মেঘকন্যা পর্ব-১০

0
3197

#মেঘকন্যা☁️
#Part_10
#Writer_NOVA

হালকা ঝিরিঝিরি বৃষ্টির সাথে মৃদুমন্দ বাতাস।পরিবেশটা বেশ লাগছে আমার কাছে। দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছি।চোখ দুটো বন্ধ করে মুখটা আকাশ পানে উঠিয়ে রেখেছি।বৃষ্টির ফোঁটা গুলো আমার বন্ধ চোখের ওপর আছরে নিচে পরছে।ছাদে বসে একটা থ্রিলার উপন্যাস পরছিলাম।হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল।বৃষ্টি দেখলে আমার হুশ থাকে না।কতক্ষণে বৃষ্টিতে ভিজবো তার চিন্তা। তাই বই রেখে বৃষ্টিতে ভেজা শুরু করলাম।বৃষ্টির বেগ অনেকটা কমে গেছে। গাছের পাতায় চুইয়ে পরা পানিগুলো নিচের মাটি ভিজিয়ে দিচ্ছে। আম্মি দেখলে অবশ্য আচ্ছা করে বকে দিবে।সে এখন ঘুমোচ্ছে।।কিন্তু ইচ্ছে মতো আগে ভিজে তো নেই। তারপর না হয় আম্মির বকা চুপচাপ হজম করে নেয়া যাবে।

বেশ কিছু সময় ধরে একটা সুঘ্রাণ নাকে আসছে।মনে হচ্ছে কড়া পারফিউম দিয়ে কেউ আমার আশেপাশে ঘুরঘুর করছে। আজকাল আমার ভয় লাগে না। বরং মনে হয় সবসময় আমার প্রিয় মানুষটা আমার সাথে আছে।চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে পারফিউমের ঘ্রাণটা উপভোগ করছি।জানি সে অদৃশ্য হয়ে আমার কাছে এসেছে। কানের কাছে ফিসফিস করে সে বললো।

—- এতো ভিজো না মেঘকন্যা।ঠান্ডা লাগবে যে।তারপর সারা রাত আমার ঘুম হারাম করে তোমার সেবা করতে হবে।এতো বৃষ্টিবিলাসীনি হতে কে বলেছে?আমিতো বলিনি।পুরো চুপচুপা ভিজে গেছো।নিচে গিয়ে জামা-কাপড় পাল্টে নাও।জ্বর হবে তো।তুমি অসুস্থ থাকলে আমার একটুও ভালো লাগে না। প্লিজ লক্ষ্মীটি, আমার কথা শোনো।

আমিঃ উহু, আমি আপনার কথা মানতে রাজী নই।আমাকে বৃষ্টির ছোঁয়া গুলো অনুভব করতে দিন।আপনি শুনতে পারছেন বৃষ্টির তালে তালে কি মধূর সুর বইছে।আপনি আমাকে কি জানি বললেন?ও মনে পরেছে।মেঘকন্যা,মেঘকন্যা বলেছেন আমাকে।মেঘকন্যারা যদি এমন দিনে ঘরে বসে থাকে তাহলে কি মানায়? মেঘকন্যা তো বৃষ্টির তালে নিজেকে বিলিয়ে দিবে।

—- তুমি এখন নিজেকে বিলিয়ে দিলে রাতভর আমাকে তোমার সেবায় বিলিয়ে দিতে হবে।বউ ত্যারামী না করে ভেতরে চলো তো।

আমিঃ আমি তো এত তাড়াতাড়ি যাবো না।কমপক্ষে ১ ঘন্টা ভিজে তারপর ভেতরে যাবো।ভীষণ ভালো লাগছে আমার বৃষ্টিতে ভিজতে।আপনি তা বুঝবেন না।আমাকে বিরক্ত না করে ভাগেন তো এখান থেকে।

তাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে আমি বৃষ্টিতে ভিজতে মনোযোগ দিলাম।অন্যের কথা শুনে আমি নিজের আনন্দ মাটি করবো নাকি।সেই যে কখন চোখ বন্ধ করেছি।এখনো খুলিনি।খুলতে ইচ্ছে করছে না। ইচ্ছে তো করছে সারাদিন যদি এভাবে বৃষ্টিতে ভিজতে পারতাম।তাহলে আমি আম্মির হাজারটা বকুনি শুনতেও রাজী।নিজেকে ময়ূরের মতো সাজিয়ে বৃষ্টির তালে তালে নাচতে ইচ্ছে করছে। আকাশটা বেশ পরিষ্কার। সাদা শুভ্র মেঘেরা এদিক সেদিক ছোটাছুটি করছে। তারাও বোধগয় আমার মতো খুশি।

—তুমি কি আমার কথা শুনবে?যেচে নিজের অসুস্থতাকে ডেকে আনছো তুমি। আল্লাহ ভালো রেখেছে বলে কি ভালো লাগছে না।একটা অসুখ বাঁধিয়ে ঘরে বসে থাকার ইচ্ছে হচ্ছে। (রেগে)

আমিঃ আল্লাহ না চাইলে আমার কিছুই হবে না জনাব।আপনাকে আমার জন্য শুধু শুধু চিন্তা করতে হবে না।নিজের চরকায় তেল দিন।নিজে বৃষ্টিতে ভিজছে আর আমাকে ভিজতে মানা করছে।হু হু যান ভাগেন।আপনাকে আমি ভয় পাই নাকি।

—- আমি তো ভুলেই গিয়েছি যে তুমি সোজা কথার মানুষ নও।তোমার সাথে শুধু শুধু এতগুলো বকবক করে আমার এনার্জি নষ্ট করলাম।এবার যা করার আমি নিজেই করবো।

কোন কথা গায়ে না মেখে আমি ঠায়,দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি।হঠাৎ মনে হলো আমার চোখে কেউ কালো ফিতে দিয়ে আটকে দিলো।আমি ফিতা টেনে খুলতে গেলে আমার দুই হাত মুচড়ে আমাকে তার নিজের সাথে মিশিয়ে নিলো।আমি চিৎকার করতে নিলে সে তার এক আঙুল আমার ঠোঁটে ছুঁয়ে বললো।

— চুপ, একদম চুপ।কোন শব্দ করবে না। তোমার মা ঘুমিয়েছে। সে যদি উঠে যায় তাহলে তোমার কপালে নয় নম্বর বিপদ সংকেত আছে।

বৃষ্টির তোড়জোড় বেড়ে চলছে।এবার আমি ঠান্ডায় কাঁপছি। বৃষ্টির কারণে নয়।তার শরীরের তাপমাত্রার কারণে।কেন জানি মনে হচ্ছে সে আমার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু কিছু সময় পর আমি টের পেলাম শূন্যে ভাসছি।ভয়ে তার গলা দুহাতে জরিয়ে ধরলাম।তার হিম ঠান্ডা শরীরের কারণে আমার প্রচুর শীত করছে।সে আমাকে আরো শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিলো।রুমে এসে নামিয়ে দিলো।আমি টান মেরে চোখের ফিতা খুলতে চাইলাম।

আমিঃ এই ফিতা খুলছে না কেন? এই সুবর্ণ সুযোগ তাকে দেখার।তাড়াতাড়ির সময় দেরী হবেই।
(মনে মনে)

— শুধু শুধু শক্তি নষ্ট করে কোন লাভ নেই। আমি আগেও বলেছি আমি না চাইলে তুমি কখনো সে কাজগুলো করতে পারবে না।আমি জানি আমি অনেক হ্যান্ডসাম।তাই বলে আমাকে দেখার জন্য তোমার এই ব্যকুলতা আমাকে আবারো জানিয়ে দিলো আমি আসলেই হ্যান্ডসাম।(ভাব নিয়ে)

