বৃষ্টি মাখা রোদ্দুর পর্ব-১৯

0
586

#বৃষ্টি_মাখা_রোদ্দুর💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:19
.
.
🍁
——”মিস্টার রিয়াদ আপনাকে পেসেন্ট ডাকছে…হসপিটালের করিডোরে থাকা চেয়ারা বসে ছিল রিয়াদ’!!এমন সময় ডাক্তার কথাগুলো বলে উঠল তাকে…..

“রিয়াদ ডাক্তারের কথার পরিবর্তে কোনো জবাব না দিয়ে দ্রুত গতিতে দৌড়ে গেল তানজুর কাছে’!!বুকের ভিতরটা ছিঁড়ে ছাড়খার হয়ে যাচ্ছে তার’!!এইভাবে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা রিয়াদ কখনো কল্পনাও করতে পারে নি…..!!

||

”মুখে অক্সিজেন মাস্ক আর হাতে স্যালাইন দিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে তানজুকে’!!চোখ মুখ পুরো ফ্যাকাসে হয়ে গেছে তার’!!চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে নীবরে সে’!!এমন সময় তানজুর রুমে এসে প্রবেশ করল রিয়াদ’!!চুপচাপ সে গিয়ে তানজুর পাশে গিয়ে বসে ওর হাত শক্ত করে জড়িয়ে ধরলো’!!

……..

“আচমকা হাতে কারো স্পর্শ পাওয়ায় চোখ খুললো তানজু’!!তবে চোখ খোলার আগেই তানজু বুঝে গেছে তার হাতে কে স্পর্শ করেছে’!!তানজু মিটমিট করে চোখ খুলে তাকালো রিয়াদের মুখের দিকে’!!আস্তে আস্তে তানজু তার মুখে থাকা মাস্কটা খুলে ফেললো’!!তানজুর এমন কাজ দেখে রিয়াদ বলে উঠলঃ

————“এমনটা করো না প্লিজ……

“হাল্কা হেঁসে তানজু বলে উঠলঃ

————“আমার হাতে খুব বেশি সময় নেই তাই না ভাইয়া…..

“তানজুর কথা শুনে রিয়াদের কলিজা ছিঁড়ে যাচ্ছে মনে হয়’!!কিন্তু কিছু বললো না রিয়াদ’!!রিয়াদ কিছু না বলায় তানজু আবারো বলে উঠলঃ

————-“তোমায় ভাইয়া ডাকলাম তো আমায় বকবে না……

“এইবার রিয়াদ’!!তানজুর হাতকে নিজের দুহাত মুঠো ভর্তি করে তার ঠোঁটের কাছে এনে বললোঃ

————-“প্লিজ আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো…..

“বিনিময়ে তানজু কিছু বললো না’!!আস্তে আস্তে তার হাত উঠিয়ে রিয়াদের হাত জড়িয়ে ধরল তানজু’!!তানজু হাত দিতেই তানজুর হাতে চুমু আঁকে রিয়াদ’!!দু’ফোটা পানি গড়িয়ে পরলো তানজুর হাতে…!!হর্ঠাৎ তানজুর হাতে পানি জাতীয় কিছু পড়ায় তানজু হাল্কা চমকে উঠল’!!তারপর বললো সেঃ

————–“তুমি কাঁদছো…..

“বিনিময়ে রিয়াদ কিছু বললো না’!!তার ভিতরটা পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে যে’!!কিন্তু সে তো তা বলতে পারছে না…..

“হুট করেই তানজুর শ্বাসকষ্ট হতে শুরু করল’!!জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করল তানজু’!!তানজুর এমন অবস্থা দেখে অস্থির হয়ে যায় রিয়াদ’!!চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে থাকে রিয়াদ…

“কিন্তু তার আগেই সব…….

||

____________________

———“নানানানানানানানানানানানানানানা..
..বলে……

“হসপিটালের বেডে ঘুমিয়ে থাকা রিয়াদ হুট করেই চেঁচিয়ে উঠল’!!হাতে থাকা স্যালাইনের সুই টান মেরে খুলে ফেললো সে’!!তার এমন কাজে তার রুমে থাকা সিস্টার্সরা হতভম্ব হয়ে যায়’!!রিয়াদ চেঁচিয়ে বলতে থাকেঃ

————“আমাকে যেতে হবে তানজুর কিছু হতে পারে না…….

“দ্রুত কিছু পুরুষ ডাক্তাররা এসে রিয়াদকে চেপে ধরে তারপর বলে তারাঃ

————“আপনি শান্ত হোন,,কিছু হয় নি আপনার তানজুর…..

“একজন ডাক্তারের মুখে এমন কথা শুনে রিয়াদ সেই ডাক্তারের হাত জড়িয়ে ধরে বললঃ

————–“সত্যি বলছেন আপনি…..

