#প্রেয়সী ♥️🥀
#moumita_mehra
#পর্বঃ২৩
—-” গাড়িতে উঠো!”
আমার মনের মধ্যে হয়ে যাওয়া কালবৈশাখী ঝড় থেমে এখন দমকা হাওয়া দিচ্ছে। মনেমনে একগাদা রাগ পুষলেও উনি মুখের ভঙ্গিমা এতো শান্ত রাখছেন কি করে?
—-” কি হলো? গাড়িতে উঠতে বললাম তো?”
আমায় খাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখেই ধমকে উঠলেন উনি। একেই তো ভয়ে অবস্থা যায় যায় আমার। তার-উপর ধমক খেয়ে কেঁদে ফেলার উপক্রম। আমি ঠোঁট উল্টে তাকালাম। কাঁদো কাঁদো মুখ করে বললাম,
—-” আমি বাড়িতে যাবো না!”
কপাল কুঁচকে তাকালেন উনি। ফুস করে নিঃশ্বাস ছেড়ে যথেষ্ট স্বাভাবিক গলায় বললেন,
—-” আমরা বাড়িতে যাচ্ছি না। রিম্মিদের বাড়িতে যাচ্ছি আর সেখান থেকে আসিফ ভাইয়ের বাসায়।”
—-” আমি আপ… আপনার সাথে কোথাও যাবোনা! আমাকে ছেড়ে দিন। আ..আমি রিক্সা নিয়ে নিচ্ছি। রিক্সায় করেই চলে…”
আমার কথার মাঝপথেই উনি ধাম করে এক বারি বসালেন গাড়ির উপর। উনার চোখ জোড়া থেকে আগুনের ফুলকি ঝড়ছে যেন। আমি আঁতকে উঠেই লেপ্টে গেলাম গাড়ির সাথে। ভয়ে কাঁপতে কাঁপতে কতক্ষণ চোখ আড়াল করছি তো কতক্ষণ মুখ। উনি একই ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি উপায়ন্তর না দেখে কোনো মতে টেনেটুনে গাড়ির দরজার খুলে বসে পড়লাম ভেতরে। বেঁচে থাকলে আবার কখনো রিক্সায় চড়া যাবে নিধি! মনে মনে নিজেকে শান্তনা দিতে দিতেই গাড়ির দরজাটা খুব সাবধানতার সহিত লাগাতে নিলাম। কিন্তু শেষ অব্দি আর তা হলো। হলো কি? কি আর হবে___যা হওয়ার তাই হলো। উনি হাত দিয়ে গাড়ির দরজাটা কিছুক্ষণ আঁটকে ধরে আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে বের করে আনলেন। অতঃপর, আমি আগে যেখানে দাঁড়িয়ে ছিলাম ঠিক সেই জায়গাতেই দাঁড় করিয়ে দিলেন। আমি ভয়ার্ত দৃষ্টিতে উনার মুষ্টিবদ্ধ হাত দুটোর দিকে তাকিয়ে আছি। চড়-থাপ্পড় লাগাবেন নাকি? যেভাবে রেগে আছেন লাগাতেই বা কতক্ষণ?
—-” আমার সাথে গাড়িতে যেতে প্রবলেম তো? যেতে হবেনা আমার সাথে। এক্ষনি আমার সামনে থেকে চলে যাও। আমার সাথে যেতে হবেনা তোমায়। তুমি বরং আরফানের সাথে যাও। হ্যাঁ যাও যাও? গো?(চিল্লিয়ে)”
আমি আঁতকে উঠে মাথা নীচু করেই রইলাম। তার চোখের দিকে তাকানোর দুঃসাহস আপাতত আমার নেই।
—-” আমি বারন করা স্বত্বেও তোমার আরফানের সাথে এতো কিসের কথা? ওর সাথে নাচতে নাচতে খেতে চলে যাচ্ছো? বাহ্ ওয়ান্ডারফুল। ওর সাথে তোমার খেতে যেতে খুব ভালো লাগে তাই না? খুব শখ ওর সাথে খেতে যাওয়ার? আবার ওকে রেঁধেও খাওয়াতে ইচ্ছে হয় তোমার? বাহ্ গ্রেট! আচ্ছা আর কি কি ইচ্ছে করে ওর সাথে? বলো… বলো? আচ্ছা কেন বলতো? কেন ওকে তোমার রেঁধে খাওয়াতে ইচ্ছে করে ? কেন ওর থেকে ট্রিট নিতে ইচ্ছে করে? কেন ওর সাথে হেসে হেসে কথা বলতে ইচ্ছে করে? কেন? বলো কেন?”
