কাব্য কথা পর্ব-১০ এবং শেষ পর্ব

0
568

#গল্প_কাব্য_কথা
#_অন্তিম_পর্ব
#লেখনীতে_ওয়াসেনাথ_আসফি

আমাদের বিয়ের ৫ বছর হলো আর এখন পর্যন্ত আমি আপনাকে বাবা হওয়ার আনন্দটা দিতে পারিনি তাও আপনি আমাকে এতো ভালোবাসেন। আমি এমন একটা মেয়ে যে কিনা সন্তান ধারণের ক্ষমতাটা পর্যন্ত রাখেনা। নিজেকে তাচ্ছিল্য করে কথাটা বললো কথা

কথা আমি তোমাকে আগেও বলছি আর এখন আবারও বলছি আমার জন্য তুমি যথেষ্ট আমার আর কিছুর প্রয়োজন নেই। (পিছন থেকে জড়িয়ে ধরে)

আপনি আবার বিয়ে করেন।

কথাটা শুনে কাব্য কথার দিকে ছলছল চোখে তাকিয়ে বাড়ি থেকে বের হয়দিন পেরিয়ে রাত হয়ে গেলো কিন্তু কাব্য কথাকে একটা বার ফোন করেনি এমনকি কথার ফোনও ধরেনি। এদিকে কথা কাব্যর রাগ ভাঙ্গানোর জন্য সেজেগুজে বসে আছে কিন্তু কাব্যর আসার খবর নেই। রাত 12টায় কাব্য বাসায় ফিরলো দড়জা খোলার আওয়াজ পেয়ে কথা দৌড়ে গেলো কাব্যর কাছে, কোথায় ছিলেন আপনি কতবার ফোন দিচ্ছি একবারও ধরেন নাই কেনো? কথার প্রশ্নের জবাব না দিয়ে রুমে চলে গেলো কাব্য আর আলমারি থেকে তার সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্য রুমে চলে গেলো কথাও দেরি না করে কাব্যর পিছু পিছু গেলো।

আপনি এই রুমে কেনো আসছেন আর সব কেনো নিয়ে আসছেন?

কাব্যর কাছে কোনো উত্তর পায়না।

কি হলো কথা বলেন না কেনো?

বিয়ে করবো আর একটা একটু আগে একটা মেয়ে দেখলাম অসম্ভব সুন্দর আহা কি মায়াবী চেহরা দেখে মনটা ভরে গেল। আমি চিন্তা করেছি কালকেই বিয়ে করবো আর নতুন বউকে তো আর পুরানো বউয়ের ঘরে নিয়ে রাখতে পারি না তাই এই রুমটা সুন্দর করে সাজাবো আমার নতুন বউ দেখে খুব খুশি হবে।

কাব্যর কথা শুনে কথার রাগ আকাশ চুম্বি হয়ে যায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাব্যর বুকে কিল মারতে শুরু করে আর বলতে লাগলো,,,,,,,

কি তুই আর একটা বিয়ে করবি নতুন বউ নিয়ে এই ঘরে থাকবি।

কথার হাতের কব্জি ধরে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে কাব্য,,,,,

যেই জিনিস নিজেই সহ্য করতে পারবে না সেটা আমাকে কেনো করতে বল। তুমি জানো আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখিনা তুমি ছাড়া আমার জীবনে আগেও কোনো ভালবাসা ছিলোনা আর এখনো নেই ইনশাল্লাহ আর কখনো হবেও না। তুমিই আমার প্রথম ও শেষ। আমি সারা জীবন তোমার মাঝে হারিয়ে থাকতে চাই। আমি অন্য কারো কাছ থেকে পূর্ণতা নিয়ে তোমাকে ছাড়া থাকে পারবো না । আমি তোমাকে ছাড়া অপূর্ণ।

কিন্তু আমি তো আপনাকে বাবা হওয়ার সুখটা দিতে পারি না।

লাগবেনা আমার এমন সুখ আমার শুধু তোমাকেই চাই তুমি আমার দিকে রাগ করে তাকালেও নিজেকে সুখী সুখী লাগে। আর তুমি এমন কথা কেনো বলছো ডাক্তার তো বলছে চেষ্টা চালিয়ে যেতে।

কিন্তু,,,,,

কোনো কিন্তু না, কথা ছাড়া কাব্য অসম্পূর্ণ।

এতো ভালোবাসেন আমায়?

প্রতিটা নিশ্বাসে তোমাকে ভালোবাসি। এখন কি খেতেও দিবেনা সারাদিন কিছু খাইনি।

কেনো খাননি?

তুমিও তো খাওনি।

হইছে এখন ফ্রেশ হয়ে আসেন।

কাব্যর বুকে মাথা রেখে শুয়ে আছে কথা আর বলছে, অনেক ভালোবাসি আপনাকে।

খালি কি মুখে বললে কাজ হবে কিছু তো করে দেখাতে হবে ( দুষ্টু হেসে)

হুম এখনই করে দেখাচ্ছি।

এরপর তারা হারিয়ে গেল তাদের অপূর্ণ ইচ্ছে পূরণ করার রাস্তায়।

#সমাপ্ত