#তিক্ততার_সম্পর্ক
লেখনীতেঃ তাহমিনা তমা
পর্বঃ ৩৩
ইয়াদ ইশানের দিকে না তাকিয়ে উত্তরে বললো, একটু অপেক্ষা কর, একে একে সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবি। তাহলে শুরুটা নাহয় আপনি করুন আতিক আঙ্কেল।
আতিক ইয়াদের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে যতটা ইয়াদকে বলেছিলো ততটা বলে একটু দম নিলো। তারপর আবার বললো, সবসময় পাঞ্জাবি পাজামা পরে, চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে, কবি কবি ভাব নিয়ে থাকা মানুষটাকে ফর্মাল পোষাকে দেখে অবাক হয়েছিলাম। পরক্ষণে ভেবে নিলাম পরিস্থিতির চাপে মানুষ নিজেকে বদলে নেয়। কিন্তু সে যখন আমাকে চিনতে অস্বীকার করলো তখন অবাক না হয়ে মনে সন্দেহ জাগলো। কিছু না বলে বের হয়ে আসলাম। তারপর দুদিন অস্থিরতা নিয়ে সত্যিটা জানার চেষ্টা করতে থাকি কিন্তু ফলাফল শূন্য। বিষন্নতা নিয়ে হসপিটালে জয়েন করি কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আরেক নির্মম সত্য। ইয়াসির আমাকে পুরো পরিবারের ছবি পাঠাতো তাই ছোট্ট ইয়াদ আর রুবিনাকেও আমি চিনতাম কিন্তু রুবিনা আমার সম্পর্কে জানতো না। হসপিটালের করিডোরে লেডি ডক্টরের হাত আঁকড়ে ধরে কিছু বলছে রুবিনা। একটু দূরে হওয়ায় তাদের কথা আমি শুনতে পারি না। লেডি ডক্টর রুবিনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে আসে আর রুবিনা পাশের সীটে বসে পড়ে চিন্তিত মুখ নিয়ে। লেডি ডক্টরের থেকে জানতে পারি রুবিনা চার মাসের প্রেগনেন্ট আর সে বাচ্চাটা রাখতে চাইছে না। কিন্তু চার মাসে এসে অ্যাবরশন করলে তার নিজের জীবনের ঝুঁকি আছে, তাই ডক্টর না করে দিয়েছে।
এতটুকু বলে দম নিলো আতিক। ইয়ানার চোখের পানি বাঁধ মানছে না। সেই সন্তান যে ইয়ানা সেটা বুঝতে আর বাকি নেই কারো। ইয়ানা ভাবতে পারছে না, তার মা তাকে এই পৃথিবীতে আসার আগেই খুন করতে চেয়েছিলো। তার মা চায়নি সে এই পৃথিবীর বাতাসে নিশ্বাস নেয়। ইয়ানা পাথরের মূর্তির মতো নিঃশব্দে চোখের পানি ফেলছে। আজকের এই কষ্টের কাছে গতকাল আরমানের দেওয়া কষ্টটা খুব বেশি ফিঁকে মনে হচ্ছে ইয়ানার কাছে। এদিকে ইশান ভাবছে ইয়াসির হামিদের মৃত্যু যদি ইয়ানার জন্মের আগে হয়ে থাকে তাহলে সে কার সন্তান। এই দিসার নামক জঘন্য খুনির ? ইশান ভাবতে পারছে না কিছু।
আবার আতিকের গলা কানে আসতেই সবাই নিজেদের ভাবনা বাদ দিয়ে তার কথায় মনোযোগ দিলো, সেই ডক্টরের থেকে আরও জানতে পারি রুবিনার ছেলে কোমায় আছে প্রায় তিন মাস হতে চললো। এ কথা শুনে আমি থমকে যাই কয়েক মুহূর্তের জন্য। সেই ডক্টরের থেকে ইয়াদ কোথায় আছে জেনে এক পা এক পা এগিয়ে যেতে থাকি সেদিকে। আইসিইউর সাদা বেডটায় শুয়ে আছে ছোট্ট একটা শরীর। দেখে মনে হচ্ছে শরীরটাতে এক বিন্দু রক্তের অস্তিত্ব নেই এমন ফ্যাকাসে সাদা হয়ে গেছে। চোখের সামনে ভেসে উঠলো ইয়াসিরের পাঠানো ইয়াদের হাসিখুশি মুখের সেই ছবি। চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পড়লো আমার। ছোট ইয়াদের কপালে চুমু খেয়ে বের হয়ে আসি আইসিইউ থেকে। হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পরি। আঙ্কেল আন্টি আর কলি মারা গিয়েছে প্রায় তিন মাস আর ইয়াদও কোমায় আছে তিন মাস। তবে কী ইয়াদও সেই গাড়িতে ছিলো নাকি অন্য কোনো কারণ আছে ? এদিকে ইয়াসিরের আচরণ আমার মনে গভীর সন্দেহ বুনে দিয়েছিলো। উপায় না পেয়ে ফলো করতে শুরু করি ইয়াসির নামক দিসারকে। বেশ কিছু দিন ফলো করার পর এক বিকেলে তার সাথে দেখতে পাই এডভোকেট কামরুল ইসলামকে। সে ছিলো তাফসির হামিদের এডভোকেট, তাফসির হামিদের সকল আইনি কার্যক্রম কামরুল দেখে। কামরুলের আগে তার বাবা ছিলো তাফসির হামিদের এডভোকেট সেই সুবাদে কামরুলকে অনেক আগে থেকেই চিনি আমি। আর তাদের কথোপকথনের এক পর্যায়ে জানতে পারি ইয়াসির সেজে থাকা মানুষটা ইয়াসির নয় দিসার নামক কেউ। আর ইয়াসিরকে তারা খুন করেছে। রাগে দুঃখে ইচ্ছে করছিলো শেষ করে দেই ওদের কিন্তু নিজেকে আঁটকে রাখি কারণ ওদের সাথে আমি পেরে উঠতাম না। বুদ্ধি করে সব ভিডিও রেকর্ড করে রাখি নিজের ফোনে। চলে আসি সেখান থেকে আর সময় বুঝে কামরুলকে আঁটকে ভিডিও দেখিয়ে ভয় দেখাই। আর কাজও হয়ে যায় ভয়ে সব বলে দেয় কামরুল। কিন্তু আমি কী করবো বুঝতে পারি না কারণ ওদের সামনে আমার কোনো ক্ষমতায় ছিলো না। তাই সময়ের অপেক্ষা করতে থাকি আর ইয়াদের চিকিৎসা আমি করতে শুরু করি। তখন একমাত্র ভরসা ছিলো ইয়াদ। সময় যেতে থাকে কিন্তু ইয়াদের কোনো উন্নতি হয় না। এদিকে রুবিনার কোলে আবার জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের। যাকে প্রথম কোলে নিয়েছিলাম আমি নিজে।
