#ভালোবাসি_বুঝে_নাও🍁🍁
#পর্ব_৩২
#সুমাইয়া_সুলতানা _সুমী(writer)
.
আচ্ছা আপনি কি সত্যি মাহিকে ভালোবাসেন?? নাকি আপনিও আমার মতো কোনো মহে পড়ে আছেন,?? হয়ত আপনিও মাহিকে ভালোবাসেন না শুধু ওকে ভালোলাগে(রুমের মধ্যে আসতে আসতে বলল মীরা)
আপনি?? আপনি এখানে কেনো এসেছেন বেরিয়ে যান আমার রুম থেকে(চিৎকার করে বলল নেহাল)
হুম বেরিয়ে তো যাবোই আর যাই হোক আমি এখানে থাকতে আসিনি,,, এখন আপনি আমার প্রশ্নের উত্তর টা দেন আপনি কি সত্যি মাহিকে ভালোবাসেন??
মানে কি বলতে চাইছেন কি আপনি(রেগে বলক নেহাল)
আমি এটাই বলতে চাইছি যে আপনি এখনো মেহরাব ভাই এর মতো করে মাহিকে ভালোবাসতে পারেননি কেননা, এখন এখানে যদি আপনার বদলে মেহরাব থাকতো তাহলে আম ১০০% শিওর সে না দেখে চোখ বন্ধ করে তার মাহিকে চিনে নিতো,, হাজার মানুষের ভিরেও যদি মাহি থাকতো তাহলেও মাহিকে খুঁজে বার করে নিতে পারবে,সত্যি কারের ভালোবাসা গুলি বুঝি এমনি হয়,,, আর আপনি শুধু মাএ একটু দূর থেকেও মাহিকে চিনতে পারলেন না আমাকে মাহি ভাবলেন, এই আপনার ভালোবাসা??(মীরা)
মীরার কথা শুনে নেহাল এর ভীষণ রাগ উঠে গেলো পাশেই কাঁচের ভাঙা কিছু অংশ ছিলো সেটা হাত দিয়ে তুলে মীরার দিকে ছুঁড়ে মারলো,, আর সেটা গিয়ে মীরার কপালে লাগল আর মীরার কপাল থেকে রক্ত বেরোতে লাগল,,মীরা কোনো শব্দ না করে হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে বেথ্যা সহ্য করে নিলো।
এসব ফালতু জ্ঞান আমায় না দিয়ে বেরিয়ে যান এই রুম থেকে আউট (চিৎকার করে বলল নেহাল)
মীরা হাত দিয়ে নিজের কপালটা চেপে ধরে বলল,,,
হুম আমি তো চলে যাবো কিন্তু তার আগে আপনাকে কয়েকটা কথা বলে যাই,,, আচ্ছা আপনি মাহিকে কতদিন ধরে ভালোবাসেন ১ বছর খুব বেশি হলে ২ বছর,, কিন্তু মেহরাব ভাই মাহিকে মাহির ছোট বেলা থেকে ভালোবেসে আসছে আর মাহিও তাই এখন আপনি একটু ভেবে দাখেন আপনি দুবছর ভালোবেসে মাহিকে না পেয়ে এমন করছেন তাহলে ওরা দুজন দুজনকে ছেড়ে কীভাবে থাকবে
,(গল্পের লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী) আপনি তো তাও এখনো বেঁচে আছেন কিন্তু ওরা হলে এতোদিন কবে মরে যেতো,,, একটা কথা কি জানেন শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষ কে সুখীও রাখতে হয়,, ভালোবাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যাকরিফাইজ মানে হলো ত্যাগ, যে মানুষ ভালোবাসার জন্য ত্যাগ করতে পারে সেই সব থেকে ভালো থাকে,, এখন আপনি বলতে পারেন যে আপনিই কেনো ত্যাগটা করবেন ওরা কেনো করছেন না ওই যে আমি বললাম,, ওরা দুজন দুজনকে এতোটাই ভালোবাসে যে সেখানে আপনার ভালোবাসা সামান্য,,,একটা কথা কি জানেন আমরা তাদেরকেই ভালোবাসি যারা আমাদের নয় অন্য কাউকে ভালোবাসে এই যেমন আমি,, আমি প্রতি মহুর্তে আপনাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি,সত্যি বলতে পাগল এর মতো ভালোবাসি,,কিন্তু আপনি মাহি কে ভালোবাসেন,,, আরে, আমি