খড়কুটোর বাসা পর্ব-৩+৪

0
379

#খড়কুটোর_বাসা
#পর্বঃ৩
#Jhorna_Islam
“আসসালামু আলাইকুম নকল শ্বাশুড়ি আম্মা।”

কথাটা বলে যুথির মুখে যতোটা হাসি আছে তার চেয়ে কয়েকগুণ বেশি অ’বা’ক’ত্ব বসার ঘরে উপস্থিত থাকা সকলের মুখে।

তাছলিমা বানু ব্রু কোচকে ফেলে তারপর স’ন্দি’হা’ন গলায় বলে উঠে, নকল শ্বাশুড়ি আম্মা মানেে?

যুথি তার ছোট দুই জা এর দিকে তাকালো দুইজন ই কেমন দৃষ্টিতে যেনো তাকিয়ে আছে যুথির দিকে। চোখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে তারা যুথিকে একদম পছন্দ করছে না। তাতে যুথির কি ?

যুথি আবার শ্বাশুড়ির দিকে তাকিয়ে বলে,,, আপনি তো আসল না। ডু’প্লিকেট হিসাবে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছে। তাই নকল বলছি।কিছু মনে করবেন না কেমন?

আমার খুব ভালো লেগেছে আমি এটা বলেই ডাকবো।কতো মাথা খাটিয়ে তারপর এই নামটা দিয়েছি জানেন? আমি ভালোবেসেই এই নামে ডাকবো।আপনি কিছু মনে করবেন না। মনে মনে বলল তুই মনে করলেও আমার কি?

ইমনের বউ লিমা বলে উঠে ছিঃ কি নাম এগুলো।

কিরে ইরহান তোর বউকে যে নিয়ে আসবি আমাদের বললি না তো।বাহ্ মাকে ছাড়াই দেখি এখন সব সিধান্ত নিতে পারিস। ওকে যে আনতে যাবি একবার বলেও গেলি না। আমি মানা করতাম নাকি আনতে?

ইরহান মায়ের মুখের দিকে তাকায় কি সুন্দর অভিনয় করে। ইরহান ও না জানার ভান করে থাকবে দেখবে কতো নিচে নামতে পারে এরা।

মা আসলে,,,,,

থাক আর কিছু বলতে হবে না। তোরা সবাই এখন বড় হয়ে গেছিস। মা কে আর কি প্রয়োজন? ভালো করেছিস।

আরে ন’কল আম্মা আপনার বড় ছেলের তো কোনো দোষ নেই। উনি জানতেন না৷ আমি যে আসবো। আপনাদের মতো এখনই জানলেন। আসলে শ্বশুর বাড়ির ভাত খাই না বলে পেট ভরছিলোনা।আপনারাতো আমাদের গরিব ঘরে যাবেন ও না আনার জন্য। আর আপনার ছেলের আশায় বসে থাকলে আমার সংসার করাই হতো না তাই নিজে নিজে চলে আসছি।

যুথির কথা শুনে তার দুই জা মুখ বাকিয়ে বলে,,,কেমন বে’হায়া মেয়ে মানুষ নিজের শ্বশুর বাড়িতে নিজেই এসে পরেছে তাও আবার প্রথমবার। আর আমাদের সময় কতো বরযাত্রী গিয়েছিলো জানো?

সেসব কথা না হয় বাদ ই দিলাম তোমার দিকে একবার ভালো করে তাকাও ছিঃ ইয়াক কি নোংরা।

লিমার কথা শুনে যুথি নিজের দিকে তাকায় হেঁটে আসার দরুন পায়ে ময়লা লেগে আছে। তাছাড়া কালো বোরখায় একটু বেশি ই বোঝা যায় ময়লা।

তো কি হয়েছে একটু মাটি লেগেছে ঝাড়া দিলেই চলে যাবে।

কি নোংরা তুমি মেয়ে। আম্মা আর কাউকে পেলেন না বাড়ির বউ করার জন্য? শেষ মেষ কিনা এই ক্ষে’ত মার্কা মেয়েকে বাড়িতে আনতে হলো?

আমি ক্ষে’ত? তো ভালো তো সেই ক্ষে’ত এ ফসল উৎপাদন হলেই মুখে খাবার জোটে ভুলে যাইওনা গো তোমরা।আর আমার শরীরে মাটি দেখে ছিঃ ছিঃ করছো? তোমরা কি মরবে না?

