ভালোবাসি তাই পর্ব-২১

0
1123

#ভালোবাসি তাই
#পর্বঃ২১
#Tanisha Sultana

“আমাকে জেলাস করানোর জন্য পায়েলের সাথে ঘসাঘসি না করলেই হয়।
মুখ বাঁকিয়ে বলে তানহা। অভি থেমে যায়।
” তুমি
“আপনার মতিগতি সব আমি বুঝি।
” সত্যি
“হুমমম
অভি তানহাকে বেলকনিতে নিয়ে যায়। টুল টেনে দেয় বসার জন্য।
” বসবো কেনো?
“আমি বলছি তাই।
” আমি বসবো না। জেদ ধরে বলে।
অভি জোর করে বসিয়ে দেয় তানহাকে। অভি তানহার সামনে হাঁটু মুরে বসে।
“কিছু বলতে চায় তোমায়?
” বলুন
অভি তানহার হাত ধরে।
“আমি তোমায় জোর করে বিয়ে করেছি?
” অবশ্যই
কিছু না অবাক হয়ে বলে তানহা।
এটা আবার জিজ্ঞেস করছেন? আপনি জানেন না?
“তোমার বাবা তোমাকে যদি বলে আমাকে ছেড়ে দিতে। তুমি আমায় ছেড়ে দেবে?
” বাবা না বললেও আমি আপনার সাথে থাকবো না। আমাদের মধ্যে তো
অভি তানহার কপালে কপাল ঠেকায়। তানহা পুরো কথা ক্লিয়ার করতে পারে না।
“প্লিজ যেয়ো না। প্লিজ
তানহা কিছুটা ঘাবড়ে যায়। অভি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে।
” ককি করছেন ছাড়ুন। থেমে থেমে বলে তানহা।
“ছাড়বো না তোমায়। প্লিজ যেয়ো না। বিয়ে তো পবিত্র সম্পর্ক বলো? মেয়েদের তো একটাই বিয়ে হয়। তোমার আমাকে ভালোবাসতে হবে না।
করুন কন্ঠে বলে অভি।
” ভালোবাসা ছাড়া সম্পর্ক পানি ছাড়া মাছের মতো। আমি আপনাকে কখনোই ভালো বাসতে পারবো না।
“বললাম তো চাই না তোমার ভালোবাসা। শুধু আমার সাথে থাকবা। আমার চোখের সামনে থাকবা
চিৎকার করে বলে অভি। তানহা কেঁপে ওঠে। অভি তানহার কপালে পরপর কয়েকটা চুমু দেয়।
” প্লিজ যেনো না।
তানহা ছাড়িয়ে দেয় অভিকে।
“পাগল হয়ে গেছেন না কি?
” হ্যাঁ পাগল হয়ে গেছি। আরও দশ বছর আগেই। তুমি কোথায় যাবে না বুঝলে। আহাজারি করে বলে অভি।
“আমার থেকে ভালো মেয়ে পাবে
তানহার কথা শেষ হওয়ার আগেই অভি দেয়ালের সাথে চেপে ধরে তানহাকে। দাঁতে দাঁত চেপে বলে
” বললাম তো আমার শুরু তোমাকে চাই।

আজ অভির এই রুপ দেখে তানহা জাস্ট হা হয়ে গেছে। কিছু বলার সাহসও পাচ্ছে না। কিন্তু বললেই যদি আরও খেপে যায়।
“তুমি যদি চলে যাও না তাহলে তোমাকে আমি বন্ধ করে রাখবো।
তানহা ভয় পাচ্ছে। অভি চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। তানহার থেকে সরে যায়।বেলকনির গ্রিল ধরে দাঁড়ায়।
” আমি তোমার মনে আমার জন্য ভালোবাসা ঠিক তৈরি করে নেবো। আর যদি ভালো নাও বাসো আমার সাথে থাকবে। পৃথিবীতে এমন অনেক কাপল আছে যারা ভালো না বেসে এক সাথে সংসার করছে। আমি আমার অধিকার জোর করে আদায় করে নেবো
এক নাগারে কথা গুলো বলে থামে অভি। গোলাপ বাগানের দিকে চোখ অভির। তানহা ভাবছে এতোদিন তো অভি এসব বলে নি তাহলে আজ এসব কেনো বলছে?
অভি বেলকনি থেকে চলে যায়। তানহা হাফ ছেড়ে বাঁচে। এভাবে সংসার করা যায় না।