————–“হুম সত্যি বলছি,ওনার তেমন কিছু হয় নি,,উনি এখন অনেকটাই সুস্থ….

“এমন সময় রিয়াদের রুমে প্রবেশ করলো রুহি আদিল, দিহান,তিশা সোহান আর দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে আরু….!!সবাইকে দেখে রিয়াদ হসপিটালের বেড থেকে উঠে দৌড়ে যায় ওদের দিকে তারপর বলেঃ

————–“আমার তানজু ঠিক আছে তো দিহান,,

“দিহান রিয়াদের কথা শুনে ওর হাত জড়িয়ে ধরে বললঃ

—————“ঠিক আছে রিয়াদ,,পুরোপুরি ঠিক আছে,কিছু হয় নি তানজুর…..

“এমন সময় পিছন থেকে রিয়াদের হাতে ইনজেকশন পুস করলো ডাক্তার’!!আচমকাই রিয়াদের মাথা চক্কর দিয়ে উঠল’!!সে ঢলে পরলো দিহানের গায়ের উপর’!!দিহান তাকে তাকে জড়িয়ে ধরে নিয়ে গেলো’!!বেডের কাছে তারপর তাকে আবারো শুয়ে দেওয়া হয়েছে হসপিটালের বেডে’!!

“সবার চোখ বেয়ে পরছে পানি’!!সবাইর কষ্ট হচ্ছে রিয়াদের এমন আচরণে……

||

“এদিকে দূর থেকে রিয়াদের এমন অবস্থা দেখে আরু বুঝে গেছে সে যেটা করেছে সেটা একদমই ঠিক হয় নি’!!সে ভেবেছিলো তানজুকে সরিয়ে ফেললেই হয়তো রিয়াদকে পেয়ে যাবে কিন্তু এখন সে যেটা দেখছে তানজুর কিছু হয়ে গেলে রিয়াদ সত্যি সত্যি পাগল হয়ে যাবে…….

__________________

||

“অন্যদিকে কিছুক্ষণ আগেই তানজুকে আইসিইউ তে নেওয়া হয়েছে’!!তানজুর অবস্থা খুবই খারাপ’!!অত্যাধিক হারে পানি খেয়ে ফেলেছে সে’!!ডাক্তার যথাসম্ভব তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে…..

__________

“আইসিইউর বাহিরে দাঁড়িয়ে আছে সবাই’!!সবাই চোখের পানি ফেলে চলেছে অনবরত’!!সবাই তানজুর জন্য রিয়াদের এমন পাগলী দেখে কারোই বুঝতে বাকি নেই রিয়াদ তানজুকে কোন চোখে দেখে’!!তবে এই মুহুর্তে সেটা বড় কথা নয়’!!সবার মাথাই এই মুহুর্তে ঘুরছে তানজুর যদি কিছু হয়ে যায় তাহলে রিয়াদকে কি করে সামলাবে’!!কেউ বুঝতে পারছে না এমনটা কি করে হলো…..

“তানজুর আম্মু, রিয়াদের আম্মু, তিশার আম্মু আর নানু সবাই একসাথে কেঁদে চলেছে’!!সবাই তানজুর জন্য ভেঙে পড়েছে খুব’!!সবাই মনে মনে আল্লাহ ডাকছে খুব জানো কোনো অঘটন না হয়ে যায়…….

|| “প্রায় দুই ঘন্টা পর ||🌿

“আইসিইউ থেকে থেকে বেরিয়ে আসলো ডাক্তার’!!ডাক্তারকে আসতে দেখে দিহান ওরা সামনে গিয়ে বলে উঠলঃ

————–“কেমন আছে আমার বোন ডাক্তার……

“ডাক্তার হাল্কা হেঁসে বললোঃ

————-“শান্ত হোন,আপনার বোনের কিছু হয় নি সি ইজ এমসুলেটলি ফাইন,,ভয়ের কোনো কারন নেই,,কিছুক্ষনের মধ্যেই তাকে বেডে শিপট করা হবে আপনারা তার সাথে দেখা করতে পারবেন,তবে হা কাল সকাল ছাড়া তার জ্ঞান ফিরবে না ঘুমের ঔষধ দেওয়া হয়েছে তাকে তাই সে এখন ঘুমাচ্ছে…….

“ডাক্তারের কথা শুনে স্বস্তির নিশ্বাস ফেললো সবাই’!!বার কয়েকশো বার আল্লাহর কাছে শুকরিয়া জানালো সবাই…..!!দিহান ডাক্তারের হাত ধরে বললঃ

————“থ্যাংক ইউ ডাক্তার আপনি আজকে শুধু আমার বোনের জীবন বাঁচালেন না বাঁচালেন আমাদের পুরো পরিবারকে,,সাথে আমার প্রান প্রিয় বেস্ট ফ্রেন্ড আমার ভাই রিয়াদকেও,, থ্যাংকু সো মাচ ডাক্তার…….