আমিঃ ইস,নিজের গীত গাওয়া হচ্ছে। নিজের ঢোল নিজে পিটায় লজ্জা করে না।ব্যাটা বজ্জাত। আমার ওপর অধিকার দেখায়।একবার বাগে পাই তোকে, গোবরের পানি দিয়ে গোসল করাবো।(মনে মনে)

— পারবে না।তুমি আমাকে গোবরের পানি দিয়ে গোসল করাতে পারবে না।আমাকে দেখলে চোখ ফেরাতে পারবে না। তখন এসব আলতু ফালতু বুদ্ধি গুলো তোমাকে ছেড়ে পালাবে।নিজের এই ছোট্ট মাথাটাকে এতো প্রেসার দিয়ো না।এই নাও তোমার জামা।জলদী করে পাল্টে নেও।ভিজা কাপরে থাকলে অসুস্থ হয়ে পরবে।

আমিঃ আমি এখন জামা-কাপড় পাল্টাবো না।যখন ইচ্ছে হয় তখন পাল্টাবো।আপনি আমার রুম থেকে বের হোন তো।আপনাকে দিনকে দিন আমার শুধু বিরক্ত লাগছে।(রাগী সুরে)

—- ওহ্ তুমি বোধহয় চাইছো আমি নিজ হাতে তোমার ড্রেস চেঞ্জ করে দেই। এম আই রাইট বউ।আমার কোন সমস্যা নেই। আমি খুশিমনে তা করতে পারবো।
(বাঁকা হেসে)

আমিঃ আআআআমি এই কথা কখন বললাম।একদম কাছে আসবেন না।ব্যাটা লুচু কোথাকার? একটা মেয়েকে একা পেয়ে কি উল্টো পাল্টা বকছে।

—- তুমি কেন বলবে?আমি তো জানি।কারণ তোমার মনের কথা আমি স্পষ্ট শুনতে পাই। এমনি তোমাকে আজ ভিজে কাপড়ে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।তুমি যদি আমাকে একটা সুযোগ দেও তো আমি তোমার এই হেল্পটা স্বামী হিসেবে করতেই পারি।

কিন্তু আবরার মেঘার দিকে এগিয়ে আসছে।সামনে এসে এক হাতে মেঘার কোমড় জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিলো।আরেক হাতে যেই জামার পেছনের দিকের চেইনে হাত দিয়েছে ওমনি মেঘা দুই লাফে সেখান থেকে সরে যায়।নিজের হাতে শুকনো ড্রেস নিয়ে নিজের গায়ে জরিয়ে নেয়।ভয়ে ও শীত দুটো মিলে মেঘা ঠকঠক করে কাঁপছে।

খারুশ ব্যাটার কথা শুনে নিজের চুল নিজেরি ছিঁড়তে মন চাইছে। আমার চোখ হঠাৎ খোলা পেলাম।চোখের ফিতাটা খুলে দিয়েছে। তাকিয়ে কাউকে দেখতে পেলাম না।ড্রেস নিয়ে এক দৌড়ে ওয়াস রুমে চলে গেলাম।আল্লাহ, এই বদমাশ লোকটাকে একটু সুমতি দেও।মুখে যা এলো তাই বলে গেল।যদি বাই চান্স আমার ড্রেস সত্যি পাল্টে দিতো।আমি চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে রইলাম।আর কিছু ভাবতে পারছি না।নিশ্চয়ই আমার এই কান্ড দেখে সে মিটমিট করে হাসছে আর মজা নিয়েছে।

🌨️🌨️🌨️

অঙ্গরাজ্য……..