অভি রান্না করছে। নিজের জন্য করলা ভাজি ডাল। মাছ অভির খুব অপছন্দের একটা খাবার। তানহার জন্য একটা ডিম ভেজে নেয়। দুপুরে চাওমিন খেয়েছে এখন নিশ্চয় খিদে পেয়েছে।
তানহা বেলকনিতে বসে পড়ছে। তানহা ঠিক করে নিয়েছে এবার থেকে পুরো মনোযোগটা পড়ালেখার ওপর।
অভি রান্না শেষ করে গোছল সেরে নেয়। বেলকানিতে জামাকাপড় মেলে দিয়ে নিজের ঠান্ডা হাতটা তানহার ঘাড়ে রাখে। তানহা কেঁপে ওঠে।
“ককি করছেন?
” খাবে না? তানহার গালে হাত বুলাতে বুলাতে বলে।
এই কথাটা এইভাবে জিজ্ঞেস করতে হবে আশ্চর্য।
“কি গো বউ? খাবে তো
দুই হাত তানহার গালে দিয়ে বলে।
” আআআমি করলা ভাজি খাই না। থেমে থেমে বলে তানহা।
“তোমার জন্য ডিম ভাজি করেছি। মিষ্টি হেসে বলে অভি।
ইহহহ ডিম ভাজি করে বড় গলায় বলছে। কোথায় ভেবেছিলাম চিংড়ি মাছ না ইলিশ মাছ রান্না করবে
মনে মনে বলে তানহা।
” এই বউ
হেঁচকা টান দিয়ে বুকের ওপর ফেলে দেয় তানহাকে। ভেবাচেকা খেয়ে যায় তানহা।
“ছাড়ুন
দুহাতে অভিকে ঠেলে বলে তানহা।
” দেখলে আমি না ছাড়লে তুমি যেতে পারছো না।
আমি যাবোই
বিরবির করে বলে তানহা।
“বিশ্বাস করো অনেক আদুরে রাখবো তোমায়।
তানহার মুখের খুব কাছে মুখটা এনে বলে অভি।
” খাবো
এদিক সেদিক চোখ ঘুরিয়ে বলে তানহা।
অভি একটু বিরক্ত হয়।
“চলো

অভি তানহাকে খাবার সার্ভ করে নিজের প্লেটে খাবার নেয়। করলা ভাজি আর ডাল দিয়ে তৃপ্তি করে খাচ্ছে অভি। তানহা ডিম আর ডাল দিয়ে খাচ্ছে। ডালটা ভালোই হয়েছে কিন্তু তবুও তানহার খেতে ইচ্ছে করছে না। আসলে এগুলো তানহার বরাবরই খেতে ভালো লাগে না
” কি হলো খাচ্ছো না কেনো? মুখে ভাত পুরে বলে অভি। তানহা জোর করে মুখে ভাত পুরে চিবোতে থাকে।
“খেতে ভালো লাগছে না? তানহার দিকে তাকিয়ে বলে অভি।
” কি খাবে বলো আমি এনে দেবো।
আজ হঠাৎ অভি পাল্টে গেলো কি করে?
মনে মনে ভাবছে তানহা।
“হেই
তানহার সামনে হাত নেরে বলে অভি।
” হুমম
“কি খাবে?
” ইলিশ মাছ। মাথাটা নিচু করে বলে তানহা।
“ওকে এনে দেবো
অভি আবার খাওয়ায় মন দেয়। তানহা মুখ বাঁকিয়ে একবার তাকায় অভির দিকে।

