সঞ্চারিণী পর্ব-৫৬ এবং শেষ পর্ব

0
1397

সঞ্চারিণী
আফনান লারা

অন্তিম পর্ব(৫৬)
.
রেদোয়ানের এত বড় বাড়িটা শূন্য পড়ে আছে।তার কোনো বংশদর নেই।সমস্ত সম্পত্তি যদি রেদোয়ানের পরিবার এসে না নেয় তবে সরকারের আওতাধীন হয়ে যাবে।বাড়ির পেছনের জায়গায় আশার কবর।মেধা সেখানে এসে বসে আছে সবুজ ঘাসের উপর।হাতে এক তোড়া গোলাপ ফুল।এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আশার কবরে হাত বুলিয়ে ফুলগুলোকে সেখানে রেখে বললো,’তোমার উপর যে অত্যাচার ওরা করেছিল তার যথাযথ প্রতিশোধ আমি নিতে পেরেছি কিনা জানিনা।হয়ত প্রথমবার যদি নকল রেদোয়ানের জায়গায় আসল রেদোয়ান থাকতো আমি আজ বেশি খুশি হতাম।তোমার মৃত্যুর প্রতিশোধ আমার বদলে শাওন নিয়েছে।
আমার সত্য সে এতদিন লুকিয়ে রেখেছিল আর আজ থেকে তার সত্যি আমি আজীবন লুকিয়ে রাখবো।আমি প্রতিশোধ নিই বা সে নিক কথা তো একই।
শুধু রেদোয়ান না,রকিও তার পাপের শাস্তি পেয়েছে।
আফসোস হয় তোমার জন্য, এসব তুমি দেখে গেলেনা,তোমার বাবা দেখে গেলেননা।
শুধুমাত্র নিজের পাপ গোপন রাখতে রেদোয়ান একের ওর এক কতগুলো খুন করেছিল।তোমার বাবা,এ্যামিলি,আরও কত মানুষ।সবার শেষ আমায় আর শাওনকে মারতে এসেছিল।শাওন বাধ্য হয়ে তাকে ধাক্কা দিয়েছে নাহলে আমি জানি শাওন এমনটা কখনওই করতোনা।সে নিজেই বলেছিল আমাদের জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে।
যে মানুষটা আমার জীবন বাঁচাতে একটা মানুষের প্রাণ নিলো তার সেই সত্য আমি কারোর সামনে আসতে দেবো না কোনোদিন ও না।প্রয়োজনে আমি নিজের নাম নিবো।যদি তুমি থাকতে তবে আমার আনন্দ আজ একটা নাম পেতো।আমার নিজের প্রতি একটা ক্ষোভ রয়ে যাবে আমি থাকতে তোমায় মরতে হলো ঐ পশুগুলোর হাতে।তাদের খুব সহজ মৃত্যু হয়েছে।তোমাকে যে কষ্ট দিয়ে তারা মেরেছিল!!আমি যদি জানতাম রেদোয়ান বেঁচে ছিল এতদিন তো আমি এমনি এমনি ছেড়ে দিতাম না ওকে’

.
-‘এবার ছাড়ুন ম্যাম।কেস সলভড্।এবার আর রেদোয়ানের নাম নিয়েননা।শাওনের নাম নেন।আর কতদিন এই অবলাজাতি শ্যাওলা স্যারকে তিলে তিলে মারবেন?ভালোবাসা দেবেন না নাকি?
নাকি আমি আমার ভূতুড়ে প্রেমিকার কাছে ফিরে যাব?’

মেধা মুচকি হেসে পেছনে তাকালো।ফুলগুলোকে ঠিক করে রেখে শাওনের হাত ধরে বললো,’চলুন যাই।ভালোবাসার অধ্যায় শুরু হোক’

শাওন মুখ এগিয়ে এনে মেধার কানে ফিসফিস করে বললো,’আমি কিন্তু খুনী।সাবধানে চলবেন মিসেস সঞ্চারিণী। চলুন এবার সত্যিকারের হানিমুনে চলি’

-‘প্লেস?’

