#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:13🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“ভাবি আমায় দেখে অবাক হচ্ছো বুঝি’!!হর্ঠাৎ আমার মুখ চেপে ধরে কথাটা বলে উঠল রনি’!আর ওনার এমন কাজে আমি চোখ বড় বড় তাকিয়ে আছি’!!রনি আবারো বলে উঠলঃ
——“ভাবি তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই না জানি কেমন এক অদ্ভুত অনুভূতি আসছিল’!!আমি জানি অগ্নি তোমার স্বামী,, কিন্তু আমি এটাও জানি অগ্নি তোমায় জোর করে বিয়ে করেছে’!!এখন তুমি যদি চাও…….
আর কিছু বলার সুযোগ দিলাম না আমি রনিকে স্ব-জোরে একটা ধাক্কা মেরে ওর গালে ঠাসস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম’!!তারপর বলে উঠলামঃ
——-“লজ্জা করে না এসব বাজে বাজে কথা বলতে,,,অসভ্য ছেলে কোথাকার’!!!আমি যদি একবার এসব অগ্নিকে বলি কি হতে আপনার জানেন আপনি…..
“আমার কথা শুনে হাসলো রনি’!!তারপর বললোঃ
——-“কি বলবে তুমি এখন যদি আমি সবাইকে বলি তুমি আমায় এই রুমে ডেকেছো তাহলে কি হবে ভাবতে পারছো’!!
“রনির কথা শুনে ওনার প্রতি আরো কয়েকগুন ঘৃণা বেড়ে গেল আমার’!!ছিঃ কতোটা নিচ হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে….
“হর্ঠাৎই রনি আমার দিকে এগোতে এগোতে বলতে লাগলোঃ
——“আমি জানি তুমি অগ্নিকে ভালোবাসো না,,বাধ্য হয়েই অগ্নির সাথে থাকতে হচ্ছে তোমার’!!
“রনির কথা শুনে প্রচুর পরিমানে রাগ উঠলো আমার’!!আমি এক প্রকার চেঁচিয়ে বললামঃ
——“কে বলেছে আমি অগ্নিকে ভালোবাসি না’!!আমি ভালোবাসি অগ্নিকে’!!আর লজ্জা করে না আপনার আমার সাথে এমন ব্যহার করছেন'”! (পিছনে এগোতে এগোতে)হর্ঠাৎ পিছনে একটা ফুলদানি দেখতে পেলাম’!!সাথে ওটাকে হাতে নিয়ে আস্তে করে রনির মাথায় একটা বারি মারলাম আমি’!!সাথে সাথে রনি নিজেই মাথায় হাত দিয়ে চেঁচাতে লাগল’!সেই সুযোগে আমিও দৌড়ে রুমে থেকে বেরিয়ে গেলাম’!!ভয়ে হাত পা কাঁপছে আমার’!!!রুম থেকে বেরিয়ে আসতেই কিছুটা দূরে আমি অগ্নিকে দেখতে পেলাম’!!সাথে সাথে দৌড়ে গিয়ে অগ্নিকে জড়িয়ে ধরলাম আমি’!!ভয়ে পুরো শরীর কাঁপছে আমার’!!!
“আচমকা এমনটা হওয়াতে অগ্নি পুরো অবাক গেল’!!অগ্নি নেহার মাথায় হাত দিয়ে বললোঃ
——“কি হয়েছে’!!
“এদিকে আমি এতটাই ভয়ে ঘাবড়ে গেছি যে মুখ থেকে কথাই বের হচ্ছে না’!!অগ্নি আমার অবস্থা বুঝতে পেরে আমায় ধরে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল’!!তারপর এক গ্লাস পানি হাতে দিয়ে বললোঃ
——“খেয়ে নেও’!!অগ্নির কথা শুনে আমিও হাঁপাতে হাঁপাতে পানি খেতে শুরু করলাম’!!
“কিছুক্ষন পর নিজেকে শান্ত করতে সক্ষম হলাম আমি’!!তারপর অগ্নি বলে উঠলঃ
——“এবার বলো কি হয়েছে ভয় পেয়েছো কিছু দেখে…..
——-“হুম ওই র….এতটুকু বলে থেমে গেলাম আমি’!”
——–“কি হলো বলো…..
“কিছুক্ষণ ভেবে বলে উঠলাম আমিঃ
——-“না মানে ওই রুমে একটা আরশোলা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তাই আর কি??
“নেহার উত্তর শুনে অগ্নি পুরো হা হয়ে গেল’!!সে হয়তো ভাবতেও পারছে সামন্য একটা আরশোলা দেখে কেউ এতটা ভয় পায়’!!এই ভেবে হেঁসে দিল অগ্নি’!!!
“হর্ঠাৎ করে অগ্নির এইভাবে হাসি দেখে আমি পুরো হা হয়ে তাকিয়ে রইলাম তার দিকে’!!আশ্চর্য এত হাসার কি আছে’!!এদিকে অগ্নি হাসতে হাসতে বলে উঠলঃ
——“তুমি আসলেই একটা পাগল……
“এদিকে আমি রনির করা আচরণ গুলো মনে করতেই ভয়ে ঘাবড়ে যাচ্ছি প্রচুর’!!