🌹🌹
আজ আবির প্রচন্ড খুশি। বড় একটা কম্পানিতে জব পেয়েছে আবির। শুরুতেই আশি হাজার টাকা সেলারি। হাত ভর্তি মিষ্টি নিয়ে বাসায় ঢোকে আবির। বাড়িতে ঢুকতেই দেয়াল জুড়ে বড় করে টাঙানো তানহার ছবির দিকে চোখ পড়ে। মুচকি হেসে তানহার ছবির দিকে তাকায় আবির।
“তোমার বরের মতো হয়ত মস্ত বড় সিঙ্গার হতে পারবো না। তবে তোমার বাবার থেকে বড় মাপের মানুষ ঠিক হবো। তোমাকেও ভুলে যাবো। আর আমিও ভালো থাকবো। সব ঠিক হয়ে যাবে একদিন। শুধু মনে থেকে যাবে সময়ের করা বেইমানি গুলো। আমি প্রাণ ভরে দোয়া করি আমার তানহা খুব সুখী হোক। তুমিও অভির সাথে ভালো থাকবে।
মিষ্টি গুলো তানহার ছবির সামনে রেখে বেরিয়ে যায় সবার জন্য নতুন জামা কিনতে। মায়ার জন্যও কিনবে।

খানিক বাদে আবির হাত ভর্তি জামাকাপড় নিয়ে আসে। মা বলে ডাকে। আবিরের মা চলে আসে।
” কি হয়েছে?
“তোমাদের জন্য এনেছিলাম
জামাকাপড় গুলো মায়ের হাতে দেয়।
” মায়ার জন্যও আছে
বলেই বেরিয়ে যায়। আবিরের মা তৃপ্তির হাসি হাসে। মায়া দরজার আড়ালে দাঁড়িয়ে ছিলো। আবির ওর জন্য জামা এনেছে শুনে খুশিতে কেঁদে ফেলে। এটাই মায়ার কাছে অনেক। আর কি চায়?
মায়া দৌড়ে এসে শাশুড়ীর হাত থেকে আবিরের আনা জামাটা নিয়ে রুমে চলে যায়।

🌹
খাওয়া শেষে তানহা একটু হাঁটার জন্য বাইরে বের হয়। গোলাপ বাগানের চারপাশে ঘুরছে। এই বাগানটা খুব ভালো লাগে তানহার। হাত বাড়িয়ে ফুল গুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে তানহা। যাওয়ার সময় কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে যাবে৷ রিককে দেখতে পায় তানহা। রিক তানহার দিকেই আসছিলো।
“হেই তানহা
” আপনি এখানে?
“তোমাকে দেখেই আসলাম।
” ওহহহ

রিক আর তানহা হাটছে আর গল্প করছে। রিক তার এক্স এর গল্প শোনাচ্ছে তানহাকে। তানহা হাসছে।
অভি ওদের দেখে ফেলে। চোখ মুখ শক্ত করে এগিয়ে আসে ওদের দিকে। অভিকে দেখে তানহার হাটা বন্ধ হয়ে যায়।
“রিক
কর্কশ গলায় বলে অভি।
“অভি তুই
“আমি স্পষ্ট ভাবে বলছি। তানহার সাথে কথা বলবি না। বুঝলি
বলে তানহার হাত ধরে বাসায় চলে আসে। রিক হা করে তাকিয়ে আছে। তানহার কিছুটা ভয় করছে। দেখেই বোঝা যাচ্ছে অভি রেগে আছে।
” রিকের সাথে তো ভালোই হেসে হেসে কথা বলছিলে তো আমার সাথে কেনো বলো না? শান্ত গলায় বলে অভি।
“আপনি এরকম অদ্ভুত বিহেভ কেনো করছেন?
” আরও আগে আমার এমন বিহেব করা উচিৎ ছিলো।
“শুনুন অন্য কারো সাথে সম্পর্ক হওয়ার চান্স নাই আমার। কারণ মনটা এক বার ভেঙে গেছে।
” সম্পর্ক না হলে হেসে হেসে কথা কেনো বলো?
বাড়ির মেইন দরজা বন্ধ করে বলে অভি।
“আজিব তো! মানে আমি কারো সাথে কথা বলতে পারবো না। চোখ ছোটছোট করে বলে তানহা।
” আমি সেটা কখন বললাম?
তানহা কপালে ভাজ ফেলে তাকায় অভির দিকে।
“ক্লিয়ার করে বলবেন আপনি কি বলছেন?
” তোমার ইলিশ মাছ এনেছি
তানহা হাফ ছাড়ে। অভি তানহার দিকে একটু তাকিয়ে রুমে চলে যায়। অভির মনের মধ্যে হাজারটা ভয় ঢুকে গেছে। তানহার বাবা জোর গলায় বলেছেন তানহাকে নিয়ে যাবে। সেই কথাটাই বারবার অভির কানে বাজচ্ছে।

