তোমায় ভালোবাসি খুব পর্ব-১৫

0
3861

#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:15🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“খাবার টেবিলে বসে আছি আমি অগ্নি সাথে শাশুড়ী মা’!!শাশুড়ী মা আমাদের খেতে দিয়ে নিজেও বসে পরলো’ খেতে’!!শাশুড়ী মা খাবার মুখে নিয়ে বলে উঠলঃ

——“তা অগ্নি তোরা হানিমুনে কবে যাচ্ছিস’!!

“শাশুড়ি মায়ের কথা শুনে বিশম খেল অগ্নি সাথে আমিও কিছুটা’!!অগ্নি চোখ বড় বড় করে তাকালো আমার দিকে….

“আমি সেদিকে খুব একটা লক্ষ্য না করে নিজের মতো করে খাবার খেতে লাগলাম’!!অগ্নি বলে উঠলঃ

——-“মা এখন কি করে কোথাও যাবো আর তুমি একা আছো তো’!!তাই কোথাও যেতে হবে না’!!

——“দূর পাগল আমি কি কোনো বাচ্চা মানুষ নাকি যে আমায় একা রেখে যাওয়া যাবে না’!!আর শোন তোরা দুজন কোথা থেকে ঘুরে আসলে তোদের ভালো লাগবে’!!নিজেরাও একান্তে কিছু সময় কাটাতে পারবি’!!তাই আমি আর কোনো কথা শুনতে চাই না’!!তোরা যাচ্ছিস’!!আর কালকেই যাবি’!!

“শাশুড়ী মায়ের কথা শুনে অগ্নি অবাক হয়ে বললোঃ

——-“মা সেটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি করে একটু গোছগাছ তো করতে হবে নাকি’!!

——-“আচ্ছা শোন তাহলে কাল নয় পরসু যাবি আর তোরা কক্সবাজার থেকে ঘুরে আয়’!!বেশি চিন্তা করিস না তোদের ওখানে থাকা খাওয়া মানে হোটেলের ব্যবস্থা সব আমি করে ফেলেছি এখন শুধু তোরা গেলেই হবে…

“শাশুড়ী মায়ের কথা শুনে অনেক অবাক হলাম আমি’!!তার মানে শাশুড়ী মা অনেক আগে থেকেই এসব প্লান করে রেখেছিল’!!

“অগ্নি তার মায়ের কান্ড দেখে অবাক হয়ে বললোঃ

—–“এতকিছু কখন করলে তুমি’!!

——“সেটা যেনে তুই কি করবি পরশু তোরা যাচ্ছিস ব্যস’!!এই বলে শাশুড়ী মা চলে গেলেন তার রুমে….

“আর আমি আর অগ্নি একে অপরের দিকে তাকিয়ে হা হয়ে রইলাম’!!সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল আমাদের’!!

___________________

“রুমে……
“অগ্নি আমার দিকে তাকিয়ে বললোঃ

—–“মা যখন বলেছে তখন তো যেতেই হবে আর শোনো সবকিছু গুছিয়ে রেখো’!!

“অগ্নির কথা শুনে আমি শুধু মাথা নাড়ালাম”!!তারপর আরকি দু’জনেই একসাথে ঘুমিয়ে পরলাম’!!

“সকালের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙল আমার’!!চোখ মেলে অগ্নিকে দেখলাম হয়তো চলে গেছে’!আমিও আর কিছু না ভেবে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে’!শাশুড়ী মা নিচেই বসে ছিলেন’!!আমিও তার পাশে গিয়ে বসলাম’!!আমায় দেখে মুচকি হেঁসে বললোঃ

—–“ঘুম ভেঙেছে’!!

——“হুম’!!

“এর ভিতর সেই লেডিটি ব্রেকফাস্ট নিয়ে আসলেনঃ

“আমিও তাকে দেখে টেবিলে বসে খাবার খেতে লাগলাম’!!খাওয়া শেষ হতেই শাশুড়ী মা বলে উঠলেনঃ

——“তাড়াতাড়ি তৈরি হয়ে আসো বউমা আমরা বের হবো’!!

“শাশুড়ী মায়ের কথা শুনে আমি বেশ অবাক হয়ে বললামঃ

——-“এখন কোথাও যাবো মা’!!

——“শপিং এ….’!!তোমার জন্য কিছু জামাকাপড় কিনতে হবে তোমরা আজকে যাবে না’!!