শেষের কথাটা বলে আতিক ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাঁসলো আর ইয়ানা অসহায় দৃষ্টি নিয়ে তাকালো আতিকের দিকে। আজ বুঝতে পারছে কেনো তার কোনো গুরুত্ব ছিলো না তার বাবা মায়ের কাছে।
আতিক আবার বললো, ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে কেঁদে দিয়েছিলাম। ইয়াদের জন্মের পর ইয়াসির ফোনো আমাকে প্রায় বলতো এখন আমার একটা রাজকন্যা হলে আমার রাজ্যটা সম্পন্ন হবে রে আতিক। ইয়াসির তখন বুঝতে পারেনি সে চোরাবালির উপর নিজের ভালোবাসার রাজ্য তৈরি করেছে আর একসময় তা তলিয়ে যাবে সেই বালির নিচে। ইয়ানাকে কোলে নিয়ে ইয়াদের কাছে গিয়েছিলাম। ইয়াদ সুস্থ থাকলে হয়তো একটা পুতুলের মতো বোন পেয়ে খুশিতে লাফাতো। ইয়ানার ছোট ছোট আঙ্গুলের ডগা দিয়ে ইয়াদের কপালে স্পর্শ করাই। অদ্ভুত ভাবে তখন ইয়াদের একটু ইমপ্রুভ লক্ষ্য করি। নার্স ইয়ানাকে যখন রুবিনার কোলে দেয় সে চরম বিরক্তি নিয়ে তাকায় ছোট পুতুলটার দিকে আর দরজার বাইরে ছলছল চোখ দেখতে থাকি সেই দৃশ্য।
এসব শুনে কলিজা ছিঁড়ে যাচ্ছে ইয়ানার। কষ্টে বুকটা ভারী হয়ে আসছে। তীব্র ঘৃণা নিয়ে তাকালো রুবিনার দিকে। সে এখনো আগের মতো মাথা নিচু করে কুমিরের কান্না কাঁদছে। তাতে ইয়ানার মন গললো না বরং ঘৃণায় চোখ ফিরিয়ে নিলো। ইশান, ইয়ানা আর ইমা মুখের ভাষা হারিয়ে ফেলেছে এসব শুনে।
আতিক চোখের পানি মুছে মুচকি হেঁসে বললো, ইয়ানার জন্মের কয়েকদিনের মধ্যে ইয়াদের জ্ঞান ফিরে আসে। তখন রুবিনা ইয়াদের পাশে বসে ছিলো ইয়াদকে সুস্থ হতে দেখে খুশিতে চকচক করে উঠে তার চোখ। আমিও পাশে দাঁড়িয়ে ইয়াদের মেডিক্যাল ফাইল চেক করছিলাম। ইয়াদ জ্ঞান ফেরার পর তার সামনে খুন হওয়ার সেই দৃশ্য মনে পরে যায় আর তা নিয়ে প্রশ্ন করতে থাকে। জ্ঞান হারানোর আগে লাস্ট সেটাই দেখেছিলো সে। কিন্তু রুবিনা বাজে স্বপ্ন বলে কাটিয়ে নেয়, পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরো কয়েকটা দিন ইয়াদ হসপিটালে ছিলো। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি কারণ ইয়াদ তখন অনেক ছোট তাই কিছুই করতে পারতো না। তাই আমি ঠিক করি সঠিক সময়েই ইয়াদকে সব জানাবো। ইয়াদ বড় হতে থাকে আর আমিও খোঁজ নিতে থাকি ওর কিন্তু হঠাৎ করেই ইয়াদ উধাও হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি ইয়াদকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো বছর পর ইয়াদকে দেখতে পাই আবার সেই হসপিটালে। সে তখন আর ছোট নেই আঠারো বছর হয়ে গেছে তার। প্রথমে তাকে দেখে চেনা চেনা লাগছিলো কিন্তু চিনতে পারিনি। ইয়াদের বন্ধুরা যখন তাকে ইয়াদ বলে ডাকে তখনই চমকে উঠে ভালো করে তাকাই তার দিকে। রুবিনার সাথে অনেকটাই মিল আছে ইয়াদের চেহারায় তাই চিনতে পারি ইয়াদকে। সন্দেহ দূর করার জন্য পুরো না জেনে নিলে আর কোনো সন্দেহ থাকে না। ইয়াদের সাথে কথা আছে বলে আমার কেবিনে নিয়ে যাই তাকে। আমার আর ইয়াসিরের কাঁধে হাত ধরে তোলা একটা ছবি তাকে দেখাই আর নিজের পরিচয় দেই। একটু বিশ্বাস অর্জন করে ইয়াদকে জানাই ইয়াসির সেজে থাকা মানুষটা তার বা ইয়ানার বাবা ইয়াসির নয়। ইয়াদ আমার কথা বিশ্বাস করে না তাই সেদিনের দিসার আর কামরুলের কথোপকথনের ভিডিও দেখাই। অনেক বুঝানোর পর ইয়াদ বিশ্বাস করে আমাকে আর প্রচন্ড রেগে বের হয়ে আসতে নিলে আমি পেছন থেকে বলি তাড়াহুড়ো করে কিছু না করতে তাহলে সে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে পারবে না। সেদিন চাইলে সবটা বলতে পারতাম ইয়াদকে কিন্তু ইয়াদ সামলে উঠতে পারতো না।
