তবুও ভালোবাসি পর্ব-০৬

0
720

#তবুও ভালোবাসি
#পর্ব_০৬
#রেজওয়ানা_রমা

কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে,
-কোথায় ছিলেন আপনি?
-কেন? মিস করছিলে?
– চিন্তা হয় না বুঝি?বলে গেলেই তো হয়। সেই সকালে বেরিয়েছেন রাত কয়টা বাজে? এখন ফিরছেন।
-কি ব্যাপার বলো তো তোমার মাঝে বউ বউ একটা ভাব আসছে।প্রেমে টেমে পড়েছো নাকি?
-সব সময় মজা ভালো লাগে না।কোথায় গিয়েছিলেন আপনি?
– আরে একটু কাজ ছিল।তাই বাইরে গিয়েছিলাম। আসতে একটু লেট হয়েছে। সরি নীড়।
-বাসার সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমি কিছুই বলতে পারি নি।এভাবে কি কেউ যায়?
-বললাম তো সরি।
-ঠিক আছে।ফ্রেস হয়ে নিন।
-হুম

পরের দিন সকাল বেলা মেহুল আর রিয়ান নাস্তা করে রওনা দেয় রিয়ানদের বাড়ি। ঘন্টা খানিক পর বাড়ি পৌছে যায়। একদিকে রিয়ানের ছুটিও প্রায় শেষ।বিয়ের জন্য এক সপ্তাহের ছুটি পেয়েছিল।আগামি কাল রিয়ান ঢাকা ফিরে যাবে।বাড়ির সবার মন খারাপ।রিয়ানের মা এসে বলল,

– আর কয়েক দিন থাকলে ভালো না!
-মা!তুমি তো জানোই তবুও এই কথা বলছো।কাল ভোরে রওনা দেবো।
-এই জন্য আমি আর্মিতে যেতে নিষেধ করেছিলাম।তুই তো শুনিস না আমার কথা(কাদতে কাদতে)
– আহ! মা।অবুঝের মত করো না তো। আমি তো আবার আসবো।
-তুই চলে যাবি কাল।নতুন বিয়ে করেছিস বউমা কি একা একা থাকবে।বউমা কে সাথে নিয়ে যা বাবা।

মায়ের কথা শুনে রিয়ান মেহুলের দিকে তাকায়। মেহুল মাথা নিচু করে এক কোনে দাড়িয়ে আছে।মেহুলের মন খারাপ তা বোঝাই যাচ্ছে।রিয়ান তার মা কে বলল,
-মা ওকে কিছু দিন পরে নিয়ে যাবো।ও এখন তোমাদের সাথেই থাকুক।ওখানে গেলে ওর একা একা লাগবে আমি তো সময় পাবো না।তার চেয়ে বরং ও এখানেই থাক।

রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ রুমে চলে যায়। মেহুল বিছানায় মন খারাপ করে বসে আছে। রিয়ান মেহুলের পাশে গিয়ে বসে বলে,
-মন খারাপ?
-( নিশ্চুপ)
-বাবা মা কে ছেড়ে এসেছো এই জন্য খারাপ লাগছে? আমি কাল চলে যাওয়ার পর কিছু দিনের জন্য আবার যেও। এখন ঘুমিয়ে পড়ো কেমন।
– আপনি কি আমাকে বোঝেন?
-হঠাৎ এই কথা!
-যদি বুঝতেন তাহলে আব্বু আম্মুর কাছে যাওয়ার কথা বলতেন না।
-তোমার মন খারাপ তাই যেতে বলেছি
-না। আমি কোথাও যাবো না।
-কেন
-এমনি
-বুঝেছি আমি চলে যাচ্ছি তাই তোমার কষ্ট হচ্ছে!
– (নিশ্চুপ)
– আরে পাগলি আমি তো আবার আসবো। আর আমাদের তো ফোনে কথা হবে।আর নেক্সট টাইম যখন আসবো তখন তোমায় নিয়ে যাবো কেমন!
মেহুল এবার রিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে। রিয়ান মেহুলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,
-তুমি এমন করলে আমি কি….

#চলবে……