শান্তি সমাবেশ পর্ব-০৫

0
2147

#শান্তি_সমাবেশ
#সাইয়্যারা_খান
#পর্বঃ৫

— আমি কি প্রেম করি আপনার সাথে মৃত্ত? কখনো প্রেমে’র আলাপ করেছি? রাত বিরাতে ফোন কল দিয়ে জাগিয়ে রেখেছি নাকি প্রেমিকদের মতো আপনার পেছনে ঘুরঘুর করেছি?

অভিমানে মৃত্তিকা টাইটুম্বুর হলো। শুধু শক্ত করে আঁচলটা খাঁমচে ধরে মাথা নাড়ালো। মানে সেও সম্মতি দিচ্ছে যে পূর্ণ তার সাথে প্রেম করে না। মাথাটা নাড়িয়েই পা ঘুরালো মৃত্তিকা। এখানে আর এক মুহূর্তও না। মোট কথা পূর্ণ ভাই এর সামনেই আসবে না সে। কেন আসবে? কি এমন আবদার করেছে মৃত্তিকা যে এতগুলো কথা তাকে শুনাতে হলো? যাবে না ভালোকথা তাই বলে অপমান’টা কি না করলেই নয়? খুব কি দরকার ছিলো এভাবে কঠিন কথা শুনানোর? কথাগুলো ভাবতে ভাবতে পা ঘুরালেও আর যাওয়া হলো না। কারণ আর কি হবে? ঐ ঘুরেফিরে একই পূর্ণ। মৃত্তিকা যাওয়ার মুহূর্তেই শুনতে পেলো ভারী কন্ঠ,

— যেতে বলেছি আপনাকে মৃত্ত? কথা বলছি না আমি?

মৃত্তিকা গেলো না আবার পূর্ণ’র মুখোমুখি ও হলো না। হাতের ফোনটা নিজের সাদা পাঞ্জাবি’র পকেটে ঢুকিয়ে পূর্ণ নিজেই মৃত্তিকা’র সামনে দাঁড়ালো। পর্যবেক্ষণ করলো গভীর ভাবে। হালকা গোলাপী রঙের শাড়ীতে নিজেকে সাজিয়েছে তার মৃত্ত। আধ খোলা তার চুল। মায়াবী মুখটাতে বিস্তৃত সাজ। উহু খুব বেশি সাজ না। এই তো চোখ ভর্তি কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক আর কপালের ঠিক মধ্যিখানে একটা ছোট্ট পাথরের টিপ। অপরুপা বুঝি একেই বলে? সুন্দরী নারী। মোহিত নারী। বিনাশী নারী। মনে মনেই বললো পূর্ণ। বেশ রাগী কন্ঠে জিজ্ঞেস করলো,

— কেন সেজেছেন? কাকে দেখানোর জন্য? এভাবে নিজের রুপ প্রকাশের কারণ কি মৃত্ত?

হঠাৎ কেন পূর্ণ চটে গেল তা বুঝে উঠতে পারছে না মৃত্তিকা। রাগার মতো আবার কি করলো সে? বর্তমান অবস্থান তাদের সেই বটগাছের নীচে। দুপুর গড়িয়েছে বেশ আগেই। পরন্ত বিকেল আসবে আসবে ভাব। পূর্ণ এবার ধমক দিতেই মৃত্তিকা কাঁপা কাঁপা চোখ দুটো তুলে একপলক দেখলো পূর্ণ’কে। সাথে সাথেই নামিয়ে নিলো সেই চোখ। এই চোখে ও তাকাতে পারে না। চাইলেও মন ভরে দেখতে পারে না পূর্ণ’কে। পূর্ণ’র ধমক খেয়েই ভীতু গলায় বললো,

