তোমায় ভালোবাসি খুব পর্ব-১৯

0
3429

#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:19🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“একটু একটু করে আমি আর অগ্নি সামনে এগোচ্ছি,ভয়ে আর টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার’!!ভাবতেও পারছি না এই ভাবে হর্ঠাৎ করে রাসেলের সাথে দেখা হবে’!!আমরা এগোতে এগোতে একদম রাসেল আর ওই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম’!!আচমকা অগ্নি আর রাসেল হেঁসে একে অপরকে জড়িয়ে ধরল ওদের এইভাবে জড়িয়ে ধরা দেখে আমি বেশ অবাক হলাম’!!হর্ঠাৎই সামনে থাকা মেয়েটি আমায় জড়িয়ে ধরল’!!আমি মেয়েটির কান্ডে হা হয়ে গেলাম’!!মেয়েটি আমায় জড়িয়ে ধরে বললঃ

——“থ্যাংক ইউ আপু তোমার জন্য আজকে আমি আর রাসেল এক হতে পেরেছি’!!

“মেয়েটির কথা শুনে আমি অবাক হলাম ভিষণ’!!কি বলছে ও’!!তারপর রাসেলও অগ্নিকে ছেড়ে দিয়ে আমাকে থ্যাংক ইউ বললো’!!কিন্তু আমার মাথায় কিছুই ডুকলো না’!!রাসেল আর মেয়েটি আমাদের দুজনকে একসাথে থ্যাংকু বলে চলে গেলো তাদের গন্তব্যে’!!আর আমি শুধু হা হয়ে তাকিয়ে রইলাম ওদের যাওয়ার পানে’!!অগ্নি হয়তো আমার অবস্থাটা বুঝতে পেরেছে’!!তাই বলে উঠলঃ

——–“আমি জানি তুমি কি ভাবছো…..

“অগ্নির কথা শুনে আমি অগ্নি দিকে তাকালাম’!!তারপর অগ্নি আবার বলে উঠলঃ

——–“আমি তোমায় সব বুঝিয়ে বলছি’!!এই বলে অগ্নি আমার হাত ধরে গাড়ির দিকে হাটা দিল’!!আর বলতে লাগলঃ

———-“রাসেল আর মিষ্টি একে অপরকে ভালোবাসে’!!কিন্তু এই কথাটা রাসেল তোমায় বলতে চেয়েও বলতে পারে নি’!আর তোমাদের বিয়েটা হয়ে গেলে মিষ্টি হয়তো সুইসাইড করে নিতো’!!সেদিন কফি শপে রাসেলের সাথে আমার পরিচয় হয়’!!তখনই রাসেল আমায় সব বলে’!!আর তোমাকে সেদিন তুলে না আনলে হয়তো একসাথে চারটে জীবনই নষ্ট হয়ে যেতো’!!অগ্নি কথা শুনে মনে মনে খুশি হলাম আমি’!!যাক যা হয় ভালোর জন্যই হয় সেদিন অগ্নি কাজের জন্যই হয়তো আজকে আমি এতোটা খুশি তার সাথে রাসেল মিষ্টি আর অগ্নিও’!!হর্ঠাৎই আমি দাঁড়িয়ে পরলাম অগ্নির সামনে’!!তারপর বলে উঠলামঃ

——–“একদম ঠিক কাজ করছো মাই “কিউট জামাই”!!এই বলে অগ্নির গালে হাত দিলাম আমি’!!

“অগ্নি আমার কাজে হাসলো’!!তারপর বলে উঠলঃ

——“হুম তাতো ঠিকই করেছি না হলে আমার ভালোবাসাকে পেতাম কিভাবে’!!এই বলে অগ্নি কোলে তুলে নিল আমায়’!!অগ্নির কাজ দেখে মুচকি হেঁসে আমিও অগ্নির গলা জড়িয়ে ধরলাম’!!তারপর আর কি দুজনেই খুশি মনে এগোতে লাগলাম গাড়ির কাছে’!!এ মুহূর্তে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি আমরা’!!রাসেল আর মিষ্টি চলে গেছে অনেকক্ষণ আগেই’!!নির্জন একটা রাস্তা’!! রাস্তার দু-পাশ দিয়ে বয়ে চলছে ইয়া বড় বড় সব গাছপালা’!!অনেক গাছপালা থাকার কারনে কিছুটা অন্ধকার অন্ধকার তবে খুবই সুন্দর’!!

“অগ্নি আমায় কোলে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল’!!তারপর নিজেও ড্রাইভার সিটে বসে পরল’!!তারপর আবারো গাড়ি চালাতে শুরু করল’!!হর্ঠাৎ অগ্নি আমায় টান মেরে ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে বললোঃ

——-“এই ভাবে থাকবে,একদম নড়াচড়া করবে না’!!অগ্নির কান্ডে মনে মনে খুশি হলাম আমি’!!তারপর আর কি দুজনেই খুশি মনে চললাম নিজেদের গন্তব্যে………..

__________________________________________

___________________

“আমাদের বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে গেল’!!বাড়িতে ডুকতেই শাশুড়ী মা আমাদের স্বাগতম জানালেন’!!আমরাও মুচকি হেঁসে মাকে জড়িয়ে ধরলাম’!!তারপর অগ্নি চলে গেল উপরে’!!আর আমি আর শাশুড়ী মা বসে পরলাম সোফায়’!!তারপর শুরু হয়ে গেল শাশুড়ী বউমার গল্প গুজব’!!

“রাত_৮ঃ০০টা……….