রাজকীয় পোশাক পরে রাজপ্রাসাদের বারান্দায় থাকা দোলনায় বসে আপন মনে আপেল খাচ্ছে ইশাল।তার মনটা ভীষণ খুশি খুশি দেখাচ্ছে। তার কাঁধে থাকা সাপ টাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মনে মনে কিছু একটা ভেবে বেশ কিছু সময় পর পর শয়তানি হাসি দিচ্ছে।

রাজাঃ একি পুত্র তুমি এখানে আরাম করে বসে আপেল খাচ্ছো।এখন কি দোলনায় বসে দোল ও আপেল খাওয়ার সময়।তুমি এভাবে হাত-পা গুটিয়ে বসে আছো কেন?এভাবে বসে থাকলে আমাদের পরাজয় নিশ্চিত।

ইশালঃ চিন্তিত হয়েন না আব্বাজান।আমি সব ঠিক করে রেখেছি।এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। আর কিছু সময় অপেক্ষা করুন।অনেক বড় ধামাকা পেতে চলছেন।

রাজাঃ এটা কি ধরনের বেয়াদবি পুত্র? সামনে আমরা মেঘরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এর মধ্যে তোমাকে মেঘপুত্রকে পরাজিত করে কন্যাকে বিবাহ করতে হবে। পূর্ণিমা আসতে বেশি দেরী নেই।পুত্র ভুলে গেলে চলবে না। আমাবস্যা যেমন আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ তেমনি পূর্ণিমা আমাদের জন্য অভিশাপ স্বরূপ। এখন হাত-পা গুটিয়ে বসে থাকলে আমরা ধূলিসাৎ হয়ে যাবো পুত্র।

ইশালঃ আব্বাজান আপনি খামোখা এসব উদ্ভট চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন।আমি নতুন করে গুটি সাজিয়ে ফেলেছি।

রাজাঃ কি করেছো তুমি? যার জন্য মনের সুখে আপেল গিলছো।বেশ ফুরফুরে মেজাজে আছো মনে হচ্ছে। এতো আমেজ পেলে কোথায়?মনে রঙিন রঙের ছোঁয়া লেগেছে মনে হচ্ছে।

ইশালঃ আপনি কি আমার রিহিসকে দেখতে পাচ্ছেন আব্বাজান? আপনি ভালোমতো কিছু খেয়াল না করে আমাকে হাজারটা কথা শুনাতে বেশ পটু হয়ে গেছেন।

রাজাঃ তোমার রিহিস কোথায়?তুমি তাকে নিয়ে কি গুটি খেলছো।মনে রেখো পুত্র সঠিক পরিকল্পনা না করলে সেদিনের মতো আবারো মেঘকন্যার ঝাপটা খেয়ে রাজ্যে ফিরবে।তোমার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু রিহিস।তার জীবনের সাথে তোমার জীবন জরিয়ে আছে।সুতরাং এমন কিছু করো না যার কারণে তোমার সব শক্তি ভেনিস হয়ে যায়।আর তুমি মৃত্যুর মুখে পতিত হও।

ইশালঃ আপনার কি মনে হচ্ছে না আব্বাজান, আপনি একটু বেশি বেশি ভাবছেন?আপনার পুত্রের ওপর আস্থা রাখুন।

রাজাঃ আমার পুত্র কিরকম তা আমি জানি।তাইতো আমার এতো চিন্তা হয়।তোমার মাতা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকে কোলে পিঠে করে বড় করেছি।আমি যদি তোমাকে না চিনতে পারি তাহলে কে চিনবে বলো তো।

ইশালঃ আপনি আমার কথা না শুনে বৃত্তান্ত বর্ণনা করা শুরু করেছেন।আগে আমার কথাটা তো মনোযোগ সহকারে শুনুন।

রাজাঃ বলো আমি শুনছি।তোমার এই উদ্ভট চিন্তাধারা শুনে আমাদের বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না।সবসময় উল্টো পাল্টা ভাবো।