তো আর আপনাকে বলছি না যে আপনাকেও আমায় ভালোবাসতে হবে কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়?? মানুষের জীবনে ভালোবাসা একবারি আসে তা তো নয়?? দ্বিতীয় বার ও আসে হ্যাঁ প্রথম ভালোবাসা ভুলা যায় না,, আরে আমি তো আপনাকে বলছি না যে মাহিকে ভুলে আপনি আমায় ভালোবাসেন আমি শুধু একটু জায়গা চেয়েছিলাম আপনার ওই বুকের বা পাশে,, পুরোটা জায়গা জুড়ে না হয় মাহিই থাক আমার কোনো সম্যসা নেই আমার শুধু একটু জায়গা হলেই চলতো, কিন্তু আমার সে ভাগ্য নেই,, আর আপনি যখন চান যে আমি আপনাকে আর বিরক্ত না করি তো ঠিক আছে করবো না বিরক্ত,, কিন্তু মনে মনে ঠিকি আপনাকে ভালোবেসে যাবো এটা আপনি নিষেধ করলেও মানবো না,,, আর নিজেকে এভাবে কষ্ট দিলে আপনার থেকে আপনার বাবা মা ভাই ওরা বেশি কষ্ট পাচ্ছে,, আপনার যদি মনে হয় ওনাদের কষ্ট দেওয়া উচিত তো ঠিক আছে আপনি থাকুন এখানে আর কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না (এই বলে মীরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো)
একি তোমার কপাল দিয়ে তো রক্ত বার হচ্ছে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি ওর কাছে যেও না শুনলে না তো আমার কথা এখন দেখলে?? ও নিজের মধ্যে নেই (নেহাল এর মা)
আমি ঠিক আছি আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আসছি(এই বলে মীরা বেরিয়ে যেতে চাইলে নেহাল এর মা মীরার হাত ধরে আটকে বলল)
কোথাও যাচ্ছো না তুমি এখানে চুপচাপ বসো,, ইস কতটা কেটে গেছে (তারপর নেহাল এর মা মীরার কাটা জায়গায় ক্লিন করে সুন্দর করে ব্যান্ডেজ করে দিলো)
কিরে আমার উপর রেগে আছিস?? (মেহরাব)
মেহরাব কে দেখে মাহি মুখ ঘুরিয়ে বসল।
বাবা মহারানি তো দেখছি একেবারে বেলুন এর মতো ফুলে আছে,, হ্যাঁরে পিন নিয়ে আসবো?? তারপর ওটা দিয়ে তোকে খোঁচা দিবো আর তুই ফটাস করে ফেঁটে যাবি।
মজা করবেন না তো,, আমি এখন মটোও মজা করার মোডে নেই আমার খুব টেনশন হচ্ছে,, মেঘ ভাইয়া যেমন বলল যদি সত্যি নেহাল ভাইয়া কিছু করে তখন (চিন্তিত হয়ে মেহরাব এর দিকে তাকিয়ে বলল মাহি)
আরে পাগলি এমন কিছুই হবে না,, আর তোকে এতো চিন্তা করতে বলছে কে?? নেহাল কিছু করবে না, কেননা আমি সঠিক জায়গা সঠিক মানুষ কে পাঠিয়ে দিয়েছি। (মাহির ঘাড়ে হাত রেখে বলল মেহরাব)
মানে?? আপনি কি করেছেন?? এটুকু সময়ের মধ্যে (অবাক হয়ে বলল মাহি)
মেঘ যাওয়ার পর আমি মীরা ফোন করেছিলাম তারপর ওকে নেহাল এর কাছে যেতে বলছি আর আমি জানি মীরাই পারবে ওকে ঠিক করতে।
এটা কি বলছেন আপনি?? আপনি জানেন না নেহাল ভাই মীরা আপু কে একটুও পছন্দ করে না।
কিন্তু মীরা তো ওকে ভালোবাসে।
হুমম তা তো বাসে কিন্তু।
ব্যাস তাহলেই হবে, কেননা কিছু কিছু সময় লোহায় লোহাকে কাটতে সাহায্য করে।
আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে মীরা আপুকে নিয়ে যদি নেহাল মীরা আপুকে কিছু করে দেয় তাহলে??