— আপনার জন্য।

কথাটা বলেই জিভ কাঁটলো। কার সামনে কি বললো ও? মাত্রই পূর্ণ ভাই অপমান করলো এটার জন্য আর মৃত্তিকা কি না বললো তার জন্যই এই সাজসজ্জা। একজন্যই ওকে উজ্জ্বল “হাদা” উপাধি দিয়েছে। আসলেই মৃত্তিকা একটা হাদা। সাহস করে আর চোখ তুলা হলো না ওর। পূর্ণ আশ্চর্য হলো সেকেন্ডে’র জন্য পরপরই চেহারা চিলকে উঠলো। তার মৃত্ত তার জন্য সেজেছে। যে কোন পুরুষের কাছেই এটা সুখের। তার নারী তার জন্য সাজবে। সে দেখবে। সবই ভালো কিন্তু অন্য কেউ কেন দেখবে? এক মুহূর্তেই আবার নিজেকে শক্ত করে নিয়ে পূর্ণ বলে উঠলো,

— চলুন আমার সাথে।

একদম বাধ্য বালিকার মতো পূর্ণ’র পিছু গেলো মৃত্তিকা। লেডিস ওয়াসরুমের বাইরে দাঁড়িয়ে মৃত্তিকা’কে ইশারা করে বললো,

— এখনই মুখ, ঠোঁট, চোখ ধুয়ে আসবেন।

হতভম্ব হয়ে গেল মৃত্তিকা। এত কষ্ট করে সকাল সকাল সাজলো এখন কি না ধুয়ে ফেলবে? মৃত্তিকা’কে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণ এগিয়ে ওর সামনে দাঁড়ালো। দুই আঙুল দিয়ে আস্তে করে ওর কপাল থেকে টিপটা ফেলে দিয়ে কিছুটা রাগী কন্ঠে পূর্ণ বললো,

— আপনি বড্ড অবাধ্য মৃত্ত। এসব টিপ কপালে যেন আর না দেখি।

মৃত্তিকা দাঁড়ালো না। সোজা হেটে চলে গেল। বেসিনের সামনে ডলে ডলে চোখ, মুখ, ঠোঁট সব ধুয়ে ফেললো। হঠাৎ ওর কান্না পেলো। মেয়েটা কেঁদেও ফেললো। কার পাল্লায় পরলো ও? এই পূর্ণ ভাই ওকে ভালোবাসে কি না তা এখনও আবছাই ওর কাছে। শ্যামা মুখটা লাল হয়ে উঠলো। ঐ দিনের কথা ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় মৃত্তিকার।

ঐদিন পূর্ণ যখন ওর কাছে আবদার করে গুনাহ করার তখন ভীষণ ভয় পেয়েছিলো মৃত্তিকা। ওর চোখের আর মুখের ভাষা পড়তে পূর্ণ’র সময় লাগে নি। তাই তো পূর্ণ কিছুটা তাচ্ছিল্য’র স্বরে বলেছিলো,

” আপনি আমাকে চিনতে পারলেন না মৃত্ত অথচ আপনার চোখের ভাষা ও আমিও পড়তে পারি। তাহলে বলা চলে নারী থেকে পুরুষের অনুভূতি প্রগাঢ়”।

সেই কথা মনে পড়তেই মৃত্তিকা নিজের ভাবনাকে গালি দিলো একটা। পূর্ণ ভাই কখনো খারাপ উদ্দেশ্য করে তাকে কিছু বলে না। না ই কোন অন্যায় আবদার থাকে তার। দোষটা দিনশেষে নিজেকেই দিলো মৃত্তিকা। বুঝা উচিত ছিলো এটা আর কেউ নয় স্বয়ং পূর্ণ ভাই নিজে।
.
আশেপাশে সবাইকে কাশফুল দেখে মৃত্তিকা’র মন চেয়েছিলো সেখানে যেতে। সবাই যেমন জোট ধরে যায় সেরকম আকাঙ্খা জেগেছিলো মৃত্তিকা’র। তাই তো সকাল সকাল এত কষ্ট করে শাড়ী পড়ে এলো। সাজলো। ক্লাস শেষে যখন পূর্ণ’র সাথে দেখা করে তখনই ওকে দেখা মাত্র ভ্রু কুচকেছিলো পূর্ণ। এক বুক আশা নিয়ে মৃত্তিকা নীচু করে আবদার করেছিলো,

— আজকে কাশফুল দেখতে চলবেন?