তোমরা মরলে কি তোমাদের সিমেন্ট দিয়ে মাটি দিবে? হুু বলো বলো!

ইমন আর ইশানের বউ আর কিছু বলতে নিবে তার আগেই তাছলিমা বানু তাদের থামিয়ে দেয়। আহ্ কি শুরু করেছো তোমরা? চুপ থাকো।

ইরহান তোর বউকে তুই নিয়ে যা।

আহ্ আপনারে তো আমার চুমু খেতে মন চাচ্ছে নকল শ্বাশুড়ি আম্মা। আমি যে ক্লান্ত ঠিক বুঝেছেন।

ইরহান এতো সময় এদের কান্ড দেখে গেছে শুধু। তার ভাইয়ের বউরা কি রকম নাক ছি’ট’কা’চছে তার বউকে দেখে। ওদের কথার বিরুদ্ধে কিছু বলতে নিবে তার আগে যুথি নিজেই তাদের কথার উত্তর দিতে দেখে ইরহান আর কিছু বলে নি।ইরহান বুঝে গেছে বউ তার ঠোঁট কাটা স্বভাবের কাউকে যে ছেড়ে কথা বলবে না।

চলো যুথি হাত মুখ ধুয়ে নিবে।

যুথি ইরহানের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ইরহান কে অনুসরণ করে তার পিছনে পিছনে যেতে থাকে। যেতে যেতে একবার ঘার ঘুড়িয়ে তার জা দের দিকে তাকায়। মুখ ভেংচি কেটে মনে মনে বলে উঠে,,, “এএএএএ ঢংগীদের ঢং দেখলে বাঁচি না। ”

ইরহান যুথি কে নিয়ে চলে গেলে ইমন আর ইশানের বউ শ্বাশুড়ি মায়ের উপর ক্ষি”প্ত হয়ে উঠে,,,,,

আমরাতো কিছু বলতে পারি না আম্মা আপনাকে। জোড়ে কথাই বলতে পারি না আপনার সাথে। আর এই দুই পয়সার ফ’কি’ন্নি কিরকম চে’টাং চে’টাং কথা বলে গেলো আপনি তো একটা টু শব্দ ও মুখ থেকে বের করলেন না আম্মা। আমরা এমন করলেতো আমাদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন সাথে বাপ মা কে ডেকে আনতেন।আর এখন আপনাকে নকল শাশুড়ী আম্মা বলে গেলো গায়ে লাগলো না? আমাদের ও কতো গুলো কথা শুনিয়ে গেলো।

তাছলিমা বানু তার দুই ছেলের বউদের কথা শুনে গর্জে উঠে চুপ করো তোমরা। আমি কি করবো না করবো তা কি তোমরা বলে দিবে? জ’বান টা একটু বেশি চলছে না তোমাদের? ভুলে যেও না কার সাথে কথা বলছো।আমার সাথে কথা বলার সময় মেপে মেপে কথা বলবে। উপরে উঠলে কি করে নিচে নামাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চুপচাপ নিজের কাজে যাও।

দুইজন শ্বাশুড়ির কথায় ভিতরে ভিতরে ফুসছে।তবুও মুখ দিয়ে কিছু বলল না।চলে যেতে নিলে শ্বাশুড়ির কথা শুনে আবার একটু থামে।

যুথি কে নিয়ে কেউ কোনো মজা করবে না বা অপমান করবে না। যাও এবার নিজেদের কাজে। আমি কি করবো সেটা আমি ভালো করেই জানি। আমার চুল গুলো বাতাসে পাকেনি।

ইমন ও ইশানের বউ চলে গেলে তাছলিমা বানু মনে মনে বলে ঐ গা’ই’য়্যা মূ’র্খ মেয়েটাই আমার তু’রু’পে’র তা’স।তোমাদের মাথায় এসব ঢুকবে না বড় লোকের আ’লা’লের ঘরের দু’লালিরা। এই মেয়েকে শুধু শুধু ইরহানের জীবনে জড়াই নি। এই তাছলিমা বানু কোনো কাঁচা কাজ করে না।