__________________________________________
___________________
“ইশার বিয়ের উপলক্ষে পুরো বাড়িতে আনন্দের ঢেউ পড়ে গেছে’!!পুরো বাড়িতে মানুষজনে ভরে গেছে’!!চারিদিকের পরিবেশটাই ভরে গেছে আনন্দের সমোরোহে’!!ইশাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটা রুমে’!!!ইশাও আজকে খুব খুশি কারন সে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করছে’!!ইশা আর আবিরের সম্পর্ক ছিল ৫ বছরের’!!পাঁচ বছরের ভালোবাসা আজ পূর্ণতা ভেবেই খুব খুশি ইশা!আর তার সাথে পরিবারকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই খুব কষ্ট হচ্ছে ইশার’!!এমন সময় চারপাশে শোনা গেল বর এসেছে’!!
___________________
“গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি,নীলা সাথে আরো কিছু মহিলারা আর কিছু আপুরা’!!আমাদের উদ্দেশ্যে হলো আমাদের ৩০,০০০টাকা না দিলে জামাইকে ভিতরে ঢুকতে দিবো না’!!জামাই পক্ষরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই টাকা দিয়ে দিল’!!আমরা খুশি মনে জামাইকে বরন করে নিলাম’!!তারপর একে একে সবাই ভিতরে চলে গেল’!!এই মুহূর্তে সব কাজই আমি ভয়ে ঘাবড়ে গিয়ে করছি’!!একা কোথাও যেতে ভয় হয় আমার’!!না জানি কখন আবার রনি সামনে চলে আসে’!!তখনকার পর থেকে রনিকে কোথাও দেখতে পেলাম না আমি’!!এসব ভেবে বাড়ির ভিতরে ঢোকার সময় অগ্নিকে দেখলাম আমি’!!তাকে দেখেই ঠোঁটের কনে এক চিলতে হাসি ফুটে আসলো আমার’!!আমি তখন রনিকে সত্যি বলেছিলাম আমি সত্যি সত্যি অগ্নিকে খুব ভালোবেসে ফেলেছি’!!এসব ভেবে মুচকি হেঁসে শাড়ির কুঁচি ধরে চললাম আমি বাড়ির ভিতরে’!!আজকেও শাড়ি পরেছি একটা গর্জিয়াছ শাড়ি তার সাথে ভাড়ি গহনা সব মিলিয়ে একটা ভাড়ি মেকাপ দিয়ে গর্জিয়াছ সাজ দিয়েছি’!!
________________
“খুব সুন্দর ভালোভাবেই ইশা বিয়ে শেষ হয়ে গেল’!!কিছুক্ষন আগেই তাকে বিদায় দেওয়া হলো’!!ইশা অগ্নিকে জড়িয়ে ধরে কেঁদেছিল সাথে অগ্নিও’!!ভাই-বোনেরা এক অপরকে ঠিক কতোটা ভালোবাসে তা হয়তো এই সময়টায় প্রকাশ পায়’!!ওদের কান্না দেখে আমারো খুব কষ্ট হলো,আমারো আমার ভাইটার কথা মনে পরে গেল’!!কখন যে চোখের কোনে পানি এসে ভরে গেছে বুঝতেই পারি নি’!!ইশাকে নিয়ে যাওয়ার পরপরই একে একে সবাই চলে যেতে শুরু করলো’!!ধীরে ধীরে পুরো বাড়ি মানুষশূন্য হয়ে যাচ্ছে’!!
“রাত: ৯ঃ০০টা……..
“পুরো বাড়ি আবার আগের মতো হয়ে গেছে’!!সবাই চলে গেছে শুধু আছে নীলা,নীলার মা-বাবা আর রনি’!!শাশুড়ীমাও আজকে খুব তাড়াতাড়ি তার রুমে চলে গেছে’!!সোফার এক কনে বসে আছে অগ্নি মনটা সত্যি খুব খারাপ তার বোনটা চলে গেছে’!!ভাবতেই খুব কষ্ট হয় তার’!!
___________________
“এদিকে নীলা অগ্নিকে সোফায় বসে থাকতে দেখে এক গ্লাস জুসের মধ্যে নেশা জাতীয় কিছু মেশাচ্ছে’!!তার উদ্দেশ্য হলো এগুলো অগ্নিকে খাইয়ে এক রাতের জন্য অগ্নিকে নিজের করে পাওয়া’!!এসব ভেবে জুসের গ্লাস টা হাতে নিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে সে চললো অগ্নির কাছে’!!নীলা গ্লাস টা হাতে নিয়েই বসে পরলো অগ্নির পাশে তারপর বলে উঠলঃ
———“কি হলো অগ্নি তুমি এইভাবে মনমরা হয়ে বসে আছো কেন??
———“না এমনি ভালো লাগছে না’!!
———“আমি জানি কেন তোমার ভালো লাগছে না’!!ইশার কথা ভাবছো তো’!!
