বৃষ্টি মাখা রোদ্দুর পর্ব-২০

0
567

#বৃষ্টি_মাখা_রোদ্দুর💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:20
.
.
🍁
“অবাক চোখে তাকিয়ে আছে সবাই রিয়াদের দিকে’!!সবাই রিয়াদের কথার অর্থ বুঝতে পারছে না’!!কেন সে মারলো আরুকে’!!একরাশ ভাবনার ভিতর দিয়ে রিয়াদের আব্বু বলে উঠলঃ

———-“কেন মেরেছিস তুই আরুকে কি করেছে ও…..

———–“ওহ কি করেছে সেটা তোমরা জানলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না যে ও করেছে…..

———–“কি এমন করেছে যে আমরা কেউ বিশ্বাস করতে পারবো না (নানা)

————“তুমি জানো নানাভাই ও কি করেছে ওই কালকে তানজুকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে…..

“রিয়াদের কথা শুনে সবাই জাস্ট অবাক হয়ে গেল’!!এবার আম্মু বলে উঠলঃ

————-“এসব কি বলছিস তুই রিয়াদ…..

————-“ঠিকই বলছি মামুনি।কালকে ও…….

|| এইবার তাহলে ফ্লাসবেক এ যাওয়া যাক ||🌸🌿

“কালকে যখন আরু আর তানজুর ভিতর কথা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোনো এক কারনে সেখানে এসেছিল টেনিস বল(মানে সেই ছোট ছেলেটা নাম রাজু)আঁড়াল থেকে আরুর সব কথাই শুনেছে ও’!!তারপর যখন আরু ধাক্কা মেরে তানজুকে ফেলে দেয় পানিতে সেটাও দেখেছে রাজু’!!রাজু সেই মুহূর্তেই দৌড় দিয়ে চলে যায় বাড়ির ভিতর’!!

!!

“উল্টো দিক দিয়ে সেই মুহুর্তে বাড়ির ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসছিল রিয়াদ মোবাইলে কথা বলতে বলতে’!!এমন সময় রাজু দৌড়ে রিয়াদের কাছে এসে থাপাতে থাপাতে বলে…

———-“ভাইয়া জলদি চল আরু আপু তানজু আপুকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে…..

“রিয়াদ অবাক হয়ে বলেঃ

———–“কি বলছিস তুই…..

———–“সত্যি বলছি তুমি আগে চলো জলদি তানজু আপুকে বাঁচাও….

“রিয়াদ আর দু’মিনিট দেরি না করে সেই মুহূর্তেই দৌড়ে চলে যায় পুকুর পাড়ে’!!

“তানজু তখন প্রায় জ্ঞান হারাচ্ছিল’!!সেই মুহূর্তেই রিয়াদ গিয়ে তানজুকে উঠায়’!!সারা বাড়িতে তানজুর পানিতে পড়ে গেছে বলে চেঁচামেঁচি শুরু হয়ে যায়’!!তারপর আর কি চটজলদি তানজুকে হসপিটালের নেওয়া হয়’!!

|| ফ্লাসবেক ওভার ||🌸🌿

“বর্তমানে সবাই রিয়াদের কথা শুনে জাস্ট হা হয়ে যায়’!!কি করে পারলো আরু এমনটা করতে’!!আম্মু আরুর সামনে গিয়ে ঠাসস করে একটা থাপ্পড় দিয়ে দেয় গালে’!!তারপর বলে উঠল সেঃ

———–“কি করেছিল আমার মেয়েটা যে তুই এমনটা করলি…..

———–“আরু চুপ…..

“একে একে সবাই এসে আরুকে নানা ভাবে অপমান করতে থাকে’!!যে নানাভাই ওকে এতো ভালোবাসতো,ওর সমস্ত দায়িত্ব নিজে নিয়েছিল’!!সেই নানাভাইও আরুর গালে ঠাসস করে থাপ্পড় দিয়ে বলেঃ

———–“এই জন্যই কি তোকে এতবছর যাবৎ বড় করেছিলাম’!!কি করে পারলি তুই এমন টা করতে’!!কেন করেছিস বল..

