#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:18🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“বিছানার উপর অগ্নির কোলের উপরে বসে ওর গলা জড়িয়ে ধরে আছি আমি’!!খুব ভালো লাগছে আমার অগ্নি আমায় ভালোবাসে সাথে আমিও ওকে খুব’!!আমাদের মধ্যে এখন আর কোনো ভুল-বোঝাবুঝি থাকবে না’!!সব ঠিক হয়ে গেছে’!!আমরা নতুন করে আমাদের জীবন শুরু করবো’!!ভাবতেই খুব খুশি খুশি লাগছে আমার’!!এখন শুধু আম্মু আব্বু সবটা মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে’!!আমি অগ্নির গলা জড়িয়ে ধরে রেখে বললামঃ
——-“তুমি আমায় প্রথম কোথায় দেখেছিলে…….
“অগ্নি আমার কথা শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললোঃ
———“তুমি শুনবে……
———“হুম…..
“তাহলে শোনো এই বলে অগ্নি আমাকে প্রথম দিন এক্সিডেন্টের মাধ্যমে দেখা হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখা হওয়ার সব কাহিনী বললো’!!সব শুনে আমি হা হয়ে তাকিয়ে রইলাম অগ্নির দিকে’!!আমার আড়ালে এত কিছু হয়ে গেল আর আমি একবারের জন্য বুঝতে পারলাম না’!!
“অগ্নি আমাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠলঃ
———-“কি হলো ওইভাবে তাকিয়ে আছো কেন??
———-“না মানে ভাবছি এতকিছু হয়ে গেল আর আমি কিছু বুঝতেই পারলাম না’!!
অগ্নি আমার কথা শুনে হাসলো’!!আমিও হাসলাম!! ভাবতেও পারছি না অগ্নি আমায় কি করে এতটা ভালোবাসলো’!!আমি মুচকি হেঁসে অগ্নি গালে একটা চুমু দিয়ে বললামঃ
——–“মাই কিউট জামাইটা’!!
“অগ্নি আমার কান্ডে হা করে তাকিয়ে থেকে বললোঃ
——-“এটা কি হলো আর কি বললে…..
——–“কিচ্ছু বলি নি শুধু বললাম তুমি খুব সুন্দর জামাই,,মাই কিউট জামাই’!!এই বলে অগ্নির আরেক গালে চুমু দিলাম আমি’!!অগ্নি এবারো হা হয়ে তাকালো আমার দিকে’!!আমি মুচকি হেঁসে অগ্নিকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বললামঃ
———“আমি তোমায় খুব ভালোবাসি কখনো ছেড়ে যাবে না কিন্তু “মাই কিউট জামাই”!!
“অগ্নি আমার কথা শুনে হাসলো তারপর শক্ত করে জড়িয়ে ধরে আমার কপালে চুমু একে দিয়ে বললোঃ
——–“তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো কাছে আনিনি “নেহাজানু”!!সারাজীবন আমার কাছে রাখার জন্য এনেছি’!!তাই এখন শুধু ভালোবাসা ভালোবাসা আর শুধু ভালোবাসা’!!এই বলে অগ্নি নেহাকে বিছানায় শুয়ে ওর গলায় মুখ ডুবাই’!!!তারপর দুজনেই অন্যরকম এক অনুভূতিতে চলে যায়’!!
___________________
“দেখতে দেখতে পুরো ১০ দিন কেটে গেল’!!আজকে অগ্নি নেহা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিবে’!!এই ১০ দিনে অনেক কিছু বদলে গেছে অগ্নি নেহার ভালোবাসা আরো গভীরতায় চলে গেছে’!!এখন দুজনই দুজনকে ভালোবাসে_খুব’!!
“আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি আমি’!!এমন সময় পিছন থেকে অগ্নি জড়িয়ে ধরল আমায়’!!আচমকা এমনটা হওয়াতে কিছু ঘাবড়ে গেলেও পরক্ষনেই নিজেকে সামলে নিলাম’!!অগ্নি আমার কাঁধে ওর মাথাটা রেখে চোখ বন্ধ করে বললঃ
——-“আজকে যাবো আমরা’!!
——–“হুম’!!
“অগ্নি ঘুম ঘুম চোখে আমার চুলের গন্ধ নিয়ে বললোঃ
——–“তুমি কি শ্যাম্পু ইউস করো বলো তো যতবার তোমার কাছে আসি তোমার চুলের গন্ধে আমি পাগল হয়ে যাই’!!
“অগ্নির কথা শুনে হাসলাম আমি’!!তারপর বলে উঠলামঃ
——-“কেন আমার কিউট জামাই যে শ্যাম্পু এনে দিয়েছে সেটাই তো ইউস করি……
——–“তুমি জানো দিনে দিনে আমি তোমার প্রতি কতোটা পাগল হয়ে যাচ্ছি’!!এমনিতেই পাগল ছিলাম এখন আরো বানিয়ে ফেলেছো আমায়’!!পরে সামলাতে কিন্তু কষ্ট হবে তোমার’!!
———“আমার জামাইর পাগলামি সহ্য করতে কখনো কষ্ট হবে না’!!আরো খুব ভালো লাগবে’!!এই বলে হাসলাম আমি’!!
