#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:17🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“তোমার সাহস কি করে হলো আমায় না বলে হোটেল থেকে বেরিয়ে আসার, একপ্রকার চেঁচিয়ে কথাটা বললো অগ্নি’!!আর আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে রইলাম অগ্নির দিকে’!!অগ্নি আমার মুখে কোনো উওর না শুনে আমার বাহু ধরে ঝাঁকিয়ে বললোঃ
——-“কি হলো কথা বলছো না কেন??তুমি জানো তোমায় রুমে না দেখে কতোটা ভয় পেয়ে গিয়ে ছিলাম আমি’!!(জোরে চেঁচিয়ে)
“অগ্নির চেঁচানোর আওয়াজে আমি পুরো কেঁপে উঠলাম’!!তারপর কাঁপা কাঁপা গলায় বললামঃ
——–“আ…স..লে রু..মে ভা…লো লাগছিল না তাই একটু বাহিরে হাঁটতে বের হয়েছিলাম,,আপনি ঘুমিয়ে ছিলেন তাই ডিস্টার্ব করি নি’!!(ভয় ঘাবড়ে গিয়ে)
“এই মুহুর্তে অগ্নির অবস্থা দেখে আরো ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!এই মুহূর্তে অগ্নির চুলগুলো পুরো এলেমেলো হয়ে গেছে’!!পড়নে টাওজার আর শার্ট,,শার্টের বোতামগুলো সব আটকায় নি অগ্নি’!!অগ্নির চোখ পুরো লাল হয়ে রয়েছে মনে হচ্ছে চোখ দিয়েই আজকে আমায় খুন করে ফেলবে’!!কিন্তু বুঝতে পারছি না এতটা রেগে যাওয়ার কি আছে’!!হোটেলে ভালো লাগছিল না তাই তো একটু বেরিয়ে ছিলাম এতে এতোটা রেগে কেন গেল’!!আশ্চর্য’!!
“এদিকে অগ্নি নেহার কথা শুনে অন্যদিকে ফিরে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে’!!আমি অগ্নির অবস্থা বুঝতে পেরে অগ্নির সামনে গিয়ে কানে হাত দিয়ে বললামঃ
——–“সরি ভুল হয়ে গেছে’!!আর হবে না’!!
“অগ্নি নেহার কথা শুনে নেহার দু-গালে নিজের হাত দিয়ে চেপে ধরে বললঃ
——-“তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম,,তুমি কেন বুঝতে পারো না তোমায় আমার চোখের সামনে না দেখলে কতটা ভয় হয়’!!তুমি কেন বুঝতে পারছো না আমি তোমায় কতোটা ভা…’!এতটুকু বলে থেমে যায় অগ্নি’!!
“অগ্নির কথাশুনে আমারো খারাপ লাগলো তাই আমি বলে উঠলামঃ
——–“সরি ভুল হয়ে গেছে আর হবে না এখন থেকে কোথাও গেলে তোমায় বলেই যাবো’!!অগ্নি আমার কথা শুনে হালকা হাসলো তারপর আমার হাত ধরে হাটা দিল’!!
“কিছুটা দূরে যেতেই অগ্নি বলে উঠলঃ
——-“থাপ্পড়টা খুব জোরে ছিল’!!
“অগ্নির কথা শুনে অটোমেটিক আমার হাত আমার গালে চলে গেল,,এখনো জ্বলছে’!!অগ্নির প্রশ্নের কোনো উওর দিলাম না আমি’!!নেমে এলো একরাশ নীরবতা’!!অগ্নি এখনো আমার হাত শক্ত করে ধরে হাঁটছে’!!মনে হয় ছেড়ে দিলেই পালিয়ে যাবো’!!এভাবেই হাঁটতে হাঁটতে হোটেলে ঢুকলাম আমরা’!!
___________________
“রুমে ঢুকতেই অগ্নি চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে’!!আমি গিয়ে বসলাম বিছানায়’!!আসলে বাহিরে যাওয়ার সবচেয়ে বড় কারন ছিল সকাল থেকেই মা বাবা আর ছোট ভাইটার জন্য খুব মন খারাপ করছিল’!!তাই মনটা ভালো করার জন্যই বাহিরে বেরিয়ে ছিলাম’!!এসব ভাবতে ভাবতেই অগ্নি ফ্রেশ হয়ে চলে আসলো’!!অগ্নি আমার সামনে এসে বললোঃ
——-“আমার কিছু কাজ আছে আমাকে বের হতে হবে তুমি রুমেই থাকবে,,আমি যদি এসে তোমায় রুমে দেখতে না পাই তাহলে তো বুঝতেই পারছো কি হবে’!!এই বলে অগ্নি কিছুটা তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে গেল’!!আমি অগ্নির যাওয়ার পানে তাকিয়ে থেকে বললামঃ
———“ব্রেকফাস্ট করবেন না,,!!
