শুধু তুই পর্ব-১৮+১৯

0
547

#শুধু তুই
#পর্বঃ১৮+১৯
#Ovi…….(Writer)

“সায়ান

সায়ান তুলি দুজনই দরজার দিকে তাকিয়ে দেখে সায়ানের মা বাবা। সায়ানের মা সায়ানের কাছে এসে জড়িয়ে ধরে কেঁদে বলে

” তুই ঠিক আছিস বাবা

“হুম মা ঠিক আছি

তুলি সায়ানের মায়ের দিকে তাকিয়ে আছে। সায়ানের মা একবার তুলির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়

” চল বাড়ি ফিরতে হবে

“মা রেডি হয়ে নি

সায়ান শার্ট ঠিকঠাক করে। তুলি মাথা নিচু করে বসে আছে। সায়ানের বাবাও কিছু বলছে না৷ তুলি বেশ ভালো বুঝতে পারছে ওনারা তুলিকে নিবে না।

” তুমি একটু বাইরে যাও তো

সায়ানের বাবা আর তুলি চমকে সায়ানের মায়ের দিকে তাকায়।

“শুনতে পাও নি কি বললাম

” যাচ্ছি

সায়ানের বাবা চলে যায়।

“এখন আমাকে কাঁচা গিলে খাবে। যেমন শাশুড়ী তেমন ছেলে। আমার হয়েছে মরন। সব সময় এদের কথা শুনতে হয়।

তুলি বিরবির করে বলছে

” কি বিরবির করছো

“কককই ককককিছু না তো

তুলি তুতলিয়ে বলে

” এরকম জামা পড়ে বর শশুর শাশুড়ীর সামনে বসে আছো লজ্জা করছে না

“নাহহ

” লজ্জা থাকলে তো করবে। শাড়ি কোথায় তোমার?

“না মানে আমার শাড়ি নেই

” আমি তোমার এতো এতো শাড়ি দিলাম ওগুলো কই?

“রেখে এসেছি

” ভালো করছো। থ্রি পিছ আছে

“হুম আছে
তুলি মাথা নিচু করে বলে। সায়ানের মা আলমারি খুলে একটা নীল থ্রি পিছ বের করে।

“একা ড্রেস চেঞ্জ করতে পারবে

তুলি মাথা নারায়। মানে না

“মা কে একটু ডেকে দিন মা হেল্প করবে

” আমি হেল্প করছি

সায়ানের মা তুলিকে থ্রি পিছ পরিয়ে দেয়। চুল আঁচড়ে টেনেটুনে খোপা করে দেয়। তুলির খুব ভালো লাগছে। তুলির খুব করে ইচ্ছে করছে শাশুড়ীকে জড়িয়ে ধরতে কিন্তু সাহস হচ্ছে না। সায়ান আসে

“মা চলো

” তুই তুলিকে কোলে নে

সায়ান আর তুলি তো অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে

“আমি হুইল চেয়ারে যেতে পারবো জাস্ট একটু ধাক্কা দিলেই হবে

” সায়ান ওকে নিয়ে আয়

সায়ানের মা চলে যায়। সায়ান তুলির দিকে তাকিয়ে বলে

“আমার মায়ের ওপর জাদুটাদু করছেন না কি?

” হুমমমম। বস করে রেখেছি

“তাই তো মনে হচ্ছে। আপনাকে তো দুচোখে দেখতে পারতো না আর আজ এতো কেয়ার করছে

” আমিও তাই ভাবছি। কেচটা কি?

“সেম টু ইউ

” গাড়িতে বসে দুজন পাল্লা দিয়ে ভাববো এবার ধাক্কা দেন

“ইডিয়েট

সায়ান তুলির হুইলচেয়ার ঠেলে নিয়ে যায়

“দাঁড়ান দাঁড়ান

” কেনো?
সায়ান দাঁড়িয়ে পরে। তুলি বলে ওঠে

তন্নি

মেয়েটা তুলির কাছে আসে।

“তোকে দেখতে আসলাম। তো তুই এমন খালাম্মা সেজে কোথায় যাচ্ছিস?