তাহলে আর কি দুটোকে ধরে জোর করে বিয়ে করাই দেবো ব্যাস হলে গেলো সম্যসার সমাধান।
হুট আপনি খালি মজা করেন সিরিয়াস সময়েও।
আরে আমার অবুঝ বউটা রে এটা হলো প্রেম করার সময় কোনো সিরিয়াস সময় নয় বুঝলি??(মাহিকে বুকে নিয়ে বলল মেহরাব)
হুম বুঝলাম (মেহরাব কে জরিয়ে ধরে বলল মাহি)
তা কি বুঝলি শুনি।
এটাই যে আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনাকে ডাক্তার দেখাতে হবে,, পাগল (হালকা হেসে বলল মাহি)
,,,,,পরদিন সকালে,,,
মাহি তৈরি হয়ে নিচে নামলো ভার্সিটি যাবে বলে,, মেহরাব ও আসছে,, আর তখনি মেন দরজা দিয়ে হন্তদন্ত হয়ে নেহাল ঘরের মধ্যে প্রবেশ করলো। মাহিতো প্রথমে নেহাল কে দেখে ভয় পেয়ে গেলো।তারপর আমতা আমতা করে বলল।
আ,,,আপনি .।
হুম আমি,, তোমার সাথে কথা আছে আমার,, মেহরাব ভাই কোথায় ওনাকে ডাকো৷
আমি এখানে বলো কি বলবে (সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল মেহরাব)
তারপর মাহির কাছে এসে দাড়িয়ে বলল।
বলো,
মেহরাব এর আসা দেখে নেহাল হঠাৎ করেই মেহরাব এর,,,,,,,,
চলবে,,,,,??
#ভালোবাসি_বুঝে_নাও🍁🍁
#পর্ব_৩৩
#সুমাইয়া_সুলতানা _সুমী(writer)
.
আম সরি মেহরাব ভাই প্লিজ আমাকে মাফ করে দিন,, আমি জানি না আমার কি হয়ে গিয়েছিলো সবার সাথে খারাপ ব্যবহার করেছি, বাবা মা ভাই সবাইকে আঘাত দিয়েছি,, আমি একটা ভুল ধারনা নিয়ে ছিলাম কিন্তু কাল রাতে আমার সেই ভুল ধারণা একজন ভেঙে দিয়েছে,,,আমি ক্ষমা চেয়েছি সবার কাছে তবুও ওদের যা কষ্ট দিয়েছি তারপরেও ওরা আমায় ক্ষমা করেছে এটাই আমার কাছে অনেক,,, আমি মাহিকে ভালোবাসি এটা ঠিক কিন্তু এটাও সত্যি আমি কখনোই আপনার মতো করে ওকে ভালোবাসতে পারবো না,,, প্লিজ ভাইয়া আমায় ক্ষমা করে দিন, আপনি তো আমার বড় ভাইয়ের মতোই ছোট ভাই ভেবে এই অধম কে মাফ করে দিন (নেহাল মেহরাব এর হাত ধরে বলল)
আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি নেহাল,,, এখানে তোমার কোনো দোষ নেই একজন একজনকে ভালোবাসতেই পারে,, ভালোবাসার উপর তো আর জোর করা যায় না,, এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক,,,, এই দাখো আমরা কত শত ভুল করি তবুও মহান আল্লাহ তায়লা আমাদের ক্ষমা করে দেন আর আমি তো তার সৃষ্টি করা মানুষ মাএ আমি ক্ষমা না করার কে বলো,, দেরিতে হলেও তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক (নেহাল এর কাঁধে হাত রেখে বলল মেহরাব)
