এক মুঠো কাঠগোলাপ পর্ব-২০

0
599

#এক_মুঠো_কাঠগোলাপ🤍
#লেখনীতে:#তানজিল_মীম🤍
#পর্ব:২০

“অবাক চোখে তাকিয়ে আছি আমি একটা গাছের উঁচু মগডালের দিকে’!!কারন সেই মগডালের উপরে খুব শক্ত করে বাঁধা আমার ওড়নাটা’!!এতে বেশ অবাক হলাম আমি’!!আশ্চর্য এতো উঁচুতে কেউ ওড়না রাখে নাকি’!!এসব ভেবে আস্তে আস্তে গাছের উপরে উঠতে লাগলাম আমি’!!উদ্দেশ্য হচ্ছে ওড়নাটা নিজের কাছে আনা’!!কারন ওড়না ছাড়া কনফিটেবল নই আমি’!!

——-“কিন্তু ওতো উঁচুতে ওড়নাটা গেল কি করে?নিশ্চয়ই টিউবলাইট স্যারের কাজ…

“এসব ভাবতে ভাবতে গাছের উপরে উঠতে লাগলাম আমি’!!

.
.

“অন্যদিকে দূর থেকে তানজুকে গাছের উপর উঠতে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে রিয়াদ’!!কিছুক্ষণ আগেই ঘুম ভাঙে তার’!!পাশে তানজুকে না দেখে বেশ অবাক হয় সে’!!পরক্ষণেই হয়তো বাহিরে গেছে এটা ভেবে রিয়াদও বাহিরে বেরিয়ে আসে’!!তারপর পাহাড়ের চূড়া থেকে তানজুর কান্ড দেখে অবাক রিয়াদ’!!
রিয়াদ তাড়াতাড়ি পাহাড়ের উপর থেকে নিচে নামতে শুরু করল কারন রিয়াদ বুঝে গেছে তানজু কি করতে চাইছে!!

“বেশ কতক্ষণ যাবৎ চেষ্টা করছি আমি গাছটার উপরে ওঠার’!!কিন্তু প্রতিবারই ব্যর্থ আমি’!!তাই এই লাস্টবার ট্রাই করবো পারলে আনবো না পারলে আর লাগবে না ওড়না’!!ধুর!

“বলেই বুক ভরা শ্বাস নিয়ে উপরে উঠতে লাগলাম আমি’!!কিছুটা দূর উঠতেই এমন সময় কর্কশ গলায় বলে উঠল কেউঃ

——-“ইউ ইডিয়েট লাউডস্পিকার কি করছো তুমি ওখানে….

“আচমকা কারো মুখে এমন কথা শুনে কেঁপে উঠলাম আমি’!!নিচে তাকিয়ে রিয়াদ স্যারকে দেখে কিছুটা ভরকে গেলাম’!!পরক্ষণেই নিজেকে শান্ত করে বলে উঠলামঃ

——–“আপনি আমার ওড়না ওই উঁচু মগডালে রাখছেন কেন?

——–“আরে বোকা মেয়ে ওটা রেখেছি যাতে দূর থেকে কেউ ওটা দেখতে পেয়ে আমাদের খুঁজতে খুঁজতে এখানে আসে,সোজা কথা হলো অপূর্ব দূর থেকে যেন বুঝতে পারে তুমি ওই উপরে ঝুলছো….

——-“ওহ এই ব্যাপার,পরক্ষণেই একটু ভেবে বলে উঠলামঃ

——–“কি বললেন আপনি আমি ঝুলছি মানে….

“হাসলেন রিয়াদ স্যার!তারপর বলে উঠলেন উনিঃ

——-“যেটা বুঝেছো সেটাই এখন তাড়াতাড়ি নেমে আসো ওখান থেকে…..

——-“ঠিক আছে স্যার!

“এই বলে নিচে নামতে লাগলাম আমি’!!

——–“সাবধানে নেমো কিন্তু না হলে আপনার যে স্পিড না জানি এখনই ঠাসস করে পড়ে যাবেন….