-‘তুমি ঠিক করো’

-‘কাপ্তাই’

-‘হঠাৎ?।আচ্ছা তোমার ইচ্ছা যখন সেখানেই যাবো নাহয়’
——-
বাসার সবার সাথে মিলে আজ হালকা পাতলা একটা অনুষ্ঠান করা হলো।আত্নীয় স্বজনেরাও কজন এসেছেন।আনন্দের উৎসব।কেস সলভড্ তাই সবার মুখে শাওন আর মেধাকে নিয়ে প্রশংসা।
কেউ কেউ বলছে মেধা আর শাওনের ছেলে মেয়ে যেই হোক না কেন বড় হয়ে পুলিশ নয়ত গোয়েন্দা হবে।যে বুদ্ধি ওদের দুজনের।তাদের বাচ্চার তো আরও বেশি বুদ্ধি থাকবে।
সবাই চলে গেলো বিকালের দিকে।শাওন আর মেধাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।
একটা হোটেলের রুম নিয়েছে তারা।রুমে আসার পর শাওন ফ্রেশ হতে চলে গিয়েছিল।বাস জার্নি তেমন একটা করা হয়না।অবস্থা টাইট হয়ে গেছে।তাড়াহুড়ো করে মুখ ধোয়ার জন্য দৌড় মেরেছে সে।
মেধা ফোন হাতে নিয়ে গোলগোল ঘুরাচ্ছে।একটা বিরাট বড় চিন্তা তাকে ভেতরে ভেতরে খাচ্ছে।এই চিন্তাকে একেবারে নিঃশেষ করে তারপর সে শান্তির ঘুম ঘুমাতে পারবে।
ফোন রেখে গিয়ে জানালার গ্লাস খুলে বাহিরেটা দেখছিল মেধা।সেখানে একটা পাহাড়।আনমনে অনেকক্ষণ ধরে পাহাড়টা দেখে যাচ্ছিল সে,হঠাৎ শাওন এসে ওর কোমড়ে হাত রেখে টেনে ধরলো।মেধা চমকে কেঁপে উঠেছে।
শাওন দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে এসে ফিসফিস করে বললো,’আর কিসের ভয়?’

-“নাহ।কিছুনা’

শাওন মেধাকে কোলে তুলে নিয়েছে হাসিমুখে। শাওনের হাসিমুখ মেধার মনের ভয়টাকে আরও বেশি করে নাড়া দিচ্ছে।
ওকে বিছানায় রেখে গিয়ে খোলা জানালাটা আবার বন্ধ করে আসলো শাওন।
মেধা তার ফোনটা ধরতে যেতেই শাওন ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে টেবিলে রেখে বললো, এখানে আর ফোন নয়।অফিসের কোনো কাজ নয়,প্রাক্তন ও নয়,ভিক্টিম ও নয়।শুধু আমি তুমি’

এরপর থেকে শাওন মেধাকে একবারের জন্যও ফোন ধরতে দেয়নি।সে তো জানেই না মেধা কেন বারবার ফোন ধরতে চাইছে।
রাত বাড়ার পর শাওনের চোখে ঘুম নেমে আসার পরপরই মেধা চট করে বিছানা ছেড়ে ট্রলি ব্যাগ খুলে নিজের জ্যাকেট বের করলো।এতক্ষণ ধরে শাওনের ঘুমের অপেক্ষা করছিল সে।প্রহর গুনছিল শাওনের চোখে ঘুম নেমে আসার,আর শাওন ওকে তার বদলে ভালোবাসার প্রহর উপর দিচ্ছিলো।কষ্ট হচ্ছিল শাওনকে পাগলামি করতে দেখে,কারণ মেধা আদৌ জানেনা এই পাগলামি আর কখনও সে দেখতে পাবে কিনা।
পাহাড়ি অঞ্চলে শাড়ী পরে চলাচল করা যাবেনা।যে কাজে যাচ্ছি সে কাজ শাড়ী পরে সাধন হবেনা।
চুলে ক্লিপ লাগিয়ে জ্যাকেট পরে মেধা দরজার কাছে এসে একবার পেছনে তাকালো।শাওন চিত হয়ে ঘুমাচ্ছে।
ওর দিকে মলিন চাহনিতে দু মিনিট চেয়ে রইলো মেধা।আস্তে করে বললো,’আমাদের জন্য অবশ্যই একটা সুন্দর জীবন অপেক্ষা করছে শাওন।আমি সেটার সিওরিটি দিতেই এখন বের হচ্ছি’