ইয়াদের আঠারো তম জন্মদিনে ইয়াদ কেনো এতো রেগে বাড়ি ফিরেছিলো সেটা আজ বুঝতে পারলো সবাই। ইয়ানা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কেঁদে দিলো। এতগুলো বছর ধরে এই কষ্টগুলো একা নিজের মধ্যে পুষে রেখেছিলো। আজ বুঝতে পারছে ইয়াদের হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কারণ। একা একা কতটা কষ্ট আর যন্ত্রণা সহ্য করেও তাকে আগলে রেখেছে ভেবে হুহু করে কেঁদে উঠলো ইয়ানা।
আতিক খানিকটা বিরতি নিয়ে আবার বললো, তার দুদিন পরই ইয়াদ আমাকে কিছু না জানিয়েই ইয়ানাকে নিয়ে ফিরে যায় ইউকে আর আমি ইয়াদকে খুঁজতে থাকি। সেটাই আমার কাল হয়ে দাঁড়ায়। ইয়াদকে খোঁজে না পেলেও দিসারের লোকের নজরে এসে যাই আমি। অতীতের কিছু যদি ইয়াদকে জানাই সেই ভয়ে ইয়াসির আমাকে খুন করার আদেশ দেয়। নিজের জীবন বাঁচাতে পালিয়ে চলে যাই আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে কারণ ইয়াদকে আরো অনেক কিছু জানানো বাকি ছিলো আমার। সেগুলো জানানোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হতো। কয়মাস আগেই ইয়াদ আমাকে আবার খোঁজে বের করে আমার গ্রাম থেকে।
আতিকের কথা শেষ হতেই পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। সবার চোখে পানি একমাত্র দিসার ছাড়া। প্রচন্ড বিরক্ত লাগছে দিসারের সে বুঝতে পারছে না তার লোকজন কোথায়, এখনো আসছে না কেনো ?
ইয়াদ নিজেকে একটু সামলে কঠিন গলায় বললো, তো এডভোকেট কামরুল ইসলাম আপনি কেনো ধোঁকা দিলেন আমার দাদাকে, সে তো আপনাকে অনেক ভরসা করতো যতটা জেনেছি।
কামরুল অনুতপ্ত গলায় বললো, লোভ জিনিসটা খুব জঘন্য একবার কারো মনে বাসা বাঁধলে, তার ভালো খারাপের জ্ঞান থাকে না। রুবিনা আর দিসার প্রতারণার দায়ে একবার জেলে গিয়েছিলো তাদের কেস আমি লড়ি। দিসার আর রুবিনা সম্পর্কে চাচাতো ভাই বোন। তাদের এমন চরিত্রের কথা জানতে পেরে পরিবার থেকে তাদের বের করে দেয়। কেস লড়ার জন্য ওদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি আমি। সেই কেসের জন্যই আমি রুবিনা আর দিসারকে চিনি। জামিন করানোর কয়েক মাস পর দিসার আবার জেলে যায় কিন্তু এবার আর তাকে বাঁচাতে পারি না আমি, তার পাঁচ বছরের জেল হয়। দিসারের সাথে রুবিনাকে না দেখে ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে। তাফসির স্যার একদিন আমাকে তার বাসায় ডাকে কিন্তু সেখানে গিয়ে রুবিনাকে দেখে চমকে যাই। রুবিনা আমাকে দেখে ভয়ে কেঁপে উঠে আর ইশারায় হাত জোর করে বলে কাউকে কিছু না জানাতে। রুবিনাকে দেখে মনে হচ্ছিল সে প্রেগনেন্ট, তাই তাকে একটা সুযোগ দিলাম। রুবিনা আমাকে জানায় সে ভালো হয়ে গেছে আমি যেনো তার সংসার নষ্ট না করি, আমিও বিশ্বাস করে নেই। তবে একদিন রুবিনা দিসারের সাথে জেলে দেখা করতে গেলে আমি দেখে ফেলি। তখন ইয়াদের বয়স কয়েক মাস হবে। আমি তাফসির স্যারকে সব জানাই কিন্তু সে বিশ্বাস করতে চায় না। ওদের কেস লড়ার জন্য ওদের অনেক তথ্য আমার কাছে ছিলো তাই সেগুলো দেখে আর অবিশ্বাস করতে পারে না। তাফসির স্যার প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মানুষ ছিলেন আর দূরদর্শী। আমাকে বলেন উইল রেডি করতে আর তার কথা মতো করেও ফেলি আমি। তবে এতসবের কিছু জানতো না ইয়াসির, সে ছিলো তার নিজের জগৎ নিয়ে। দেখতে দেখতে কেটে যায় পাঁচ বছর আর দিসারের ছাড়া পাওয়ার দিন এসে যায়। উইল করলেও সেটা কাউকে জানতে দেয়নি স্যার। যেদিন দিসার ছাড়া পায় সেদিন রাতে আমি হামিদ মঞ্জিলে যাই স্যারকে জানাতে। কিন্তু গেইট থেকে গার্ড জানায় তাফসির স্যার বাইরে গেছেন মেয়ে আর স্ত্রীকে নিয়ে। অজানা কারণে মনে হলো এসেই যখন পড়েছি তাহলে ইয়াসিরের সাথে একবার দেখা করে যায়। ইয়াসির কখন কোথায় যায় সেটা কেউ জানে না, তাই গার্ড বলতে পারলো না ইয়াসির বাসায় আছে কি না। বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে আসে স্যারের পি.এ ইমরুল আবিয়াত।
ইমা চমকে উঠে নিজের বাবার নাম শুনে আর বিস্ফোরিত গলায় বলে, আমার বাবা ?