ধন্যবাদ ভাইয়া,, আর তুমি (মাহির সামনে গিয়ে) জানিনা তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো সত্যি অনেক লজ্জা লাগছে নিজের করা কাজের জন্য তবুও বলছি পারলে মাফ করে দিও।
ছি ভাইয়া আপনি আমার বড় হয়ে প্লিজ এভাবে আমার কাছে মাফ চাইবেন না,, আর তাছাড়া মানুষ মাএই ভুল,, ভুল হতেই পারে এতে এতো লজ্জিত হওয়ার কিছু নেই, সব থেকে বড় কথা হলো নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শিকার করাই আসল।
তুমি ছোট হলেও তোমার অনেক বুদ্ধি মাহি (নেহাল)
হুম দেখতে হবে তো বউটা কার (মাহিকে একহাতে জরিয়ে বলল মেহরাব)
নেহাল ওদের দিকে তাকিয়ে মনে মনে বলল। আমি এদের আলাদা করতে চেয়েছিলাম?? দুজনে কত খুশি কত ভালোবাসে দুজন দুজনকে,, আমার কাছে থাকলে আমি ওকে এতোটা ভালো রাখতে পারতাম না,, আর সবথেকে বড় কথা হলো ভালোবাসার মানুষ কে খুশি রাখাটাই আসল।
ভাইয়া একটা কথা বলবো??(মাহি)
অবশ্যই বলো??
বলছি যে মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে প্লিজ ওনাকে কষ্ট দিবেন না৷,,, আর আপনি দাড়িয়ে আছেন কেনো?? প্লিজ বসুন (মাহি)
না এখন একদম বসার সময় নেই অনেক বড় একটা ভুল হয়ে গেছে,, সেই ভুলটা এখনি না সুধরালে পরে অনেক দেরি হয়ে যাবে আমায় এখন যেতে হবে,,, ভালো থেকে হ্যাপি ম্যারেড লাইফ (মুচকি হেসে কথা গুলো বলে নেহাল চলে গেলো)
এটা কি হলো??(মাহি)
কোনটা কি হলো??
এই যে নেহাল এভাবে চলে গেলো কেনো?? আর ওনি কোন ভুলের কথা বলছিলো??
কি জানি হয়ত অনেক গুরুত্বপূর্ণ কিছু।
উফ বাঁচলাম এখন মনে হচ্ছে বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা সরে গেলো,,,(জোরে শ্বাস নিয়ে বলল মাহি)
তাই নাকি?? তা কই আমি তো তোর বুকের উপর কোনো কিছু দেখতে পাচ্ছি না অবশ্য তুই চাইলে দেখতেই পারি (চোখ মেরে দুষ্ট হেসে বলল মেহরাব)
ছি কি সব কথাবার্তা অসভ্য লোক একটা চলুন দেরি হয়ে যাচ্ছে (এটা বলে মাহি কপট রাগ দেখিয়ে গাড়ির কাছে চলে গেলো)
কি রাগ বাবা,, এই রাগি মেয়েটাকেই তো আমি এতো ভালোবাসি,, হায়! (বুকে হাত রেখে বলল মেহরাব)
