ভালোবাসতে চাই প্রিয় তোমাকে পর্ব-০৯

0
395

#ভালোবাসতে_চাই_প্রিয়_তোমাকে
#পর্ব_নবম
#লেখিকা_দিয়া

হাই সুপার হিরো । কেমন আছো তুমি ? – শুভ

এইতো হিরো আমি ভালো আছি। তুমি কেমন আছো? – শুভ্র

আমিও ভালো আছি। মাম্মা এটাই হচ্ছে আমার সুপার হিরো। আমি বড় হয়ে তার মতো হবো -শুভ

আমি এখনো স্তব্ধ হয়েই রয়েছি। আমি বুঝতে পারছি আজকে হয়তো অনেক কিছু উলোটপালোট হয়ে যাবে আমাদের জীবনে। রনি বলে উঠলো,

শুভ – রনি

হ্যা খালু – শুভ

এই নাও তোমার জন্য আমি নতুন এই খেলনা টা নিয়ে আসছি এটা নিয়ে খেলো রুমে গিয়ে – রনি

থ্যাংকস খালু – বলে শুভ খেলনাটা নিয়ে দৌড়ে তার রুমে চলে গেল।

ঝিলিক – শুভ্র

হ্যা – আমি

সেইদিন তো চলে আসলে আমাকে একবার জিজ্ঞেস করলে কি খুব ভুল হয়ে যেতো ? – শুভ্র

কি জিজ্ঞেস করবো ? কাকে জিজ্ঞেস করবো আমি ? সেই মানুষকে যে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বদলে গেলো নাকি সেই মানুষকে যে ঘরে স্ত্রী রেখে ও অন্য আরেক মেয়ের সাথে বিয়ের প্ল্যান করে ? – আমি

তুমি যা জানো তাই কিন্তু শেষ নয়। এর পিছনে ও আরো অনেক কথা রয়েছে যা তোমার অজানা।সবটা না জেনে বুঝে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার মোটেও উচিত হয়নি ঝিলিক – শুভ্র

অজানা যা কিছু ছিল সবটা আমাকে জানানোর দায়িত্ব টা তো তোমারই তাই না শুভ – আমি

হ্যা আমি মানছি আমার দোষ রয়েছে । আমার যথেষ্ট দোষ আছে। তাই বলে তুমি যে নির্দোষ তা কিন্তু নয় তোমারো অনেক দোষ আছে – শুভ্র

হ্যা আমি স্বীকার করছি আমার দোষ আছে।কিন্তু দোষের শুরুটা তুমিই করছো তাই না ? – আমি

ঝিলিক কথা বাড়ালেই কথা বাড়বে।আমি চাচ্ছি তোমাকে সবটা খুলে বলতে তারপর তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নিবে – শুভ্র

আচ্ছা বলো কি বলবা – আমি

শুরু থেকে বলি শুরুটা হয় কিছু ছবি থেকে – শুভ্র।

কিসের ছবি ? আর কার ছবি ? – আমি

তোমার ছবি।তাও এক ছেলের সাথে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। প্রথমে আমি এসব এক ফোটা ও বিশ্বাস করিনি।কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য হই তোমার সাথে তার কিছু চ্যাট দেখে।তখন আমি জানিনা আমার কি হয়েছিল। আমি বিশ্বাস করে ফেলছি । তারপর থেকে তোমাকে আমার সহ্য হচ্ছিল না। কোন ছেলেই বা মানতে পারে নিজের স্ত্রীকে অন্য ছেলের পাশে। – শুভ্র

তারপরে ? – আমি

তারপরে সবকিছু সেই ভাবেই চলছিল।হঠাৎ করে যেদিন ইশিতাকে নিয়ে ঝামেলা হয় সেইদিন আমার মনে সন্দেহের বাসা বাঁধে।আমার কোথাও ভুল হচ্ছে না তো তখন আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলি।ও আবার এসব বিষয়ে সবই জানে প্রায় পিক এডিটিং সবকিছুই জানে। তো ও আমাকে যা বলে তা শুনে আমি আমার লাইফে সেই সময় প্রথম ধাক্কাটা খাই। সেই সব পিক ছিলো এডিট করা।এমনকি চ্যাটগুলো সব ছিল এডিট করা।আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম তোমাকে ভুল বোঝার জন্য। অপরাধবোধে আমি প্রায় শেষই হয়ে গেছিলাম।তাও আমি তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি৷তুমিও খুব সহজেই আবার আমাকে আপন করে নাও।কিন্তু বিপত্তি বাজে তখন যখন তুমি রিয়ার সাথে আমার কথোপকথন শুনো। আর রিয়ার করা সেই মেসেজটা দেখো – শুভ্র