কামরুল ইমার দিকে তাকিয়ে বললো, হ্যাঁ তোমার বাবা ইমরুল আবিয়াত।
ইমা চমকে বললো, এসবে আমার বাবা কোথা থেকে এলো ?
কামরুল মুচকি হেঁসে বললো, তোমার বাবার ভাগ্য তাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিলো। ইমরুলের সাথে আমার নামের মিল থাকার জন্য তাকে আমি ছোট ভাই ডাকতাম। সবসময় স্যারের সাথে থাকতো বলে আমার সাথেও ভালো সম্পর্ক হয়ে গিয়েছিলো। দেখলেই বড় ভাই বড় ভাই বলে অস্থির হয়ে যেতো। কিন্তু সেদিন হন্তদন্ত হয়ে বের হওয়ার সময় আমার সাথে ধাক্কা লাগলে প্রচন্ড ভয় পেয়ে তাকায় আমার দিকে। সরি বলে চলে যেতে চাইলে আমি তাকে আটকে জানতে চাই কী হয়েছে ? কিন্তু ও ভয়ে কথা বলতে পারছিলো না রীতি মতো কাপছিলো ভয়ে। ইমরুল খুব সহজ সরল মনের মানুষ ছিলো, ভয়ে কপালে ঘাম চিকচিক করছিলো তার। আমাকে কোনোমতে কিছু হয়নি বলে দ্রুত বের হয়ে যায়। অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করেই। দিসার আর রুবিনার ভুল ছিলো তারা বাসার মেইন ডোর লক করতে ভুলে গিয়েছিলো। বাসার সব সার্ভেন্টদের অজ্ঞান করলেও গার্ডদের অজ্ঞান করতে ভুলে গিয়েছিলো। আমি ভেতরে গিয়ে বুঝতে পারি ইমরুলের ভয়ে কারণ। নিজের পেশার জন্য খুন খারাপি নিয়ে নাড়াচাড়া করার অভ্যাস আছে তাই আমি ইমরুলের মতো ভয়ে পেলাম না। এগিয়ে গিয়ে চিৎকার করে বললাম কী করেছিস তোরা ? ইয়াসিরের লাশ সোফায় পরে ছিলো আর রক্ত মাখা ইয়াদের শরীর ফ্লোরে। আমার গলায় দুজনেই ভয় পেয়ে আমার দিকে তাকায়। দিসার দ্রুত আমার মুখ চেপে ধরে বলে চিৎকার না করতে আর আমাকে তাদের পার্টনার হতে বলে। আমি দিসারের হাত ছাড়িয়ে চিৎকার করে বলি তোদের কী মনে হয় তাফসির হামিদের ছেলেকে মেরে তোরা সব পেয়ে যাবি সেটা তাফসির হামিদ বেঁচে থাকতে কোনোদিন হবে না। উত্তরে দিসার তাচ্ছিল্যের হাসি দিয়ে জানায় আগে তাফসির হামিদ, তার মেয়ে আর স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে তবেই ইয়াসিরকে সরাতে এসেছে। আমি ধপ করে সোফায় বসে পরি আর তারপর বলি এতোকিছু করেও তোরা কিছুই পাবি না। যে বাচ্চা ছেলেটা রক্তাক্ত হয়ে পরে আছে ফ্লোরে তার কিছু হলে সব সরকারের হাতে চলে যাবে। আমার কথায় ওদের মুখ রক্তশূণ্য হয়ে যায়। আমার পা ধরে বলে এখন কী করবে ? আমাকে বলে ওদের সাথে থাকলে আমাকে ভাগ দেবে আর না থাকলে আমাকেও খুন করে দিবে। এক প্রকার বাধ্য হয়ে ওদের সাথে সামিল হই আর ইয়াদকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলি। পরে আমাকে ওদের সব প্ল্যান জানায়। তাফসির হামিদের গাড়ির ব্রেক কেটে দিয়েছিলো দিসার, ট্রাকের সাথে ধাক্কা লেগে স্পর্ট ডেড হয় স্যার আর মাডামের কিন্তু কলি পেছনের সীটে ছিলো বলে মারা যায়নি তবে আঘাত পেয়েছিলো। দিসার সবার শ্বাস চেক করে বুঝতে পারে কলি মরেনি তাই একটা লোহার রড নিয়ে একের পর এক আঘাত করে কলির মাথায় আর সেও মৃত্যুর কোলে ঢলে পরেছিলো। সব বলার পর আমার কথায় বাড়ির গার্ডদের অজ্ঞান করার ব্যবস্থা করে রুবিনা। সবাই অজ্ঞান হয়ে গেলে বাড়ির পেছন দিকে ইয়াসিরের লাশ দাফন করি আমি আর দিসার। রাতেই দিসার চলে যায় প্লাস্টিক সার্জারির জন্য দেশের বাইরে। সকালে হামিদ মঞ্জিলে তিনটা লাশ নিয়ে এম্বুলেন্স ঢুকে। প্রশ্ন উঠেছিলো ইয়াসির কোথায় সেটাও আমি কাটিয়ে দেয় দেশের বাইরে গেছে বলে আর তার সাথে এখন যোগাযোগ করা সম্ভব নয়। সব মিটে গেলে রিলাক্স হওয়ার পর আমার ইমরুলের কথা মাথায় আসে। ইমরুল একমাত্র সাক্ষী ছিলো ইয়াসিরের মৃত্যু সেটা আমাদের জন্য ভবিষ্যতে খারাপ কিছু বয়ে আনতে পারে। তাই দিসারকে জানায় ইমরুলের কথা কিন্তু সারা শহর তন্নতন্ন করে খোঁজেও ইমরুলের দেখা মিলে না তবে ইমরুলের খোঁজ চলতে থাকে। কিন্তু তার মধ্যেই আমি ধরা পরে যাই আতিকের