মাকে ফোন দেয় অভি।
“হেলো মা
” হুমম বল? কিছু হয়েছে?
“আবির না কি জব পেয়ে গেছে।
” হুমম। খুব ভালে চাকরি পেয়েছে।
“ওহহ। মুখটা ছোট করে বলে অভি।
” তানহার বাবা বলছিলো উনি তানহাকে নিয়ে যাবে।
“বললেই হলো না কি? তোদের বিয়ে হয়ে গেছে। মামা বাড়ির আবদার না কি? আমি কথা বলবো ওনার সাথে। কিছুটা তেজি গলায় বলেন।
” হুমম।
“শোন তুই তানহাকে বলে দে তুই ওকে ভালোবাসিস।
” লাভ নাই। ইডিয়েটটা বুঝবে না।
“না বুঝলে বোঝাবি।
” আজ বলেছি ওকে আমি যেতে দেবো না
“কি বললো
” কিছুই বললো না। নতুন কোনো আইডিয়া দাও তো। পায়েলের সাথে ঘুরঘুর করলাম তাতে কাজ হলো না। ও জেলাস হয় না।
“ভাবতে দে
” ওকে
অভি ফোন কেটে দেয়।

হ্যাঁ অভি তানহাকে আগে থেকেই পছন্দ করতো। তবুও তানহার সামনে কখনো ভালোবাসা প্রকাশ করতো না। আজও করতো না কিন্তু তানহার বাবা বলেছে তানহাকে নিয়ে যাবে এটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে নি।

তানহা দরজার সামনে দিয়ে ঘুরঘুর করছে। অভি মাথা চেপে খাটে বসে আছে। রুমে ঢোকার সাহস পাচ্ছে না। এমনিতেই কেমন কেমন বিহেব করছে অভি।
“তানহা
গলা উঁচু করে ডাকে অভি। তানহা পা টিপে অভির কাছে আসে।
” ডাকছিলেন
“মাথা ব্যাথা করছে। একটু চা বানিয়ে দাও
” অর্ডার করছেন?
“হুমম
” আপনার অর্ডার শুনতে বাধ্য নই। রিকোয়েস্ট করুন।
“তোমাকে রিকোয়েস্ট করবো?
” ইয়াহহ। রিকোয়েস্ট না করলে না বানিয়ে দেবো না।
“বউ যাও না একটু চা বানিয়ে দাও। আমার সোনা বউ।
ভালোবেসে বললাম যাও।
তানহা সরু চোখে তাকাই। অভির মুখ থেকে বউ ডাকটা শুনলে বুকের ভেতর টিপটিপ করে। চলে যায় তানহা। একে আরও কিছু বললে না কি আবার কি বলে বসবে। দিন দিন মারাক্তক হয়ে যাচ্ছে অভি।

তানহা যেতেই আবার অভির ফোন বেজে ওঠে। ফোনের স্কিনে তাকিয়ে চোয়াল শক্ত করে ফেলে অভি।

চলবে।