অনেকদিন হলো ভালো করে ভার্সিটিতে যাওয়া হয় না,, নানা কিছুর চক্করে পড়াশুনা তো লাটে উঠেছে,, এতো ভুলো মন হয়েছে ছাতা টাও আনিনি আর বাইরে এতো রোদ একটা গাড়িও পাওয়া যাওয়া না,, উফ (অনেক বিরক্তি নিয়ে কথাগুলো বলতে বলতে হেঁটে যাচ্ছিলো মীরা)
মাথাটা ও কেমন ঝিমঝিম করছে,, কাটা জায়গায় হাত দিতেই নেহাল এর কথা মনে পড়ে গেলো,,, আচ্ছা ওনি কি কখনোই আমায় বুঝবে না?? আমার কপাল টাই খারাপ যখন ভালোবাসা কি বুঝতে পারলাম তখনি এমনটা হওয়ার ছিলো (মীরা কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলো তখনি কেউ পিছন থেকে ডেকে উঠল)
হেই ময়দা সুন্দরী,,,
মীরা ডাকটা শুনে হাঁটা থামিয়ে দিলো,,বুকের ভিতর ধক করে উঠল সেই চিরোচেনা কন্ঠ,,, আমি ঠিক শুনলাম তো?? আমাকে তো এই নামে,, তারমানে ওনি (মীরার ঠোঁটের এককোণে হাসি ফুটে উঠল তারপর পিছন ঘুরে তাকিয়ে দেখলো নেহাল ওর থেকে পাঁচ হয় হাত দূরে বাইক নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে)
কি ময়দা সুন্দরী তুমি কানে কম শোনো নাকি?? আগে তো জানতাম তুমি শুধু ময়দা সুন্দরী এখন তো দেখছি কানেও কম শোনো (মীরার সামনে এসে বলল নেহাল)
ওনাকে দেখে অনেক ভালো লাগছে,, তারমানে আমার কাল রাতে বলা কথাগুলো কাজে লেগেছে ওনি নিজের ভুল বুঝতে পেরেছে,, অনেক খুশি লাগছে, তবুও মুখে হালকা রাগ রেখে বললাম)
আমি মোটেও ময়দা সুন্দরী নয়,, হ্যাঁ এটা সত্যি যে আগে অনেক মেকাপ করতাম কিন্তু এখন করি না,, তাই আমি ময়দা সুন্দরী নয় ওকে।
হমমম এই জন্যই তো এতো সতেজ আর সজীব লাগছে যেনো ভোরের ফোঁটা সদ্য কোন এক রজনীগন্ধা (নেহাল)
হম?? হয়ত। তা আপনি হঠাৎ এখানে কেনো?? কি করছেন এখানে??
ওই যে কাল তুমি যেটা করতে বললে সেটাই করছি।
কোনটা বলুন তো??
চেষ্টা,,,। চেষ্টা করছি, কাউকে ভোলার আর কাউকে আপন করার।
ওহ ভালো তো,, তা আমার কাছে কি চাই??
আপন করতে চাই,,, ভালোবাসতে চাই,, অতীত ভুলতে চাই,, প্লিজ সাহায্য করো আমায় (মীরার হাত ধরে বলল নেহাল)
মীরা শুধু ড্যাব ড্যাব করে নেহাল এর দিকে তাকিয়ে ছিলো,, তারপর আস্তে করে নিজের হাতটা নেহাল এর হাত থেকে ছাড়িয়ে পিছন ফিরে গেলো।
করবে না আমায় সাহায্য?? আমি তোমার প্রতি যা অন্যায় করেছি সেটা শুধরানোর একটা সুযোগ দিবে না আমায়?? আমি কি এতোটাই দোষী?? এই অধম কে কি আর একটা সুযোগ দেওয়া যাই না??