নিজের স্বা’র্থের জন্য এই মেয়েকেও সহ্য করে নিতে জানি। বলে মনে মনে হাসে তাছলিমা বানু।

——————————————

ইরহানের রুমে এসে বোরখা খুলে বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে আসে যুথি। বাড়িটা বেশ রাজকীয় ভাবেই করেছে। গ্রামাঞ্চলের জন্য এই বাড়িটাই অনেক বেপার সেপার।আশে পাশের দুই তিন গ্রামে হাতে গোণা দুই একটা বাড়ি মনে হয় এমন আছে। ইরহানদের বাড়িটা আবার শহর থেকে কিছুটা কাছেই। প্রতি রুমে রুমে বাথরুম করেছে। যুথি কল পাড় খুজলে ইরহান বাথরুম দেখিয়ে দেয়।

বাথরুম থেকে বের হয়ে উড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আসে যুথি।তাকিয়ে দেখে ইরহান খাটের এক কোণে মাথা নিচে দিয়ে বসে আছে।

— এইই বোকা পুরুষ আপনি আমার বোকা পুরুষ তো? নাকি এয়ারপোর্ট থেকে বদল করে দিয়েছে?

— মানে?

— আমার বোকা পুরুষ তো এরকম গোমড়া মুখে থাকে না। সে সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর আপনি কিভাবে আছেন মুখ টা কে কেমন করে রেখেছেন।

— তোমার এইখানে আসা একদম উচিত হয় নি যুথি।

— যুথি হাত পা তুলে খাটের উপর উঠে বসে। কেন আমাকে ঐ বাড়িতে রেখে এইখানে আরেকটা বিয়ে করে বউ নিয়ে থাকতেন নাকি?

— ইরহান যুথির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে যার নিজে নিজে চলার বা এক বউয়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নাই তার আবার দ্বিতীয় বিয়ে।

যুথি ইরহানের মনের অবস্থাটা খুব ভালো করে জানে।তাও মজা করে তাকে একটু মন ভালো করতে চেয়েছিলো। বুঝে গেছে ইরহানকে এখন যাই বলুক মন ভালো হবে না। তাই চুপচাপ ইরহানের মুখের দিকে তাকিয়ে রয়। তার বোকা পুরুষ টা কে দেখে আর মনে মনে কিছু ভাবে।

————————————————–

গ্রামের দিকে সাধারণত রাত আটটা বেজে যাওয়া মানেই অনেক রাত। সকলে এই সময় খেয়ে দেয়ে ঘুমের প্রস্তুতি নেয়।

যুথি রুমে যে সেই ঢুকেছে আর রুমের বাইরে বের হয়নি।ইরহান অবশ্য ঐ সময়ই বেরিয়ে গেছে আর ফিরে আসেনি।

এখন রুমের বাইরে গিয়ে দেখে সকলেই খাওয়ার রুমে খেতে বসছে। যুথির ও প্রচুর খিদে পেয়েছে। কিন্তু ইরহান কই ইরহান কে রেখে একা খেতেও পারছে না। তাই চুপচাপ বসার ঘরে বসে। দেখতে পায় ইরহান বাড়িতে ঢুকছে। যুথি উঠে দাঁড়ায় ইরহানকে বলে হাত মুখ ধুয়ে আসতে খেতে বসবে।ইরহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু সময় পর আসলে দুইজন ই এক সাথে খেতে বসে।

অন্যরা ও মাত্রই খাবার নিয়েছে খাওয়ার জন্য। ইমন আর ইশান তাদের বউদের নিয়ে এক পাশে বসেছে। ইরহান যুথিকে নিয়ে আরেক পাশে।

তাছলিমা বানু সাধারণত ছেলেদের সাথে খায় না।সবার খাওয়া শেষ হলে তারপর উনি খেতে বসেন। এটা সবসময় ই করেন তিনি।

অন্য দুই ছেলের প্লেটে দুইটা মাছের মাথা ও প্লেট ভর্তি করে মুরগির মাংস দিয়েছে এক সাথে।বউদের ও দিয়েছে। যুথি শুধু এদের খাবার খাওয়া দেখছে রা’ক্ষ’সের মতো খাচ্ছে সবগুলো মিলে।সবাই কে সব মাছ মাংস প্লেট ভরে দিয়ে যুথি ও ইরহানের কাছে বাটি নিয়ে আসে তাছলিমা বানু।