দরজা খুলে চলে গেলো সে।তার ঠিক দশ মিনিট পরেই শাওনের ঘুম ভেঙ্গে গেলো হঠাৎ।রাত তখন এগারোটা বাজে।পাশে মেধাকে না দেখে উঠে বসলো সে।ওয়াশরুমে সে নেই।দরজা ও খোলা দেখে শাওনের আর বোঝা বাকি নেই যে মেধা কোথাও একটা গেছে।বিছানা থেকে নেমে নিজের কোট খুঁজে পরতে পরতে বের হয়ে গেলো সে রুম থেকে।ওকে ফোন করতে করতে ছুটলো হোটেল থেকে বেরিয়ে।ঠিক কোনদিকে গেছে তার কিছুই সে জানেনা।বুদ্ধি করে ফোনে মেধার ছবি খুঁজে আশেপাশের মানুষদের জিজ্ঞেস করা শুরু করলো শাওন।আজ দুপুর থেকে মেধার আচরণ মোটেও ঠিক লাগছিল না।কিছু একটা হয়েছে তা সে বুঝতে পেরেছিল।কিন্তু মেধার মনের কথা জানা কত কঠিন তা মালদ্বীপের কথা মনে পড়লে সোজা বোঝা যাবে।একটা কাপল হোটেলের সামনে খোলা রেস্টুরেন্টে ডিনার করতে বসেছিল।শাওন ওদের ছবি দেখাতেই ওরা চিনে বললো,’এই মেয়েটাকে ঐ পাহাড়ের দিকে ছুটে যেতে দেখেছে তারা’

শাওন ওদের ধন্যবাদ জানিয়ে সেদিকে গেলো।মেধার ফোন বাজছে কিন্তু সে ধরছে না।
——-
-‘আমি জানতাম এত সহজে সুখের দেখা আমি পাবোনা।তবে আমি আমার ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এত বড় সুযোগ আমার জন্য রয়ে গেলো।আশার খুনীকে নিজের হাতে মারবো বলে প্রতিজ্ঞা করেছিলাম।আমার জায়গায় শাওন মেরেছে বলে আফসোস করছিলাম এখন সে আফসোস আর হবেনা।আমার ইচ্ছা আজ পূরন হবেই হবে’

রেদোয়ানের হাতে পায়ে ব্যান্ডেজ।সে মাটিতে বসেছিল
মেধাকে দেখে পিছোতে পিছোতে বলছিল, ‘আমাকে না মারলে আমি তোমায় টাকা দিয়ে মুড়িয়ে দেবো।’

মেধা রিভলবার ওর দিক তাক করে দাঁড়িয়ে ছিল।
রেদোয়ানের সন্ধির কথা শুনে হাসলো সে।হাসতে হাসতে বললো,’তাহলে দুপুরবেলা আমাকে ফোন করে হুমকি কেন দিয়েছিলে??আসলে কি হয়েছে জানো??তুমি আজ মরতেই।মরা কাছে টেনে আনার জন্য নিজেই আমাকে ফোন করে হুমকিটা দিলে।তুমি হয়ত ভুলে গেছো আমি একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার।ফোন নাম্বারের লোকেশান জানতে আমার বেশি সময় লাগেনা।তুমি ভাবছো তোমার হুমকি শুনে আমি ভয়ে চুপসে যাব??আরে বোকা আমি তখন ফোনের লোকশান যাচাই করতে ব্যস্ত ছিলাম।কাকে হুমকি দাও তুমি??তোমাকে কই ধাপে মারতে এসেছি সে খেয়াল আছে তোমার??
আজ শাওন না!আজ আমি আবার তোমায় মারবো।এবং এইবার আমি সফল হবোই।আশা ঠিক এইভাবে মিনতি করেছিল তোমার কাছে।কই তাকে তো তুমি ছেড়ে দাওনি???
আশা আমার কাছে রিকুয়েস্ট করেছিল তার জীবন যেন আমি তোমার থেকে বাঁচাই,আর আজ তুমিও রিকুয়েস্ট করছো!!আশাকে তো বাঁচাতে পারলাম না!!
তার কারণ যেহেতু একমাত্র তুমি।তোমায় আমি কেন যেতে দেবো?’

শাওন দৌড়াতে দৌড়াতে এসে হাঁপিয়ে গেছে।এমন দৃশ্য দেখে চিৎকার করে বললো,’মেধা স্টপ! শুট করবানা।’

মেধা শাওনের দিকে তাকালোনা।চোখ সরালে রেদোয়ান কি চাল চালতে পারে তা ওর জানা আছে।যে রাক্ষস এত উঁচু পাহাড় থেকে পড়ে মরেনি।সিঁড়ি থেকে পড়ে মরেনি।সে এখন মিনতি করার নাটক করে আর কিছু করবেনা তা কি করে বিশ্বাস করা যায়??