মীরা নেহাল এর কথা শুনেও না শুনার ভান করে চলে যেতে লাগলো,, তারপর কিছুদূর গিয়ে পিছন ফিরে দেখল নেহাল মাথা নিচে করে দাঁড়িয়ে আছে,, মীরা চিৎকার করে বলল।
পুলিশ বাবু আমি আর একি ভুল বার বার করবো না,, আর আপনার সাথে তো প্রেম করবোই না আপনি শুধু কষ্ট দেন, তাই এখন থেকে যা হবে সব বিয়ের পর হবে,, সব কথা বিয়ের পর হবে ওই যে কি যেনো বলে (একটু ভেবে) হ্যাঁ, বলব কথা বাসর ঘরে, , বাড়ি গিয়ে নিজের বাবা মা আর ভাই কে আমার বাড়িতে বারাত নিয়ে পাঠান তারপর সব কথা হবে। আপনি আমার সাথে যা যা করেছেন সব কিছু বিয়ের পর উসুল করবো (এই বলে মীরা দৌড়ে চলে গেলো)
আর নেহাল মীরার কথা শুনে ওখানে কিছুক্ষণ হাবলার মতো দাড়িয়ে থাকলো তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল।
,,,,,রাতে,,,,,
ওই বউ কই তুই (রুমে আসতে আসতে বলল মেহরাব)
কি হয়েছে এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেনো?? আমি কালা নাকি যে জোরে না ডাকলে শুনতে পাবো না (কাপড়ে হাত মুছতে মুছতে রুমে এসে বলল মাহি)
মাহিকে পিছন থেকে জরিয়ে ধরে বলল মেহরাব,,, কি মেড্যাম আপনি রেডি তো আবার নাচ করার জন্য??
মানে??
মানে হলো শেষ মেষ আমাদের নেহাল বিয়ে করতে রাজি হলো,, ও নাকি বিকালে বাড়ি গিয়ে সোজা মেঘ আর আংকেল আন্টির সামনে গিয়ে বলেছে ওহ মীরাকে বিয়ে করতে চাই।।
কিহ?? সত্যি?? ইয়ে কি মজা (মাহি খুশিতে লাফিয়ে উঠলো আর ভুল বসত মাহির হাত মেহরাব এর নাকে লাগল)
আহ এই মেয়ে খুশিতে বরের নাক ফাটিয়ে দিবি নাকি (মেহরাব নাক ধরে বলল)
অ! লেগেছে বুঝি সলি বাবুতা (সরি) আদুরে গলায় বলল।
হুম লেগেছে তো তবে নাকে নয় এখানে (ঠোঁট দেখিয়ে) আদর করে দে (মাহির কমর জরিয়ে বলল)
বদ লোক ছাড়ুন আমাকে,, সব সময় শুধু লুচুগিরি (মাহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল)
উমম ছাড়ার জন্য তো ধরিনি জান,, আমি তো আমার পাওয়া নিয়েই ছাড়বো আর তুই যখন লুচু বলেছিস তখন তো একটু লুচুগিরি করতেই হয়,, এই বলে মাহির ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাজে নিয়ে নিলো।
,,,,,পরদিন নেহাল এর পুরো পরিবার মীরার বাড়িতে গেলো, ওখানে মাহি মেহরাব আর মাহির পুরো পরিবার সহ মেহরাব এর পরিবারের সবাই ছিলো,,,আর কয়েকমাস পর ইশিতার বিয়ে তাই ঠিক করা হলো নেহাল আর মীরার বিয়েও ওইদিন হবে মানে দুটো বিয়ে একসাথে হবে তাও আবার গ্রামে, সেই আগের মতো জাকঁজমক করে,, ঠিক যেমন মেঘলার বিয়েতে হয়েছিলো তেমন,,,, মাহির ছোট মামা নানু মামী আর ইশিতা ভিতিও কলে ছিলো,, ইশিতা তো সেই খুশি,,
যেহেতু বিয়ে আরো পরে হবে তাই,, আজকে শুধু আংটি বদল করে রাখা হলো,,,,, আংটি পরনোর সময় মীরার লজ্জায় নিচের দিকে তাকিয়ে ছিলো আর৷ নেহাল আংটি টা পরিয়ে দিয়ে বড়সর একটা শ্বাস নিলো যেনো অনেক বড় একটা বোঝা কাধ থেকে নেমে গেলো, এখন নিজেকে হালকা লাগছে।মেহরাব মাহির পাশে দাঁড়িয়ে মাহির কানে কানে বলল।
কি বলিস আমরাও আবার বিয়েটা করে ফেলি??
সখ কত বদলোক একটা (এটা বলেই মাহি মুচকি হেসে ফেলল)
(ওরে বাবা কতবড় একটা পার্ট দিলাম😀☺)
চলবে,,,,,,,,??