ইরহানের প্লেটের এক পাশে মাছের একটা লেজ ও মাংসের দুই টুকরো দেয়।

যুথির প্লেটে মাছের ঝুল আর একটুকরো মুরগির মাংস আর একটা আলু দিয়ে বলে আর নাই এটুকু দিয়েই খেয়ে নেও।
বলে চলে যায়।

ইরহান তার ভাই আর ভাইয়ের বউদের প্লেটের দিকে তাকায়। তারপর নিজের আর যুথির প্লেটের দিকে। মুরগির মাংস রান্না করা পাতিলের দিকে ও চোখ যায় ইরহানের।পাতিলে রাখা মাংস আরো তিনজন খেতে পারবে।

তাছলিমা বানু ভালো করে জানে বেশি কাঁটার জন্য ইরহান লেজ কি মাছের পেটের অংশ ছাড়া খেতে পারে না। তাও এটা উনি ইরহান কে দিলেন।

তাছলিমা বানুর কান্ডে তেলে বেগুনে জ্বলে উঠে যুথি।মুখ খুলে কিছু বলতে নিবে ইরহান বুঝতে পেরে হাত ধরে আঁটকে দেয়।মাথা নাড়িয়ে না করে কিছু বলার জন্য।

ইরহান তার প্লেটের মাংস যুথির প্লেটে তুলে দেয়।তারপর বলে তুমি খাও যুথি আমার একদম খিদে নেই। বলেই ইরহান উঠে চলে যায়।

ইরহানের চলে যাওয়া দেখে কেউ কিছু বলল না এরাতো খেতে ব্যস্ত। অথচ সব কিছু ইরহানের টাকায় আনা।ইমন, ইশান কোনো কাজই করে না।

যুথি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। লোকটার নাকি খিদে নেই সারাদিন যে ভালো করে কিছু খায়নি তা তো আর যুথির জানতে বাকি নেই।

#চলবে,,,,,,,,,,

#খড়কুটোর_বাসা
#পর্বঃ৪
#Jhorna_Islam

“কিছু মানুষের জীবন যায় অন্যের জন্য ত্যা’গ করতে করতেই” ইরহান ও তাদের মধ্যে একজন।

যুথি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে মেজাজ তার প্রচুর খারাপ।ভিতরে দুই রকম অনুভূতি হচ্ছে। একে তো ইরহানের উপর প্রচন্ড রা’গ হচ্ছে লোকটা এদের কে কিছুই বলল না। এমন মানুষ আছে দুনিয়ায়? নিজের রোজগারের টাকা দিয়ে যেই সংসার চলে সেই সংসারে তার খাওয়া জোটে পাতিলের ঝোল।লোকটা এতো বোকা কেন। নিজে বলেছেনা কিছু ঠিক আছে।

যুথি বলতো।তাকে কেনো কিছু বলতে দিলো না।ইরহান খাওয়ার প্লেটের দিকে তাকিয়ে ছিল যখন তখন তার মুখ টা দেখে যুথির ই কান্না পেয়ে গেছে।

আবার দেখো খু’দা পেটে নিয়ে কি সুন্দর বলল খিদে নেই। আবার নিজের প্লেটের মাংস ওর প্লেটে তুলে দিয়ে গেছে খাওয়ার জন্য।

লোকটা কি বুঝতে পারলো না যেই খাবার তার মুখে ঢুকলোনা সেই খাবার যুথির মুখে ও জোটবে না।

ইমন ইশান আর তার বউদের দিকে তাকালো যুথি কি সুন্দর একমনে খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওদের একমাত্র কাজই হচ্ছে খাওয়া। দুনিয়ার অন্য কিছুতে ওদের মন নেই।

তাছলিমা বানু আবার দুই ছেলেকে জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা। লাগলে যেনো বলে।

বাহ্ মানুষ কতো অদ্ভুত। আজ ইরহান নিজের ছেলে না বলে সে যে খাবার রেখে চলে গেছে একটাবার বললও না খেয়ে যেতে।অথচ মায়েরা নাকি তাদের পেটের সন্তান না হলেও মুখ দেখে কিছু টা হলেও আন্দাজ করতে পারে সত্যি নাকি মিথ্যা বলছে। অথচ এই মহিলা ইরহান যে সারাদিন ও ভালো করে খায় নাই সেটা জেনেও চুপ রইলো।