তন্নির কথায় সায়ান মুখ টিপে হাসছে। টেনেটুনে চুল খোপা করলে সত্যি খালাম্মা খালাম্মা লাগে। তুলি রেগে বলে

” চলে যাচ্ছি

“ও মা কেনো?

” তো কি তোর খালাম্মা ডাক শোনার জন্য বসে থাকবো না কি?

“সরি। প্লিজ যাস না

” যে হবে রে।

তন্নি মুন খারাপ করে। তন্নি তুলি কাজিন। ওদের বাসা তুলির বাসার পাশেই।জিসান তুলেকে এই মেয়ের কথাই বলেছিলো।
তন্নি নিচু হয়ে তুলির কানে কানে বলে

“বোইন সকালে একটা ছেলেরে দেখলাম

” কোন ছেলে

“আরে তোর ফ্রেন্ড

” ফ্রেন্ড কারে কয়?

“তুলি নেকামি করবি না

” নেকামি কেমনে করে?

“ভালো হচ্ছে না কিন্তু

” কি খারাপ হচ্ছে

“ওই ছেলেডারে ভাল্লাগছে 🙈 ক্রাশ খাইছি

” কেমনে খাইলি? তিতা না মিঠা

তন্নি তুলির চুল ধরে টান দেয়। তুলি রেগে যায়

“মনে মনে ভাবছিলাম পোলাডারে পটায় দিমু কিন্তু এখন আর না

” প্লিজ বোইন এমন করিস না

“করবোই রে। কিচ্ছু করার নাই। মিস্টার গোমড়ামুখো থুক্কু জামায় চলেন

তুলি তন্নিরে চোখ মেরে চলে যায়।

সায়ানের বাবা ডাইভ করছে সায়ানের মা পাশে বসে আছে। সায়ান আর তুলি পেছনে বসেছে।

“ওই শুনেন

” আপনার থেকে অনেক বড় আমি রেসপেক্ট দিয়ে কথা বলুন

“শুনো না

” বফ না আমি আপনার

“শুনছেন

“বিয়াই লাগি না

” ওই শালা শোন
একটু জোরে বলে তুলি।
সায়ান বড় বড় চোখ বড় বড় করে তুলির দিকে তাকায়। তুলি দাঁত দিয়ে জিভ কাটে

“কি বললেন আপনি?
সায়ান রেগে বলে

” শুনেন নাই। ঠিক আছে আবার বলছি ওই

সায়ান তুলির মুখ চেপে ধরে

“শুনছি আর বলতে হবে না। স্টুপিট

তুলি উম উম করে

” বোবা হইলেন না কি?

তুলি সায়ানের হাতে জোরে একটা চিমটি কাটে। সায়ান চিৎকার দিয়ে হাত সরিয়ে নেয়। সায়ানের বাবা মা পেছনে তাকায়

“কি হয়েছে? (মা)

” মশা কামড়েছে

“কিহহহ আমাকে মশা বললো। কেমন খারাপ লোকরে বাবা
মনে মনে বলছে তুলি। সায়ান আস্তে আস্তে বলে

” চিমটি কাটলে কেনো

“ইয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়েে

তুলি খুশিতে এক চিল্লান দেয়। সায়ান কান চেপে ধরে। সায়ানের বাবা গাড়ি থামায়। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। তুলি এক হাত দিয়ে কান ধরে বলে

” সরি

“ইটস ওকে বাট ষাঁড়ের মতো চিল্লানোর কারণ কি? সায়ান বলে

” আজ আপনি আমাকে তুমি করে বলেছেন।

আজ মানে? সায়ানের মা বলে

“আপনার সাধু ছেলে আমাকে সম্মান দিয়ে আপনি করে বলতো। আজ ফাষ্ট তুমি কটে বললো।

সায়ানের বাবা মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে। সায়ান চুপচাপ বসে আছে।

” ভাবছি আমিও আর আপনি করে বলবো না তুমি করে বলবো। কেমন হবে?