——–“আমি বাহির থেকে কিছু খেয়ে নিবো আনে তুমি খেয়ে নিও’!!আর শোন ফিরতে একটু লেট হতে পারে’!!
——–“কেন কোথায় যাচ্ছেন আপনি যে লেট হবে’!!
———“এখন ওতো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই’!!এই বলে অগ্নি দরজা বন্ধ করে চলে গেল’!!আমিও কিছু বললাম না’!!তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বিছানায় শুয়ে পরলাম’!!তারপর মোবাইলটা হাতে নিয়ে গুতাগুতি শুরু’!!
___________________
“রাত_৯ঃ০০টা……..
“রুমের ভিতর বসে আছি,,অসম্ভব রকম চিন্তা হচ্ছে আমার’!! অগ্নি সেই সকালে বের হয়েছে এখনো আসার কোনো খবর নেই গেলো কই’!!কি এমন কাজ করছে অগ্নি যে এখনো হলো না’!!অসম্ভব রকম চিন্তা হচ্ছে আমার’!!এমন সময় হর্ঠাৎ করে কারেন্ট চলে গেল’!!হর্ঠাৎ এমনটা হওয়াতে আমি কিছুটা ঘাবড়ে গেলাম’!!তারপর আশেপাশে মোমবাতি খুজতে লাগলাম আমি’!!হর্ঠাৎই মনে হলো কেউ রুমে আছে’!!ভয়ে পুরো ঘাবড়ে গেলাম আমি’!!তারপর একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রাখলাম এমন সময় কেউ পিছন থেকে একটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল’!!আচমকা এমনটা হওয়াতে আমি ভয় পেয়ে বললামঃ
———“কে……
“পিছনের ব্যাক্তি চুপ………
———“কি হলো কথা বলছেন কেন???
“হর্ঠাৎই কেউ আমার কানের কাছে এসে বললোঃ
——-“হুস “নেহাজানু” এত কথা কেন বলো তুমি চলো আমার সাথে’!!এই বলে আমার চোখ বেঁধে দিয়ে কোলে তুলে নিলো অগ্নি’!!
“নেহাজানু” কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইলো না যে এটা অগ্নি’!!আমি অগ্নির গলা জড়িয়ে ধরে বললামঃ
——-“কোথায় যাচ্ছি আমরা আর আমার চোখ কেন বেঁধে দিলেন’!!
———“সব জানতে পারবে আগে চলো তো এতটুকু বলে অগ্নি আমায় কোলে তুলে নিয়েই হাঁটা দিলো বাহিরে’!!
“অগ্নি আমায় গাড়িতে বসিয়ে দিল’!!তারপর গাড়ি চালাতে শুরু করল’!!এখনো চোখ বন্ধ আমার’!!বেশকিছুক্ষন পর অগ্নি গাড়ি থামিলে দিলো’!!অগ্নি গাড়ি থামিয়ে আবারো কোলে তুলে নিল আমায়’!!অগ্নি কি করতে চাইছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার’!!আমি আবারো বলে উঠলামঃ
——–“আপনি করতে চাইছেন অগ্নি একটু বলবেন আমায়’!!
“অগ্নি আমার প্রশ্নের কোনো উওর না দিয়ে আমায় কোলে তুলে নিয়ে আবারও হাঁটা শুরু করল’!!বেশিকিছুক্ষন হাঁটার পর অগ্নি আমায় তার কোল থেকে নামিয়ে ফেললো’!!তারপর আমার কানের কাছে ঝুঁকে বললোঃ
———“এইবার তুমি একাই যেতে পারবে আর চোখের বাঁধন খুলে ফেলো’!!এই বলে অগ্নি চলে গেল’!!