কাছে আর তাই ভয়ে দিসারের দেওয়া টাকা নিয়ে চলে যাই অনেক দূরে, ভিডিওর ভয়ে দিসারকে জানায় না আতিকের কথা। দূরে গেলেও দিসারের সাথে যোগাযোগ রাখি টাকার জন্য। সব ঠিকঠাক চলতে শুরু করে, দিসার আর রুবিনা গোপনে বিয়ে করে নেয় আর তাদের ঘরে জন্ম নেয় ইশান। আতিক কিছু করেনি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। তখন বুঝতে পারিনি আতিক এত বড় প্ল্যান করেছে। তার প্রায় তিন বছর পর ঢাকা শহরে আবার দেখা যায় ইমরুলকে। একমাত্র সাক্ষী শেষ করার জন্য ট্রাক চাপা দিয়ে মারা হয় ইমরুলকে।
ইমা ধপ করে বসে পড়লো ফ্লোরে আর তার পাশেই ইয়ানাও বসে পড়লো। তাদের জন্য ইমা আর তার মায়ের জীবনটা তিক্ততায় ভড়ে গিয়েছিলো। নষ্ট হয়ে গেছে তার আর তার মায়ের জীবনটা। ইমা ভাবতে পারছে না তার বাবাও খুন হয়েছে এই খুনি গুলো হাতে। ইয়াদের অনুভূতি এখন আর বুঝা যাচ্ছে না, থম মেরে বসে আছে। দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ের আগে আকাশ নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। ইশান রোবটের মতো বসে আছে, সে ভাবতে পারছে না তার শরীরের প্রতিটা কণায় দুজন জঘন্য খুনির রক্ত বয়ে চলেছে। ইশানের ইচ্ছে করছে শরীরটা ক্ষত বিক্ষত করে এই খুনিদের রক্ত বের করে নর্দমায় ফেলে দিতে। ইশানের নিজেকে ঘেন্না লাগছে এখন। আজ বুঝতে পারছে ইয়াদ কেনো তাকে সহ্য করতে পারতো না। কে পারবে তার পরিবারের খুনিদের সন্তানকে সহ্য করতে ? ইশানের তো এখন নিজেকে নিজের কাছেই অসহ্য লাগছে।
ইয়াদ ধীর পায়ে রুবিনার সামনে গিয়ে বললো, কিছু বলার আছে মিসেস রুবিনা কবির ?
চলবে,,,,,
#তিক্ততার_সম্পর্ক
লেখনীতেঃ তাহমিনা তমা
পর্বঃ৩৪
ইয়াদ ধীর পায়ে রুবিনার সামনে গিয়ে বললো, কিছু বলার আছে মিসেস রুবিনা কবির ?
রুবিনা অসহায় চোখে তাকালো ইয়াদের দিকে আর তা দেখে ইয়াদ অট্টহাসিতে মেতে উঠলো, অবাক হয়ে সবাই তাকিয়ে আছে ইয়াদের দিকে। এমন করে হাসতে কেউ কখনো দেখেনি ইয়াদকে তাই একটু বেশি অবাক হলো সবাই।
ইয়াদ নিজের হাতের পাঁচ আঙুল দেখিয়ে বললো, পাঁচ জন মানুষকে নির্মম ভাবে খুন করেছেন। কেনো বলুন তো, প্রোপার্টির জন্য ? কিন্তু সেটা তো আপনি এমনই পেয়ে গিয়েছিলেন ইয়াসির হামিদের স্ত্রী হয়ে। তাহলে খুনগুলো করার কী প্রয়োজন ছিলো ? উত্তরটা আপনি দেবেন নাকি আমি দিয়ে দেবো ?
রুবিনা মাথা নিচু করে ফেললো ইয়াদের কথা শুনে আর ইয়াদ তা দেখে বললো, ঠিক আছে আমিই বলছি। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলেন আপনি। যার জন্য নিজের স্বামী কিংবা সন্তান আপনার মনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। আপনি এতোটাই অন্ধ ছিলেন দিসার কবিরের ভালোবাসায়। তাই তার অপরাধে তাকে সাহায্য করতেও একবার ভাবেননি। হায় রে ভালোবাসা, সত্যি কী একে ভালোবাসা বলে ? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে মিসেস রুবিনা কবির। যে ভালোবাসার জন্য এতো নিচে নামতে একবার ভাবেননি তার বিনিময়ে কী পেলেন দেখবেন না ?
ইয়াদের কথা শুনে সবাই ইয়াদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ইয়াদ গার্ডদের বললো, ভেতরে নিয়ে আসো আমাদের স্পেশাল মেহমানদের।
ইয়াদের কথায় একটা মহিলা আর কথার বয়সী একটা মেয়েকে নিয়ে গার্ডরা রুমে আসলো। তাদের দেখে দিসারের চেহারার রঙ উড়ে গেলো। আর বাকি সবাই প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে তাদের পরখ করে যাচ্ছে। ওয়েস্টার্ন ড্রেসআপে আছে দু’জনেই।
মহিলাটি খানিকটা রাগী গলায় বললো, হোয়াট ইজ দিস দিসার ? এভাবে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কেনো ? তোমার এই অবস্থা কেনো আর এরা সবাই কারা ?
পাশের মেয়েটা বলে উঠলো, পাপা এসব কী হচ্ছে বলবে একটু ?