সেই কথার প্রেক্ষিতেই পূর্ণ তাকে উপরের কথাটা বলেছিলো। সোজা জানিয়েছে সে মৃত্তিকা’র প্রেমিক না৷ আসলেই তো পূর্ণ কখনো প্রেমে’র প্রস্তাব দেয় নি তাকে। জানিয়েছিলো সোজা বিয়ে করবে। রোজ যে দেখা করে পূর্ণ শুধু ওর হালহকিকত আর লেখাপড়া ই জিজ্ঞেস করে।
হঠাৎ একটা মেয়ে এসে মৃত্তিকা’কে বললো,

— বাইরে পূর্ণ ভাই ডাকে।

মৃত্তিকা তারাহুরো করে মুখ মুছে বের হলো। সাদা পাঞ্জাবি পরিহিত যেন এক নেতাই দাঁড়িয়েই আছে। মৃত্তিকা গিয়ে পাশে দাঁড়াতেই পূর্ণ রাশভারী গলায় বললো,

— পঁচিশ মিনিট লাগার মতো কোন কাজ তো করতে পাঠাই নি আপনাকে? আর চোখ এমন কেন? কেঁদেছেন কেন মৃত্ত?

মৃত্তিকা মাঝেমধ্যে একটু বেশিই অবাক হয়। পূর্ণ কিভাবে ওর চোখ বুঝে? নত মস্তিষ্কেই জবাবে মৃত্তিকা বললো,

— বাসায় যাই এখন?

— এটা আমার উত্তর না৷ আচ্ছা বাদ দিলাম। বাসায় এখন কিভাবে যাবেন? নিশ্চয়ই বলে এসেছেন আজ লেট হবে?

মৃত্তিকা বুঝলো পূর্ণ ওকে টন্ট করছে তাই মাথা তুলে অন্য দিকে তাকিয়ে বললো,

— একটু ঘুরব তারপর বাসায় যাব।

— কার সাথে?

— একা একা ই।

— আসুন।

বলে সামনে হাটা দিলো পূর্ণ। মৃত্তিকা অবুঝ বালিকার ন্যায় তার পিছু পিছু গেলো।

________________

ক্লাস শেষ অথচ হিমু বসে বসে লাইব্রেরিতে নোট করতে ব্যাস্ত। নিজের নোট তার আগেই শেষ। এখন সে নোট করছে তার একমাত্র আবেগের অর্থাৎ রুপা’র জন্য। রুপা যদিও তাকে তেমন একটা পাত্তা দেয় না। আশে পাশে দেখলেই ধমকি হুমকির মধ্যে রাখে। কাল হিমু’কে ডেকে আদেশের স্বরে রুপা বলেছিলো,

— কি জনাব হিমু কিছু কাজ কাম আছে নাকি সারাদিন ই বইতে মুখ গুজে রাখেন।

হিমু আমতা আমতা করে বলেছিলো,

— জ্বি না মানে দুটো টিউশন করাই।

— ওও। শুনো আমাদের ক্লাসের সিআর থেকে আজকের ক্লাসের সব নোট করে কালকে আমাকক দিবে। এই নাও খাতা।

কথাটা বলেই খাতা দিয়ে চলে যায় রুপা। হিমুর মুখে উপচে পড়া হাসি। মনে হচ্ছে তাকে কেউ খুবই গুরুত্বপূর্ণ কাজ দিয়ে গেলো। এতটা যে ওকে হেও করলো তাতে ওর যায় আসে না। রুপা তাকে কাজ দিয়েছে তাতেই সে খুশি। একটু বেশিই খুশি। সবাই তাকে খেঁপায়। বারবার নানা কথা বলে। রুপা’কে নিয়ে ভাবে বলে উজ্জ্বল কত খিল্লি উড়ায় কিন্তু হিমু দমে না। তার বিশ্বাস একটা ভালোবাসা ভিন্ন হবেই। রুপা এই হিমুর হবেই। শারীরিক গড়নের উপর ভিত্তি করে নিশ্চিত কেউ ই ভালেবাসে না।