শাওন ছুটে এসে মেধার হাত থেকে রিভলবার নিতে যেতেই ও মাটিতে পড়ে গেলো সরে দাঁড়াতে গিয়ে।শাওন নিচে হাঁটু গেড়ে বসলো হাত থেকে রিভলবারটা নেবে বলে।মেধা আঙুল তুলে বললো, ‘আপনার পায়ে পড়ি আমাকে আজ বাধা দেবেন না।এটা আমাকে করতেই হবে’

-‘একজন খুনী হয়ে বেঁচে থাকা কতটা গ্রহণযোগ্য তোমার কাছে?আশা দেখবে তোমার এই প্রাপ্তি?আমার কথা শোনো মেধা।”

মেধা শুট করে দেওয়ার আগেই শাওন ওর হাত থেকে রিভলবারটা নিয়ে নিলো।রেদোয়ান পালিয়ে গেছে ততক্ষণে।
মেধা উঠে দাঁড়িয়ে শাওনের হাত থেকে রিভলবারটা নিয়ে আবার ছুটেছে।আজ না মেরে কিছুতেই ছাড়বেনা বলে পণ করে রেখেছে।রেদোয়ান যেতে যেতে রোডের মাঝখানে চলে আসলো।একবার পেছনে তাকাচ্ছে তো আবার সামনে।
শাওন মেধাকে আটকাতে ছুটছে।
মেধাকে সে কিছুতেই খুনী হতে দেবেনা তা ভেবে ঠিক করে নিলো তাই কোনোদিকে নজর না দিয়ে মেধাকে ধরতে ছুটছে একমাত্র।মেধা থেমে গিয়ে রিভলবার সামনে ধরে রেদোয়ানকে পয়েন্ট করে শুট করতে যাবে ঠিকসেময়ে একটা ট্রাকের ধাক্কায় রেদোয়ানের এক্সিডেন্ট হয়ে গেলো।
শাওন মেধার হাত থেকে ততক্ষণে রিভলবারটা নিয়ে জঙলের দিকে ছুঁড়ে মেরেছে।রেদোয়ানের স্পটডেথ।
পাহাড় থেকে পড়ার পর রেদোয়ান আহত হয়েছিল।একটা পাহাড়ী পরিবারের কাছে আশ্রয় নিয়ে কিছুটা সুস্থ হয়ে সে মেধাকে দুপুরের দিকে ফোন করে হুমকি দিয়েছিল, মালদ্বীপ চলে যাবার আগে মেধাকে আর শাওনকে মেরে তারপর যাবে।তার শরীররে প্রতিশোধের আগুন। এসব বলে ফোন কেটে দিয়েছিল।অনেকক্ষণ ধরে কথা বলেছিল সে।এটা ছিল প্রথম ভুল।দ্বিতীয় ভুল ছিল যে
পাহাড়ীদের নাম্বার থেকে কল করেছিল বলে সিমটাকে সে নষ্ট করতে পারতোনা।মেধাকে কল করে তার পি.একে ফোন করতে সে ব্যস্ত ছিল।
ততটুকু সময়ে মেধা ড্রাইভ করে কল সেন্টারের অফিসে এসে ট্র্যাক করে লোকেশান বের করে ফেলেছিল। এসব কিছুই শাওনকে সে জানায়নি।সে জানতো শাওন জানলে কিছুতেই তাকে এটা করতে দেবেনা।
মেধার রাগ হলো, খুব রাগ!! নিজের হাতে মারার ইচ্ছা টুকু পূরণ করতে সে পারলোইনা।রেদোয়ানের এমন মৃত্যু হলো!!
রেগে মেগে কাছে গিয়ে ওর হাতের নাড়ি চেক করে দেখলো সত্যি সত্যি মরেছে কিনা, না মরলে আজ সে মেরে তারপর বাড়ি যাবে।
শাওন হাঁপ ছেড়ে বেঁচে মেধাকে জোর করে দূরে সরিয়ে নিয়ে আসলো।রাত অনেক হয়েছে।সেখানকার পুলিশেরা এসে লাশ মর্গে নিয়ে যাচ্ছে।শাওন আর মেধাক চিনেছে তারা।কিছু আলাপ আলোচনাও করেছিল।
অফিসের বাকিদের কাছে খবর পৌঁছে গেলো আসল রেদোয়ান চট্টগ্রামে দূর্ঘটনায় মারা গেছে।এটাও প্রমাণ হলো আশার পরে যতগুলো মার্ডার হয়েছে সবগুলোতে রেদোয়ানের হাত ছিল।রকি পাহাড় থেকে পড়ে মরেছে।তার লাশ ও পুলিশ নিয়ে গেছে।
মিঃরেদোয়ানের কেস ফাইনালি এন্ড অফিসিয়ালি সলভড্।রেদোয়ানকে শাওন মারেনি,মেধাও মারেনি।
সমাপ্ত