সেলিব্রেটি লাভার পর্ব-১২

0
1442

#সেলিব্রেটি_লাভার❤
#part:12
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
রেস্টুরেন্টে বসে আছে আয়ান!!এর একটাই কারন কিছুক্ষন আগে রুহান তাকে আসতে বলেছে!!সকাল বেলা রুহানের কথা শুনে চটজলদি করে চলে এসেছে সে!!এই মুহূর্তে আয়ান ভাবছেঃ

—-সে রুহানকে কি করে তার প্রিয়সীর কথা বলবে__তার থেকেও সবচেয়ে বড় কথা রুহানের কী রিয়েকশন হবে!!সেটাই ভাবছে আয়ান!!এমন সময় রুহানও চলে আসল রেস্টুরেন্টে!!!!
রেস্টুরেন্টে ঢুকে বসল আয়ানের সামনে!!!

—–দোস্ত কালকে “মিস জার্নালিস্ট” এর সাথে দেখা হলো!!!

রুহানের কথা শুনে আয়ান অবাক হয়ে তাকালো রুহানের দিকে!!!

—–কি?? কিভাবে কোথায় কখন??/

——এত উওেজিত হচ্ছিস কেন???

——না মানে???

——হু আপনারে আর বলতে হবে না!!আপনি যে জার্নালিস্টের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা আমি আরো আগেই বুঝে গেছি!!!

রুহানের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আয়ানের!!

—–শালায় বলে কী???

——হুম তোর কী মনে হচ্ছে এখনো আমি তোর শালা আছি!!!!

—–দেখ দোস্ত আমার মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না!!মনে যা আছে গিয়ে বলে দে!!!

আয়ান কিছুক্ষন ভেবেঃ

—–যদি ও না মানে!!!

রুহানের কথা শুনে আয়ান বেশ অবাক হয়ে গিয়ে বললঃ

—–তোর কী মাথা নষ্ট তোর মতো এতো সুন্দর হ্যান্ডস্যাম ছেলেকে কে রিজেক্ট করবে!!আমি যদি মেয়ে হতাম তাইলে তো আমি তোরে বিয়া করি লাইতাম!!!

রুহানের কথা শুনে আয়ান হাসলো!!!তারপর বল কাল কোথায় দেখা হলো তোর সাথে!!!

তারপর রুহান বলতে শুরু করল কালকের ঘটনা!!সব শুনে শেষের দিকে আয়ান হাসতে হাসতে শেষ!!

——তোকে এই সব বলেছে ওহ মাই গড!!!বলে আবারো হাসলো আয়ান!!!

—–হাসিস না টিপসটা সত্যি খুব মজার ছিলো!!

—-হুম এখন শোন!! রাতে তোকে নিয়ে ওর সাথে দেখা করতে যাবো!!!

—–তোদের মাঝখানে আমি গিয়ে কী করব!!!!

—–তোকে কিছু করতে হবে না!!তোর সাথে একজন মিট করতে চায়!!!

—–ওহ!!!কিন্তু আমি যার সাথে মিট করতে চাই তার সাথে তো হচ্ছে না দোস্ত!!!

—-দেখ এমনও হতে পারে তুই যাকে খুঁজছিস সেও হয়তো তোর জন্য পাগল আছে!!!

——সেটাই যেন হয় দোস্ত!!!!এই বলে নাস্তা করতে শুরু করল আয়ান আর রুহান!!!!তারপর তাদের যেতে হবে শুটিং আর রেকর্ডিং এর জন্য!!!

__________________________________________

অফিসে বসে কাজ করছি মাথা যন্ত্রণা করছে প্রচুর!! এই মাথাটারও বলি হারি যাই আর কি সময় পায় না নাকি যে যখন তখন এত কষ্ট দেয়!!!এমন সময় দু-কাপ চা হাতে কেভিনে ঢুকলো দিহান!!চায়ের কাঁপ পাশে রেখে বললঃ

—–দোস্ত খাওয়া শুরু কর!!মাথা যন্ত্রণা সেরে যাবে!!আর কালকের জন্য ধন্যবাদ!!!

—–খালি ধন্যবাদে কাজ হবে না বিয়ে কবে করবি তুই!!!!

—–এই তো মনের কথা বললি দোস্ত তুই আমার সব কথা বলার আগেই কি করে বুঝে যাস বলতো!!!

দিহানের কথা শুনে হাসলাম আমি!!! তারপর চায়ের কাপে চুমুক দিলাম আমি!!!

——দোস্ত তোকে আমার আর রাইসার পরিবারের সাথে কথা বলতে হবে!!!

দিহানের কথা শুনে চায়ের কাপটা মুখ থেকে সরিয়ে বললামঃ

——–আমি!!!!

——দেখ দোস্ত তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না!!!

——কিন্তু???

