিকে’!!আর ভাইয়াও আমার দিকে’!!একটু খারাপ লাগছে আমার’!!এই প্রথম সবাইকে ছেড়ে একা কোথাও যাচ্ছি’!!আশা করি সবটা ভালোভাবেই হয়ে যাবে’!!আমার ভাবনার মাঝে কর্কশ গলায় বলে উঠল কেউঃ

———-“এটা কি করছো তুমি……

||

“অপূর্ব কিছুক্ষন বোনের যাওয়ার পানে তাকিয়ে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে পাড়ি জমালো বাড়ি ফেরার উদ্দেশ্যে আর মনে মনে প্রার্থনা করলো বোনটা যেন সহীহ সেলামত আনন্দ করে বাড়ি ফিরে আসতে পারে…..

__________________________________________

_______________________

“আচমকা পিছন থেকে কারো কর্কশ গলায় কথা বলতে শুনে জানালা থেকে মাথাটা বের করে তাকালাম আমি’!!সামনেই রিয়াদ স্যারকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি’!!কিছুটা সরল কন্ঠে বলে উঠলামঃ

———“সরি স্যার….

“তারপর চুপটি বসে রইলাম সিটে’!!কেন জানি না খারাপ লাগছে খুব’!!আকাশের দিকে তাকাতেই দেখলাম রাতের আকাশের তাঁরাগুলো জ্বল জ্বল করছে’!!মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি’!!একটু একটু করে গাড়ি সামনের দিকে এগোচ্ছে আমাদের আর তাঁরাগুলোও একটু একটু করে পিছনে চলে যাচ্ছে’!!বিষয়টা খারাপ না ভালো লাগছে’!!অপলকভাবে তাকিয়ে আছি আমি নীরবে….

!!

” অন্যদিকে রিয়াদ বুঝতে পেরেছে তানজুর মন খারাপ’!!তাই সেও আর বেশি কিছু বললো না’!!চুপটি করে তানজু পাশে বসে পরলো’!!

“কিছুক্ষণ পর….

“তানজুর দিকে অনেকগুলো চকলেট এগিয়ে দিয়ে বললো রিয়াদঃ

———-“এগুলো তোমার জন্য…..
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………..

💖💖💖[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!আর গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে’!!]😊😊😊🥀

#TanjiL_Mim♥️