বৃষ্টি মাখা রোদ্দুর পর্ব-১৭

0
455

#বৃষ্টি_মাখা_রোদ্দুর💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:17
.
.
🍁
“অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে রিয়াদ ভাইয়া আমার দিকে’!!আর আমি গুটিশুটি মেরে চুপটি করে বসে আছি আগুনের সামনে!!

||

“অন্ধকারে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়েছে রিয়াদ ভাইয়া’!!ঠান্ডায় কাঁপাকাঁপি লেগে গেছে আমার’!!ভয়ে বলতেও পারছি না কিছু’!!বাসায় এই ভেজা অবস্থায় কোনোভাবেই রিয়াদ ভাইয়া নিয়ে যাবে না আমায়’!!এর দুটো কারন এক ভিজে কি করে গেলাম সে প্রশ্নের উত্তর কি দিবো আর দুই নাম্বার হলো বাসায় এইভাবে শরীরে পৌঁছাতে পৌঁছাতে আবারো ঠান্ডা লেগে যাবে আমার’!!তাই ভাইয়া বাধ্য হয়ে এই খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে বসিয়ে রেখেছে আমার’!!আমার জামাকাপড় হালকা শুকিয়ে গেলেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবো আমরা’!!এমন সময় ফোন বাজলো রিয়াদ ভাইয়া’!!চটজলদি ফোনটা তুলে নিলো রিয়াদ’!!তারপর বললোঃ

———–“হুম আপু বলো…..

“রিয়াদ ভাইয়ার মুখের কথা শুনে বুঝতে পারলাম আফরিন আপু ফোন দিয়েছে’!!

……….

“এদিকে রিয়াদের কথা শুনে অপর পাশ থেকে আফরিন বলে উঠলঃ

————“কই তোরা…..

————-“আসলে আপু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই ওটা ঠিক করে ফিরতে একটু লেট হবে’!!তোমরা বেশি চিন্তা করো না’!!কিছুক্ষণের মধ্যেই ফিরছি আমরা’!!তুমি একটু বাড়িতে মেনেজ করে নিও…..

“বলেই ফোনটা কাটলো রিয়াদ’!!তারপর একটু রাগী গলায় বলে উঠল আমায়ঃ

————“শুধুমাএ তোর জন্য মিথ্যে কথা বলা লাগলো “তানজু”…….

————“আমি চুপ……

————–“কে বলেছিল তোকে এই সন্ধ্যাবেলা ঝর্ণার পানিতে ভিজতে,,আগে জানলে তোকে কখনোই নিয়ে আসতাম না আমি…..

||

“এমন সময় আকাশে ঘন কালো মেঘ এসে পাড়ি জমালো’!!হর্ঠাৎ হর্ঠাৎ মেঘ ডাকতে শুরু করলো’!!এখন কি হবে……

“হর্ঠাৎই রিয়াদ আকাশের এমন অবস্থা দেখে বলে উঠলঃ

————“এই সব কিছু তোর জন্য হচ্ছে তানজু এখন যদি বৃষ্টি হয় তখন কি করবি বল তো…..

“আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাইয়ার পাশে দাঁড়িয়ে বললামঃ

————“কি হবে ভালোই হবে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যাবো কেউ কিছু জিজ্ঞেস করলে বলে দিবো বৃষ্টিতে ভিজেছিলাম…..

————-“ওহ এমন কিছু…..

————-“হু…😎

“হুট করেই ভাইয়া আমার গাল টেনে ধরলো’!!সাথে সাথে মুখ থেকে বেরিয়ে আসলো আমারঃ

————“আহ্! ভাইয়া লাগছে তো…..

————“লাগে লাগুক,,একি তো ঝর্নার পানিতে ভিজেছিস তারওপর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে জ্বর আসার একদম ভালো পদক্ষেপ নিয়েছিস তো…..

————–“আহ্!আহ্ লাগছে তো ভাইয়া যাও সরি আর বলবো না……

“বলতেই ছেড়ে দিল ভাইয়া’!!আমিও ছাড়া পেয়ে ভাইয়াকে এক ভেংচি কেটে দিলাম দৌড়…..