“রিয়াদ স্যারের কথা শুনে আমি একটু রেগে বলে উঠলামঃ

——–“কি বললেন আপনি,আপনার কি মনে হয় আমি শুধু সবসময় খালি ঠাস ঠুস পড়ে যাই নাকি….

——-“মনে হয় কি এটাই হয় “লাউডস্পিকার”……

——–“আপনাকে তো আমি….

“বলেই যেই না নামতে যাবো ওমনি হাত ফসকে যায় আমার! সাথে সাথে ঠাসস করে গাছ থেকে পড়ে গেলাম আমি’!!ভয়ে চোখ বন্ধ করে নিলাম আমি’!!চোখের সামনে ভেসে আসছে, আমার সুন্দর কোমড়টা ভেঙে গেল রে….

“কিছুক্ষণ পর…..

——-“আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে “লাউডস্পিকার”…..

“রিয়াদ স্যারের কথা শুনে আমি আমার ধ্যান থেকে বেরিয়ে আসলাম’!!আস্তে আস্তে চোখ খুলতেই দেখলাম আমি রিয়াদ স্যারের কোলে’!!তার মানে রিয়াদ স্যার আমায় ধরে নিয়েছে’!!ইসস লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার’….

“এদিকে রিয়াদ তানজুর লজ্জা মাখা মুখ দেখে হাসলো’!!তারপর তানজুর কানে কানে বলে উঠল সেঃ

——-“লজ্জা পেলে তো তোমায় দারুন লাগে “লাউডস্পিকার”…..

“বিনিময়ে তানজু কিছু বললো না চুপচাপ রিয়াদের শার্টের হাতা খামচে ধরে মাথা নিচু করে রইলো সে’!!

“আবারো হাসলো রিয়াদ’!!

_____________________

———“আপনার গার্লফ্রেন্ড আছে স্যার…..

“মাঝ সমুদ্রের প্রবল ঢেউ বইছে চারিপাশে’!!সমুদ্রের পানির শব্দ ভেসে আসছে কানে’!!সাথে ফুড়ফুড়ে মিষ্টি বাতাসের মাঝখানে একটা ইয়া বড় পাথরের উপর বসে কথাটা বলে উঠলাম আমি রিয়াদ স্যারকে…..

“আর আমার কথা শুনে রিয়াদ স্যার অবাক হয়ে বললেনঃ

——–“হর্ঠাৎ এমন প্রশ্ন ”লাউডস্পিকার”….

——–“এমনি বললাম স্যার,আপনার প্রবলেম হলে বলতে হবে না….

“রিয়াদ স্যার হাল্কা হেঁসে বলে উঠলেনঃ

——–“তেমন কোনো ব্যাপার নয়….

——–“ওহ তার মানে আছে স্যার?

——–কি…

——-“গার্লফ্রেন্ড….

“মুচকি হাসলেন রিয়াদ স্যার’!!ওনার হাসি দেখে বলে উঠলাম আমিঃ

——–“ঠিক জানতাম স্যার আপনার মতো এত সুন্দর একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না…

——–“এতটা কনফিডেন্স….

——–“আরে স্যার এখনো কি খাই সুজি তাই একটু হলেও বুঝি…..

“হাসলেন রিয়াদ স্যার’!!তারপর বলে উঠলেন উনিঃ

——–“আসলেই পাগল তুমি!

——–“আই নো স্যার….

“আমার কথা শুনে রিয়াদ স্যার অবাক হয়ে বললেনঃ

——–“কি করে…

——–“এটা সবাই বলে…

———“সত্যি তুমি আর ঠিক হলে না….

——–“ওসব বাদ দিন স্যার আগে বলুন, আপনার গার্লফ্রেন্ডের নাম কি?নিশ্চিয়ই এতক্ষণে আপনার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে সে’…

“হাসলেন রিয়াদ স্যার’!!তারপর বলে উঠলেন সেঃ..