“জঘন্য

” তবুও বলবো। আফটার আল একটা মাএ বর কি না

“বর আবার কয়ডা থাকে

” সাধারণত একটা থাকে তবে আমার দুইটা থাকবে

“মানে

” আপনি তো আমাকে ডিভোর্স দিলেন তো আমার আবার বিয়ে করতে হবে তাহলে তো দুইটা বর হবে

“চুপ করে একটু বসেন না।

” হুর

তুলি বাইরে তাকিয়ে দেখে জুজু দৌড়াচ্ছে ওদের গাড়ির পেছনে।

“আংকেল গাড়ি থামান

সায়ানের বাবা গাড়ি থামায়।

” কি হয়েছে

জুজুও গাড়ির কাছে আসে হাঁপাতে হাঁপাতে বলে

“পাপা

সায়ান গাড়ির দরজা খুলে জুজুকে কোলে নেয়

” তুমি এখানে? গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেনো?

জুজু কেঁদে দেয়

“মামনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নানাভাই খুব বকেছে মামনিকে। আমাকেও বকেছে। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলো। তারপর থেকে মামনিকে পাচ্ছি না। অনেক খুঁজেছি

সায়ান জুজুর চোখের পানি মুছে দিয়ে বলে

” কাঁদে না মা। আমি দেখছি

“আমাকে তো মামনি ছাড়া কেউ ভালোবাসে না। মামনি বলে যাদের বাবা নেই মাথার ওপর ছায়া নেই তাদের কেউ ভালোবাসে না। আমার তো বাবা নেই তাই আমাদের কেউ ভালোবাসে না

জুজুর কথা শুনে সায়ান তুলি সায়ানের বাবা মা সবার চোখে পানি এসে যায়। বাবা ছাড়া সত্যি পৃথিবীটা অন্ধকার।

“আমি আছি তো।

সায়ান জুজুকে নিয়ে গাড়িতে বসে। তুলিকে জড়িয়ে জুজু কাঁদছে। জুজুকে সান্ত্বনা দেওয়ার ভাষা তুলির নেই। তুলির খুব রাগ হচ্ছে জুজুর নানাভাইয়ের ওপর।

তুলি আর জুজু লুডু খেলছে। সায়ান জুঁইকে খুঁজতে গেছে।

“ও তুলি

তুলি জিসানের দিকে না তাকিয়ে জুজুর সাথে খেলায় মন দেয়। জিসান তুলির পাশে বসে।

” কথা বলোস না কেন?

“হুম বল

” ওই মেয়ে সম্পর্কে খোঁজ নিছোস?

“লুডু খেলবি?

” আমি কি বলতেছি তোরে

“কি যেনো বললি

জিসান রেগে তুলির চুল ধরে টান দেয়। তুলিও জিসানের চুল ধরে টানে।

” তোমরা ঝগড়া করছো কেনো?

জুজু দুজনকে থামায়

“বলতে চাইছিলাম কিন্তু এখন বলবো না

তুলি মুখ ফুলিয়ে বলে। জিসান কান ধরে

” বেবি ভুল হয়ে গেছে প্লিজ

তুলি হেসে ফেলে।

“মেয়েটার নাম তন্নি। আমার কাজিন। অনার্স ফাস্ট ইয়ারে স্টাডি করে।

” ফোন নাম্বার আছে

“হুম আছে

” দে না

“শক কতো

” প্লিজ

“আগে তোর ভাইয়ের সাথে আমার প্রেমটা হোক তারপর নাম্বার পাবি

” তাহলে আর এ জীবনে প্রেম করা হলো না

জিসান বিরবির করে বলে

“কি বললি

” কিছু না

“পাপা মামনিকে পেয়েছো?

জুজু দৌড়ে দরজার কাছে যায়। তুলি আর জিসান দরজার দিকে তাকায়। সায়ান জুজুকে কোলে নেয়

” তোমার মামনি হারিয়ে যায় নি চলে গেছে আমাদের ছেড়ে। আর আসবে না আমাদের কাছে। আজ থেকে তোমার নতুন মা তোমার মামনি।

জুজু কি বুঝলো কে জানে তুলির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সায়ান ওয়াশরুমে চলে যায়।

“তুলি তুই কিছু বুঝলি?

