রাগী ম্যাম পর্ব-০৪

0
583

#রাগী_ম্যাম

পর্ব_৪

লেখক:MR.S

তারপর খাওয়া-দাওয়া হলো ভাই আমার কি খাটির একমাত্র জামাই বলে কথা।এম যন্ত কেউ করে নাই কোনোদিন ও ।আফসোস আগে যদি বিয়ে করতাম🙈🙈🤗😍🙊। খাওয়া-দাওয়া শেষে রাতে ঘরে এলাম সাথে অথই ও এল ঘুমাবেন বলে। সে খাতে আর আমি তার সোফায়।
কি অবস্থা বাড়ির জামাইয়ের।
আমি সোফায় বসে ফ্রি_ ফায়ার খেলছি।
দেখলাম বউ আমার দিকে একবার ফিরে অন্য দিকে ফিরে শুয়ে পড়ল। আমার এক লেডি ডুও পার্টনারের সাথে খেলছি। প্রায় রাত বারোটা ছুঁই ছুঁই। আমি কথা বলছিলাম তার সাথে যেমন__

তুমি কি সিংগেল (ডুও পার্টনার)

হ্যা তুমি (আমি বললাম । ভাবলাম বউ ঘুমানো। কিন্তু সে জেগে ছিল আমি জানতাম না। আমাদের কথা স্পট শুনতে পারছে)

আমিও

ও। খুব খারাপ

তাহলে তুমি আমার BF হবে

আমি কিছু বলব তখনই আমার মোবাইল ফ্লোরে আছাড় মেরে ভাঙ্গল। তাকিয়ে দেখি আমার বউ ।
সে কি রাগ এমন চেহারা আগে দেখি নাই।

আসলে ও আমার ফ্রেন্ড (ভয়ে ভয়ে আমি)

আর বলতে পরলাম না তার আগেই ঠাসসসস 👋🖐️👋 ঠাসসসস🤚👋✋ করে দুটো দিয়ে দিল। আজকের থাপ্পর অনেক জোরে দিয়েছে।অনেক ব্যাথা পেয়েছি

তোর লজ্জা করেনা। ঘরে বউ থাকতে।
অন্য মেয়ের সাথে ফ্লাট করিস😠😡। (রাগী ভাবে অথই)

না মানে (আমি)

দেখলাম অথইর চোখে ভেজা তার মানে কি ও আমাকে না না আমি ভাবছি ওতো আমাকে ভালোবাসে না। তাহলে কি ও জেলাস ফিল করছে
ও আর কিছু নাবলে খাটে চলে গেল মনে হয় কান্না করছে😥😢😩😫।আমি মোবাইল ফ্লোর থেকে তুলাম দেখি ফোনের বারটা পঞ্চাশ বাজিয়ে দিছে । ডিস্পেলে তো শেষ মোবাইলের মোবাইলের খাপ খোপ আউলাই দিছে। তারপর অনেক কষ্টে ফোন খুললাম কিন্তু কিছুই দেখা যাচ্ছেনা। কিন্তু আমি অবাক কারন অথই এখনো কাঁদছে বালিশে মুখ গুজে। বুঝলাম না ও তো আমাকে ভালোবাসে না।ধুর এতো ভেবে লাভ নাই আমার মোবাইল তো গেছে 📱📱।অনেক কষ্টে বাবাকে বলে সত্তর হাজার টাকা 💸💸 দিয়ে কিনেছে এবার আমি কি করব😢😩😫😟। আমিও সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙ্গতেই দেখি অথইর চোখ ফোলা ফোলা লালচে হয়ে গেছে। তার মানে সারা রাত 🌃 কান্না করছে

শরি আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন (আমি আবালের মতো করে)

😠😡😤😬(ও কিছু না বলে রাগী লুকে চেয়ে ফ্রেস হতে চলে গেল)

তারপর আমার সাথে কোনো কথা বলল না।আমি অনেক বার চেষ্টা করেছি কথা বলতে লাভ হলোনা। তার পর তাদের বাসায় আরো দুদিন থেকে চলে আসলাম কিন্তু এই দুদিন আমার সাথে কোনো কথা বলে নাই। শুধু তার বাবা মার সামনে ছাড়। বড়ি আসলাম বন্ধু দের সাথে অনেক দিন কথা হয় না তাই ফোন দিলাম। ভাঙ্গা ফোন দিয়ে অনেক কষ্টে

কিরে মামা কি খবর(আমি)

এইতো। তা মামা ট্রিট কই🥙🍝🥐🍗🥣(রবি)

(সালারা আবার জানে ফেললো নাতো) কিসের ট্রিট 🍝🌭🍔🍟🍖🍟

এইজে ছ্যাকা খাইসো

(সালারা মানুষ হবিনা) আয় তোদের আমার চল্লিশা খাওবানে

চেতস ক্যান। তা জুনিয়র বাপ্পারাজ তুমি তো ছ্যাকা খাইয়া কই ছিলা। জানোস ম্যামের বিয়ে হয়ে গেছে হা হা হা হা😁😁😆😂😭😆