মাত্রাতিরিক্ত রাগের দরুন উনার শরীরে মৃদু কম্পন দিচ্ছে। আমি তো এটাই ভেবে পাচ্ছি না আরফান ভাইয়া তো উনারই বেস্ট ফ্রেন্ড। তবে উনার সাথে কথা বললেই বা কি? তাতে করে উনি এভাবে কেন রেগে যাচ্ছেন? আর উনি যা ভাবছেন এমন তো কিছুই না!
—-” কি হলো চুপ করে আছো কেন? স্পিক আউট?”(চেঁচিয়ে)
আমি আবারও আঁতকে উঠলাম। নিজের ওড়নার আঁচল দু’হাতে শক্ত করে চেপে ধরে মনের মধ্যে সাহস জোগালাম। উনার অকারণে আমাকে এভাবে বকাঝকা করা আমি মোটেই সহ্য করবোনা। বুক ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে উনার চোখে চোখ রাখলাম। গলায় বেশ জোর দিয়ে বলে উঠলাম,
—-” আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। কারন আপনি যা ভাবছেন….”
কেবল উনিই ভাবলেন! আমাকে ভেবে আর কিছুই বলার সুযোগ দিলেননা। আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমাকে নিজের মুখোমুখি করে নিলেন চোখের পলকে। আমি ভীত মনে দোয়া দরূদ পড়তে পড়তেই চোখ জোড়া বন্ধ করে নিলাম। উনার তপ্ত শ্বাসে আমারও বুক ভারী হয়ে আসছে। মুখের উপর উনার রক্তিম চোখের চাহনি কিছুক্ষণ বিরাজমান হতেই আবারও ছেড়ে দিলেন আমায়। হঠাৎ ছেড়ে দেওয়ায় নিজের ভার সামলাতে পারলাম না। পেছন দিক থেকেই গাড়িতে বারি খেয়ে হেলতে দুলতে সোজা হয়ে দাঁড়ালাম। কিন্তু সে দাড়ানোও সুখকর হলো না। উনি এবার আমাকে গাড়ির সাথে চেপে ধরলেন। চোখের মাঝে আগুনের লাভা ফুটিয়ে শীতল কন্ঠে বললেন,
—-” নেক্সট টাইম যেকোনো ছেলের থেকে মিনিমাম একশ-হাত দূরত্ব বজায় রাখবে। (আমি অবাক চোখে তাকাতেই) মিনিমাম একশ-হাত। অন্যথা এর ফল খুব একটা ভালো হবে না।”
উনার ছোটখাটো হুমকির বিরুদ্ধে আমার ধড়ফড় করতে থাকা অসহায় মনটা একদমই চুপসে রইলো। কোথায় যেন পড়েছিলাম রাগের বিপরীতে কখনো রাগ দেখাতে নেই। তাহলে তার ফল তেমন সুখকর হয় না। তাই আমিও চুপসে রইলাম। অন্যথা আমিও দেখাতাম নিধি কি জিনিস? আমাকে হুকুম করা হচ্ছে? বলে কি না যেকোনো ছেলের থেকে একশ-হাত দূরত্ব বজায় রাখতে? অসম্ভব! দরকার হলে আমার আগে-পিছে একশ টা ছেলে নিয়ে ঘুরবো। আর তারপর? তারপর, আমিও দেখবো উনি কি করে?
৪৫.
