তোমায় ভালোবাসি খুব পর্ব-২০ এবং শেষ পর্ব

0
4294

#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:20🥀(শেষ_পর্ব)
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“সোফায় বসে আছে অগ্নি’!!আর ওর দুপাশের সোফায় বসে আছে আম্মু, আব্বু আর রুহান’!!আব্বু অগ্নির দিকে তাকিয়ে বলে উঠলঃ

——-“এখন বলো কি বলবে’!!

“অগ্নি আব্বুর কথা শুনে ধাপ করে বলে উঠলঃ

——–“আমি আপনার মেয়ের জামাই,

“অগ্নির কথা শুনে আব্বু হকচকিয়ে তাকালো অগ্নির দিকে’!!অগ্নি ছোট্ট একটা শ্বাস ফেলে বললঃ

——–“আমি জানি আপনারা হয়তো নেহার ওপর অনেক রেগে আছেন’!!কিন্তু সত্যি বলতে ওর কোনো দোষ নেই যা করার সব আমি করেছি আর ওই বিয়ের ভিডিও আমি পাঠিয়ে দিলাম আপনাদের’!! এই বলে অগ্নি আর নেহার ভিতর এক কয়েকদিনে যা যা ঘটেছে সাথে রাসেল আর মিষ্টির কথা সব বললো অগ্নি আব্বুকে’!!সব শুনে আব্বু আম্মু দুজনেই থ মেরে চুপ করে বসে রইলেন’!!

“অগ্নি ওনাদের এমন রিয়েকশন দেখে নিজেকে কিছুক্ষন চুপ রেখে আবারো বললঃ

——-“আমি জানি আমি যেটা আপনাদের সাথে করেছি সেটা হয়তো করা উচিত হয় নি’!!কিন্তু বিশ্বাস করুন এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না’!!বিয়েটা হয়ে গেলে একসাথে চারটে জীবনই নষ্ট হয়ে যেত তাই একপ্রকার বাধ্য হয়ে এমনটা করেছি’!!এখন আপনারা আমায় যা শাস্তি দিবেন আমি মেনে নিবো শুধু আপনারা নেহার সাথে যোগাযোগ বন্ধ করবেন না’!!ও যে আপনাদের ছাড়া ভালো নেই’!!এতোটুকু বলে মাথা নিচু করে বসলো অগ্নি’!!

“আব্বু চুপ করে বসে আছে’!!এদিকে আম্মুর চোখ থেকে পানি পরছে’!!মেয়েটাকে কতো কষ্ট দিয়েছে এই ভেবে কষ্ট লাগছে সে’!!আর রুহান চুপ করে সবার কথা শুনছে’!!হর্ঠাৎই আব্বু একটা রাগী লুক নিয়ে অগ্নিকে বলে উঠলঃ

——–“ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে’!!এই বলে আব্বু অগ্নির হাত ধরে মুচকি হাসলো’!!অগ্নি আব্বুর মুখে হাসি দেখে বললঃ

——–“আপনি আমাদের মেনে নিয়েছেন বাবা…….

——–“এখনও মানি নি আগে আমার মেয়ের সাথে দেখা করতে হবে তারপর দেখছি…….

“অগ্নি হালকা হেঁসে বললোঃ

——-“চলুন এখুনি’!!আব্বু হাসলো তারপর বললোঃ

——–হুম চলো’!!

“এমন সময় অগ্নির ফোনটা বেজে উঠল’!!ফোনটা তুলতেই দেখলো তার মা ফোন করেছে’!!অগ্নি তাড়াতাড়ি ফোনটা ধরে বলে উঠলঃ

——–“হুম আম্মু বলো’

——–“অগ্নি তুই কোথায় তাড়াতাড়ি বাসায় আয় নেহা হর্ঠাৎ করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে’!!

“শাশুড়ী মায়ের কথা শুনে অগ্নির বুকের ভিতরটা হর্ঠাৎই দক করে উঠল’!!সাথে সাথে অগ্নি তার মাকে বলে উঠলঃ

——-“কি করে হলো মা আমি এখনি আসছি এই বলে ফোনটা কেটে দেয় অগ্নি’!!তারপর তাড়াতাড়ি আম্মু আব্বুকে বলে উঠলঃ

———“আমাকে এখনি যেতে হবে নেহা অসুস্থ হয়ে পড়েছে'”!!!

” অগ্নির কথা শুনে আম্মু আব্বু বললোঃ

——“চল তাড়াতাড়ি আমরাও যাবো’!!

——-“হুম চলুন’!!