কোনো স্ত্রীই কি পারবে নিজের স্বামির ফোনে অন্য মেয়ের এমন মেসেজ দেখার পর নিজেকে সামলাতে ? তুমি যেখানে সামান্য কিছু এডিট করা ছবি আর চ্যাটের উপর ভিত্তি করে বছরের পর বছর আমাকে অবিশ্বাস করতে পারো সেখানে তোমার ফোনে আসা মেসেজগুলো আর নিজের সামনে তোমাকে তার সাথে বিয়ের কথা বলতে দেখার পর সন্দেহ করা কি আমার অযৌক্তিক ছিল আদৌ ও? – আমি

না – শুভ্র।

এখন বলো রিয়া কে ? – আমি

রিয়া হচ্ছে তোমার দেবরের প্রেমিকা – শুভ্র

মানে নিজের ছোটভাইয়ের প্রেমিকার সাথে তুমি রিলেশনে ছিলা ? – আমি

এই যে মহিলা মানুষের সমস্যা। বোঝে ২ লাইন বলে ৫ লাইন – শুভ্র

আপু ভাইয়া সব বলে নেক তারপর তুমি বলো – রনি

রিয়ার সাথে তোমার দেবর তার সম্পর্কের কথা পরিবারে জানায়।খোঁজ নিয়ে আমি জানতে পারি মেয়েটা সুবিধার না।অনেক ছেলের সাথেই ওর রিলেশন রয়েছে । কিন্তু হাজার চেষ্টা করে ও তোমার দেবরকে আমি আর আম্মু এসব বোঝাতে ব্যর্থ হই।পরে কি করবো না করবো বুঝতে না পেরে আমি একটা প্ল্যান করি।আমি ওকে বলি আমি কিছু মাস রিয়ার সঙ্গে রিলেশন করবো আমি বিবাহিত জেনেও যদি ও আমার সাথে রিলেশনে যায় আর বিয়ে করতে চায় তাহলে তো ও বুঝতেই পারবে কেমন মেয়ে রিয়া। তোমার দেবর ও মত দেয় আমার কথায়।তোমাকে জানালে তুমি রাগ করতে পারো বিধায় আমি সবাইকে নিষেধ করেছিলাম তোমাকে এই ব্যাপারে বলতে। কিন্তু তুমি তো তুমিই – শুভ্র

তার মানে রিয়ার সঙ্গে তোমার তেমন কোনো রিলেশনই নেই ? তুমি শুধু ছোট ভাইকে বোঝানোর জন্য এসব করেছো ? – আমি

হুমম – শুভ

আমি নিশ্চুপ

এখন বলো এখানে সম্পূর্ণ দোষটাই কি আমার ? হ্যা আমি ভুল করেছি প্রথমে তোমাকে অবিশ্বাস করে।দ্বিতীয়ত রিয়ার কথা তোমার থেকে লুকিয়ে। এছাড়া এখানে আমার আর কোনো দোষ কি আছে ? – শুভ্র

আমি এখনো নিশ্চুপ

পাঁচ টা বছর নিজের ছেলে থেকে দূরে ছিলাম।শুভ আমার বাচ্চা। আমি পারিনি ওকে কোলে নিয়ে বুকে জড়িয়ে রাখতে।পাঁচ টা বছরর আমি ওকে ছুয়ে দেখতে পারিনি। একজন বাবার জন্য এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে বলো তো আমাকে – শুভ্র

কিন্তু ভাইয়া তুমি জানলে কিভাবে আপু এখানে ? আপু তো কোথাও যেতোও না খুব একটা। নিজেকে যথেষ্ট আড়ালে রেখেছিল সে – মিনি

আমি রনি আর শিহাবের দুঃসম্পর্কের কাজিন।ওদের বিয়ের জন্য তো তোড়জোড় লেগেই ছিল। যখন এনগেজমেন্টের পিক আপলোড দেয় রনি তখন আমি প্রথমে রিনিকে দেখে চিনতে পারি তারপর শিহাবের আইডি খুঁজে মিনির ছবি দেখে আমি নিশ্চিত হই যে এরাই রিনি মিনি।রিনির আইডিতে ঘুরে আমি সব ইনফরমেশন জেনে নেই।ওর আইডিতেই আমি প্রথম শুভকে দেখি।তারপর রনি আর শিহাবের সঙ্গে কথা বলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। তারপর ভাবি আগে শুভর সঙ্গে দেখা করতে হবে তাই ওর স্কুলে একটা ক্যাম্পি এর ব্যবস্থা করি।আর তেমাকে চমকে দেওয়ার জন্য ওই ফাংশনেও যাই – শুভ্র

তখনি কলিং বেল বেজে উঠলো । মিনি গিয়ে দরজা খুলতেই ভিতরে যারা প্রবেশ করে তাদের দেখে আমি অবাকের চরম পর্যায়ে চলে যাই

চলবে🥰