মেয়েটার পাপা ডাক সবার কানে যেনো বারবার আঘাত করতে লাগলো। রুবিনা বিষ্ময় নিয়ে তাকিয়ে আছে দিসারের দিকে। এদিকে দিসার কী করবে বুঝতে পারছে না। ইয়াদ এদের পর্যন্ত পৌঁছে যাবে সেটা কখনো ভাবতে পারেনি।
রুবিনা ধরা গলায় বললো, দিসার আর কতো চুপ করে থাকবে ? কী হচ্ছে এসব আমাদেরও বলো। এই মেয়ে তোমাকে পাপা কেনো ডাকছে, কারা এরা ?
দিসার নির্বিকার হয়ে উত্তর দিলো, আমার স্ত্রী আর মেয়ে।
দিসারের কথা শেষ হতেই রুবিনার চোখ বেয়ে পানির কণা গাড়িয়ে গেলো আর ভাঙা গলায় বললো, তাহলে আমি কে আর ইশান কে ?
দিসার এবার চুপ করে গেলো আর তা দেখে রুবিনা চিৎকার করে বললো, কথা বলছো না কেনো, বলো আমি কে ?
দিসার এবারও চুপ তবে সেই মহিলা কড়া গলায় বললো, দিসার কে এই মহিলা এভাবে অভদ্রের মতো চেঁচামেচি করছে কেনো ?
মেয়েটি বলে উঠলো, পাপা আমাকে যেতে দিতে বলো। এখানে বিরক্ত লাগছে আমার।
রুবিনা আবার জিজ্ঞেস করলো, দিসার কথা বলছো না কেনো ?
ইয়াদ আবার হাসতে লাগলো। যে হাসিতে মিশে আছে কষ্ট, তিক্ততা, ধিক্কার। হাসতে হাসতে বলে উঠলো, কেমন লাগলো মিসেস রুবিনা কবির, অন্ধ ভালোবাসার প্রতিদান ? দিসার কবির আপনাকে ভালোবাসেনি সারাজীবন ব্যবহার করে গেছে শুধু। প্রোপার্টি পেয়ে গেলে ছুড়ে ফেলে দিতো আপনাকে, শুধু সময়ের অপেক্ষা করছিলো। যাকে ভালোবেসে একটা পরিবার ধ্বংস করে দিতে একটু হাত কাঁপেনি সেই ভালোবাসার এমন প্রতিদান সত্যি অভাবনীয়। যে ভালোবাসা মানুষকে খুন করতে শেখায় সেটা ভালোবাসা হতে পারে না আর যে ভালোবাসা খুন করতে শেখায় তার প্রতিদান এর থেকে বেটার কিছু আশা করা বোকামি ছাড়া কিছু নয় মিসেস রুবিনা কবির।
কথাগুলো বলে রুবিনার থেকে চোখ সরিয়ে নিলো ইয়াদ আর সেই মহিলা আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। দিসারের সব কার্যকলাপ তাদেরও জানালো। মহিলার নাম মনিকা আর মেয়েটার নাম দিয়া। মনিকার ভাই মাফিয়া আর মনিকাকে বিয়ে করে দিসার সেই মাফিয়া দলের সদস্য হতে পেরেছে। মনিকার ভাই যদি জানতে পারে দিসার মনিকাকে ধোঁকা দিয়েছে তাহলে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবে। মনিকা রেগে দিসারকে হুমকি দিয়ে বের হয়ে গেলো মেয়েকে নিয়ে। মনিকা নিজেও খুব ডেঞ্জারাস মহিলা তবে সে মিথ্যা বলা সবচেয়ে বেশি অপছন্দ করে। দিসার তাকে বলেছিলো দিসারের জীবনে সেই একমাত্র নারী। মনিকা দিসারকে এর কী শাস্তি দিতে পারে সেটা দিসার কল্পনাও করতে পারছে না। এতোক্ষণ ইয়াদের সব জেনে যাওয়াতে দিসারের কোনো হেলদোল ছিলো না কিন্তু মনিকার হুমকিতে ভয়ে রীতিমতো কাঁপা-কাঁপি শুরু করে দিয়েছে। মনিকার ভাই খুবই ভয়ংকর মাফিয়া। রুবিনা পাথরের মতো বসে আছে কোনো হেলদোল নেই তার। ছোটবেলা থেকে দিসারকে ভালোবাসে রুবিনা আর তার জন্য পরিবার ছাড়তেও একবার ভাবেনি। শত শত অন্যায় করে জেলে যাওয়ার আগেও একবার ভাবেনি। বাড়ি থেকে বের করে দেওয়ার আগে রুবিনাকে তার বাবা একটা সুযোগ দিয়েছিলো। বলেছিলো সে দিসারের সাথে সব সম্পর্ক ভেঙে দিলে তাকে মাফ করে দিবে কিন্তু রুবিনা বাবার কথায় পাত্তা না দিয়ে দিসারের হাত ধরে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছিলো। একের পর এক প্রতারণা করেছে মানুষের সাথে। আর তাদের শেষ শিকার হয় ইয়াসির নামের সহজ সরল মানুষ। প্ল্যান ছিলো বিয়ে করবে আর বিভিন্ন কারণ দেখিয়ে ডিভোর্সের সময় মোটা অংকের টাকা দাবী করবে কিন্তু সব গন্ডগোল হয়ে যায় দিসার আবার জেলে যাওয়ার কারণে। রুবিনা উপায় না পেয়ে ইয়াসিরের সাথে সুখের সংসার করার নাটক করতে থাকে। সময়ের সাথে তাদের প্ল্যান চেঞ্জ করে টাকার বদলে পুরো প্রোপার্টি আত্মসাৎ করার প্ল্যান করে। রুবিনা সবার অগোচরে প্রায় জেলে