_____________

খোলা মাঠ। চারিদিকে সাদায় সাদায় ভরা। আকাশের মেঘ গুলো একদম ফুলা ফুলা। সেই সাথে বয়ে চলছে শারদীয় বাতাস। শরৎ কাল বলে কথা। কাশফুলে ভরা চারদিক। সেই সাথে পালা দিয়ে তার সৌন্দর্য বর্ধনে যোগ দিয়েছে পানিতে টাইটুম্বুর বিল। পুরোটাই পরিষ্কার স্বচ্ছ পানিতে ভরা। তার মধ্যে পরন্ত বিকেল। আর কি চাই মানসিক শান্তি’র জন্য?

এমন একটা সুন্দর মাখোমাখো ভালোওয়ালা সময়ে মৃত্তিকা’র মোটেও মন চাইছে রিক্সায় বসে থাকতে। যদিও তার খারাপ লাগছে না বরং কেমন উলোট পালোট অনুভব হচ্ছে কারণ একটাই তার পাশেই রিক্সায় বসা পূর্ণ। এতটুকু রিক্সা তারমধ্যে বসেছে দুইজন। লম্বা চওড়া পূর্ণ সাদা পাঞ্জাবি পড়ে রাজকীয় ভঙ্গিতে বসে আছে তার পাশেই ছোট্ট চড়ুই পাখির মতো বসে আছে মৃত্তিকা। এ যেন উট পাখির সাথে চড়ুই পাখি। নিজেকে এমন উদ্ভব ভাবে চিন্তা করে নিজের উপর কেমন বিরক্ত হলো মৃত্তিকা। এমন একটা পরিবেশ সাথে আছে পূর্ণ ভাই এরমধ্যে নিশ্চিত এমন আজগুবি চিন্তাভাবনার মানেই হয় না। একসাথে বসলেও পূর্ণ ভাই যথেষ্ট সামলে বসেছেন। দেখলেই বুঝা যাবে উনি অন্য জনের বউকে নিয়ে বসেছেন। একটা পুরুষ এতটা সামলে কিভাবে চলে? এই যে এখন ভুলেও মৃত্তিকার গায়ে লাগছে না পূর্ণ। একটা ধারণা মৃত্তিকা’র বদলালো বটে। সব রাজনীতিবীদ’রা খারাপ না। সবার চরিত্রে দোষ থাকে না। কেউ কেউ পবিত্র হয়। পবিত্র পুরুষ। যেমন পূর্ণ। নিজের সাথে কাউকে ঘেঁষতে দেয় না সে। কতটা হায়া থাকলে একজন তাগড়া যুবক এভাবে চলাচল করে? মৃত্তিকা মনে মনে বলে উঠলো, “পবিত্র পুরুষ। চরিত্রবান পুরুষ।”

হঠাৎ রিক্সা থামলো। এক লাফে পূর্ণ নেমে গিয়ে পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বের করে ভাড়া দিলো। মৃত্তিকা’কে বসে থাকতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো,

— নামবেন নাকি বাসায় যাবেন?