——–“ওহ’!!এই বলে আমিও আর কথা না বাড়ি চলে গেলাম উপরে……’!!কিছুক্ষণের মধ্যে একটা একটা সুন্দর থ্রি-পিস পড়ে চুলগুলো খোলা রেখে চোখে হালকা কাজল দিয়ে দিলাম’!!ব্যস তৈরি আমি’!!আমি নিচে নামতেই এর ভিতর শাশুড়ী মাও তৈরি হয়ে আসলেন’!!তারপর শাশুড়ী আর বউ মা মিলে গাড়িতে বসে পরলাম’!!তারপর গাড়ি চলতে শুরু করল আপন গতিতে…….

___________________

“গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে’!!আমি আর শাশুড়ী মা খুশি মনে গাড়ি থেকে বের হয়ে চললাম শপিং মলের ভিতরে’!!তারপর পাক্কা দুই ঘন্টা মিলে খুব সুন্দর কিছু ড্রেস কিনে আমরা চলে আসলাম বাড়িতে’!!

“রাত: ৮ঃ০০টা…..

“ব্যাগ গুছাচ্ছি আমি’!!আর আমার পাশে বসে মোবাইল টিপছে অগ্নি’!!এমন একটা ভাব নিয়ে আছে যেন এখানে আমি কিছু করছি সেটা তার চোখেই পড়ছে না’!!মনে মনে চরম প্রকার রেগে গেছি আমি’!!!তারপর সব গুছিয়ে রেখে আমি বের হলে আসলাম রুম থেকে’!!নেহা বের হতেই অগ্নি হাসলো’!!তারপর তাড়াতাড়ি করে আলমারির কাছে গিয়ে একটা ব্যাগ বের করে প্যাকিং করা ব্যাগে গুছিয়ে রাখলো সে…….’!!তারপর মুচকি হেঁসে বললোঃ

——-“নেহাজানু কক্সবাজার বসেই তোমাকে আমি আমার সব মনের কথা বলে দিবো’!!তোমার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে’ মাই নেহাজানু জাস্ট ওয়েট…..’!!

__________________________________________

___________________

“খুব ভোরেই তাড়াতাড়ি করে তৈরি হয়ে আমরা গাড়ি করে বের হলাম বাড়ি থেকে’!!বাহিরের ফুড়ফুড়ে বাতাসে গাড়ির জানালা ভেদ করে বাহিরের দিকে তাকিয়ে আছি আমি’!!সকালের এই মসামটা সত্যি খুব সুন্দর’!!মন খারাপ থাকলেও হয়তো খুব ভালো হয়ে যাবে’!!হর্ঠাৎই মনে হলো চোখে ঘুম চলে আসছে’!!কখন যে ঘুমিয়ে পরলাম বুঝতেই পারি নি’!!

“এদিকে অগ্নি গাড়ি ড্রাইভ করছে আর লুকিয়ে লুকিয়ে কিছুক্ষন পর নেহার মুখের দিকে তাকাচ্ছে ‘!!হর্ঠাৎই অগ্নি নেহাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল’!!নেহাও ঘুমের ঘোরে অগ্নিকে জড়িয়ে ধরে আরামেই পাড়ি দিচ্ছে’!!মোমেন্টটা খুবই সুন্দর’!!চারিদিকে কুয়াশায় ঘেরা পরিবেশে হালকা মিতল মেশানো বাতাস বইছে চারদিকে’!!হাল্কা বাতাসেই নেহার সিলকি চুলগুলো উরে আসছে অগ্নির মুখে’!!বিষয়টা অগ্নির কাছে খুবই ভালো লাগছে’!!তারপর আরকি অগ্নি দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করল…….

“সকাল ১০ঃ০০টায়……
“অগ্নিদের গাড়ি এসে থামলো হোটেলের সামনে’!!নেহা এখনো বেগোরে ঘুমোচ্ছে’!!অগ্নি কিছুক্ষন নেহার মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে দেয়’!!তারপর নেহার কানের কাছে তার মুখ এনে ফিসফিস করে বলে উঠলঃ

——“নেহাজানু আর কতো ঘুমোবে,আমরা তো চলে এসেছি….

“অগ্নির কথা শুনে নেহা ঘুমের মধ্যেই অগ্নির গলা জড়িয়ে ধরে বললঃ

——“আর একটু ঘুমাই জানেমন,,আমার খুব ভালো লাগছে’!!

“নেহার কথা শুনে হাসলো অগ্নি তারপর বললোঃ

——“তাহলে আমরা কি কক্সবাজারের হোটেলের বাহিরেই বসে থাকবো….

“অগ্নির কথা হকচকিয়ে উঠলো নেহা’!!তারপর চট করে বলে উঠলঃ

——“ওহ আমরা চলে এসেছি তাহলে চলুন ভিতরে….…

“তারপর আমি আর অগ্নি চলে আসলাম হোটেলের ভিতর…….
!
!
!
!
!
#চলবে………..

#TanjiL_Mim💜