__________________________________________
___________________
“অগ্নির কথা মতো আমি চোখের বাঁধন খুলে ফেললাম’!!সবকিছু এখনো অন্ধকার দেখছি আমি’!!কিছুক্ষনের মধ্যেই সব পরিষ্কার হয়ে গেল’!!কিন্তু আশেপাশে কোথাও অগ্নিকে দেখতে পেলাম না আমি’!!অগ্নির কথা মতো আমি সামনে এগোতে লাগলাম’!!কিছুটা দূর যেতেই আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সামনে……
“কারণ হর্ঠাৎই চারপাশে একটা একটা করে লাইট জ্বলতে শুরু করল’!!তার চেয়েও বেশি অবাক হচ্ছি একটা লাইট অন হচ্ছে সাথে সাথে আমার একটা একটা ছবি ভেসে উঠছে’!!প্রত্যেকটা ছবি দেখে আমি হা হয়ে তাকিয়ে আছি কারন প্রত্যেকটা ছবি প্রায় দু-তিন বছরের পুরনো’!!সবচেয়ে বেশি অবাক হলাম আমার ভার্সিটির শাড়ি পরা পিক দেখে’!!সব ছবি গুলোই আমাকে বেশ অবাক করে দিলো এই ছবিগুলো এখানে আসলো কিভাবে’!!তবে ছবিগুলো দেখে এটা বুঝতে পেরেছি কেউ লুকিয়ে লুকিয়ে ছবিগুলো তুলেছে আমার’!!কারন একটা ছবিতেও আমি ঠিক ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলাম না’!!হর্ঠাৎই উপরে ফানুস দেখতে পেলাম’!!পুরো জায়গাটার লাইটিং মুগ্ধ করে দিয়েছে আমায়’!!হর্ঠাৎই উপর থেকে গোলাপের পাপড়ি পরতে লাগলো যাতে করে আমি আরো অবাক হয়ে গেলাম আমি’!!হর্ঠাৎই অগ্নি আমার সামনে এসে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়ালো’!!তারপর একটা একটা গোলাপ হাতে নিয়ে বললোঃ
——-“তোমাকে প্রথম যেদিন একটা বাচ্চামোর লুকে দেখেছিলাম সেদিনই তোমায় জন্য অদ্ভুত এক টান অনুভব করেছিলাম আমি’!!তুমি হয়তো বুঝতে পারো নি’!!তোমার ঠোঁটের কোনায় হাসি দেখার জন্য কতোটা পাগল ছিলাম’ আমি’!!তোমার অজান্তেই তোমাকে আড়ালে বহুবার দেখে তোমার প্রেমে বহুবার পরেছি আমি’!!একটু একটু করে মনের অনেকটা জায়গা জুড়ে ছিলে শুধু তুমি’!!সবকিছুই ঠিক ছিলো কিন্তু হর্ঠাৎ করে দমকা হাওয়ার মতো একটা ঝড় এসে সব ওলোট পালোট করে দিয়ে গেল’!!তুমি যেদিন আমার গালে থাপ্পড় মেরেছিলে’!!সেদিন তোমার প্রতি অনেক অভিমান জমেছিল কিন্তু ভালোবাসা একটু কমেনি’!!তাই তো তিন বছর পর তোমায় পাওয়ার এতটা তীব্র বাসনায় আছি আমি’!!তুমি হয়তো ভেবেছিলে শুধু মাএ প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় বিয়ে করেছি আমি’!!কিন্তু আসল সত্যি এটা ছিলো না’!!তোমাকে যে আমি ভালোবাসি খুব’!!এতটুকু বলে থামলো অগ্নি’!!তারপর আবার বলতে শুরু করলঃ
——–“সব ভুলে আমরা কি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারি “নেহাজানু”!!আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সব কষ্ট আমি দূর করে দিবো’!!আবার নতুন করে শুরু হবে অগ্নি-নেহার ভালোবাসার কাহিনি’!!এই বলে অগ্নি আমায় একটা একটা করে সব গোলাপগুলো হাতে দিয়ে’!!হাটু গেরে একটা ডায়মন্ডের আন্টি হাতে নিয়ে বসলো’!!তারপর বলে উঠলঃ
———”দিবে কি একটা সুযোগ মাই নেহা জানু…….
“চারিপাশে সমুদ্রের দমকা হাওয়া’!!চারিদিকের ছলছল আলোতে পুরো শরীর ধমকে উঠছে’!!অগ্নির সব কথাগুলোই আমার কানপ ভাজছে ভীষণ’!!তার মানে অগ্নি সেদিন জ্বরের ঘোরে সব সত্যি কথা বলেছিল’!!অগ্নি আমায় তিনবছর যাবৎ ভালোবাসে’!!আমি মুচকি হেঁসে অগ্নি দিকে তাকিয়ে আমার হাতটা বারিয়ে দিলাম’!!কারন আমি তো অগ্নিকে ভালোবাসি’!!
___________________
আমি হাত দিতেই অগ্নি আমার হাতে আন্টি পরিয়ে দিল’!!তারপর অগ্নি নেহা একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল’!!আর হয়তো এখান থেকেই শুরু হবে তাদের নতুন কাহিনি…..
!
!
!
!
!
#চলবে…………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]
#TanjiL_Mim❤️