মৃত্তিকা নিজের অযাচিত জল্পনা কল্পনা সব বাদ দিলো৷ আস্তে ধীরে শাড়ী সামলে নেমে গেলো। আশে পাশের জায়গা দেখতে দেখতে যেন ওর চোখ জুড়িয়ে গেলো। এত কাশফুল একসাথে কখনো দেখে নি ও। বাবা’র সাথে অনেক ঘুরেছে এই জায়গাটা ভিন্ন। আলাদা শান্তি ময় স্থান। একা একাই হাটতে লাগলো মৃত্তিকা। আশে পাশে অনেক মানুষই এসেছে। কেউ কেউ তো গুড়া গুঁড়া বাচ্চা ও নিয়ে এসেছে। মৃত্তিকা’র এসব দেখেই খুশি লাগে। নিজের বাচ্চাদের ও সে নিয়ে এখানে আসবে মনে মনে ভেবে রাখলো। পূর্ণ হঠাৎ সাইডে তাকাতেই দেখলো মৃত্তিকা নেই। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালেও পেলো না। বিরক্তি সূচক শব্দ করলো মুখে। তখনই চিনা পরিচিত হাসির শব্দ পেলো। খেয়াল করলো মৃত্তিকা দাঁড়িয়ে আছে। মেয়েটা ওর সামনে হাসে না। হাসবে তো দূর কথাই গুনে গুনে বলে। এখন হাসছে কিভাবে। কয়েকটা বাচ্চার সাথে মিলে কাশফুল নিয়ে টানাটানি করছে।
দেখতে সুন্দর হলেও কাশফুল ছিড়াটা একটু কষ্টসাধ্য। সহজে ছেঁড়া যায় না। গোড়াটা তুলনামূলক শক্ত। মৃত্তিকা বাচ্চাগুলোকে কোনমতে ছিঁড়ে দিলেও নিজের জন্য আর নিতে পারলো না। হাত লাল হয়ে এসেছে তার। লম্বা লম্বা দাগ পড়েছে। মুখটা বোঁচা করে মৃত্তিকা পূর্ণের দিকে গেলো। পূর্ণ যেন দেখেও দেখলো না। গম্ভীর কণ্ঠে বললো,

— ঘুরা হয়েছে? এবার বাসায় চলুন।

মৃত্তিকা যেন আকাশ থেকে পড়লো মুখটা ঠিক তেমনই করলো। পূর্ণ’র ভাবভঙ্গি বুঝার কায়দা নেই। সে একটা কালো মাক্স পড়ে আছে। মৃত্তিকা কিছুটা অবাক হওয়ার স্বরে বললো,

— মাত্র না এলাম? এখনই যদি চলে যাই তাহলে আসার কি দরকার ছিলো?

এই প্রথম এতটা উত্তেজিত হলো মৃত্তিকা তাও কি না পূর্ণ’র সামনে। ত্যাঁড়া কন্ঠে পূর্ণ বলে উঠলো,

— তাহলে কি এনে ভুল করলাম আপনাকে মৃত্ত?

মৃত্তিকা দমে গেলো। মাথাটা প্রতিবারের ন্যায় নামিয়ে নিলো। পূর্ণ সেদিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললো। এই ঝোঁপঝাড় এ ঘুরাঘুরি ওর মোটেও পছন্দ নয়। কলেজ পড়ুয়া এমনকি এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও এসব জায়গায় এসে ঘুরে বেড়ায়। একটু অন্ধকার নামলেই গাঞ্জাখোড়দের অভাব পড়ে না। পুলিশ যদিও থাকে তবুও লাভের লাভ কিছুই হয় না। আজ পূর্ণ এসেছে শুধু মাত্র মৃত্তিকা’র করা তার কাছে প্রথম আবদার পূরণ করতে। নাহলে কখনোই ওর এসব পছন্দ না।
এখন আবার ঝামেলা করছে তার মৃত্ত। মুখটা একেবারেই ভোঁতা করে রেখেছে। কি আর করার? পূর্ণ সামনে হাটা দিলো। পিছু পিছু তার মৃত্ত আসবে এটা তার আগেরই জানা।

সামনেই ফুচকার স্টল। পূর্ণ সেখানে থামতেই মৃত্তিকা পেছন থেকে বললো,

— আপনি ফুচকা খাবেন?

— না। আমার মৃত্ত খাবে।

কথাটা কিছুটা মুখ ফস্কেই বললো পূর্ণ অথচ গিয়ে লাগলো মৃত্তিকার বুকে। “আমার মৃত্ত” মানে পূর্ণ’র মৃত্ত। ভাবতেই যেন গালদুটো গরম হলো। পূর্ণ এক প্লেট ফুচকা অর্ডার দিয়ে মৃত্তিকা’কে নিয়ে সাইডে গেলো। একটা ছোট্ট পিচ্চি দিয়ে গেলেই মৃত্তিকা পরপর মুখে ভরতে লাগলো। পূর্ণ ওর এমন খাওয়া দেখে কিছুটা ধমকি দিয়ে বললো,

— তালুতে উঠবে তো। এভাবে খাওয়ার কি আছে?