——–“শুনবে তুমি আমার গার্লফ্রেন্ডের গল্প….

——–“হুম অবশ্যই বলুন স্যার…..

“রিয়াদ স্যার কিছুক্ষন সমুদ্রের পানে তাকিয়ে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেনঃ

——“সেদিন ছিল বসন্তের উৎসব!!আর সেদিনই তার সাথে প্রথম দেখা হয়েছিল আমার’!!সময়টা ছিল বসন্তের দুপুরবেলা’!!গাড়ি করে বাড়ি ফিরছিলাম আমি হর্ঠাৎই মাঝরাস্তায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে গাড়ির সামনে চলে আসে আমার’!!হাতে ছিল তার অনেক গুলো বেলুন’!!কিছুটা ভরকে গিয়েছিলাম সেদিন’!!ভাগ্য ভালো ছিল সঠিক সময়ে ব্রেক দিয়েছিলাম’!!ঠিক সেই মুহূর্তেই একটা লোক এসে মেয়েটাকে নিয়ে গেল’!!আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম বাচ্চা মেয়েটার যাওয়ার পানে কারন মেয়েটা খুব মিষ্টি দেখতে ছিল’!!হর্ঠাৎই সেই সময় চোখ যায় আমার একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে’!!পরনে ছিল তার সাদা রঙের জর্জেট শাড়ি, ঘন কালো লম্বা চুল তার যেটা কোমড় পর্যন্ত ছড়িয়ে গেছে, হাতে ছিল মুঠো ভর্তি সাদা কাঁচের চুরি,মায়াবী চোখ, নেশালো ঠোঁট সাথে অদ্ভুত মায়ায় ঘেরা সুন্দর মুখ!!জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আঁটকে যায় আমার’!!অপলকভাবে তাকিয়ে ছিলাম আমি মেয়েটার দিকে’!!এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল আমার হৃদয়ে, বুকের বাম পাশে হার্টবিট উঠা নামা করছিল খুব’!!মেয়েটির হাতে ছিল “এক মুঠো কাঠগোলাপ”🤍যেটার জন্য আরো বেশি আকৃষ্ট হয়ে গেছিলাম আমি’!!পাক্কা আঁধ ঘন্টা আমি শুধু তাকিয়েই ছিলাম মেয়েটার দিকে’!!সবচেয়ে মজার ব্যাপার কি জানো “তানজু”…

“প্রথমবার রিয়াদ স্যারের মুখে নিজের নাম শুনে বুকের ভিতর কেমন একটা করে উঠলো আমার’!!আনমনেই বলে উঠলাম আমিঃ

——-“হুম বলুন…..

——-“মেয়েটা হলো একদম বাচ্চা টাইপের,বাকি আর পাঁচটা মেয়ের মতো নয়,শাড়ি কন্ট্রোল করতে তো একদমই পারে না সেটা আমি প্রথমদিন দেখেই বুঝতে পেরেছিলাম’!!মেয়েটা সারাদিন শুধু বাচ্চাদের মতো লাফালাফি করবে আর যেখানে সেখানে পরবে,আর বার বার আমিই গিয়ে ধরবো, তবে ও যেমন আমার তেমনই ওকে ভালো লাগে,,বড্ড ভালোবাসি তাকে আমি…

“রিয়াদ স্যারের মুখে “ভালবাসি” শুনতেই বুকের ভিতর কেমন একটা করে উঠলো আমার’!!কিন্তু কেন করলো বুঝতে পারলাম না’!!রিয়াদ স্যার আবারো বলে উঠলঃ

——–“জানো “লাউডস্পিকার” শুধু মাএ ওর জন্য আজকে আমি ভার্সিটির টিচার হয়েছি,,শুধু ওকে দেখার জন্য ওর সাথে কথা বলার জন্য,হয়তো ওর বাচ্চামো স্বভাবের জন্যই এতো ভালো লাগে আমার’!!