“ডাক্তার হাল্কা হেঁসে বললোঃ

————“এটা তো আমাদের কর্তব্য,, আর আমরা কিছু করি নি যা করার ওই উপরওয়ালাই করেছে……

………..

“এরই ভিতর আবারো রিয়াদের রুম থেকে চেঁচামেঁচির আওয়াজ শোনা গেল’!!সবাই দ্রুত গতিতে সেদিকে পা বাড়ালো……

||

“আবারো রিয়াদ তার হাতে থাকা স্যালাইন খুলে ফেলেছে’!!বেডের পাশে থাকা বাচ টাও ভেঙে ফেলেছে সে’!!তাকে ধরে রাখলো আবারো কিছু ডাক্তার’!!রিয়াদকে এইভাবে ধরে রাখতে দেখে দিহানের পাশে থাকা ডাক্তার বলে উঠলঃ

————“ওনাকে ছেড়ে দেও…..

“ডাক্তারের কথা শুনে সবাই ছেড়ে দিলো রিয়াদকে’!!তারপর রিয়াদের পাশে গিয়ে ডাক্তার বলে উঠলঃ

————-“কিছু হয় নি আপনার তানজুর একদম ঠিক আছে সে…..

“কিন্তু এইবার ডাক্তারের কথা বিশ্বাস করলো না রিয়াদ’!!এর আগেবারও তাকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল সবাই’!!রিয়াদ উওেজিত কন্ঠে বলে উঠলঃ

—————“আমায় মিথ্যা বলছেন কিছুক্ষন আগেও ওই ডাক্তার মিথ্যে বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল,,আমি আমার তানজুকে নিজ চোখে দেখতে চাই…..

“ডাক্তার শান্ত গলায় বললোঃ

————-“ঠিক আছে কিন্তু কোনো কথা বলা যাবে কিন্তু আপনার তানজুর সাথে কাল সকালে কথা বলতে পারবেন,,

“ডাক্তারের কথা শুনে রিয়াদ শান্ত গলায় ডাক্তারের হাত জড়িয়ে ধরে বললঃ

————-“আমি কোনো কথা বলবো না ডাক্তার শুধু একবার ওকে দেখেই চলে আসবো……

————“ঠিক আছে…….

||

“হসপিটালের বেডে ঘুমিয়ে আছে তানজু’!!চোখে মুখে ক্লান্ত ছাপ রয়েছে তার’!!রিয়াদ কোনো কথা না বলেই তানজুর পাশে বসে পরলো’!!তারপর তানজুর হাত শক্ত জড়িয়ে নিল তার হাতের মাঝখানে……!!আলতো করে চুমু আকলো রিয়াদ তানজুর হাতে’!!এতক্ষণ পর রিয়াদ যেন তার প্রান ফিরে পেলো মনে হয়’!!

!!

“ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হতে শুরু করলো’!!বাড়ির সবাইও হাফ ছেড়ে বাঁচলো’!!হর্ঠাৎই রুহি বলে উঠলঃ

————-“আমি এখনো বুঝলাম না তানজু পানিতে পড়লো কিভাবে…..

“রুহির কথাটা রিয়াদের কানেও ভেসে আসলো’!!দু-চোখ লাল বর্ন ধারণ করলো তার’!!কারন সে জানে কাজ টা কে করেছে’!!কিন্তু এই মুহুর্তে সে সিনক্রিয়েট করতে চাচ্ছে না’!!কাল এর বিচার করবে রিয়াদ……..

_________________________________________

____________________

“সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙল আমার’!!মাথাটা পুরো ভার হয়ে আছে আমার’!!হাতে তীব্র জ্বালা অনুভব করলাম আমি’!!মনে হচ্ছে কেউ কাটা জাতীয় কিছু ঢুকিয়ে রেখেছে হাতে’!!মিটমিট করে চোখ খুলে তাকালাম আমি’!!মাথাটা হাল্কা ফুরাতেই দেখতে আমার হাতে স্যালাইন লাগানো’!!বুঝে গেছি এই মুহুর্তে আমি হসপিটালে আছি’!!আস্তে আস্তে কালকের কথা মনে করতে লাগলাম আমি’!!কালকে পানিতে ডুবে প্রায় যখন জ্ঞান হারাচ্ছিলাম আমি’!!ঠিক সেই মুহূর্তেই রিয়াদ এসে উঠিয়ে ছিল ব্যস তারপর আর কিছু মনে নেই’!!মাথায় অসহ্য যন্ত্রণা করতে লাগলো আমার’!!এমন সময় রুমে প্রবেশ করলো রিয়াদ বাদে সবাই…..আমার কাছে আম্মু এসে বলে উঠলঃ

———–“এখন ঠিক আছিস তো তুই…..