দেখা করতো দিসারের সাথে। অতীত ভেবে রুবিনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আজ খুব মনে পরছে ইয়াসিরের কথা, মানুষটা কত ভালোবাসতো তাকে আর সে কী না মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে নিজের হাতে খুন করলো সেই মানুষটাকে। অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় রুবিনা জ্ঞান হারিয়ে নেতিয়ে পরলো চেয়ারটাতে। রুবিনা আর ইশান এগিয়ে যেতে গিয়েও থেমে গেলো আর ইয়াদ একবার টলমল চোখে সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলো। দিসারের দিকে তাকিয়ে ইয়াদের চোখ লাল হয়ে গেলো রাগে। এগিয়ে গিয়ে সজোরে পাঞ্চ করলো নাক মুখ বরাবর। ইয়াদের ইচ্ছে করছে দিসারের বডিটা হাজার টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াতে কিন্তু ইয়ানা আর ইমার সামনে কিছু করতে পারছে না। নিজের রাগ কমানোর জন্য একের পর এক কয়েকটা পাঞ্চ করলো।
রেগে চিৎকার করে দিসার শার্টের কপাল ধরে বললো, কুত্তার বাচ্চা সব হয়েছে তোর জন্য। তোর লোভের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে ভয়ংকর ভাবে। তোকে একেবারে মেরে ফেললেও শাস্তি কম হবে তোর। না তোকে এতো সহজে মারবো না আমি, একটু একটু করে মারবো তোকে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয়ে কুঁকড়ে উঠবি তুই। যতগুলো তিক্ততার সম্পর্ক তৈরি করেছিস তার সব শাস্তি তুই পাবি। মৃত্যুর যন্ত্রণা প্রতি মুহূর্তে উপলব্ধি করবি কিন্তু মৃত্যু তোর কাছে ধরা দেবে না। জাম্বী আজ দেখবো তুমি কতটা হিংস্র হতে পারো। আজ তোমার পরিক্ষা তাই নিজেকে প্রমাণ করো।
ইয়াদ সবাইকে নিয়ে বের হয়ে আসতে পা বাড়ালে দিসার পেছন থেকে ভীত গলায় বলে, ইশান আমাকে একা রেখে যাস না আমি তো তোর বাবা। আমাকে মেরে ফেলবে এরা।
ইশান রেগে চিৎকার করে বললো, জাস্ট শাট আপ দিসার কবির, কে তোর ছেলে ? আমি তোর মতো জানোয়ারকে নিজের বাবা মানতে পারবো না৷ পারলে এই শরীরের প্রত্যেকটা ঘৃণিত রক্ত কণা বের করে দিতাম শরীর থেকে। নিজের শরীরটা ঘেন্না লাগছে আমার।
কথাগুলো বলতে বলতে ইশানের গলা ধরে এলো ইয়ানা আলতো করে ইশানের পিঠে হাত রাখলে ইশান ছিটকে দূরে সরে গেলো আর ভাঙা গলায় বললো, আমাকে তুই স্পর্শ করিস না আপু। আমার শরীরটাতে নর্দমার কীটের রক্ত বয়ে চলেছে তুই আমাকে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাবে।
ইয়ানা ভাঙা গলায় বললো, আমাদের শরীরেও তো একটা জঘন্য মানুষের রক্ত বইছে রে ইশান।
ইশান মুচকি হেঁসে বললো, আপু তোদের শরীরে একটা জঘন্য মানুষের রক্ত থাকলেও একটা পবিত্র মনের মানুষের রক্তও বইছে। তার পবিত্রতায় অপবিত্র রক্ত টুকু পবিত্র হয়ে গিয়েছে। কিন্তু আমার শরীরে এক বিন্দু পবিত্র রক্ত নেই রে আপু।
ইশান চোখ ভরা ঘৃণা নিয়ে একবার পেছন ঘুরে তাকালো নিজের মানুষ রুপি নরপিশাচ বাবা মায়ের দিকে। আজ তাদের জন্য এক বিন্দু মায়া বা ভালোবাসা অবশিষ্ট নেই ইশানের মনে। ইশান এক মুহুর্ত না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে বাইরে বের হয়ে গেলো। ইয়াদ আর ইয়ানা একবার ঘুরে তাকালো তাদের মা নামক মানুষটার দিকে। যাকে মা ডাকলে মা জাতির অপমান করা হবে। মা শব্দ পৃথিবীর সবচেয়ে মধুর আর শান্তির শব্দ কিন্তু এই একজন মানুষ সেটাকে নোংরা করে ফেলেছে৷ ইয়াদ আর ইয়ানাও ঘৃণায় চোখ সরিয়ে নিলো।
ইয়াদ সামনের দিকে তাকিয়ে বললো, জাম্বী যা কারার করো তবে প্রাণটা যেনো থাকে। এতো সহজ মৃত্যু এদের প্রাপ্য নয় আর নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য হলেও এদের সামনে আমাকে থাকতে হবে আর সেটা আমি সহ্য করতে পারছি না। এদের মুখ দেখলে ঘৃণায় বমি চলে আসছে আমার।
৩৩.