“ভাইয়াও অবাক হয়ে হাসলো!

……..”আচমকা আকাশে এক ভয়ংকর ডাক উঠলো!মেঘের গর্জন শুনে আমি পুরো ভয়ে কেঁপে উঠলাম’!!এমন সময় পিছন থেকে আমায় জড়িয়ে ধরল রিয়াদ ভাইয়া’!!আমার মাথা তার বুকের সাথে চেপে ধরে বলে উঠলঃ

————“একদম ভয় পেও না আমি আছি তো…..

“রিয়াদের মুখে এমন কথা শুনে আমিও ঘুরে গিয়ে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে বললামঃ

————-“চল বাড়ি ফিরে যাই,……

————-“এত ভয় পেলে চলে নাকি “প্রিয়সী”…..

”বিনিময়ে কিছু বললাম না আমি!ভয়ে হাত পা কাঁপছে আমার’!!

||

“রাত_৯ঃ০০টা…….

“বাহিরে বৃষ্টি হচ্ছে খুব’!!সাথে মেঘের গর্জন’!!সব মিলিয়ে ভয়ংকর একটা পরিস্থিতি’!!আর এমন একটা পরিস্থিতিতে গাড়ি ড্রাইভ করছে রিয়াদ’!!আর আমি ভয়ে কাচুমাচু হয়ে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বসে আছি গাড়ির সিটে’!!এমন একটা পরিস্থিতি তৈরি হবে জানলে কখনোই ওইভাবে ঝর্ণায় ভিজতাম না আমি’!!এই মুহূর্তে নিজের ওপর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে সাথে রাগ হচ্ছে”!! আমার জন্যই এই রকম একটা পরিস্থিতিতে পরতে হলো’!!মেঘের গর্জন সেই ছোট বেলা থেকেই ভিষণ ভয় করে আমার’!!তারওপর গ্রামের রাস্তায় বেশি গাছপালা থাকায় আরো বেশি ভয় লাগছে…….!!এসব ভেবে রিয়াদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরলাম আমি…..

…………..

“এদিকে রিয়াদও কিছুটা ঘাবড়ে আছে’!!হাওয়ার প্রবলবেগে গাড়ি নিয়ন্ত্রণে আনতেও খুব প্রবলেম হচ্ছে তার’!!তারওপর তানজুর এতটা ভয়ে চুপসে যাওয়া আরো ঘাবড়িয়ে দিচ্ছি তাকে…..’!!তারপরও নিজেকে যথাসম্ভব শক্ত রেখে গাড়ি চালাচ্ছে সে’!!জীবনে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো জীবনে যতই খারাপ সময় আসুক না বা খারাপ পরিস্থিতি তৈরি হোক না কেন নিজেকে ভেঙে ফেললে চলবে না’!!কারন নিজে ভেঙে পরলে পুরো দুনিয়াটাই অন্ধকারের কারখানা হয়ে যাবে…..!!

“এই ধরনের না না কিছু ভেবে ড্রাইভ করছে রিয়াদ’!!

_______________________

“এদিকে বাড়িতে সবার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে’!!একি তো ঝড়বৃষ্টি হচ্ছে বাহিরে তারওপর তানজুরা এখনও বাড়ি ফিরেনি’!!আফরিনের মুখে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে শুনে আরো বেশি ঘাবড়ে যাচ্ছে সবাই’!!বাড়ির সবাই এক বুক টেনশন আর হতাশা নিয়ে বসে আছে সোফায়’!!!ক্যারেন্ট নেই তাই মোমবাতির আলোতেই বসে আছে সবাই……

“বেশকিছুক্ষন পর……

“ঘড়ির কাঁটায় ১১টার কাঁটায় ছুঁই ছুঁই……!!কারো চোখে ঘুম নেই’!!বেশ কয়েকবার রিয়াদের ফোনে ফোন করেও লাভ হচ্ছে না’!!বার বার তাদের নট রিচেবেল বলছে……!!