“তারপর আর দু’মিনিট দেরি না করে অগ্নি আম্মু আব্বু আর রুহান চারজনেই একসাথে চললো অগ্নিদের বাড়ি’!!অগ্নি এই মুহুর্তে একদমই নিজের মধ্যে নেই সব যেন ধোঁয়াশা হয়ে গেছে’!!বুকের বাম পাশে অসম্ভব ব্যাথা করছে তার’!!তার সাথে অস্থিরতা ভাব’!!শুধু মাথায় তার একটা কথায় ঘুরছে নেহার কিছু হয়ে গেলে সে বাঁচবে কিভাবে,,মনে মনে হাজারবার আল্লাহকে ডেকে চলেছে অগ্নি তার সাথে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলো’!!

“এদিকে আব্বু অগ্নির এমন অস্থিরতা দেখে বুঝতে বাকি রইল না অগ্নি কতোটা ভালোবাসে তার মেয়েকে’!!এই ভেবে মনে মনে হাসলো সে’!!আর আম্মু তো কেঁদেই চলেছে কি হলো তার মেয়েটার সেই ভেবে…….

__________________________________________

___________________

“ক্লান্ত মাখা মুখ নিয়ে বিছানায় শুয়ে আছি আমি’!!ডাক্তার কখনো হাত ধরছে তো কখনো চোখ দেখছে’!!বুঝতে পারছি হর্ঠাৎ করে কি হলো,,সকাল থেকে ভালোই ছিলাম’!!নিচে মায়ের সাথে গল্প করে রুমে আসতে যাবো এমন সময় হর্ঠাৎই মাথাটা ঘুরে উঠল আমার,,সকাল থেকেই কেমন যেন লাগছিল আমার’!!হর্ঠাৎ হর্ঠাৎ বমি বমি ভাব’!!এই মুহূর্তে আমার মাথায় হাত দিয়ে আছেন শাশুড়ী মা,,উনি হাসছেন’!!আর ডাক্তার আমাকে দেখছেন’!!এমন সময় হতভম্ব হয়ে রুমে ঢুকলো অগ্নি’!!আমাকে এই ভাবে শুয়ে থাকতে দেখে দৌড়ে এসে আমার হাত ধরে বললোঃ

——-“কি হয়েছে তোমার’!!

“বিনিময়ে আমি কিছু বললাম না’!!সত্যি বলতে আমি নিজেও জানি না কি হয়েছে আমার’!!এমন সময় ডাক্তার বলে উঠলঃ

——“কংগ্রেস অগ্নি, তুমি বাবা হতে চলেছো’!!

“ডাক্তারের কথা শুনে মুহূর্তে যেন কানে বাজছে আমার’!!অগ্নি বাবা হবে তার মানে আমি মা হবো’!!মনে ভিতর এক অদ্ভুত অনুভূতি চলে আসলো আমার’!!শাশুড়ী মা আর ডাক্তার চলে গেলেন রুম থেকে’!!ডাক্তার যাওয়ার আগে বলে গেছেন এখন কিন্তু অনেক সাবধানে থাকতে হবে,আর বাকি সব ঔষধ আর কি কি লাগবে বলে সব দিবো আমি’!!

“ডাক্তার আর শাশুড়ী যেতেই আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলাম আমি’!!অগ্নি খুশিতে ঝাপটে জড়িয়ে ধরল আমায়’!!তারপর বললোঃ

——-“আমি আজ খুব খুশি নেহাজানু’!আমিও অগ্নিকে জড়িয়ে ধরলাম’!!তবে মন থেকে সম্পূর্ন খুশি নই আমি’!!কারন আমার মা বাবা আজকে নেই আমার সাথে’!!অগ্নি আমাকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠলঃ

———“কি ভাবছো……

——–“কিছু না এই ভেবে এক দীর্ঘ শ্বাস ফেললাম আমি’!!

“অগ্নিও কিছু বললো না’!!হর্ঠাৎই অগ্নি বলে উঠলঃ

——“তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নেহাজানু’!

“আমি অগ্নির কথা শুনে অগ্নির দিকে তাকালাম’!!অগ্নি আমায় ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল’!!কিছুক্ষণ পরই রুমে ঢুকলো আম্মু আব্বু আর রুহান’!!ওদের এইভাবে দেখে চোখ দিয়ে পানি পরতে লাগল’!!আমি কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে আম্মু আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম’!!আব্বু আর আম্মু আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললোঃ

——-“পাগলী মেয়ে এখনও কাঁদছিস কেন আমরা তো চলে এসেছি’!!

