বৃষ্টি মাখা রোদ্দুর পর্ব-১৩

0
618

#বৃষ্টি_মাখা_রোদ্দুর💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:13
.
.
🍁
“অবাক চোখে তাকিয়ে আছি আমি সামনে! রিয়াদ ভাইয়ার রুমে এসে এমন দৃশ্য দেখতে হবে তা আমার কল্পনার বাহিরে ছিল’!!কারন আরু রিয়াদ ভাইয়াকে খাইয়ে দিচ্ছে’!!আর রিয়াদ ভাইয়াও হাসি খুশিভাবে খাচ্ছে’!!তাদের এমন দৃশ্য দেখে বুকের ভিতর দক করে উঠল আমার’!!চোখের কোনে এসে ভিড়লো পানি’!!

||

“এদিকে কিছুক্ষন আগে রিয়াদ চুপ করে বসেছিল রুমে’!!তার রাগ আর তানজু সোহানের সাথে হয়ে যাওয়া ঘটনা বারবার মনে করে রাগ হচ্ছিল রিয়াদের! কিন্তু সে না পারছিল কিছু করতে না পারছিল বলতে…..!!এমন সময় দরজায় নক করলো কেউ বলে উঠল সেঃ

—————-“রিয়াদ ভাইয়া তোমার জন্য খাবার এনেছি খেয়ে নেও…..

“আরুর মুখে এমন কথা রিয়াদ সোজা উওর দিলোঃ

—————–“আমি এখন খাবো না তুই যা এখান থেকে……

“কিন্তু আরু ছাড়ার বান্দা নয়’!!লাগাতার বলে যাচ্ছে সেঃ

—————“আগে দরজাটা তো খুলবে…..

“এভাবে বেশ কয়েকবার দরজায় নক করলো আরু’!!রিয়াদ বার বার দরজায় নক করাতে বিরক্ত হয়ে দরজা খুলে দিল’!!দরজা খুলতেই রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে আরু ঢুকে পরলো রুমে……!!রিয়াদ একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলঃ

————–“তোকে যেতে বলেছি না আমি!

————–“এমন করছো কেন?আমি কি বলেছি আমি যাবো না…..

————–“কখন যাবি তুই….

————–“আরে যাবো আগে তুমি এখানে বসো তো বলেই রিয়াদের হাত ধরে বিছানায় বসিয়ে দিল আরু…..

“আরু আবারো বলে উঠলঃ

————-“তুমি খাবার খাবে না কেন??

————-“ইচ্ছে করছে না তাই খাবো না,,তুই যাবি এখান থেকে…..

“হুট করেই আরু রিয়াদের মুখে খাবার ভরে দিল’!!আচমকা এমনটা হওয়াতে রিয়াদ পুরো চমকে উঠলো’!!মুখে খাবার থাকায় সে কিছু বলতেও পারছিল না…আর এমন সময় সেখানে উপস্থিত হয় তানজু…….!

__________

”হুট করেই রিয়াদের চোখ যায় দরজার সামনে’!!সামনে তানজুকে দেখে চমকে উঠলো সে’!!রিয়াদ তানজুর সামনে গিয়ে বলে উঠলঃ

————-“তুই যা ভাবছিস….

“ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে উঠলামঃ

—————-“ব্যস!তোমায় কিছু বলতে হবে না আর আমি তোমার কাছে কিছু শুনতে চেয়েছি নাকি’!!আর সরি তোমাদের ডিস্টার্ব করার জন্য’!!বলে চলে আসলাম আমি’!!আর কিছুক্ষণ থাকলেই চোখের পানি সব হয়তো রিয়াদ ভাইয়ার সামনেই পরতো…..

||

“এদিকে রিয়াদ কি করবে বুঝতে পারছে না’!!সে বুঝতে পেরেছে তানজু তাকে ভুল বুঝেছে’!!এমন সময় কাঁদে হাত রাখলো আরু’!!বলে উঠল সেঃ

————-“আর খাবে না…..