ইশালঃ আমি আমার রিহিসকে মেঘকন্যার বাড়িতে পাঠিয়েছি।তাকে আমার পুরো শক্তি দিয়েই পৃথিবীতে রেখে এসেছি। সে এখন গিয়ে মেঘকন্যাকে দংশন করবে।দংশনে কন্যার খুব বেশি একটা সমস্যা হবে না।কিছু সময় সারা শরীর নীল থেকে আপনাআপনি ঠিক হয়ে যাবে।

রাজাঃ তাহলে এতো কষ্ট করে কন্যাকে দংশন করার কি দরকার পুত্র? তাছাড়া কন্যাকে রক্ষা করার জন্য সর্বসময় মেঘপুত্র হাজির থাকে।এক সেকেন্ডের জন্যও চোখের আড়াল করে না।মেঘপুত্রের চোখ ফাঁকি দিয়ে রিহিস যে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারবে তারি বা নিশ্চয়তা কি?

ইশাল তার পিতাকে টেনে নিজের পাশে দোলনায় বসিয়ে দিলো। তারপর তার চোখে চোখ রেখে বাঁকা হেসে বললো।

ইশালঃ আমাকে আপনি গর্দভ উপাধি দিন।কিন্তু আসলে গর্দভ তো আপনি আব্বাজান।

রাজাঃ মুখ সামলে কথা বলে ইশাল।আমি তোমার পিতা।তুমি ইদানীং আমার সাথে অতিরিক্ত বেয়াদবি করছো।তুমি আমার পুত্র বলে যে বারবার তোমাকে ছেড়ে দিবো এমনটা কিন্তু তুমি ভেবো না।(রেগে)

ইশালঃ মাথা ঠান্ডা করুন আব্বাজান।মনোযোগ দিয়ে আমার কথা শুনুন।আমি এখন মেঘকন্যার কোন ক্ষতি চাইছি না।কন্যার ক্ষতি হলে আমাদের সর্বনাশ হবে।কন্যাকে সাপে কেটেছে দেখে মেঘপুত্র আবরার নিশ্চয়ই হাত-পা গুটিয়ে বসে থাকবে না। সে কন্যার বিষ নামিয়ে রাগে ও ক্ষোভে আমাকে খুঁজতে থাকবে। কারণ আমি তার প্রাণ প্রিয়ার ক্ষতি করতে চেয়েছি। সে তো আমাকে আর এমনি এমনি ছেড়ে দিবে না।আমাকে যখন খুঁজতে বের হবে।আমি তখন উত্তরের ভয়ংকর জঙ্গলে আশ্রয় নিবো।আবরার আমাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসবে।তখন আমি তার প্রাণ নাশ করবো।উত্তরের জঙ্গলে চাঁদের আলো ছাড়া মেঘরাজ্যের সবাই একেবারে নিঃস্ব। আজকের রাতের আকাশটা দেখো।চাঁদ কিংবা তারার চিহ্নটুকুও নেই। চারিদিকে ঘন কালো মেঘের ছড়াছড়ি।চাইলেও আজ আবরার আমার কাছ থেকে বাঁচতে পারবে না।

রাজাঃ তোমার পরিকল্পনা পছন্দ হয়েছে পুত্র। তবে সাবধানের মার নেই। হিতের বিপরীত কিছু করো না। যার জন্য সারাজীবন পস্তাতে হয়।

ইশালঃ আপনি নিশ্চিন্তে থাকুন আব্বাজান।এবার আমার জিত হবেই হবে।

রাজাঃ ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আগেই লাফিয়ো না পুত্র। পরিকল্পনায় সফল হয়ে তারপর খুশি হয়ো।

রাজা গম্ভীর মুখে রাজদরবারে চলে গেল। ইশাল মনের সুখে একটার পর একটা কামড় দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপেল খাওয়ায় মনোযোগ দিলো। এমনভাবে আপেল খাচ্ছে মনে হচ্ছে আপেল নয় মেঘপুত্রের মাথা চিবিয়ে খাচ্ছে।

#চলবে