“বিনিময়ে অগ্নি কিছু বললো না’!!হর্ঠাৎ নীলা অগ্নির হাত ধরে বলে উঠলঃ
———“চিন্তা করো সব ঠিক হয়ে যাবে’!!
“এদিকে সিঁড়ি উপরে দাঁড়িয়ে নেহা দেখলো নীলা অগ্নির হাত ধরে আছে’!!মুহূর্তেই তার মাথা গরম হয়ে গেল’!!সে হন হন করে সিঁড়ি বেয়ে নিচে নামলো’!!এমন সময় নীলা অগ্নির হাতে জুসের গ্লাসটা হাতে নিয়ে বললোঃ
——–“এইটা তোমার জন্য খেয়ে নেও’!!অগ্নি কিছু একটা ভেবে গ্লাসটা হাতে নিয়ে জুসটা খেতে যাবে এমন সময় নেহা অগ্নির হাত থেকে গ্লাসটা ঢক ঢক করে সম্পন্ন জুস টা খেয়ে নিল’!!যা দেখে রীতিমতো নীলা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে’!!কারন কিছুক্ষণ আগেই তো নীলা নেহাকে ঘুমের ঔষধ খাইয়ে দিতে ছিল তাহলে এখানে আসলো কিভাবে’!!
[আসলে কাহিনিটা এমন ছিল নেহাকে যখন নীলা ঘুমের ঔষধ মেশানো জুস দিয়েছিল সেটা ভুল করে নীলার আম্মু খেয়ে ফেলে]
___________________
“চোখ লাল করে আমি তাকিয়ে আছি অগ্নির দিকে’!!রাগে জ্বলে যাচ্ছে আমার’!!ইচ্ছে তো করছে অগ্নির মাথার সব চুল ছিঁড়ে ফেলি’!!আচমকা আমি অগ্নিকে চেঁচিয়ে বলে উঠলামঃ
——-“এখানে কি হচ্ছে তাড়াতাড়ি রুমে চলো,,এই বলে অগ্নি হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসি আমি’!!
“এদিকে নীলার আর বুঝতে বাকি রইল না এখন নেহা ঠিক কি কি করতে পারে অগ্নির সাথে এই ভেবে সে ঘাবড়ে গিয়ে চলে যায় তার রুমে….
“অগ্নিকে রুমে এনেই রুমের দরজা বন্ধ করে দিয়ে চেঁচিয়ে বলে উঠলামঃ
——-“তোর সাহস তো কম না আবারো নীলার সাথে কথা বলছিস তাও আবার নীলার হাত ধরে আজকে তোর একদিন কি আমার একদিন……
“এদিকে হর্ঠাৎ করে নেহার আচরণে অবাক হয়ে অগ্নি বললঃ
——–“কি বললে তুমি…….
——–“কেন শুনতে পাও নি জানু…….
“দেখো নেহা আজকে আমার মন ভালো নেই তাই বাজে কথা বলা বন্ধ করো’!!
——-“মন ভালো থাকবে কেমনে নীলার কাছ থেকে নিয়ে আসছি না…….
——–“কিসব উল্টো পাল্টা কথা বলছো তুমি……
——–“আমি উল্টো পাল্টা কথা বলছি না কি তুই উল্টো পাল্টা কাজ করছিস(অগ্নির খুব কাজে এসে)
——–“মানে…….
——–“কেনু বাবু তুমি বুঝতে পারছো না……
——–“কি এতটুকু বলতেই আচমকা নেহা অগ্নির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল’!!কথার মাঝখানে নেহা যে এমন কিছু করতে পারে তা হয়তো অগ্নি কল্পনাও করতে পারে নি…….
“বেশকিছুক্ষন পর নেহা অগ্নির ঠোঁট দেয়’!!অগ্নি বড় বড় চোখ নিয়ে নেহাকে তাকিয়ে বললোঃ
——-“এটা কি ছিল’!!
“নেহা অগ্নির গলা জড়িয়ে ধরে বললোঃ
——–“কেনু বাবু বুঝতে পারো নি ভালোবাসা ছিলো……’!!
———“কি হয়েছে তোমার নেহাজানু এমন করছো কেনো তুমি??
———“কিচ্ছু হয় নি বাবু……আই লাভ ইউ বাবু…..এই বলে অগ্নির গালে চুমু দিতে থাকে নেহা’!!এদিকে অগ্নি নেহার এমন কাজে পুরো শকট হয়ে যাচ্ছে……’!!তারপর নেহা অগ্নির জড়িয়ে ধরে বললোঃ
——–”আমার ছেড়ে কখনো যাবে না কিন্তু বাবু,,আমি তোমায় এওতো এওতো ভালোবাসি……এই বলে অগ্নির গলা জড়িয়ে ধরেই ঘুমিয়ে পরলো নেহা’……..
“এদিকে অগ্নি এখনো হা হয়ে তাকিয়ে আছে নেহার মুখের দিকে এতক্ষণ কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে………
!
!
!
!
!
!
#চলবে…………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!]😊😊
#TanjiL_Mim❤️