” না রে। কি বললো

“ভাবছি

জিসান ভাবতে ভাবতে চলে যায়।

আজ তুলির পায়ের ব্যান্ডেস খুলে দেওয়া হয়েছে। পায়ে হালকা ব্যাথা আছে কিন্তু তবুও ভালোই হাঁটতে পারছে।

তুলি বাড়ির সবাইকে এক জায়গায় এনেছে কিছু কথা বলবে বলে। সবাই অধিক আগ্রহে বসে আছে তুলির কথা শোনার জন্য

” কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার লেট হয়ে যাচ্ছে
সায়ান বিরক্তি নিয়ে বলে।

“আংকেল আপনি আমাকে সায়ানের সাথে বিয়ে দিয়েছিলেন কারণ আপনার ছেলে একটা বিবাহিত মেয়ের পেছনে ঘুরতো তাই। আপনার মনে হয়েছে আমার সাথে বিয়ে হলে সায়ান সব ভুলে আমার আচল ধরবে ঠিক বলেছি

সায়ানের বাবা মাথা নিচু করে বলে

” হ্যাঁ

“গুড৷ এবার আপনার ছেলের মাথা থেকে জুঁইয়ের ভুত নেমে গেছে। তো এবার আমার ছুটি

সবাই অবাক হয়ে তাকিয়ে আছে

” তুলি ছুটি মানে কি? জিসান বলে

“আমার পক্ষে এই গোমড়ামুখো নিরামিষ লোকটার সাথে থাকা পসিবল না তাই আমি চলে যাচ্ছি। আলরেডি আমাদের ডিভোর্স হয়ে গেছে। তবে হ্যাঁ আমি কিন্তু জবটা ছাড়বো না। কয়েকদিন পরেই নেইমারের মতো একটা ছেলেকে বিয়ে করবো আপনাদের সবাইকে দাওয়াত দিবো যাবেন কিন্তু।

তুলির শাশুড়ী তুলির কাছে যায়। কিছু বলবে তার আগেই তুলি বলে

” ঠিক আছে আপনি অনেক ভুল করছেন। আমাকে করলার জুস খাইয়েছেন ইটস ওকে। আমি কিছু মনে করি নি

তুলি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসে।

রুমে এসে গুনগুন করে গান গাইছে আর লাগেজ গোছাচ্ছে।

“কোনো জিনিস যেনো পরে না থাকে

সায়ান রুমে এসে বলে। তুলি মুচকি হেসে বলে

” না না কিচ্ছু পরে থাকবে না। আপনার নতুন বউ এসে কোনো সন্দেহ করবে না

“ভাবছি

” কি

“এখন থেকে আপনি কাকে ইডিয়েট স্টুপিট সাট আপ এগুলো বলবেন

” আপনার ভাবতে হবে না

“হুমম। আমার বিয়েতে কিন্তু যাবেন

” কবে বিয়ে

“এখনো ঠিক হয়নি তবে হবে তাড়াতাড়ি

সায়ান কিছু না বলে চলে যায়। তুলিও ব্যাগ গুছিয়ে চলে যায়। সবাই অনেক থাকতে বলে কিন্তু তুলি থাকবে না।

অফিসে বসে আছে সায়ান। মালয়েশিয়ার সেই বিজনেস পার্টনার আসে। বড় বড় চুল আর দাঁড়ি। লোকটা সায়ানের সামনে বসে অনেক কথা বলছে। আর সায়ান তুলির কথা ভাবছে। উগান্ডার প্রেসিডেন্ট, মহিলা এসব কথা মনে পড়ে সায়ান শব্দ করে হেসে ওঠে। সবাই মোটামুটি বড়সড় একটা শক খায়। এই প্রথম সায়ানকে হাসতে দেখছে সবাই।

সায়ান হাসি থামিয়ে সবার দিকে একবার তাকায়। তারপর কাশি দিয়ে কাজ শুরু করে।

তুলি শিবা কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। শুধু বারবার সায়ানের কথা মনে পরছে