“বিনিময়ে কিছু বললাম না’!!শুধু কেঁদেই যাচ্ছি’!!মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না’!!এমন সময় রুমে আসলো অগ্নি আর শাশুড়ী মা’!!ওনারাও আজকে খুব খুশি’!!অগ্নিও শাশুড়ী মাকে জড়িয়ে ধরল’!!তারপর…….

“আব্বু বলে উঠলঃ

———“ভুল যখন তোমরা দু’জন করেছো তখন শাস্তি ও পেতে হবে’!!আর তোমাদের শাস্তি হলোঃ

———“তোমরা যখন খুশি তখনই আমাদের বাড়িতে যেতে পারবে আর আমার নাতির যদি কোনো ক্ষতি হয় তাহলে নেহা অগ্নি তোমাদের কাউকেই ছাড়বো না আমি’!!আব্বুর কথা শুনে সবাই হাসলাম আমরা’!!

“এমন সময় রুহান বলে উঠলঃ

——“খুব ভালো আব্বু আপুকে মেনে নিয়েছে…….’!”

তারপর একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল’!!শুধু আমি আর অগ্নিকে ছিলাম’!!সবাই যেতেই আমিকে ঝাপটে জড়িয়ে ধরে বললামঃ

———“আমার আনন্দগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ মাই কিউট জামাই’!!অগ্নিও আমায় জড়িয়ে ধরল’!!কিন্তু কিছু বললো না’!!দুজনেই গভীর ভাবে দু’জনকে জড়িয়ে ধরে ছিলাম’!!!………..

__________________________________________

___________________

২ বছর পর…….

“আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি’!!এমন সময় পিছন থেকে অগ্নি আমায় জড়িয়ে ধরে বললোঃ

——-“আজকে নেহা জানুকে আমি শাড়ি পরিয়ে দিবো’!!

“অগ্নির কান্ডে মুচকি হাসলাম আমি’!!তারপর বলে উঠলামঃ

——-“ঠিক আছে আমার কিউট জামাই যখন বলেছে তাহলে আমি কি মানা করতে পারি’!!তারপর আর কি অগ্নি আমায় খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল’!!তারপর কপালে ছোট্ট চুমু দিয়ে বললোঃ

———“আজকে নতুন করে তোমার প্রেমে পরলাম নেহা জানু’!!

“অগ্নি কথা শুনে হাসলাম আমি’!!তারপর অগ্নির গালে একটা চুমু দিয়ে বলে উঠলামঃ

———“আমিও,,মাই কিউট জামাই’!!

“তারপর আমি আর অগ্নি চলে গেলাম নিচে’!!আজকে অগ্নি একটা ব্লাক জিন্স আর শার্ট পরেছে,, বরাবরই মতই চুলগুলো খুব সুন্দর করে সাজানো,,আর আমিও ব্লাক শাড়ি পড়েছি,,চুলগুলো খোপা করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি,,হাতে কালো চুরি,চোখে কাজল আর সামন্য মেকাপ’!!সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম সবাই নিচে আমাদের জন্য ওয়েট করছে’!!আজকে আমাদের সন্তান আদিত্যের জন্মদিন’!তাই এত সাজগোছ’!!পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে’!!আজকে পুরো বাড়ি জুড়ে মানুষে ভরে গেছে,আম্মু আব্বু, শাশুড়ী মা,ইশা,নীলা, নীলার বাবা মা,রনিসহ সবাই আছে’!! রনির বিষয়টা অগ্নির মুখে শুনে হেঁসেছিলাম আমি’!!এসব ভাবতে ভাবতে হর্ঠাৎ শাশুড়ী বলো উঠলঃ

———“তাড়াতাড়ি আয় তোরা’!!আদিত্য দাদুভাইয়ের হাত ধরে কেকটা কাট’!!শাশুড়ী মায়ের কথা শুনে আমরা দুজন তাড়াতাড়ি আদিত্যের সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে কেক কাটলাম’!!তারপর একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম’!!আজকে সবাই খুশি সাথে নেহা অগ্নিও’!!এখন তাদের মাঝে নেই কোনো দূরত্ব আছে শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা’!!এভাবেই চলছে অগ্নি নেহার জীবন’!!

“সমাপ্ত……….🌹

❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ আর সবাই নেহা অগ্নির জন্য দোয়া করবা সাথে এই রাইটার আপির জন্যও আশা করি সবার গল্পটা ভালো লেগেছে’!!সবাই কমেন্ট করে জানাবে কিন্তু গল্প কেমন লেগেছে’!!]

🥰খোদা_হাফেজ🥰

#TanjiL_Mim❤️