যুথি রা’গে দাঁত কিরমির করতে করতে সকলের দিকে তাকায়। এই রা”ক্ষস গুলোর এখনো অর্ধেক খাওয়া ও হয়নি।মনে হচ্ছে পুরো পৃথিবীই এরা খেয়ে ফেলতে পারবে। তাছলিমা বানু ও ততক্ষণে নিজের জন্য খাবার নিয়ে বসেছে।পাতিলের সব গুলো মুরগির মাংস নিজের প্লেটে ঢেলে নিয়ে বসেছে। কোন লেভেলের খাদক হলে এতো পরিমাণ খাবার একা নিয়েই বসে খেতে। একটার থেকে একটা কম যায় না।

যুথির এদের খাওয়া দেখে সহ্য হলো না।এমনিতেই তার শরীর জ্বলতে আছে কিছু বলতে পারলোনা এদের।তার উপর এদের খাওয়া।নিজেদের জন্য সব রেখে তার আর তার স্বামীর ভাগ্যে কিনা জুটলো আলু, ঝুল আর দুই টুকরো মাংস?

ওরা দুইজন যখন না খেয়ে থাকবে ওরা কেন পেট পুরে খাবে? এটাতো যুথি হতে দিবে না কখনো হতে দিবে না।তার স্বামী মহান হতে পারে সে একদম না।

এতো রা’গ আর কষ্টের মাঝে যুথির মাথা কাজ করে না।এখন যেমন ভেবেও পাচ্ছে না কি করে ওদের খাওয়া প’ন্ড করবে। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো যুথি।

আশেপাশে তাকিয়ে ভাবনার মাঝেই কিছু একটা দেখে মাথায় বুদ্ধি এসে গেছে কি করবে।মুখে হাসি ফোটে উঠে। পেয়ে গেছে এদের খাওয়া বন্ধ করার উপায়। তোদের জন্মের মতো খাওয়া সাধ মিটাচ্ছি আমি দাড়া বলেই, আগে ইরহানের প্লেট থেকে মাছের লেজ টা ও নিজের প্লেট এ তুলে নেয়।তারপর কাঙখিত বস্তু টা পাটির কিনারা থেকে বাম হাত দিয়ে ধরে নেয়। তারপর কৌশলে নিজের খাওয়ার প্লেট টা পাশে রাখা একটা মোড়ার উপর রাখে।

নিজের সামনে ইরহানের প্লেট টা রাখে তারপর ভাত মেখে এমন ভাব করছে সে যেনো খাচ্ছে। ওদের যুথির দিকে মনোযোগ ও নেই ওরাতো খাওয়া নিয়ে ব্যস্ত।

যুথি বাম হাতে রাখা কাঙ্ক্ষিত জিনিস টা এবার নিজের প্লেটে রাখে তারপর আবার ভাত নাড়াচাড়া করতে থাকে যেনো মনে হয় এটা তরকারিতে ছিলো প্লেটে ঝুল থাকায় যুথির আরো সুবিধা হয়েছে।

সবার মুখের দিকে তাকিয়ে একটা চিৎকার করে বলে ওওওও নকল শ্বাশুড়ি আম্মা গোওওও এইডা আমি কি দেখলাম গো।

হায় হায় এইটা কি আমারতো কেমন যেনো লাগতাছে।

সকলে যুথির চিৎকার শুনে নিজেদের খাওয়া রেখে যুথির দিকে তাকায়।

তাছলিমা বানু বলে উঠে কি হয়েছে এমন চেচাচ্ছ কেন মেয়ে?

আজকের খাবার কে রান্না করছে নকল শ্বাশুড়ি আম্মা?

ইমন আর ইশানের বউ দুই জন একটু ভাব নিয়ে বলে,,আমরা রান্না করেছি।খুব ভালো হয়েছে রান্না তাই না? দেখতে হবে না কে রান্না করেছে।

এরকম রান্না জীবনে খেয়েছো কখনো?