মৃত্তিকা মুখে আরেকটা পুরে বললো,

–আরেক প্লেট খাব।

— উহু। আর একটা ও না।

— কেন টাকা নেই আর আপনার?

কথাটা খাওয়ার তালে তালে বলেই জিভ কাটলো মৃত্তিকা। ভয়ে ভয়ে মাথা তুলতেই দেখলো পূর্ণ’র গম্ভীর চেহারা। পূর্ণ কিছুটা স্বাভাবিক কন্ঠেই বললো,

— আপনাকে কে বললো আমি টাকা দিব?

মৃত্তিকা’র বেশ গায়ে লাগলো কথাটা। মানলো সে নাহয় মুখ ফস্কে বলে ফেলেছে তাই এভাবে অপমান করতে হবে? কোনমতে বাকি তিনটা একসাথে মুখে ভরে প্লেট রাখতে গেলো। ব্যাগে হাত দিয়ে টাকা বের করে দিতে নিলেই লোকটা মানা করে দিলো। মৃত্তিকা জোর করলেও নিলো না। পিচ্চিটাকে টাকা সাধলে সেও নিবে না। লোকটা শুধু বললো,

— আম্মা এই দোকান তো পূর্ণ ভাই ই তুলে দিসে। এক প্লেট ফুচকা’র টাকা নিলে আল্লাহর কাছে কি জবাব দিমু?

মৃত্তিকা আর কিছু বললো না। যা বুঝার বুঝেছে সে। পূর্ণ’র কাছে আসতেই দেখলো তার এক হাত ভর্তি কাশফুল আরেক হাতে গোলাপি, নীল আর বেগুনি রঙের কটন ক্যান্ডি। মৃত্তিকা যেতেই তার হাতে ওগুলো দিয়ে দিলো। মৃত্তিকার মুখ জুড়ে তখন বিস্তর হাসি। পূর্ণ ও বুঝি হাসলো। বুঝলো না মৃত্তিকা। শুনা গেলো পূর্ণ’র কন্ঠ,

— এবার চলুন মৃত্ত। অনেক হয়েছে।

কথাটা বলেই আশে পাশে তাকালো। সামনেই বাইকে বসা অনেকগুলো ছেলে পেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে দেখে শক্ত করে মৃত্তিকা’র হাতের কবজিটা ধরে সামনে হাটা দিলো। রোডের দিকেই গাড়ি রাখা। ড্রাইভার ডোর খুলে দিতেই আগে মৃত্তিকা’কে বসিয়ে নিজেও ঢুকে পরলো পূর্ণ। গ্লাস লাগানোর আগে আরেকবার দেখে নিলো বাইরে। বিশ্রী এক হাসি দিলো বাইকে বসা ছেলেটা বিনিময়ে চোখ রাঙালো পূর্ণ।

গাড়ি চলতে শুরু করতেই পূর্ণ দেখলো মৃত্তিকা খাওয়া শুরু করেছে। মেয়েটা’কে ওর দারুণ লাগে। এক বোতল পানি নিয়ে নিজে একটু খেয়ে মৃত্তিকা’র দিকে এগিয়ে দিয়ে বললো,

— খেয়ে নিন।

একটু পরই আবারও গম্ভীর কণ্ঠে পূর্ণ বলে উঠলো,

— আজই শেষ মৃত্ত। আর কখনো এমন আবদার করবেন না। আমার কারণে আপনার কিছু হোক সেটা মানতে পারব না আমি।

মৃত্তিকা কিছুই বুঝলো না। পূর্ণ আবারও বলে উঠলো,

— আর কখনো যাতে ভার্সিটিতে শাড়ী পড়াতে না দেখি। বিয়ের পর পড়বেন সেটা আলাদা। আমি দেখব৷ আমার মৃত্ত’কে অন্য কেউ কেন দেখবে?

#চলবে……