“আফরিন সবার সামনে পায়চারি করছে’!!আর অপেক্ষা করছে কখন আসবে রিয়াদ আর তানজু…..!!অপেক্ষার প্রহর শেষ হয়ে সবার টেনশনের ফিলিংস শেষ হবে……

“হর্ঠাৎই দরজায় নক করায় কেঁপে উঠল সবাই’!!দ্রুত বেগে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো’!!সবাইকে উঠতে দেখে আরু বলে উঠলঃ

————“তোমরা বসো আমি দেখছি…..

“বলেই দ্রুত পা ফেলে এগিয়ে গেল সে!

||

“দরজা খুলতেই রিয়াদ আর তানজু একে অপরকে জড়িয়ে ধরে আছে দেখে বুকের ভিতরটা দক করে উঠলো আরুর’!!তারপর যথা সম্ভব নিজেকে সামলে নিলো সে’!!আরুর ভাবনার মাঝেই রিয়াদ বলে উঠলঃ

————“ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দে আরু……

“রিয়াদের কথা শুনে মাথা নাড়ালো আরু’!!তারপর চটজলদি রিয়াদের কাছ থেকে তানজুকে নিয়ে নিলো সে’!!তারপর পা বাড়ালো বাড়ি ভিতরে…..

||

“তানজুকে নিয়ে আসতে দেখে সবাই আরু কাছে চলে গেল’!!তারপর তিশা, রুহি, আফরিনও আরু সাথে তানজুকে নিয়ে চলে গেল উপরে….!!

__________________

“রিয়াদকেও ভিজা অবস্থায় দেখে সবাই বলে উঠল তাকেঃ

———–“তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে,,

“বিনিময়ে রিয়াদও আর কিছু বললো না চটজলদি চলে গেল সে……

_________________________________________

____________________

“সকাল_১০ঃ০০টা…….

“সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙলো আমার’!!মাথাটা ভাড় হয়ে আছে ভিষণ’!!চোখ মুখও গরম গরম লাগছে খুব’!!হর্ঠাৎই কাল রাতের কথা ভেবে আশেপাশে তাকালাম আমি’!!নিজেকে নিজের রুমে দেখে একটু অবাক হলাম’!!এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে ঢুকলো রুহি আর তিশা’!!আমায় উঠতে দেখে বলে উঠল তাঁরাঃ

———–“গুড মর্নিং দোস্ত…..

———–“মর্নিং…..

“বলতেই হাতে চায়ের কাপ দিয়ে বলে উঠল তাঁরাঃ

————“কাল রাতে খুব ভয় পেয়েছিলি তাই না……

“চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠলাম আমিঃ

————“আবার জিগাস, প্রচুর ভয় পেয়েছি আমি…..

“এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল আরুঃ

————-“আরে ভয় পাওয়ার কি আছে রিয়াদ ছিলো তো ওকে জড়িয়ে ধরে রাখার জন্য…..

“আরুর কথাটা কেমন যেন গায়ে লাগলো আমার’!!কিছু বলতে পারলাম আরুর কথার কারন সত্যি তো রিয়াদ জড়িয়ে ধরে ছিলো আমায়………

~ || মাঝখানে কাটলো দু-দিন || ~

“আর দুদিন পরই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হবো আমরা সবাই’!!তাই সবাই মিলে ঠিক করেছে আজকে পিকনিক করবো আমরা সবাই’!!আর রান্না করবে বাড়ির ছেলেরা,,মেয়েরা শুরু এটা ওটা এগিয়ে দিবে ছেলেদের কাছে’!!সবাই মিলে ঠিক করেছে রান্না করবে রিয়াদ,আদিল,দিহান আর সোহান…..!!সবাই বেশ আনন্দের সঙ্গে কাজ করছে……

||

“এদিকে বাচ্চাদের ক্রিকেট খেলছি আমি’!!আর বাকি তিনজন আরু তিশা আর রুহি’!!দিহানদের রান্না কাজে হেলেপ থুক্কু হেল্প করছে’!!আমাকেও বলেছিল কিন্তু এই মুহুর্তে ওটা দিকে মনোযোগ দিচ্ছি না আমি…..