“মুহূর্তের মধ্যে রেগে যায় রিয়াদ’!!রিয়াদ চেঁচিয়ে বলে উঠলঃ

————–“তোকে বলেছিলাম আমি আমার জন্য খাবার নিয়ে আসতে কেন নিয়ে এসেছিস তুই……

“আচমকা রিয়াদের ধমক শুনে পুরো কেঁপে উঠল আরু’!!কাঁপাকাঁপা গলায় বলে উঠল সেঃ

—————“তুমি খাও নি দেখেই তো…..

————–“তোকে আর কিছু বলতে হবে তুই যা এখান থেকে ধমক দিয়ে বললো রিয়াদ…..

“আরু বুঝে গেছে রিয়াদ’ রেগে গেছে তাই সেও আর কথা বারিয়ে খাবার নিয়ে বেরিয়ে যায় রুম থেকে…….

“সবকিছু অগোছালো লাগছে রিয়াদের কাছে’!!কেন বারবার তাদের মাঝে ভুল বুঝাবুঝি হচ্ছে’!!ভেবেই রুম থেকে বেরিয়ে আসল রিয়াদ’!!এই মুহূর্তে তানজুর সাথে কথা বলতে না পারলে রিয়াদের ভালো লাগবে না…..

________________

“ছাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি’!!কষ্ট হচ্ছে ভিষণ তার মানে সোহান ভাইয়ার কথাই সত্যি ছিল’!!ভাইয়া আরুকে ভালোবাসে’!!তাহলে আমার সাথে হয়তো সবই ভুলভাল ছিল’!!এসব ভাবতেই চোখ বেয়ে পরছে খুব কষ্ট হচ্ছে আমার’!!এমনটা করতে পারলো ভাইয়া’!!আমি তো তাকে ভালোবাসতাম ভেবেছিলাম ভাইয়াও যদি আমায় ভালোবাসে তাহলে আমিও বলবো’!!কিন্তু ভাইয়া সে কিনা ওই আরুকে আর ভাবতে পারছি না আমি’!!বুকের বাম পাশে চিন চিনে ব্যাথা শুরু হয়ে যাচ্ছে আমার’!!এই জন্যই বলে….

~”কাউকে পাওয়ার আগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে নেই…🖤🥀

“এসব ভেবে আকাশের দিকে তাকিয়ে রইলাম আমি’!!হয়তো এটাই ভাগ্য ছিল আমার’!!

“কিছুক্ষণ পর……

“হর্ঠাৎই কারো ফিস ফিস করে কথা বলা শুনে হালকা কেঁপে উঠলাম আমি’!!ছাদে ভুতটুত আছে নাকি….ভাবতে শরীরের পশম দাঁড়িয়ে উঠল আমার’!!আস্তে আস্তে খুব স্পর্শ ভাবেই কারো মুখের আওয়াজ শুনতে পেলাম আমি’!!!আস্তে আস্তে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিলাম আমি'”!! তারপর যেদিক থেকে আওয়াজ আসছে কানে সেদিকে পা বাড়ালাম…..

||

___________________________

“ছাঁদের উল্টোদিকে পাশাপাশি বসে আছে তিশা আর দিহান’!!তারা একে অপরকে দু-বছর যাবৎ ভালোবাসে’!!এদের ভালোবাসার কথা রিয়াদ আর আদিল ছাড়া কেউ জানে না’!!কাউকে বলে নি দিহান’!!হর্ঠাৎই তিশা অভিমানে স্বরে বলে উঠলঃ

———-“আচ্ছা তুমি আমাদের কথা বাড়ির মানুষদের কবে বলবে…..

“দিহান তিশার হাত ধরে বললোঃ

———–“বলবো একটু সময় দেও….

———–😒😒😒

———–“ওইভাবে তাকিয়ে আছে কেন??

———–“তোমায় যতবার বলছি এই কথাটা তুমি ততবারই এই একটা কথাই বলছো’!!তুমি যদি এইবার ঢাকা গিয়ে খালামনিকে না বলো তাহলে তোমার সাথে “ব্রেকআপ”….