” ধুর ভাল্লাগে না সব সময় খালি ওই গোমড়ামুখোর কথা মনে পড়ে। মনডারে এতো করে বোঝায় ওই গোমড়ামুখো একটা জলহস্তী ওর মনে মায়া দায়া কিচ্ছু নাই। কতো বাজে বিহেব করেছে আমার সাথে। আমি ওই জিসানের কথা শুনে চলে এলাম। একবারও আমারে বললো না তুলি থেকে যাও না। আরও বলে কি আমার কোনো জিনিস যেনো না পড়ে থাকে।করলা একটা। আমার নিশ্পাপ মনে কষ্ট দিছোস তো জীবনেও বউ পাবি না। চিরকুমার থাকতে হবে তোকে বলে দিলাম

জিসান তুলিকে বুদ্ধি দিয়েছে চলে আসার। জিসানের ধারনা তুলি দুরে থাকলে সায়ান তুলির শূন্যতা বুঝতে পারবে।

“তুলি

তুলি তাকিয়ে দেখে তন্নি। তন্নি তুলির পাশে বসে

“তুলি জানোস আমি তোকে এতোটা ভালোবাসি

” কস কি আগে তো বলোস নাই

“তুই তো শুনোস নাই।

“ভালোবাসা

” হুম রে ভালোবাসা।

“ভালোবাসা

তৃতীয় কারো কন্ঠ শুনে তুলি আর তন্নি দরজার দিকে তাকায়। দেখে জিসান। জিসান তুলির পাশে বসে।

” জিসান তুই এখানে

“তোরে দেখতে আসলাম

” শুধু আমারে

“হুমমম

” তন্নি তুই যেতে পারিস

“ও যাবে কেনো?

” তুই তো শুধু আমাকে দেখতে এসেছিস তো তন্নি এখানে থাকবে কেনো?

জিসান মাথা চুলকায়। তন্নি মাথা মাথা নিচু করে হাসে

“আমি তোদের জন্য খাবার নিয়ে আসি

” হুম তারাতাড়ি যা

জিসান চট করে বলে ফেলে। তুলি জিসানের দিকে রাগী দৃষ্টিতে তাকায় জিসান আমতা আমতা করে বলে

“খুব খিদে পেয়েছে তো তাই

তুলি মুচকি হেসে চলে যায়। জিসান আর তন্নি প্রেম আলাপ করতে থাকে।

আজ সায়ান একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসে। রুমে ঢুকে মনটা খারাপ হয়ে যায়। ড্রেস চেঞ্জ না করেই বেলকনিতে চলে যায়।

” আগেও তো এই রুমটাতে আমি একা থেকেছি কখনো তো ফাঁকা ফাঁকা লাগে নি। তবে আজ কেনো তুলিকে ছাড়া এতো আসহায় লাগছে। মেয়েটা থাকলে এতোখনে কথা বলে মথা পাগল করে দিতো।

জুজু দৌড়ে আসে সায়ানের কাছে।

“পাপা তুমি নতুন মাকে নিয়ে আসোনি কেনো?

সায়ান জুজুকে কোলে নেয়

” ও আসবে না

“কেনো আসবে না। তুমি বললেি চলে আসবে। চলো না পাপা আমি আর তুমি গিয়ে নতুন মাকে নিয়ে আসি

সায়ান চুপ করে আছে।

” কি হলো পাপা কিছু বলো

“আমি একটু রেস্ট নেবো সোনা

জুজু সায়ানের কোল থেকে নেমে মন খারাপ করে চলে যায়।

” আচ্ছা তুলিরও কি খারাপ লাগছে? আমার কথা মনে পড়ছে? তুলি কি এখন কাঁদছে?

সায়ান বিরবির করে এসব বলতে বলতে ওয়াশরুমে চলে যায়।

রাত দশটা সায়ান বেলকানিতে বসে আছে। জুজু সায়ানের পাশে বসে ফোনে গেমস খেলছে।

“পাপা তুমি নতুন মাকে মিছ করছো?

সায়ান ঠিক বুঝতে পারছে না কি উওর দেবো।

জিসান আজ তুলিদের বাড়িতেই থাকবে। তুলি জিসান তন্নি তিনজন গল্প করছে। তখন কলিং বেল বাজে

” এতো রাতে আবার কে এলো? (জিসান)

“আমি দেখছি

তুলি যায় দরজা খুলতে। দরজা খুলে তুলি তো অবাক হয়ে তাকিয়ে আছে।

” আমি কি ঠিক দেখছি?

চলবে…..