“তারপর আমি বলে উঠলামঃ
———“এখন যাও ফ্রেশ হয়ে আসো’!!বেরোবো তো আমরা’!!অগ্নি আমার কথা শুনে বেশকিছুক্ষন নীরব থেকে বলে উঠলঃ
——–“তোমাকে ছেড়ে যেতেই ইচ্ছে “নেহাজানু”!!ইচ্ছে করছে এভাবেই সারাদিন তোমায় কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকি’!!
——-“হুম বুঝতে পারছি কিন্তু এখন না গেলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি যাও……
“কিন্তু কে শুনে কার কথা’!!অগ্নি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে’!!আমি অগ্নির দিকে ঘুরে একপ্রকার জোর করে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দরজা লক করে দিয়ে বললামঃ
——–“তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হবে’!!
——–“ঠিক আছে…….
“অগ্নির কান্ড দেখে মুহূর্তেই মুখ থেকে বেরিয়ে আসলো আমারঃ
———“পাগল একটা……
“তারপর আমিও তৈরি হতে ব্যস্ত হয়ে পরলাম’!!আজকে একটা সুন্দর শাড়ি পরেছি’!!এই কয়েকদিনে একদিনও শাড়ি পরিনি থ্রি-পিচ,টপস-জিন্স,আর চুড়িদার পরেই পার করে দিয়েছি’!!আজকে চুলগুলো খোঁপা করে দিলাম’!!সাথে একটা সুন্দর ফুল,,চোখে হালকা কাজল, হাতে কাচের চুরি,মুখে হালকা মেকাপ ব্যস নেহা তৈরি’!!
“এর ভিতর অগ্নিও ওয়াশরুম থেকে বেরিয়ে আসল’!!অগ্নিকে দেখে ওর দিকে ঘুরে মুচকি হেঁসে বলে উঠলাম আমিঃ
——-“কেমন লাগছে আমায় “কিউট জামাই”!!
“অগ্নি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললোঃ
——-“সব ঠিক আছে তবে……
——-“তবে ভালো লাগছে না…..(মন খারাপ করে)
“হর্ঠাৎই অগ্নি আমার দিকে এগিয়ে আসতে লাগলো’!!আমি অগ্নির এই ভাবে হর্ঠাৎ এগিয়ে আসা দেখে কিছুটা অবাক হলাম’!!হর্ঠাৎই অগ্নি অনেকটা কাছে চলে আসল আমার’!!অগ্নিকে দেখে ওর চোখের দিকে তাকালাম আমি’!!হর্ঠাৎই অগ্নি ওর হাত রাখলো আমার গালে’!!আচমকা এমনটা হওয়াতে আর অগ্নির ঠান্ডা হাতের স্পর্শে আমি কিছুটা কেঁপে উঠলাম’!!সাথে সাথে আমি আমার চোখ বন্ধ করে দিলাম’!!অগ্নি তার হাত দিয়ে স্যালাইড করতে করতে আমার গাল থেকে ঘাড় পর্যন্ত নেমে এসেছে’!!হর্ঠাৎই অগ্নির হাত আমার চুলের কাছে চলে গেল’!!আচমকা অগ্নি টান মেরে আমার চুলের খোঁপা খুলে ফেললো’!!সাথে সাথে সব চুল খুলে গেল’!!অগ্নির এমন কাজে আমি চোখ খুলে অগ্নির দিকে অবাক হয়ে তাকালাম’!!অগ্নি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেছে তাই বললোঃ
——-“এখন ঠিক আছে একদম পরীর মতো’ লাগছে’!!এই বলে অগ্নি সরে আসলো আমার কাছ থেকে তারপর নিজেও তৈরি হতে লাগল’!!
“অগ্নির কথাগুলো বুঝতে দুই মিনিট সময় লাগলো আমার’!!পরক্ষণেই সব বুঝতে পেরে হাসলাম আমি’!!
“বেশকিছুক্ষনের মধ্যে অগ্নিও তৈরি হয়ে গেল’!!তারপর আমরা দুজনেই ব্যাগ নিয়ে চলে আসলাম নিচে’!!ম্যানেজারদের কাছ থেকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম গাড়ির কাছে’!!তারপর আমি অগ্নি বসে পরলাম গাড়ির ভিতরে’!!গাড়িতে বসতেই অগ্নি গাড়ি চালাতে শুরু করল’!!গাড়িও চলতে শুরু করল আপন গতিতে………
__________________________________________
___________________
“হর্ঠাৎ অগ্নি গাড়ি থামিয়ে দিলো’!!আচমকা এমনটা হওয়াতে আমি প্রশ্নমাখা মুখ নিয়ে অগ্নির দিকে তাকাতেই অগ্নি বলে উঠলঃ
——-“নামো…..
——-“কেন এই বলে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার’!!সামনের ব্যক্তিকে দেখে রীতিমতো ভয়ে হাত পা কাঁপতে শুরু করল আমার’!!কারন সামনের একটা গাড়ি থেকে বেরিয়ে আসলো একটা মেয়ে আর একটা ছেলে’!!আমি ভয় পেয়েছি ছেলেটিকে দেখে কারন ছেলেটি হলো রাসেল’!!যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল’!!
“এখন কি হবে……..
!
!
!
!
!
#চলবে………..
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!!গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন]😊😊
#TanjiL_Mim❤️