——কিন্তু টিন্তু কিছু বুঝি না তুই কাল যাবি!!!!এটাই আমার শেষ কথা এই বলে চলে গেল দিহান!!!
আর আমি তাকিয়ে রইলাম ওর যাওয়ার পানে!!তারপর আবার চা খেতে খেতে কাজে মন দিলাম!!!!!

__________________________________________

ভার্সিটির ক্লাসরুমে বসে এসাইনমেন্ট শেষ করছে নিতু!!মেজাজ তার চরম বিগড়ে রয়েছে!!কি করে পারল সে এত বড় একটা জিনিস ভুলে যেতে!!তাই রাগে দুঃখে মন খারাপ করে কাজ করছে সে!!!হর্ঠাৎই একটা বইয়ের পৃষ্ঠা উল্টে একটা ছবি দেখতে পেল নিতু!!ছবিটা রুহানের!!নিতু ছবিটা দেখে মুচকি হেসে বললঃ

——–কবে যে তোমার সাথে দেখা হবে কে জানে!!আমি তোমাকে জড়িয়ে ধরে হাক করতে চাই জানু!!প্লিজ তাড়াতাড়ি দেখা দেও!!এমন সময় পিছন থেকে ঝাঝালো কন্ঠে এক স্যার বললঃ

——-নিতু তোমার কাজ শেষ না করে কার সাথে কথা বলছ!!!

স্যারের কথা শুনে ঘাবড়ে যায় নিতু!!!কাঁপা কাঁপা গলায় বলল সেঃ

——-ইয়ে মানে কিছু না স্যার সরি স্যার!!এখনো শেষ করে আপনাকে আপনাকে দিচ্ছি!!

——-কী??? /

——কেন স্যার “এসাইনমেন্ট”!!!!

__________________________________________

রাত প্রায় ৮ঃ০০টা__
প্রায় এক ঘন্টা সাজগোজ করছে নিতু!!যখন থেকে শুনেছে আমরা আয়ানের সাথে দেখা করতে যাবো তখন থেকেই সাজগোজ শুরু করে দিয়েছে!!তার কথা হলো পাক্কা ১০টা সেলফি তুলবে সে আয়ানের সাথে!! তাই এত সাজগোজ!!!কিন্তু মনু যদি জানতো যে রুহানও আসবে না জানি কি করত এখন!!!আমি প্রায় দেড় ঘন্টা যাবৎ সেজেগুজে বসে আছি!!কিন্তু এই মহারানীর এখনো সাজ শেষই হলো না!!!এমন সময় ফোন বাজলো আমার!!নাম্বার দেখে বুঝতে পারলাম এটা আয়ানের নাম্বার!! চটজলদি করে ফোনটা তুললাম আমি!!!

——-হ্যালো আসবে তো “মিস”

——-অবশ্যই আসব মিস্টার সেলিব্রেটি!! কিন্তু কোথায় আসব তা তো বললেন না!!!

——-আয়ান কিছুক্ষন ভেবে বলল!!তোমরা তোমাদের বাসার নিচে নামো তারপর নিয়ে যাবো!!!

——-কিন্তু কেউ যদি আপনাদের দেখে ফেলে তখন??//

——-কেউ দেখবে না!!মিস আমরা আসছি!!এই বলে তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করল আয়ান!!ওর পাশেই আছে রুহান!!রুহানের ভালো না লাগলেও বন্ধুর কথা রাখতে তাকে যেতেই হবে!!তার সাথে কে আসবে তাকেও তো দেখতে হবে না নাকি!!!!এই ভেবে সেও এসেছে আয়ানের সাথে…..

——আয়ানের কথায় পুরোই অবাক আমি কি কথা বলবে কে জানে!!এই বলে ফোনটা রেখে পিছন থেকে নিতুকে জড়িয়ে ধরলাম আমি!!

তারপর বললামঃ

——আচ্ছা তোকে একটা কথা বলি??

—-হুম বল আপু!!!!

—–না থাক!!!

—-এটা কিন্তু ঠিক না তুমি অর্ধেক কথা বলে থেমে যাও কেন???

—-না তেমন কিছু না আজকে তোর জন্য অনেক বড় সারপ্রাইজ তৈরি করে রেখেছি আমি!!

——-কি সারপ্রাইজ আপু!!!!

——-কিছুক্ষনের মধ্যেই দেখতে পাবি!!!

—–ওকে আপু!!আজকে নিতু একটা চুড়িদার পড়েছে আর আমি একটা সাদা থ্রি-পিচ,,চুলগুলো খোলা দুজনেরই আর আমার চোখে শুধু খালি কাজল দিয়েছি!!আর নিতুর মুখ ভর্তি মেকাপ!!তবে খারাপ দেখাচ্ছে না!!!!

__________________________________________

গাড়ি চালাতে চালাতে হর্ঠাৎই আয়ান গাড়ি থামিয়ে দিল!!আয়ানের এমন কাজে রুহান অবাক হয়ে বললঃ

——কি হলো!!??