“রিয়াদ স্যারের কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

——–“তার মানে মেয়েটা আমাদের ভার্সিটি পরে স্যার…

“রিয়াদ মুচকি হেঁসে মাথা নাড়িয়ে বললোঃ

——–“হুম!

“বিনিময়ে কিছু বললাম না আমি!কেনো জানি না খারাপ লাগছে খুব’!!সমুদ্রের সৈকত বিলাসের দিকে তাকিয়ে রইলাম আমি!!আশেপাশে সমুদ্রের পানিতে এসে বারি খাচ্ছে বড় বড় পাথরের উপর!!ধীরে ধীরে সমুদ্রের ঢেউ বেড়ে চলেছে!!যা দেখে রিয়াদ স্যার বলে উঠলেনঃ

——-“এখন তাহলে যাক….

——–“আপনি যান আসছি আমি…

——–“ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু….

“বলেই হাঁটতে শুরু করলেন রিয়াদ স্যার’!!হর্ঠাৎই বলে উঠলাম আমিঃ

——–“নাম কি স্যার মেয়েটার….

“কিছুটা দূর গিয়েও আবার থেমে গেলেন রিয়াদ স্যার’!!আমার দিক ঘুরে মিষ্টি হেঁসে বলে উঠলেন উনিঃ

———“বলবো একদিন…..

“বলেই চলে গেলেন উনি’!!

“আর আমি কিছুক্ষণ ওনার যাওয়ার পানে তাকিয়ে থেকে!!আবারো সমুদ্র সৈকত দেখতে ব্যস্ত হয়ে পরলাম’!!

“জীবনটা আসলেই খুব অদ্ভুত!!

“বড্ড অদ্ভুত!!”🌸🥀

||

“একটা বড় ট্রলার করে আশেপাশে ছোট বড় সব জায়গায় খুঁজে চলেছে অপূর্ব ওঁরা রিয়াদ তানজুকে!সেই সকাল থেকে খুঁজে চলেছে তাঁরা!!এখন প্রায় সন্ধ্যা হয়ে আসার উপক্রম!!কিন্তু ওদের কোনো হদিসই পেলো না অপূর্ব!!হতাশ হয়ে বসে পরলো অপূর্ব ট্রলারের উপর’!!চোখ বেয়ে আবারো দু’ফোটা পানি গড়িয়ে পরল তার’!!এমন সময় আফরিন এসে কাঁধে হাত রাখলো অপূর্বের’!!অপূর্ব কিছু বলার আগেই আফরিন বলে উঠলঃ

———“চিন্তা করো না ঠিক পেয়ে যাবো ওঁদের দেখো….

“অপূর্ব আফরিনের হাত ধরে বললোঃ

———“কবে পাবো আফরিন?’

———“খুব শীঘ্রই…

“এমন সময় ট্রলার কর্তৃপক্ষ বলে উঠলঃ

——–“স্যার এখন জাহাজে ফিরে চলুন, সন্ধ্যাও হয়ে গেছে আর সমুদ্রের ঢেউয়ের প্রবলতাও বাড়ছে…..

“অপূর্ব কিছুক্ষণ তাদের সামনে থাকা কয়েক কিলোমিটার দূরে একটা দ্বীপের দিকে তাকিয়ে বললোঃ

———“ওই দ্বীপটায় পর্যন্ত যাওয়া যাবে কি?

——–“স্যার এই মুহুর্তে ওতদূর যাওয়া যাবে না সমুদ্রের প্রবল ঢেউ বইছে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে বুঝতেই পারছেন….

———“ঠিক আছে চলুন তাহলে কাল না হয় আবার আসবো এদিকে….

———“ঠিক আছে স্যার…

“বলেই ট্রলার কর্তৃপক্ষ চলে গেলেন’!!আর অপূর্ব হতাশ হয়ে তাকিয়ে রইলো ওই দ্বীপটার দিকে!!কেনো জানে বার বার তার মন বলছে ওই দ্বীপে গেলেই কোনো হতিস পাবে অপূর্ব ওদের’!!অপূর্ব মনে মনে ভেবে নিয়েছেঃ

———-“কাল আবার আসবে সে এখানে,নিশ্চয়ই আসবে!