———–“এই নিয়ে কয়বার বলেছো ব্রেকআপ….

———–“এইবার কিন্তু সত্যি সত্যি ব্রেকআপ করি দিমু দিহান ভাইয়ু😁

———–😳😳😳

———–🤣🤣🤣হাসলো তিশা……

“কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে তিশা বলে উঠলঃ

————“আমি কিন্তু সিরিয়াসভাবে বলছি এই লাস্ট বার তা না হলে সত্যি সত্যি ব্রেকআপ করি দিমু…….

“দিহান তিশার হাত শক্ত করে জড়িয়ে ধরে বললঃ

————“তুমি আমায় ছাড়া থাকতে পারবে তো…..

————“ব্যস তিশা চুপ’!!আনমনে হাসলো দিহান তারপর বলে উঠল সেঃ

————“কি হলো বলো…..

“তিশা হালকা অভিমানি স্বরে বলে উঠলঃ

————“শুধুমাত্র এই একটা কারনে আমি তোমায় কিছু বলতে পারি না…..

————“আই নো!দিহান হাসলো…..

||

———–“কোনো সমস্যা নাই বোইন!আমি কইয়া দিমু তোগো কথা খাঁড়া….দিহান ভাইয়াদের হাসাহাসির মাঝে কথাগুলো বলে উঠলাম আমি’!!

||

“এদিকে আচমকা কারো মুখে এমন কথা শুনে দিহান তিশা দুজনেই পিছন ঘুরে তাকালো’!সামনে তানজুকে দেখে দুজনেই পুরো চমকে উঠল’!!দিহান তিশা পাশাপাশি বসা থেকে উঠে দাঁড়ালো’!!তারপর দিহান বলে উঠলঃ

———–“তুই…😳

————“হো আমি!কি ভাবছিলা ভাইয়া তোমরা দুজন এখানে বইসা পিরিতি করবা আর কেউ দেখবে না……হুহ…

“দিহান তাড়াতাড়ি তিশার পাশ থেকে সরে এসে তানজুর হাত ধরে বললঃ

————-“বোইন প্লিজ কাউরে বলিস না পিনিজ🥺

————-“কোনো কাজ হবে না ভাইয়ু!তোমাগো কথা তো বলতেই হবে না হলে বিয়া খামু কেমনে….

————–“পিনিজ তোরে আইসক্রিম খাওয়ামু,চকলেট ফুচকা সব খাওয়ামু পিনিজ কাউরে বলিস না বোইন…..

“কিন্তু আমি মাথা নাড়িয়ে বললামঃ

———–“কাজ হবে না…..

“এমন সময় সেখানে উপস্থিত হলো রিয়াদ!সারাবাড়ি খুঁজে কোথাও তানজুকে না দেখে শেষমেশ ছাঁদে চলে আসে সে…..

“হুট করেই রিয়াদকে ছাঁদে দেখে দিহান ছিটে রিয়াদের সামনে গিয়ে বলে উঠলঃ

————–”ভাই বাঁচা আমায় বোইনে নাকি সব বলে দিবে সবাইকে…..

“আচমকা দিহানের মুখে এমন কথা শুনে রিয়াদ বোঝার চেষ্টা করছে আসলে এখানে কি হচ্ছে…..রিয়াদের ভাবনার মাঝে আবারো দিহান বলে উঠলঃ

————–“কি ভাবছিস কিছু বল…

————-“কি হইছে সেটা তো আগে বলবি……

————-“আর বলিস না তানজু আমাদের কথা জেনে গেছে….

———–“কি…..

———–“হু….

“এদিকে তিশা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনে’!!তিশার এমন ভয় পাওয়া লুক দেখে হাসি পাচ্ছে খুব আমার’!!কিন্তু এখন হাসা চলবে একটু রাগান্বিত লুক নিয়ে তিশার সামনে গিয়ে বললামঃ

————–”বাহ বোইন বাহ কতোদিন যাবৎ চলছে এসব…..