মেঝ-খালামনির বাসাটা বড়-খালামনির বাসার মতো আহামরি কতখানি বড় নয়। বলা যায় প্রয়োজন মাফিক বাড়ির আয়তন। বাইরে থেকে বাড়ির রঙটা আকাশি। দূর থেকে দেখতে বেশ লাগে। বাড়ির চারপাশটাও বেশ উপভোগ্য। একপাশে গার্ডেন অন্যপাশে সুইমিং পুল। অনেকটা বড়-খালামনির বাড়ির সামনের ক্যাটাগরি টাইপ। আমাদের গাড়ি বাড়ির গেট অব্দি আসলো। আর ভেতরে ঢুকতে পারলো না। রাহিয়ান ভাইয়া দুই-বার হর্ন বাজাতে তাদের বাড়ির ন্যায় দারোয়ান চাচা দৌড়ে এলেননা। তাই কিছুক্ষন গাড়ির সিটের সাথে হেলান দিয়ে থেকে অবশেষে আমাকে নামতে বলে নিজেও নেমে এলেন। আমরা গেট দিয়ে ঢুকতেই আধপাকা চুলের অধিকারী এক লোক এসে সামনে দাঁড়ালো। উনাকে দেখতে বেশ বোঝা যাচ্ছে চরম অলস প্রকৃতির মানুষ। মুখে একগাদা পান ঠেসে ডান-হাতের শাহাদাত আঙ্গুলের মাথায় চুন নিয়ে মুখের মধ্যে নাড়াচাড়া করতে করতে এগিয়ে এলেন। উনার এই দায়সারা ভাবে রাহিয়ান ভাইয়ার নিশ্চয়ই ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছে। এই মানুষটার মতো আজব কায়দার লোক এই প্রথম দেখলাম আমি। রাহিয়ান ভাইয়া দাঁত কিড়মিড় করে বললেন,
—-” গেট ছাড়া তোমাকে সব জায়গাতেই দেখা যায়। মেঝ আঙ্কেলকে এবার তোমার নামে নালিশ ঠুকতেই হবে রিপন ভাই।”
লোকটা লালচে হাসি দিলো। রাহিয়ান ভাইয়ার কথায় তার ভ্রুক্ষেপ হলো না কভু। উনার দৃষ্টি রাহিয়ান ভাইয়াকে ছাড়িয়ে এবার আমার দিকে। পান চিবোতে চিবোতে ঠোঁট দু’খানা উঁচু করে ফেললেন পানের পিক গড়িয়ে পড়ার ভয়ে। ঠোঁট উঁচিয়েই প্রশ্ন ছুড়লেন,
—-” এই শ্যামবতি আফা কিডা ভাইজান?”
আমি সরু চোখে তাকালাম। কিছু বলবো তার আগেই তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন রাহিয়ান ভাইয়া,
—-” নিধি। ছোটমনির মেয়ে।”
লোকটা কি বুঝলো তার আর পর্যবেক্ষণ করা হলো না। তার আগেই আমার হাত ধরে হাঁটা ধরলেন রাহিয়ান ভাইয়া। আমি হোঁচট খেতে খেতে সামলে নিলাম নিজেকে। বুঝিনা বাপু, উনি আমার সাথে এমন বিহেভ কেন করছেন? আমাকে দেখে কি উনার দুই বছরের বাচ্চা মনে হয়?
—-” শ্যামবতী আফা, আফনে কিন্তু একছেরই সুন্দার!”
পেছন থেকে দারোয়ানের বোকাসোকা স্বরে ভেসে আসলো কথাটা। আমি পেছনে তাকানোর আর সুযোগ পেলাম না। রাহিয়ান ভাইয়ার টানাটানিতে অবশেষে এসে হাজির হলাম বাসার ভেতরে। ভেতরে ঢুকতেই সোফা রুমের দিকে নজরে পড়লো ফাহিম ভাইয়াকে। মনে মনে প্রশান্তির বাতাস বইলো। যাক, এবার অন্তত মুক্তি মিলবে এই হুতুমপেঁচার থেকে। মনে মনে তো কেবল একটা কথাই লাফালাফি করে মরে যাচ্ছে, ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’। রাহিয়ান ভাইয়ার হাতের বাঁধন হালকা হতেই এক দৌড়ে এসে হাজির হলাম ফাহিম ভাইয়ার কাছে। ফাহিম ভাইয়া আমাকে দেখতেই খুশিতে ছোট্ট করে দু’খানা লুঙ্গি ডান্স মারলো। সাথে আমিও একটি কোমর দুলালাম। ভাইয়া হাসতে হাসতে আগলে ধরলো আমায়। ফাহিম ভাইটা না বেশ মিশুক। আমার একটা নিজের ভাই থাকলে হয়তো ওর মতোই হতো। মনে মনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ার পেটে খোঁচা দিয়ে বললাম,
—-” ভাইয়া, আস্তে চেঁচাও। তোমাদের হুতুমপেঁচা ঐ মোড়েই দাঁড়িয়ে আছে।”
ভাইয়া আমার সতর্ক দৃষ্টি অনুসরণ করে মেইন গেটের দিকে তাকাতেই আঁকতে উঠে আমায় নিয়ে সোফায় বসে পড়লো। অতঃপর ফিক করে হেসে দিয়ে ফিসফিস করে বলল,
—-” আমাদের হুতুমপেঁচা এভাবে রেগে আছে কেন?”