(তুই তো জানিস না কার সাথে বিয়া হইছে 💃😂😭 মনে মনে বললাম)

তুই ম্যামের জামাই দেখছোস

না ভাই।এমনি শুনছি

জলিল চাচার দোকানে আসবি

আসবনে। সবাইকে আসতে বলিস। অনেক দিন আড্ড দিনা(আমি)

বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম জলিল চাচার দোকানে সেখানে গিয়ে দেখি সবাই একসাথে আছে। আমি ছ্যাকা খাওয়া ভাব নিয়ে তাদের কাছে গেলাম।
গিয়ে সিগারেট আর চা পাটি দিলাম। ওরা সবাই আমাকে নিয়ে ঠাট্টা করল। তারপর ফ্রিতে কিছু ঞ্জান দিল।
তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল।
কলিং বেল দিলাম না কারন সবাই ঘুমিয়ে পরেছে আমি এক্সট্রা চাবি দিয়ে দরজা খুললাম।
ঘরে ঢুকতেই আমি অবাক সবাই এখনো জেগে আছে। সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে তারা আমাকে খেয়ে ফেলবে। একপাশে দেখি অথই ও আছে।
বাবা আমার কাছে এসে

হারামজাদা তুই কি একটুও ভালো হবিনা। আগে রাতবিরাতে বড়ি অস্তি কিছু বলতাম না।এখন তুই বিয়ে করেছিস তোর বউ আছে তার কোনো খোঁজ খবর রাখিস। খেলো কি খায় নাই। তোর জন্য। এত রাতে না খেয়ে বসে আছে 😠😠😠 (রাগী গলায়)

আমি কি খেতে না করেছি(আস্তে আস্তে বললাম)

কি কিছু বললি।

না

সবাই খেতে বসো‌। বৌমা তুমিও বসো (মা)

সবাই খেতে বসলাম।তখন বাবা বলল।

বৌমা আজ থেকে তুমি প্রিতিদিন রাফিকে পড়াবে। ওকে পাশ করানোর দায়িত্ব তোমার

কিন্তু বাবা ও আমার কথা শুনবে (অথই)

না শুনলে। লাঠি দিয়ে পিটাবা।তোমাকে যদি কিছু বলে আমাকে বলবা

(আমার কথাটা শুনে গলায় ভাত আঁটকে গেল কাসতে কাস্তে বললাম) না আমি ওর কাছে পড়বনা।

তুমি যদি না পারো তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যেত পারো। কোথায় যাবে যাও। আমার সম্পত্তি বৌমাকে দিয়ে দেব।এখন কি করবে সব তোমার হতে (বাবা)

তোমার আমার মতো নিরিহ ছেলের উপর অত্যাচার করে😩😢😓😫

পড়াশোনা করেছে কিনা

করব

তারপর খাওয়া-দাওয়া করে রুমে চলে গেলাম। অথই ও এল। এসেই ঠাসসসস 👋🖐️ করে একটা লাগিয়ে

মারলেন কেন

তুই এত রাত পর্যন্ত কি ছিলি😠😠😡😤

বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম 🐻🐹🙉

আর রাত করে বাসায় ফেরা জাবেনা মনে থাকবে (রাগী ভাবে)

মনে থাকবে

আচ্ছা বই নিয়ে আয়

এখন বই পড়তে হবে

না রোমান্স হবে

স্মৃতি (খুশি মনে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম)

এই লুচ্চা বই নিয়ে আয় (আর একটা দিয়ে ঠাসসসস)

আমার তো বই দেখে মাথা ঘুরছে। এই বইয়ের সাথে আমার সম্পর্ক নেই কয় বছর।

বৌ আমার জানি কেমন কেমন করছে(আমি)

কেমন লাগছে। শরীর খারাপ নাকি

না‌ অনেক বছর পর বই ধরছি তো তাই 😁😄😀

দিল আর একটা থাপ্পর। ভাই এটা আমার গাল নাকি ভোতের বেল্ট পেপার শুধু শিল মেরে যাচ্ছে।
সে আমাকে বুঝাচ্ছে।
আমি বুঝা বাদ দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছি। আসলে অথই মে সময় পড়ায় তখন ওকে অনেক কিউট লাখ।
আমি যে তার দিকে তাকিয়ে রয়েছি তা মনে হয় বুঝতে পেরেছে।

বলতো এটা কি হবে

কোনটা। ও এইটা জানিনা

দিল আর একটা। পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকা। দারা আজ তোকে বলে জেই আমাকে মারতে জাবে অমনি তার হাত পিছন থেকে পেঁচিয়ে ধরেছি…….

___চলবে___