“হালকা মাথা নাড়ালাম আমি’!!তারপর আম্মু আমায় জড়িয়ে ধরে বললোঃ

————“তুই জানিস কালকে কতোটা ভয় পেয়ে গিয়েছিলাম আমরা…..

“এমন সময় আব্বু বলে উঠলঃ

————“সেসব কথা পড়ে হবে আগে তুমি ওকে কিছু খাইয়ে দেও……

“আব্বুর কথা শুনে আম্মুও হকচকিয়ে উঠলো!!তাড়াতাড়ি করে বলে উঠল সেঃ

————“হুম ঠিক বলেছো’!!তারপর চটজলদি ব্যাগ থেকে সুপের বাটি বের করলো আম্মু’!!আমারও প্রচন্ড বেগে ক্ষুধা লেগেছে তাই কিছু না বলেই আমিও খেতে শুরু করলাম’!!পুরো শরীর ক্লান্ত আমার……

…….

“মুখে এক চামচ সুপ দিল আম্মু’!!এই মুহূর্তে খাওয়ার চেয়ে চোখ কাউকে খুঁজছে খুব’!!কখন আসবে সে তাকে দেখবো আমি……!!

“কিছুক্ষন পর……

“হুট মাথা নাড়ালাম আমি’!!যার অর্থ আর খাবো না’ আমি’!!আমার মাথা নাড়ানো বুঝতে পেরে আম্মু বলে উঠলঃ

————“আর একটু খা……

“যার বিনিময়ে আবারো মাথা নাড়ালাম আমি’!!আম্মুও আর বেশি জোর করলো না…..

“হর্ঠাৎই খালামনি বলে উঠলঃ

————–“আচ্ছা তানজু মা তুই তো সাতার জানিস না তাহলে ওই সন্ধ্যার সময় পুকুরে কি করতে গেছিলি তুই……

“খালামনির কথায় মাথা চক্কর দিয়ে উঠল আমারঃ

————“এখন কি বলবো!সত্যি কথা বলে দিবো যে আরু আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে…..!!কিন্তু এমনটা করা কি ঠিক হবে……

“আমি কিছু না বলাতে খালামনি আবারো বলে উঠলঃ

————–“কি হলো বলছিস না কেন কালকে কি হয়ে ছিল হুট করে পানিতে পড়ে গেলি কি করে…..কালকে যদি ঠিক টাইমে রিয়াদ না পৌছাতো তাহলে কি হত বলতো,,,আমাদের কথা না হয় বাদই দিলাম আমার ছেলেটার কি হতো তাহলে…….

“এইবারের কথায় কিছুটা অবাক হলাম আমি’!!তবে কিছু বললাম না’!!এই মুহূর্তে কিছু বলতে ইচ্ছে করছে না!আমার ভাবনার মাঝে তিশা বলে উঠলঃ

————–“তুই কিন্তু এখনো কিছু বলছিস না তানজু কালকে কি হয়েছিল……

“এমন সময় দরজার কাছ থেকে রিয়াদ বলে উঠলঃ

————–“ও কি বলবে যা বলার আমি বলবো সবাইকে…….

আচমকা রিয়াদের মুখে এমন কথা শুনে আমি সহ সবাই তাকালাম রিয়াদের দিকে’!!রিয়াদের অবস্থা দেখে বুকের ভিতরটা কেমন করে উঠল আমার’!!কি অবস্থা করেছে নিজের’!!চুলগুলো একদম অগোছালো,পরনের শার্টটাও ঠিক নেই,,চোখ মুখের কি অবস্থা করেছে সে…..আনমনেই ভাবলাম আমি কথাগুলো…….

||

“অন্যদিকে রিয়াদের পাশেই দাঁড়িয়ে ছিল আরু’!!তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে’!!তবে এই মুহুর্তে আরুর দিকে অতোটা লক্ষ দিল না কেউ’!!রিয়াদের কথার উওরে খালামনি বলে উঠলঃ

————“তুই বলবি……

————-“হুম আমি বলবো……

“হর্ঠাৎই রুহির চোখ গেল আরুর দিকে’!!আরু অবস্থা দেখে বিষময় হয়ে বলে উঠল সেঃ

————-“কি হলো আরু তোমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কিভাবে….

“বিনিময়ে আরু কিছু বললো না’!মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে’!!

“রুহির কথা শুনে রিয়াদ বলে উঠলঃ

————-“আমি করেছি……..

“এইবারের কথায় সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পরল’!!কি বলছে রিয়াদ,সে করেছে মানে……
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………