—-” কেন আবার? দেখো না হুতুমপেঁচা গুলো অলওয়েজ কিভাবে গাল ফুলিয়ে, নাক ফুলিয়ে রেগে থাকে? অকারনেই,হুদ্দাই। ও তুমি ছাড়ো তো। এই বউমনি আর রিম্মি আপু কোথায়?”
ফাহিম ভাইয়া হাসতে হাসতে বলল,
—-” উপরে রেডি হচ্ছে। দেখ আমি কিন্তু রেডি। এখন শুধু তোরাই বাদ পরে গেলি। জলদি যা আর চট করে রেডি হয়ে নীচে চলে আয়। অলরেডি অনেক লেট।”
আমি উঠে দাঁড়ালাম। উপরের উদ্দেশ্য হাঁটা ধরে বললাম,
—-” তোমায় কিন্তু ভীষণ কিউট লিউট লাগছে ভাইয়া।”
ফাহিম ভাইয়া দাঁত কেলিয়ে হাসলো। মাথার চুল গুলোর মাঝে হাত চালিয়ে বলল,
—-” থ্যাংক্যু বনু।”
সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম। দুই দিকে দু’টো দু’টো করে মোট চারটি রুম। এপাশ যাবো না ওপাশ যাবো ভাবতে ভাবতেই ডান পাশের রুম থেকে রিম্মি আপুর গলা ভেসে আসলো। ঘাড় ফিরিয়ে তাকাতেই রিম্মি আপুর দেখা মিলল। আমায় হাত ইশারা করে ডাকতে আমিও মুচকি হেসে এগিয়ে গেলাম তার দিকে। রুমের ভেতর ঢুকতেই দেখি এলাহী কান্ড। বিছানা,ওয়ারড্রব, ড্রেসিং টেবিল সবই শাড়িতে মুড়িয়ে আছে। আমি অবাক কন্ঠে বউমনির উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়লাম,
—-” একি কান্ড? রিম্মি আপু কি আজ শাড়ি পড়ে হবু শশুড়বাড়ি যাবে?”
বউমনি হেসে উঠে বলল,
—-” শুধু কি তাই? সে আজ তোমাকেও শাড়ি পড়িয়ে নিবে।”
আমার মাথায় আসমান ভেঙে পড়লো। শাড়ি আর আমি? অসম্ভব! আমি আতংকিত চোখে রিম্মি আপুর দিকে তাকাতেই দাঁত কেলানো হাসি দিলো রিম্মি আপু। আমি না সূচক মাথা নেড়ে বউমনির দিকে অসহায় চোখে তাকালাম। বউমনি হয়তো বুঝলো আমার কষ্ট কিন্তু কিছু করতে পারল না। নিজের দিকে ইশারা করে বলল,
—-” কিছু করার নাই সোনা আমাকেও ওর পছন্দ মতোই শাড়ি পড়তে হয়েছে।”
রিম্মি আপু ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো। কুঁচি ধরে হেলতে দুলতে আমার সামনে এসে বলল,
—-” দেখ নিধু, শাড়ি কিন্তু আমিও পড়তে পারিনা। কিন্তু শশুড়বাড়ি বলে কথা! সম্মানের খাতিরেই আজ স্ব-ইচ্ছায় অসম্মানিত হতে যাচ্ছি। আমার নিজেরই ভীষণ নার্ভাস লাগছে নিধু। তাই তো নিজের মনের শান্তনা বাড়ানোর জন্য তোকে আর বউমনিকেও সেম ড্রেস, আইমিন শাড়ি পড়াচ্ছি। না করিসনা নিধু! প্লিজ প্লিজ প্লিজ।”
আমি গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লাম। রিম্মি আপুকে ওভারটেক করে বউমনির কাছে গিয়ে দাঁড়ালাম।পূনরায় গাল ফুলিয়ে বললাম,
—-” দিস ইজ নট ডান বউমনি। দেখো, আপু যেভাবে শাড়ি সামলে দাঁড়িয়ে আছে আমি তো তার এই-টুকুও পারবো না! শুধু খুলবে আর খুলবে। তখন দেখবে তোমাদের মান-সম্মান বাড়ার বদলে উল্টে ডাউন হয়ে যাবে। প্লিজ আপু? আচ্ছা আমি না হয় কূর্তি পড়ে নিচ্ছি?(রিম্মি আপু তাকাতেই) হবেনা? তবে কি চূরিদার?”