“তিশা একটু নিচু আওয়াজে বললোঃ

————-“দু-বছর…..

————“ওমাগো দু-বছর যাবৎ চলছে আর আমরা কিছু বুঝতেই পারি নি’!!আজকে তোরে খাইছি তোর একদিন কি আমার একদিন……

“বলেই পুরো ছাঁদে দৌড়াদৌড়ি শুরু’!!

———-“তিশার বাচ্চা তোরে যদি আজকে না মারছি তাহলে আমার নামও তানজু না হুহ.”আর দিহান ভাইয়া তোমারো তো আমি একটু পর দেখছি আজকেই ভাইরাল করে দিমু ওয়েট……

“দিহান ঘাবড়ে গিয়ে বললোঃ

———-“প্লিজ সোনার টুকরা বোন আমার এমন করিস তোরে এওতো এওতো চকলেট কিনে দিমু….

“হুট করেই বলে উঠলাম আমিঃ

————“তাড়াতাড়ি পাঁচশত টাকা বের করো…..

————😳😳😳

————“ওইভাবে তাকালে কাজ হবে না ভাইয়া আগে টাকা তারপর বাকি সব…….

————-“এখন ওতো টাকা পাবো কই……রিয়াদ তুই কিছু বল না…..

————-“কারো কিছু বলাতে কাজ হবে না আমার’!!তাড়াতাড়ি পাঁচশত টাকা বের করো…..

“এভাবে কথা কাটাকাটি হচ্ছিল তানজু আর দিহানের সাথে’!!রিয়াদ শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইল’!! সে অবাক হচ্ছে এটা ভেবে যে তানজু একবারও তার দিকে তাকাচ্ছে না……..

“শেষমেশ দিহান কোনো উপায় না পেয়ে পাঁচশো টাকা দিয়ে দিল’ তানজুকে……!!আর বললোঃ

———–“প্লিজ আফা বলিস না কাউকে….

———–“হুম সেটা পরে দেখছি….. বলেই আর কোনো কথা না বলে চলে আসলাম আমি’!!মনে মনে ভেবেছি আর তাকাবো না রিয়াদের দিকে’!!যে আমায় ভালোবাসে না!আমিও তার প্রতি আর মায়া চাই না……অনেক হয়েছে আর নয়…….

||

“এদিকে রিয়াদেরও আর সুযোগ হয়ে উঠলো না তানজুকে কিছু বলার’!!শেষমেশ সেও মন খারাপ করে চলে গেল নিচে……..

_________________________________________

____________________

“সকাল_১০ঃ০০টা……..

“গভীর ঘুমে মগ্ন তানজু’!!কাল শেষ রাতে ঘুমিয়ে ছিল সে’!!শুধু রিয়াদের কথা ভেবে কষ্ট হচ্ছিল তার খুব’!!শুধু তার কষ্ট কেউ দেখতে পায় নি’!!…….

“আচমকা মুখে পানি পরাতে লাফ মেরে উঠলাম আমি’!!সামনে রুহিকে দেখে মেজাজ বিগড়ে গেল আমার’!!একপ্রকার চেঁচিয়ে বলে উঠলাম আমিঃ

—————-“কি হয়েছে তোর সকাল সকাল……

—————“আর কতো ঘুমাবি…….

—————“এতো বুঝিস কেন আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাবো’!! যা তুই…..(রেগে)

————-“তুই এতো রেগে যাচ্ছিস কেন??

————–”দেখ সকাল বেলা বক বক করতে ইচ্ছে করছে না আমার….

“রুহি তানজুর এমন রাগারাগি করা দেখা বেশি কিছু বললো না সে’!!সে বুঝতে পেরেছে কোনো এক কারনে তানজু ডিস্টার্ব……!!তানজুর চোখের দিকে তাকিয়ে বলে উঠল রুহিঃ

————-“তুই কি কাল রাতে ঘুমাস নি নাকি!তোর চোখ তো পুরো লাল হয়ে আছে…..