নাহ আর জীবনে খেতেও চাই না।

চাইবা কিভাবে কু’কু’রের পেটে ঘি হজম হয় নাকি! সারাজীবন যার শাক পাতা খেয়ে অভ্যাস সে কি বুঝবে মাংসের স্বাদ।

তাছলিমা বানু কটমট করে তার বৌমাদের দিকে তাকায়। তাছলিমা বানুর তাকানো দেখে দুইজন ই চুপ হয়ে যায়। এবার তাছলিমা বানু যুথিকে উদ্দেশ্য করে বলে,,,

কি হয়েছে বলোতো? খাওয়ার টাইমে কেউ এমন চিৎকার চেচামেচি করে? শান্তিতে খেতে বসেছিলাম তো নাকি?

আর শান্তি নকল শ্বাশুড়ি আম্মা! এখন আপনারে একটা গুপ্তধন বের করে দেখাবো।

গুপ্তধন মানে?

যুথি প্রশ্নের উত্তর না দিয়ে তার প্লেট থেকে একটা তেলাপোকা বের করে নিয়ে আসে। তারপর সেটা সকলের সামনে ধরে ঘুরাতে ঘুরাতে বলে দেখেন এইটা কি।মুরগির মাংসের ঝোল থেকে পেয়েছি।

এইটাকি আপনারা মাংসের স্বাদ বাড়ানোর জন্য দিয়েছেন নাকি গো? ছিঃ ছিঃ এর থেকে তো আমাদের ছোটলোকদের ঘাস পাতা অনেক ভালো দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা ইমন ও ইশানের বউয়ের দিকে তাকিয়ে বলে।

ইমন আর ইশানের বউ তেলাপোকা দেখেই ভয়ে চিৎকার করে উঠে । কিন্তু যুথি কোনো ভ’য় না পেয়ে কি সুন্দর তাদের সামনে ঘুরাচেছ।

তাদের ভ’য় পেতে দেখে যুথি ইচ্ছে করে আরো এগিয়ে নিয়ে যায় তাদের সামনে তেলাপোকা টা। তারা আরো চিৎকার করে। যুথি আর না ঘে’টে ফেলে দেয় তেলাপোকা।

আমার না কেমন ব’মি ব’মি পাচ্ছে বলেই ওয়াক ওয়াক করে ব’মির ভান করে যুথি। বসা থেকে উঠে গিয়ে সকলের প্লেটের সামনে গিয়ে প্লেটের দিকে তাকিয়ে ওয়াক ওয়াক করে বলে আল্লাহ আপনারা এগুলো কি করে খেলেন।

একেইতো মুরগির মাংসে তেলাপোকা পেয়েছে এটা শুনেই সকলের গা গোলাচ্ছে তার উপর যুথি আবার তাদের সামনে গিয়ে ওয়াক ওয়াক করায় তাদের ও গা গুলিয়ে ব’মি এসে পরবে এমন অবস্থা। ইমনের বউ লিমা তো সত্যি ব’মি করে দিবে। তাই দৌড়ে তারাতাড়ি বসার ঘরের ওয়াশরুমের ভিতরে ঢুকে পরে লিমা।

ইমন আর ইশান হাত ধুয়ে উঠে যায়। ঠিকঠাক ভাবে খেতে পারলোনা। তাছলিমা বানুর তো একেবারেই খাওয়া হলো না।প্লেটে হাত দিতে নিয়েছিলো মাত্র খাওয়ার জন্য। ভাগ্যিস
খায়নি। ভেবেই হাফ ছাড়ে তাছলিমা বানু। তারপর দুইজন কে এগুলো পরিষ্কার করার জন্য বলে।

ইচ্ছে মতো বকতে থাকে দুই বউকে রান্নার সময় মন কই থাকে।দেখেশুনে রান্না করতে পারেনা। বউদের এমন কান্ড জ্ঞানহীন হলে চলে না।নানান ধরনের কথা শুনাতে থাকেন।

লিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শোনে তার শ্বাশুড়ি তাদের বকে উদ্ধার করছে।যুথির দিকে চোখ যায়। যুথি মিটমিট করে হাসছে।রা’গ হলেও চুপ থাকে।তারপর বলে কিছু সময় পর এসে সব করবে এখন এগুলো পরিষ্কার করতে গেলে দেখে আরো ব’মি পাবে।

তারপর একে একে সবাই খাওয়ার জায়গা থেকে চলে যায়। যুথি ভিতরে ভিতরে হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই চলে যাওয়ার পর যুথি ওয়াশরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসে।