——কিছু না তুই গিয়ে পিছনে বস!!!!

আয়ানের কথা শুনে রুহান আরো অবাক!!!

——–কি কেন????

——–আরে বুঝতে পারছিস না কেন????

——-হুম বুঝতে পারছি!!!এই বলে রুহান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পিছনের সিটে বসে পরল!!তারপর আয়ান আবার গাড়ি চালাতে শুরু করল!!কিছুক্ষনের মধ্যে তারা পৌঁছে গেল!!আয়ান মীমদের বাড়ির কাছ থেকে কিছুটা দূরে গাড়ি থামালো তারপর ফোনটা বের করে আবার ফোন করল!!!প্রথম কলেই ফোন তুললো মীম!!!

——-হ্যালো মিস আমার তো এসে পড়েছি!!আপনারা কোথায়???

——আসছি আমরাও দু’মিনিট ওয়েট!!!

——ওকে কুইকলি “মিস”!!এই বলে ফোন কাটল আয়ান!!!!

–আয়ানের কথা শুনে ফোনটা কেটে নিতুকে নিয়ে চললাম আমি!!আম্মুকে আগেই বলে রেখেছি আমরা শপিং এ যাব তাই নো টেনশন!!আম্মাজানকে বলে চললাম আমরা!!নিচে নামতে কিছুটা দূরে আয়ানের গাড়ি দেখতে পেলাম আমি!!তারপর আমি ফোন করলাম আয়ানকে আমরা তো আসছি!!

——তাড়াতাড়ি এসো তুমি গাড়ির সামনের সীটে বসবে আর তোমার বোনকে পিছনে!! এই বলে ফোন কাটল আয়ান!!আমিও আয়ানের কথা শুনে ফোন কেটে চললাম গাড়ির সামনে!!নিতুর হাত ধরে চলতে চলতে বললাম আমিঃ

—–কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়ির পিছনে সীটে বসবি!!আর চেঁচাবি না!!!

নিতু অবাক হয়ে বললঃ

——ওমা চেঁচাবো কেন???

——সেটা গেলেই দেখতে পাবি!!তারপর আর কথা না বারিয়ে তাড়াতাড়ি করে চললাম!!আয়ানের কথা মতো আমি সামনের সীটে আর নিতুকে পিছনে বসালাম!!

—–আমরা বসতেই আর দুই মিনিট দাঁড়ালো না আয়ান তাড়াতাড়ি করে চালাতে লাগল গাড়ি!!!!

–এদিকে নিতু মুখ ঘুড়িয়ে রেখে মুখ চেপে রেখেছে!! কারন সে চায় না এখন সিনক্রিয়েট হক!!এখন বুঝতে পারল নিতু!!আপু তখন কেন চেঁচাতে বারন করেছে!!!কারন সামনে যে তার প্রান প্রিয় ব্রাশ সরি থুক্কু ক্রাশ তার ভালোবাসা বসে আছে!!এই মুহূর্তে তার গাড়ির মধ্যে দাঁড়িয়ে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে!!!গাড়িতে বসতেই রুহানকে দেখে চমকে যায় নিতু!!সাথে সাথে মুখ চেপে ধরে সে!!এই মুহূর্তে কি করবে সে বুঝতে পারছে না!!একরাশ অস্থিরতা কাজ করছে তার ভিতর!!অতিরিক্ত খুশি হলে যা হয় আরকি!!!

–আর এদিকে আমাদের রুহান তার কোনো হুসই নেই যে তার পাশে এসে কে বসেছে!!সে তার মতো তার কল্পনার মহারানীকে নিয়ে ভাবতে ব্যস্ত!!!

-এদিকে নিতু ভাবছে কি করে কথা বলবে সে রুহানের সাথে!!!

-ওদিকে রুহান ভাবছে শুধু একবার তোমার সাথে দেখা হোক মনের সব কথা নির ধিদায় বলে দিবো!!!

-আর এদিকে আয়ান ভাবছে মিস প্রিয়সী কি তাকে মেনে নিবে নাকি রিজেক্ট করে দিবে!!!!

-আর আমি প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে ব্যস্ত!!কারন রাতের বেলা আমার বাহিরে তাকিয়ে তাকতে খুব ভালো লাগে…..!!!

—-আর এদিকে গাড়ি চলছে তার আপন গতিতে কোথায় যাচ্ছে নিজেও জানে না!!এক কারো হাসি মাখা নিয়ে ফিরবে সে!!আর নয় দুঃখের সাক্ষী হয়ে থাকবে সে!!!এসব ভেবে চলল সে তার মতো করে………..

-এখন দেখা যাক কালকে কি হয় তারজন্য একদিন অপেক্ষা করতে হবে “পাঠকেরা”🙃
!
!
#চলবে……..
!