“চরম প্রকার রেগে গেলাম আমি’!!রেগেমেগে বিছানা থেকে উঠে রুহির হাত ধরে বললাম আমিঃ

————–“দুপুর দুইটার আগে কাউকে ডাকতে বারন করবি আমায়’!!আমি কারো সাথে কথা বলতে চাই না……

“বলেই রুহির মুখের উপর দরজা বন্ধ করে দিলাম আমি’!!হর্ঠাৎ এত রাগ কেন উঠলো আমার বুঝলাম না’!!তারপর আবারো বিছানা গিয়ে শুয়ে পরলাম আমি…….

||

“এদিকে তানজুর কাজ দেখে রুহি শকট!এটা কি হলো??

“এমন সময় সেখানে আসলো রিয়াদ!দরজার সামনে রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল সেঃ

————-“কি হলো তুই বাহিরে কি করছিস ভিতরে যাচ্ছিস না কেন???

“রুহি রিয়াদের কথা শুনে তার দিক ফিরে বলে উঠলঃ

————–“আর বলো না ভাইয়া তানজুকে ডাকতে এসেছিলাম আমি!কিন্তু তানজু রেগেমেগে চেঁচিয়ে উঠল আমার উপর তারপর আমায় রুম থেকে টেনে বের করে দিয়ে বললো দুপুর দুটোর আগে কেউ যেনো ওকে ডাকতে না আসে ও কারো সাথে নাকি কথা বলবে না…….

“রিয়াদ অবাক হলো রুহির কথা শুনে!সে ভেবেছিল কাল রাতে যা বলতে পারি নি আজকে সকালে তা বলবে কিন্তু তানজুর কাজে আবারো হতাশ হয়ে গেল সে’!!হালকা নরম কন্ঠে বলে উঠল সেঃ

———-“ওহ হয়তো কোনো কারন যাক বাদ দে……

———-“হুম!তানজুর ব্যবহারও ঠিক লাগলো না আমার!হয়তো কোনো কারনে ডিস্টার্ব ও…..

“তারপর রুহি চলে গেল’!!রিয়াদ কিছুক্ষন দরজার দিকে তাকিয়ে চলে গেল তার রুমে…….

||

“সারাদিনে আর দেখা হয়নি রিয়াদের সাথে তানজুর’!!প্রতিবার ব্যর্থ হয়ে চলে গেছে সে’!!তানজুর এই ইগনোর সহ্য হচ্ছে না রিয়াদের’!!বার বার তাকে এড়িয়ে চলছে তানজু….!!ঠিকভাবে তার দিকে তাকাচ্ছেও না!যেটা কোনো ভাবেই মেনে নিতে পারছে না রিয়াদ……!আরে অভিমান ভাঙার সুযোগটা তো দিতে হবে আমায়….

🖤”সবসময় মানুষ চোখে যেটা দেখে সেটা সত্যি হয় না তো”
“চোখের আড়ালেও অনেক বড় সত্যি লুকানো থাকে”….🖤

“যেটা রিয়াদ বলতে চাচ্ছে তানজুকে’!!কিন্তু তানজু তাকে সুযোগ দিচ্ছে না……….

“এভাবে কাটলো দু-দিন!

“এই দুদিনে রিয়াদ পুরো দিশেহারা হয়ে পড়েছে তানজুর ইগনোরে!আর সে সহ্য করতে পারছে না’!!তানজু তার সাথে কথা বলছে না সব সময় এড়িয়ে চলছে,আর কাছ থেকে সবসময় দূরে দূরে থাকছে….আর সহ্য হচ্ছে না রিয়াদের আজ এর শেষ দেখে ছাড়বে রিয়াদ’!!শুধু একটু সময়ের অপেক্ষা……..

🙃[আর রিয়াদের সাথে তোমাদেরও অপেক্ষা করতে হবে প্রিয় পাঠকগন]🙃
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………

❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!আর গল্প কেমন লাগছে জানাবে কিন্তু সবাই!!]❤️❤️❤️

#TanjiL_Mim♥️