“কিন্তু আরু চুপ,কি বলবে বুঝতে পারছে না সে’!!সে ভিতর থেকে রিয়েলাইজ করছে সে ভুল করেছে’!!চোখ বেয়ে পরছে তার পানি…..

||

“এদিকে এত চেঁচামেচি সহ্য হচ্ছে আমার’!!মাথার ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে খুব’!!আমি নিজের মাথাটা চেপে ধরে চেঁচিয়ে বলে উঠলামঃ

———–“আহ!তোমরা থামবে সবাই…..

“আমার চেঁচানো শুনে সবাই ঘুরে তাকালো আমার দিকে’!!আম্মু এসে আমার কাছে এসে বললোঃ

————-“কি হয়েছে…..

“বিনিময়ে আমি কিছু বলছি’!!শুধু মাথাটা চেপে ধরে চেঁচিয়ে যাচ্ছি আমি”!!আমার চেঁচামেচিতে অস্থির হয়ে যায় সবাই’!!চটজলদি ডাক্তারকে নিয়ে আসতে চলে যায় দিহান আর আদিল’!!এমন সময় রিয়াদ আরুকে বলে উঠলঃ

————“আমার তানজুর যদি কিছু হতো তাহলে তোকে আমি মেরে ফেলতেও দু-বার ভাবতাম’!!চলে যা এখান থেকে……

“রিয়াদের কথা শুনে আরুর খুব কষ্ট হচ্ছে’!!তারপর আরু বেরিয়ে যায় সেখান থেকে……

“সেই মুহূর্তে ডাক্তার চলে আসে রুমে’!!এসেই একটা ইনজেকশন পুস করলো তানজুর হাতে’!!সাথে তানজু ঘুমের রাজ্যে পাড়ি দিল…..!!সবাই ভির জমালো ডাক্তারের কাছে তারপর বলে উঠল সেঃ

———-“এমনটা কেন হলো ডাক্তার….

———-“আপনারা ভয় পাবেন না,,অতিরিক্ত মানসিক চাপের জন্য এমনটা হয়েছে তারওপর খুব পাওয়ারিং ঔষধ দেওয়া হয়েছে তাকে’!!তাই ঘুমের দরকার ছিল’!!আর বেশি ভাববেন না সব ঠিক হয়ে যাবে’!!আর হ্যা পেসেন্টের রুমে এত ভিড় জমানো যাবে না’!!দু-একজন বাদে সবাই বেরিয়ে যান রুম থেকে…..

“বলেই চলে যায় ডাক্তার…….!!তারপর একে একে সবাই রুম থেকে বেরিয়ে যায়’!!শুধু বের হয় নি রিয়াদ’!!

“রুম ফাঁকা হতেই রিয়াদ বসে পরলো তানজুর পাশে’!!ওর হাত ধরে বলে উঠল সেঃ

————“আমি কখনো ভাবতেই পারি নি আরু এমন কিছু একটা করবে'”!! তুমি চিন্তা করো না প্রিয়সী,, আমি আর আরুকে তোমার কোনো ক্ষতি হতে দিবো না……

“বলে তানজুর দু-হাত আঁকড়ে ধরে রিয়াদ……

_________________________

“হসপিটালের করিডোরের থাকা চেয়ারে বসে অজোর হারে কেঁদে চলেছে আরু’!!যে বুঝে গেছে সে সেটা করেছে সেটা সত্যি ভুল ছিল’!!এখনও তার চোখে ভাসছে কিছুক্ষণ আগের হয়ে যাওয়া রিয়াদের ঘটনা’!!যে বিশ্বাস করতে পারছে না রিয়াদ এমনটাও করতে পারে তার সাথে…….

||

“হসপিটালের ফাস্ট ফ্লোরের দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরু’!!ঠিক সেই মুহূর্তেই কোনোকিছু না বলেই রিয়াদ আরুর গালে ঠাসস ঠাসস করে কয়েকটা থাপ্পড়’!!রিয়াদের এমন কাজে আরুসহ আশেপাশের লোকজনও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে’!!রিয়াদের থাপ্পড়গুলো এতটাই জোরে ছিল যে আরুর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়’!!আরু গালে হাত দিয়ে রিয়াদকে বলে উঠলঃ

———–“তুমি আমায় মারছো কেন??