—-” নো! নাথিং এলস নিধি৷ অনলি শাড়ি বেবি।”
আমি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তাকালাম। বউমনি উঠে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল,
—-” নো টেনশন কিউটি। বউমনি আছে না? বউমনি থাকতে আবার এতো ভাবতে হয় নাকি?”
—-” যদি সবার সামনে বসে খুলে যায়?”
আমার বোকা টাইপ কথায় হেসে ফেললো বউমনি। রিম্মি আপুও হাসতে লাগলো কয়েক সেকেন্ডের ব্যাতিরেকে। আমি আর কথা বাড়ালাম না। রিম্মি আপুর সম্মান বলে কথা। তাই নিজের ইজ্জত হাতে নিয়েই আপুর ইজ্জত ধরে রাখছি।
ঘন্টাখানিক লাগিয়ে শাড়ির বারোটা বাজিয়ে অবশেষে কমপ্লিট করে পড়তে পারলাম। দুঃখিত! আমার সাথে পাল্লা দিয়ে বউমনি পড়াতে পারলো। শাড়ীর রঙখানা বেশ চোখা। যে কারোরই চোখে খুব ইজিলি ধরা পড়বে। একবার মনে হচ্ছে রঙটা গাঢ় লাল। আবার মনে হচ্ছে লাল নয়। লালের মতো। ধুর এতো কে বাছাই করতে যাবে লাল কি লাল নয়? আমি ভারী শাড়ি সামলাতে হিমশিম খেতে পারি ভেবেই বউমনি সিল্কের মধ্যে এই সফ্ট শাড়িটাই উঠিয়ে আনলো। হাতে ধরতে বেশ আরাম দায়ক কিন্তু বিপত্তি হলো শরীরে পেঁচিয়ে। বারবার মনে হচ্ছে শাড়ির কুঁচি খুলে পড়েছে আবার বারবার মনে হচ্ছে শাড়ির আঁচল খুলে এসেছে। সত্যি বলছি, এমন যদি কিছু হয় তাহলে আমি সবার সামনেই কেঁদে ভাসিয়ে ফেলবো। আমার এমন ধারা কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল আমার দুই এনিমি। মানে বউমনি আর আপু। শাড়ি পড়া কমপ্লিট হতেই সুন্দর করে পোজ দিচ্ছিলাম আয়নার সামনে। হঠাৎ পেছন থেকে হাই হিল নিয়ে দাঁড়ালো রিম্মি আপু। চোখ টিপে বলল,
—-” আমার খাতিরে লাস্ট হেল্প।”
এবার আমার কেঁদে ফেলার উপক্রম। একেতো শাড়ি তারউপর হাই-হিল। এরা কি আমার প্রেস্টিজটা একেবারে ধুয়েমুছে দিতে চাচ্ছে? এবারও কেঁদেকেটে আখেরে লাভ কিছু হলো না! সেই আপুর ইজ্জতের দোহাই দিয়েই ঠিকই পড়ালো। এর পরিনতি শেষ অব্দি ঠিক কতটা সুখকর হবে আমারও জানা নেই।