তারপর ঐসময়ের মোড়ার উপর রেখে দেওয়া প্লেট টা হাতে নিয়ে ইরহানের রুমের দিকে যেতে থাকে।

———————————————–

তখন যুথি তেলাপোকা টা পেয়েছিলো পাটির পাশ থেকে। মনে হয় কারো পারা লেগে মরে গেছে। কেউ দেখেও নি।তেলাপোকা টা দেখেই যুথির মাথায় বুদ্ধি আসে এদের খাওয়া নষ্ট করার।যুথি আবার অন্যান্য মেয়েদের মতো এসব তেলাপোকা, টিকটিকিতে ভ’য় পায় না।তার সাহস বরাবরই একটু বেশি।

———————————————

খাবার নিয়ে ইরহানের রুমে এসে দেখে ইরহান বিছানায় আধশোয়া হয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে।

যুথি রুমের দরজাটা লাগিয়ে ইরহানের পাশে প্লেট টা নিয়ে এসে বসে।খাটের পাশের টেবিল টা তে আগে থেকেই পানি রাখা আছে।

যুথি ভাত মাখাতে মাখাতে বলে,,এই বোকা পুরুষ উঠে বসে হা করুন তো।

ইরহান চোখ থেকে হাত সরিয়ে যুথির দিকে তাকায় তারপর বলে, আমি খাবোনা যুথি তুমি আবার এগুলো নিয়ে এসেছো কেনো? তুমি গিয়ে খেয়ে নেও।আমার একদম খিদে নেই।

আপনি না খেলে আমিও একদম খাবো না।আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। এখন আপনি যদি চান আমি না খাই তাহলে আপনিও খেয়েন না।

ইরহান যুথির দিকে তাকিয়ে হা করে। যুথি হাসি মুখে ইরহানের মুখে খাবার তুলে দেয়।

কিসের চিৎকার শুনেছিলাম যুথি তখন?

আমার দাদি একটা প্রবাদ বলতো জানেন ” এ’ছ’ড়ার সাথে তে’ছ’ড়া মিলে বেগুনের সাথে শুটকি মিলে।”

আপনার মা যেমন তার বউমা হিসেবে আমিও ঠিক তেমন।দুইজন ই নিজের স্বার্থটা বুঝে বুঝলেন?

শ’য়’তা’নের সাথে শ’য়’তানি না করলে হয় না। যারা ভালোবাসার মর্ম বুঝে না তার প্রতি কিসের ভালোবাসা?

আপনি বাঁচলে বাপের নাম। আপনার এই ভালোমানুষির না কোনো দাম নেই। আপনার ভালোবাসার সুযোগ নিবে।ভালোবাসা ফিরতি দিবে না। আজ কাল নিজের বাপ মা ই আপন না। এরাতো আপনার পর। কথায় আছে নিচ দিক দিয়েই সব সময় পানি যায়।আপনি ওদের যতো মাথায় তুলবেন ওরা ততো আপনার মাথায় চড়ে বসবে। দুনিয়ায় ভালো মানুষ রা ভালো থাকে না খারাপরাই ভালো থাকে।

পুরুষ মানুষ কে এমন মানায় না।আপনি কেন ওদের জন্য নিজের হ’ক ছাড়বেন? এই যে না খেয়ে এসে পরলেন আপনার কথা কি ভেবেছে? একবার মুখের কথাটা বলেছে? আপনি পারতেন এমন করতে ওদের মধ্যে থেকে কেউ না খেলে? নিজের মধ্যে রাগ আনুন প্রতিবাদ করতে শিখুন।যে যেটার যোগ্য না তাকে সেটা দিবেন না।

কিছু মানুষের স্বভাব খুবই খারাপ এদের বসতে দিলে খেতে চায়।আপনি যতো দিবেন আরো চাইবে।আপনার কথা আর ভাববে না।

আরে বোকা পুরুষ আপনি কার থেকে কি আশা করেন? যেখানে নিজের আপন ই এই দুনিয়ায় আপন না আর এরাতো সৎ ই। আপনি এদের ক’লিজা কেটে ভুনা করে দিলেও বলবে লবণে কম পরেছে।

#চলবে,,,,,,