“আরুর কথা রিয়াদের মাথায় আগুন উঠে যায়’!!রিয়াদ আরুর দু কাঁধ ঝাঁকিকে বলে উঠল সেঃ

————“তোর সাহস কি করে হলো আমার তানজুকে পুকুরে ঠেলে ফেলে দেওয়ার’!!

“রিয়াদের কথা শুনে আরু পুরো কেঁপে উঠল সাথে ভয়ও’!!আরু কাঁপা কাঁপা গলায় বলে উঠলঃ

————-“আমি আমি কিছু……

————-“একদম মিথ্যা বলবি না সব জানি আমি চল আমার সাথে

“বলেই আরুর হাত ধরে টেনে নিয়ে যায় রিয়াদ সবার সামনে…..

||

———–“এটা কি করে করলে তুমি,,আচমকা কারো মুখে এমন কথা শুনে আরু তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো’!!পাশ ফিরে সোহানকে দেখে চটজলদি চোখের পানি মুছে নিতে লাগলো সে……!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তারঃ

———–“আপনি……

———–“হুম আমি,,আমি জানি কাজ টা তুমি কেন করেছো…..

“এইবারের সোহানের কথায় অবাক হলো আরু’!!তারপর বলে উঠল আরুঃ

————“মানে……

————“তুমি রিয়াদকে ভালোবাসো তাই না,,ভেবেছিলে তানজুকে মেরে দিলেই রিয়াদকে পেয়ে যাবে…..

“সোহানের কথা শুনে আরু কি বলবে বুঝতে পারছে না’!!আরুর চুপ থাকা দেখে সোহান আবারো বলে উঠলঃ

————“কিছু কথা বলি…….

“জোর করে ভালোবাসা আদায় করা যায় না’!!এটা হলো এক কঠিন বাস্তবতা’!!দু-টো মানুষ যখন একে অপরকে খুব ভালোবাসে’!!আর তাদের ভালোবাসা যখন খুব শক্তিশালী হয়’!!”রিয়াদ-তানজুর” ভালোবাসার মতো হয়’!! তখন তাদের মাধখানে তৃতীয় ব্যক্তি আসলেও কোনো সমস্যা হয় না’!!আর তুমি কি করে ভাবলে তানজু মরে গেলে রিয়াদ তোমায় ভালোবাসতো’!!আমি যতদূর রিয়াদের প্রতি তানজুর যে ভালোবাসা দেখেছি সেখানে আমার মনে হয় না তুমি ওকে পেতে এক নয় ও পাগল হয়ে যেত,,আর নয় আজীবন তানজুর স্মৃতি নিয়েই বাঁচতো!!কিন্তু তানজুর জায়গা কখনোই তোমায় বা অন্য কোনো মেয়েকে জায়গা দিত না রিয়াদ’!!আমার মতে তুমি হয়তো কালকেই বুঝে গেছিলে রিয়াদের পাগলামি গুলো দেখে’!!তারপরও আমি বললাম’!!খুব সম্ভবত বলবো ভুলে যাও রিয়াদকে…..
“হয়তো একটু কষ্ট হবে কিন্তু অসম্ভব কিছু নয়’!!তুমি যেটা করেছো সেটা একদমই ক্ষমার অযোগ্য’!!জানি না তোমায় কেউ ক্ষমা করবে কিনা,,

“বলে থামলো সোহান!!ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে আবারো বলে উঠল সেঃ

———-“জোর করে দুটো মানুষের মাঝখানে গিয়ে ঝামেলা করো না’!!এতে তাদের চেয়ে তোমার বেশি ক্ষতি হবে’!!দুনিয়াতে সবার জন্যই তো কেউ আছে তোমার জন্যও আছে কেউ যে তোমায় সত্যিকারের খুব করে ভালোবাসবে’!!হয়তো তুমি রিয়াদকে যতটা ভালোবাসো তার চেয়েও বেশি তোমায় কেউ বাসবে ভালো’!!তাই বলবো অকারণে দুটি মানুষের জীবন নষ্ট না করে সরে আসো নিজ ইচ্ছেতে’!!দেখবে পরে তুমি খুব ভালো থাকবে….!!