দেখতে দেখতে কেটে গেলো দুটো দিন। হামিদ মঞ্জিলে মানুষ আছে কিনা বুঝা দায় হয়ে গেছে। কোনো মানুষের সাড়াশব্দ পাওয়া যায় না। ধাক্কাটা সামলে উঠতে পারছে না কেউ। সবচেয়ে বেশি বিধস্ত হয়ে গিয়েছে ইশান। ছেলেটা কিছুতেই মানতে পারছে না সে দুজন খুনীর সন্তান, তার শরীরে শুধু খুনীর রক্ত। এতো হাসিখুশি ছেলেটা একদম চুপ হয়ে গেছে, দেখে মনে হয় হাসি কী জিনিস সে জানেই না। সেদিন ফিরে এসে যে রুমে ঢুকেছে আর বের হয়নি, কারো মনের অবস্থায় ভালো নয়, যে ইশানের দিকে নজর দিবে। সবাই যার যার আঘাত সামলে উঠতে ব্যস্ত। ইমা বাবা-মায়ের ছবি বুকে নিয়ে প্রতিনিয়ত চোখের পানি ফেলে যায়। তার বাবার তো কোনো অন্যায় ছিলো না তাহলে কেনো এভাবে তাদের জীবনটা এলোমেলো হয়ে গেলো। ইয়ানাও নিজের রুমেই কাটায় সারাদিন আর মন চাইলে ছাঁদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দেয়। ইয়াদ ঠিকমতো অফিস যায় তবে কাজে কতটা মনোযোগ দিতে পারে সেটা সে নিজেও বুঝতে পারে না। অফিসের লান্স টাইমে বের হয়ে সেই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো ইয়াদ। দুদিনে আর কোনো খোঁজ নেয়নি ওদিকটার। রুবিনা যেমনই হোক ইয়াদের মা, ইয়াদের পক্ষে সম্ভব নয় তাকে নিজের হাত শাস্তি দেওয়া। তবে রুবিনার সবচেয়ে বড় শাস্তি ছিলো দিসারের ধোঁকা আর সেই শাস্তি ইয়াদ নিজের হাতেই দিয়েছে। ইয়াদ নিজের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না। পারছে না গার্ডদের বলতে যেনো তার মাকে মেরে ফেলে। গোডাউনে এসে ভেতরে ঢুকে দিসারকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় দেখতে পেলেও রুবিনার চেয়ার ফাঁকা দেখতে পেলো। ইয়াদ রেগে সবাইকে ডাকতে লাগলো আর সাথে সাথে সবাই উপস্থিত হয়ে গেলো।
ইয়াদ রেগে বললো, মিসেস রুবিনা কোথায় ?
জাম্বী গোডাউনের এক কোণে ইশারা করে দেখালো আর ইয়াদ সেদিকে তাকিয়ে চমকে উঠলো। এলোমেলো হয়ে বসে আছে রুবিনা আর কিছু বিড়বিড় করছে। ইয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো জাম্বীর দিকে।
জাম্বী গম্ভীর গলায় বললাম, অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তাই বাঁধন খুলে দিয়েছি।
ইয়াদ অদ্ভুতভাবে হেঁসে বললো, পাপ বাপ কেও ছাড়ে না মিসেস রুবিনা কবির।
ইয়াদ ধীর পায়ে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসলো রুবিনার সামনে।
রুবিনা বিড়বিড় করে বলছে, দিসার আমি যেমন সবসময় তোমাকে চেয়ে গেছি তুমি সবসময় চেয়ে গেছো শুধু টাকা। তুমি সত্যি কখনোই একটু ভালোবাসোনি আমাকে।
ইয়াদ তাচ্ছিল্যের হাসি হেসে উঠে আসলো রুবিনার সামনে থেকে আর দিসারের সামনে এসে একটা চেয়ার টেনে বসলো।
দিসার বিড়বিড় করে পানি চাইছে তা দেখে ইয়াদ জাম্বীকে বললো, টাকা নিয়ে এসো তো জাম্বী।
জাম্বী একা ট্রে ভর্তি করে টাকা নিয়ে আসলে ইয়াদে সেটা দিসারে সামনে ধরে বললো, পানি কেনো খাবি তুই শুধু টাকা খাবি। যে টাকা আর প্রোপার্টির জন্য এতোকিছু করলি সেগুলো ছাড়া আর কিছুই পাবি না তুই, নে খা টাকা।
দিসার অসহায় গলায় বললো, একটু পানি,,,
ইয়াদে রেগে দিসারের মুখ টাকার মধ্যে চেপে ধরে চিৎকার করে বললো, পানি খাবি কেনো তুই শুধু টাকা খাবি, গাড়ি-বাড়ি সব খেতে পাবি কিন্তু খাবার পাবি না তুই।
ইয়াদ উঠে চেয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে বললো, এক ফোঁটা পানি যেনো পর গলা দিয়ে না নামে। খাবার বা পানি কিছু চাইলে টাকা, গোল্ড, ডায়মন্ড খেতে দিবে ওকে। বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয়ে করো তবে জীবনটা যেনো মৃত্যুর থেকেও ভয়ংকর হয়।
ইয়াদ বের হয়ে গেলো গোডাউন থেকে, কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠে এদের দেখলে। অফিস যেতে ইচ্ছে করছে না তাই বাসায় চলে গেলো। ড্রয়িংরুমে পা রাখতেই দেখতে পেলো ইশান ড্রয়িংরুমটা ঘুরে ঘুরে দেখছে।
ইয়াদ ভ্রু কুঁচকে বললো, এভাবে কী দেখছিস ?
ইশান আনমনে বললো, যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিচ্ছি।
ইয়াদ অবাক হয়ে একটু উঁচু স্বরে বললো, মানে ?
ইশানের হুঁশ ফিরে ইয়াদের উচু গলায় আর ঘুরে তাকায় ইয়াদের দিকে তারপর মুচকি হেঁসে বলে, এই বাড়ি বা তোমাদের উপর আমার কোনো অধিকার নেই ভাইয়া। এতবছর তোমার বাবার খুনির ছেলে হয়ে তোমার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছি। তবে সব জানার পর আর এখানে থাকার মতো বেহায়া হতে পারলাম না। ভাইয়া আমি চলে যাচ্ছি আমার অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের থেকে অনেক অনেক দূরে। যাতে আমার মতো খুনির ছেলের ছায়া তোমাদের সুন্দর জীবনে না পরে। পারলে মাফ করে দিও আমার সব ভুল।
কথাগুলো বলতে গলা কাঁপছিলো ইশানের, কষ্টে খুব ফেটে যাচ্ছিলো। মনে হচ্ছিলো কেউ তার বুকের উপর হাজার টন ওজন চাপা দিয়ে রেখেছে।
চলবে,,,,,