———–“ওই টেনিস বল(একটা ছোট বাচ্চা ছেলের নাম দিয়েছি😁)তাড়াতাড়ি বল কর…..
একপ্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি…..

“আর আমার কথা শুনে ছেলেটিও বলে উঠলঃ

————“ঠিক আছে তানজু আপু তুমি তৈরি তো…..

————“হুম আমি তৈরি……
“বলেই একটা ভাব নিয়ে ব্যাটটা ধরলাম আমি’!!আর টেনিস বলও দ্রুত গতিতে দৌড়ে এসে বল করতে লাগলো’!!

“প্রথম বলে বল গিয়ে পরলো দিহান ভাইয়ার ওপর….!!

“এমন একটা জিনিস দেখে আমি ব্যাট নিয়ে দৌড়ে টেবিস বলের হাতে ব্যাটটা দিয়ে বলে উঠলাম আমিঃ

—————”আমি কিছু করি নি ভাইয়া!যা করার এই টেনিস বল করছে…..

“আমার কথা শুনে দিহান ভাইয়া বলটা আমাদের দিকে ছুরে মেরে বললোঃ

————-“আমি জানি কে মেরেছে তাই মিথ্যা বলার দরকার নেই…..

“দিহান ভাইয়ার কথা শুনে আমিও একটা দাঁত কেলানি হাসি দিয়ে টেনিস বলের কাছ থেকে ব্যাট নিয়ে বললামঃ

————–“হু….😎

“তারপর আবারো একটা ভাব নিয়ে ব্যাটটা মাটিতে রেখে আবারো চেঁচিয়ে বলে উঠলাম আমিঃ

————“ওই টেনিস বল তাড়াতাড়ি বল কর…….

“আমার কান্ড দেখে টেনিস বল বলে উঠলঃ

————-“আমি করুম না…..

————-“😳ওমা কেন…..

————“তুমি এর ওর গায়ে বল মেরে আমার নাম দেও কেনো আপু…..

———–😁আরে তোর নাম দিলেও তো সবাই ঠিকই বুঝে যায় আমিই মারছি তাই প্যারা নাই চিল ছুনা…..বল কর তোরে পরে চকলেট খাওয়ামু নে……

“বলতেই টেনিস বল খুশি হয়ে বলে উঠলঃ

————-“দিবা তো…..

————–“হুম দিবো বল কর…….

“ব্যস হয়ে গেলো আবারো টেনিস বল দ্রুত গতিতে দৌড়ে এসে বল মারলো…..!!আমিও নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে বলটা হিট করলাম’!!

||

“এদিকে হাতে কিছু ডিম নিয়ে টেবিলে রাখছিল রিয়াদ’!!এমন সময় হুট করে কোথা থেকে একটা বল এসে পরলো রিয়াদের সেই ডিমের বাটির ভিতর’!!সাথে ডিম ফেটে ছিটে এসে পরলো রিয়াদের গায়ে…..!! আচমকা এমনটা হওয়াতে রিয়াদ পুরো চমকে উঠলো…..!!নিজের অবস্থা দেখে রেগে যায় রিয়াদ…..

||

“এদিকে আমার অবস্থা শেষ’!!বলটা আর পরার জায়গা পেলো না’!!পরলো গিয়ে রিয়াদ ভাইয়ার ডিমের বাটিতে’!!আর ডিম তুই কি আর জায়গা পেলি না পরলি গিয়ে রিয়াদ ভাইয়ার মুখের উপর এখন আমায় বাঁচাবে কে………

“এই ভেবে ব্যাটটা রেখে ওখান থেকে দিলাম দৌড়……..

||

“ওদিকে রিয়াদেরও বুঝতে বাকি নেই কাজ কে করলো’!!রিয়াদও নিজের অবস্থা দেখে রেগে দিল দৌড়…….

“বাকিডা কাইল কমু…….🥱🥱🥱
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………

🥰❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!আর গল্প কেমন লাগছে জানাবে কিন্তু সবাই!!]❤️❤️❤️🥰

#TanjiL_Mim♥️