“বলেই উঠে যেতে নেয় সোহান’!!সেই মুহূর্তে আরু সোহানের হাত ধরে বসে’!!

||

“আচমকা আরুর হাতের স্পর্শ পেতেই সোহান আবারো বসে পরল আরুর সামনে’!!তারপর অবাক চোখে তাকালো আরুর দিকে….!!আরু সোহানের দিকে না তাকিয়েই বলে উঠলঃ

————“আমি রিয়াদকে সত্যি খুব ভালোবাসি’!!আমার সত্যি মনে হয়ে ছিল তানজুকে সরিয়ে দিলেই রিয়াদ আমার হবে’!!কিন্তু রিয়াদের কালকের পাগলামিগুলো দেখেই আমি বুঝে গিয়েছিলাম আমিই ভুল করেছি,,আমার ভাবনার ভুল ছিল’!!আপনার কথাগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার’!!আমি জানি কেউ আমায় ক্ষমা করবে না আমি যে অপরাধ করেছি তার জন্য…

“বলেই ঠুকরে কেঁদে উঠল আরু’!!আরুর কান্না দেখে সোহান কি করবে বুঝতে পারছে না’!!আরু কাঁদতে কাঁদতে আবারো বলে উঠলঃ

————“সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি আমি,,তখন দেখেই নানাভাই আমার সব দায়িত্ব নিয়েছে,,মা-বাবা হারানোর যন্ত্রনা কখনোই বুঝতে দেয় নি এই পরিবার’!!এত বছরে কখনই নানাভাই আমার গায়ে হাত তুলে নি,,আজ করলো!সত্যি ভুল হয়ে গেছে আমার’!!আচ্ছা একটু বলে দিন না প্লিজ এখন আমার কি করা উচিত……

“বিনিময়ে সোহান কি বলবে বুঝতে পারছে না!কিন্তু আরুর কথাগুলো শুনে বুঝতে পেরেছে সে সত্যি আরু তার ভুল বুঝতে পেরেছে’!!

_________________________________________

____________________

|| মাঝখানে কাটলো দুদিন ||🌸🌿

“আজকে আমরা সবাই ঢাকা বেক করবো’!!সন্ধ্যার ট্রেনেই রওয়ানা হবো সবাই’!!এই দু-দিনে অনেকটাই সুস্থ আমি’!!সবাই যত্ন নিয়েছে আমার’!!সবার মুখে রিয়াদের পাগলামির কথা শুনে বাহির থেকে প্রচুর হাসলেও ভিতর থেকে অসম্ভব খুশি হয়েছি’!!রিয়াদ আমায় এতোটা ভালোবাসে’!!কিন্তু কখনো বললো না তো এটাই একটা আফসোস….

|| “ঘড়ির কাঁটায় দুপুর ১২টার কাঁটায় ছুঁই ছুঁই….. ||

“বিছানায় শুয়ে আছি আমি’!!আমার পাশেই বসে আছে রিয়াদ ভাইয়া’ হাতে তার বিভিন্ন ধরনের ফল”!!পুরো এক প্লেট ফল কেটে নিয়ে এসেছে সে’!!এত খাবার দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার’!!আমি চোখ বড় বড় তাকিয়ে বলে উঠলামঃ

————“এত খাবার কি করে খাবো আমি…..

————-“কি করে খাবি মানে মুখ দিয়ে খাবি…….

————“এতগুলো আমি খেতে পারবো না…..

————“কতগুলো খাবি সেটা পড়ে দেখছি আগে হা কর…..

“বলেই এক টুকরো আপেল মুখে ঢুকিয়ে দিলো রিয়াদ ভাইয়া…..

“এমন সময় দরজার বাহিরে দাঁড়িয়ে বলে উঠল আরুঃ

————–“আমি কি আসবো……..
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………

🥰❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!আর গল্প কেমন লাগছে জানাবে কিন্তু সবাই!!]❤️❤️❤️🥰

#TanjiL_Mim♥️