বউমনিকে বাহন করে আস্তেধীরে সিঁড়ি ভেঙে নীচে নেমে এলাম। আমাদের নীচে নামতে দেখেই হাহুতাশ করতে করতে এগিয়ে এলো ফাহিম ভাইয়া। মেয়েদের সাজতে অলওয়েজ কেন এতো লেট হতে হবে তাই তার লাখ টাকার প্রশ্ন। ভাইয়াকে কেউই বিশেষ পাত্তা দিলো না। রিম্মি আপু মুখে ভেংচি কেটে হাঁটা ধরলো। বউমনি আর আমি দাঁড়িয়ে থেকে হাসতে লাগলাম। ফাহিম ভাই আপুকে ছেড়ে আমার সামনে আসতেই আমার দৃষ্টি গিয়ে ঠেকলো কারোর মোহনীয় চোখের প্রতি। হুতুমপেঁচা মানে রাহিয়ান ভাইয়া, বোধকরি ফাহিম ভাইয়ার পাশেই বসেছিলেন। আমার চোখে উনার চোখ আটকাতেই দাঁড়িয়ে গেলেন উনি। আমার পা থেকে মাথা অব্ধি ড্যাবড্যাব করে তাকিয়ে রইলেন। পলকহীন চাহনি। উনার ডার্ক রেড ঠোঁট দু’খানায় স্নিগ্ধ কোমল মন ভুলানো হাসি। উনি হাসছেন না তবে কোনো এক তৃপ্তিতে উনার ঠোঁট দু’খানা হাসির ছলে ক্রমশই প্রসারিত হচ্ছে। উনার মাথার উপর গ্যাঁটগ্যাঁট শব্দ করে ফ্যানের পাখা ঘুরছে। আর সেই পাখার বাতাসেই উনার বাধ্যবাধকতার নাম করে বুঝিয়ে রাখা চুল গুলো অবাধ্যের মতো উড়ছে। কোনো দাগ বিহীন সাদা শার্টটা আঁকড়ে পড়ে আছে উনার শরীরে। মনোমুগ্ধকর!
—-” এই পিচ্চি! কোন ধ্যানে আছিস বলতো?”
ফাহিম ভাইয়ার মৃদুস্বরে চেঁচানো কথাটিতে চমকে উঠলাম আমি। চোখ দুটো গোলাকার বৃত্ত করে ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া ভ্রু উঁচিয়ে তাকালো।
—-” হ..হ্যাঁ বলো?”
ফাহিম ভাইয়া আবারও সন্দিহান দৃষ্টিতে তাকালো। বলল,
—-” ভাবছিস কিছু?”
আমি তুমুল গতিতে মাথা নাড়লাম। জোরপূর্বক হাসার চেষ্টা করে বললাম,
—-” ক..কি যেনো বলছিলে??”
—-” বললাম যে তুইও রিম্মির পাল্লায় পরে শাড়ি পড়লি?”
আমি করুন চোখে তাকালাম। একমাত্র দুঃখ বুঝলে আমার ভাইটাই বুঝতো। ভাইয়াকে আগে ডেকে নিলেই হতো। এতো কষ্ট করে আর শাড়ি পড়ে টেনশন নিয়ে ঘুরতে হতো না।
—-” তুমি উপরে থাকলে আপু হয়তো তোমাকেও শাড়ি পড়িয়ে দিতো ভাইয়া। আর বলিও না দুঃখের কথা!”
ফাহিম ভাইয়া শাড়ি পড়ার কথা শুনে ভ্যাবাচ্যাকা খেলো যেন। আমতাআমতা করে মাথা চুলকে কিছু বলতে নিলেই বউমনি হেসে উঠে বললো,
—-” আর কারোর শাড়ি পড়তে হবেনা। চলো এবার, আর বেশিক্ষণ থাকলে যে লেট হয়ে যাবে!”
ফাহিম ভাইয়া বউমনির সুর টেনে হেসে উঠলো। আমার মাথায় ছোট্ট করে একটা গাট্টা মেরে বলল,
—-” ফাজিল। চল এবার। ভাইয়া? এসো?”
—-” হ্যাঁ চলো চলো। রাহিয়ান এসো ভাই?”
আমার হাত ধরেই হেঁটে চলল বউমনি। সবার ডাক পেয়ে রাহিয়ান ভাইয়াও নড়েচড়ে উঠলেন। আবারও কিছুক্ষণ আমাদের যাওয়ার পানে তাকিয়ে থেকে গলা খাঁকারি দিয়ে নিজেও হেঁটে আসলেন আমাদের পেছনে পেছনে।
#চলবে______________