“দিহান,রিতু,আরিফা,হৃদয় সাথে অপূর্ব আফরিন সবাই হতাশ হয়ে ফিরছে আবার!!

_________________________________________

_______________________

——-“ওখানে কি করছো তুমি…..

“কিছুটা প্রশ্নমাখা মুখ নিয়ে কথাটা বলে উঠলেন রিয়াদ স্যার’!!আর রিয়াদ স্যারের কথা শুনে বলে উঠলাম আমিঃ

——-“দেখুন স্যার কি সুন্দর সুন্দর ঝিনুক….

“তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বললোঃ

——-“তুমি কি ঝিনুক কুড়াচ্ছো “লাউডস্পিকার”….

——–“হুম আপনিও আসুন না স্যার আমি একা পারছি না অনেক আছে এখানে আমাকে একটু হেল্প করবেন!

“রিয়াদ অবাক হয়ে বললোঃ

——–“তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এই সন্ধ্যা বেলা ঝিনুক কুড়াচ্ছো….

——–“তাতে কি হয়েছে স্যার কোন ডিকশিনারিতে লেখা আছে যে সন্ধ্যাবেলা ঝিনুক কুড়ানো যাবে না😒

——–“আশ্চর্য তুমি রেগে যাচ্ছো কেন?

——–“আপনি রাগাচ্ছেন কেন?দেখছেন আমি একা পারছি না কোথায় একটু হেল্প করবেন তা না শুধু ভাষন দিয়ে যাচ্ছে….

——–“আমি শুধু ভাষন দেই….

——–“তা নয় তো কি?

“রিয়াদ কিছুটা রেগে বলে উঠলোঃ

——–“দাঁড়াও তাহলে আজকে তোমাকে বুঝাচ্ছি ভাষন কি করে দেয়…

“বলেই তানজু দিকে দৌড়ে ছুট লাগালো রিয়াদ’!!

।।

“এদিকে আচমকা রিয়াদ স্যারকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলাম আমি’!!তাড়াতাড়ি কিছু ঝিনুক পকেটে পুরে নিয়ে আমিও দৌড়াতে দৌড়াতে বললামঃ

——-“আরে স্যার আপনিও না শুধু শুধু রেগে গেছেন আমি তো মজা করে বলেছিলাম….

——–“আমিও না হয় মজা করেই তোমার পিছনে দৌড়াচ্ছি…..

——–“আপনি আমায় ধরতে পারবেন না স্যার আপনি ধরার আগেই আমি ছুট্টে পালিয়ে যাবো….

———“আমি তোমাকে পালাতেই দেবোই না….

———“বললেই হলো নাকি….

——–“দাঁড়াও বলছি….

———“দাঁড়াবো না স্যার….

“বলেই আরো জোরে ছুট লাগালাম আমি’!!আর আমার পিছনে ছুট লাগালো রিয়াদ স্যার…..

“পুরো দ্বীপ জুড়ে ছোটাছুটি করছে রিয়াদ আর তানজু!!দুজনের মুখেই প্রশান্তির হাসি….

“কিছুক্ষণ পর…..

“হর্ঠাৎই দৌড়াতে দৌড়াতে রিয়াদ তার মাথায় প্রচন্ড বেগে ব্যাথা অনুভব করলো’!!রিয়াদ তার মাথাটা চেপে ধরে দাঁড়িয়ে পরলো নিমিষেই…

…….

“হর্ঠাৎই রিয়াদ স্যারকে দাঁড়িয়ে পরতে দেখে অবাক হলাম আমি’!!রিয়াদ স্যার মাথায় হাত দিয়ে বসে পরলেন নিচে’!!যা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে দৌড়ে চলে গেলাম আমি রিয়াদ স্যারের কাছে’!!তারপর বলে উঠলাম আমিঃ

——“কি হলো স্যার…..
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………..