“বিছানায় বসে আছি আমি’!!মনটা ভালো নেই মা-বাবার আর ছোট ভাইটার কথা মনে পরছে ভিষণ’!!কতোদিন হয়ে গেল ওদের সাথে কথা বলি না’!!কবে মা-বাবা আমাদের মেনে নিবে’!!এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো আমার’!!ব্যাগ থেকে মোবাইলটা বের ওদের ছবি দেখে কাঁদতে লাগলাম আমি’!!আর বলতে লাগলাম কবে সব ঠিক হবে আম্মু আব্বু কবে তোমাদের সাথে কথা বলবো’!!কবে তোমাদের জড়িয়ে ধরবো’!!কবে তোমরা আমাদের মেনে নিবে’!!এই বলে আম্মু আব্বু ছবিগুলো বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি’!!এমন সময় দরজা টোকা দিল কেউ’!!সাথে সাথে কিছুটা ঘাবড়ে গেলাম আমি’!!তারপর তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে মোবাইলটা টেবিলের উপর রেখে দরজা খুলতে গেলাম আমি’!!দরজা খুলতেই অগ্নিকে দেখতে পেলাম’!!ওকে দেখে মুখে জোরপূর্বক হাসি টানলাম আমি’!!অগ্নি কিছুক্ষণ সন্দেহ চোখে তাকিয়ে থেকে বললোঃ

——–“কি করছিলে তুমি…….

——–“আমি কই কিছু না তো( কাঁপা কাঁপা গলায়)

“আমার কথা শুনে অগ্নি কিছু বললো না’!!অগ্নি কিছু না বলাতে আমিই বলে উঠলামঃ

——–“তা তুমি এই সময়……

———“না একটা ফাইল রুমে ছিলো সেটাই নিতে এসেছি……

———“ওহ’!!তারপর অগ্নি রুমে ভিতরে গিয়ে আলমারি থেকে ফাইলটা বের করে রুম থেকে বেরিয়ে গেল’!!

“অগ্নি যেতেই এক দীর্ঘ শ্বাস ফেললাম আমি’!!এদিকে অগ্নি দরজার কাছ থেকে ঘুরে তাকালো অগ্নির দিকে তারপর বললোঃ

——–“আমি জানি নেহাজানু তুমি এতোক্ষণ কাঁদছিলে’!!তবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি সব ঠিক করে দিবো আমি,,জাস্ট ওয়েট মাই কিউট বউ,,এই বলে মুচকি হেঁসে চলে গেল অগ্নি’!!

___________________

“রাত ১ঃ০০টা…….

“নেহা অগ্নিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে’!!রোজকারের মতো আজকে নেহা অগ্নিকে খাইয়ে দিয়েছে’!!আজকে নেহা কিছুটা ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পরেছে’!!শুধু ঘুম নেই অগ্নির চোখে আজকে অগ্নির আসছে না’!!নেহার চুলে হাত দিয়ে বিলি কাটছে অগ্নি’!!আর নেহা আরামের সাথে অগ্নির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে’!!অগ্নি নেহার মাথায় হাত বুলাতে বুলাতে বলছেঃ

——-“তুমি চিন্তা করো না নেহাজানু সব ঠিক করে দিবো আমি,,আজ আমার জন্যই তুমি তোমার পরিবারের কাছ থেকে অনেকটা কষ্ট পেয়েছো’!!কিন্তু আমি কি করতাম বলো’!!সেদিন যদি তোমায় না তুলে আনতাম তাহলে তো আমি বাঁচতে পারতাম না তোমায় ছাড়া’!!এই বলে দীর্ঘ শ্বাস ফেললো অগ্নি’!!তারপর নেহার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল সে’!

“সকাল ৮ঃ০০টা.…….

“সূর্যের আলো মুখে পরতে ঘুম ভাঙল আমার’!!বিছানার পাশে হাত দিতেই বুঝতে পারলাম অগ্নি হয়তো নেই’!!আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি’!!তারপর বিছানা থেকে উঠে বসে ঘড়ির দিকে তাকাতে দেখলাম ৮ঃ০০টা বাজে’!!কিন্তু এত তাড়াতাড়ি তো অগ্নি অফিস যায় না’!!তাহলে এত তাড়াতাড়ি কোথায় গেল………

__________________________________________

___________________

“কলিং বেলে টিপ দিতেই রুহান এসে দরজা খুললো’!!রুহান অগ্নিকে দেখে কিছু বুঝতে না পেরে দৌড়ে গিয়ে আম্মুকে ডাকলো তারপর আম্মু সামনের ছেলেটিকে দেখে কিছু বললো না’!!এমন সময় আব্বু আসলো দরজার সামনে’!!আব্বু সামনের ছেলেটিকে দেখে বললো…..

———-“তুমি……..….

“অগ্নি তার গার্ডদের ভিতরে ঢুকে সব জিনিসপএগুলো রাখতে বললো’!!অগ্নির কথা মতো তার গার্ডরা তাদের আনা সব ফলমূল মিষ্টিসহ আরো অনেককিছু সব গিয়ে ভিতরে রাখলো’!!এমন সময় আব্বু বলে উঠলঃ

———“এসব কি করছো তুমি’!!

———“আমরা কি ভিতরে গিয়ে কথা বলতে পারি শশুড় আব্বাজান……..

“অগ্নির কথা হা হয়ে অগ্নির দিকে হা তাকালো আম্মু আব্বু সাথে রোহান’!!অগ্নি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভিতরে চলে গেল……..
!
!
!
!
!
#চলবে……….

♥️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]♥️

#TanjiL_Mim💞