হবে কি আমার পর্ব-০৮

0
5309

#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব_8 ( extra part)

কেটে গেছে বেশ কয়েকটা দিন,এই কদিনে অরিন্দম অনুকে কোচিংয়ে দিয়ে ও এসেছে আর ছুটির টাইমে নিয়ে ও আসে,ও অফিস যায় তখন দু’জন একসাথেই যায় একসাথেই আসে,, অরিন্দম নিজ দায়িত্বে ওকে সন্ধ্যা পড়াতে বসায়,অনুও বাধ্য মেয়ের মত মন দিয়ে পড়ে আবার কখনো কখনো দুষ্টুমি করে,, কখনো অরিন্দমের বকাও খায়, তখন ঠোঁট উল্টে কান্না শুরু করে দিলে, অরিন্দম বেচারা বাচ্চাদের মত নিজের বউ কে চুপ করাতে ব্যস্ত হয়ে পরে,, আবার কখনো গম্ভীর মুখে পড়তে বলে, কিন্তু সেটা বেশিক্ষনের জন্য না,, কারণ অনু দুষ্টু মিষ্টি কাজে অরিন্দম বেশিক্ষণ রেগে থাকতে পারেনা। অনুর দুটো বান্ধবী হয়েও গেছে কোচিংয়ে, তাদের সাথে অনেকটা মিশে গেছে ও,কিন্তু অরিন্দমের বারণ করে দেওয়ায় সে কোন ছেলের সাথে কথা বলে না যদি কেউ বলতে আসে তাও চুপ করেই থাকে,অনু যখন মামীদের বাড়ি ছিল তখন ওর তনুদির কাছ থেকে কিছু পড়া শিখে ছিল সামান্য জ্ঞান আছে বলে পড়াতে কোন অসুবিধা হচ্ছে না!! কিন্তু তার সংসার সমন্ধে বুদ্ধি হচ্ছে না এখনো, অরিন্দম ও বেশি বড়োদের মতো ব্যবহার করতে বা করাতে চায়না অনুকে দিয়ে তার যেনো এই বাচ্চা টাকেই বেশি ভালো লাগে,, হয়তো অনুর এই বাচ্চামি কে সে বেশি ভালোবেসে ফেলেছে। তাই হয়তো সে চায় না যে অনু এত তাড়াতাড়ি বড়দের মতো হোক।।

______________
_______

অরিন্দম অনুর গ্রামে গেছে ওর মামার বাড়ি, অনুর মামার বাড়ির অবস্থা তেমন ভালো নয়,, তারা হাজার খারাপ হোক, তবুও তো তারা এতদিন অবহেলায় হলেও অনুকে নিজেদের কাছে রেখেছিলেন,, তাই অরিন্দম কিছু টাকা সাহায্য জন্য গিয়েছিল,,প্রথমে ওর মামী অরিন্দম কে দেখে অনেক কথাই বলছিল কিন্তু যখন টাকা বের করল ওমনি সে চুপ করে যায়,, টাকা দেখে খুশি হয়ে টাকাগুলো নিয়ে মুখ বাঁকিয়ে ঘরে ঢুকে যায়, অনুর মামা অরিন্দমের হাতে ধরে বলেছে ,,

_______”অনু খুব অবুঝ মেয়ে,বাইরের জগৎ সম্পর্কে এখনো কিছু জানে না, ও চোখের সামনে যেটা দেখে সেটাই মনে রাখে আর সেটাই করে,তুমি ওকে দেখে রেখো বাবা,ও খুব লক্ষী মন্ত্র মেয়ে একটু ভালোবাসা দিলে ও তোমার সব কথা শুনবে,,ওর মনে মায়া বেশি !!”

অরিন্দম ও বুঝতে পারছে অনু খুব মায়াবতী,,আর অবুঝ কিন্তু তাতে অরিন্দমের কোনো মাথাব্যথা নেই,সে এভাবেই অনুকে চায়, অরিন্দম অনুর মামার হাত ধরে কথা দিয়ে এসেছে যে সে অনুর পুরোপুরি সব দায়িত্ব কর্তব্য পালন করবে। ওকে খুব আগলে রাখবে।। কারণ এখন অনু যে অরিন্দমের খুব কাছের প্রিয়জন হয়ে উঠেছে,, অনুকে ছাড়া এখন ও নিজেকে কল্পনা করতে পারেন না অনু তার বেঁচে থাকার কারণ ওর সব।।

_________
________________

অনু আজ সকাল থেকে একা আছে, সময় কাটছে না কিছুতেই তার,, আজ কোচিং নেই,আর অরিন্দম ও বেরিয়েছে,, আর ওকে টিভি দেখতে বারন করেছে,, টিভি দেখে যদি ও আবার নতুন কিছু শিখে,ওর সাথে এক্সপেরিমেন্ট করে সেই ভেবেই বলেছে যেন টিভি না দেখে, ও একটু বই পড়ে এখন বাগানে এসে ফুল গাছ দেখছে,,, ফুল গাছগুলো ভালো করে দেখে, পাঁচিলের গায়ে একটা পেয়ারা গাছ দেখতে পায়, খুশি হয়ে এক ছুটে চলে যায় পেয়ারা গাছের নিচে, কিন্তু হাত বাড়িয়ে পারা যাচ্ছে না, তাই সে কোমরে ভালো করে ওড়না বেঁধে পেয়ারা গাছে উঠে পেয়ারা খেতে শুরু করে দেয়,,, গাছের ডালে বসে,ঠিক তখনই পাচিলের ওপারে একটা গাড়ী এসে থামল সেখান থেকে একজোড়া দম্পতি বাইরে বেরিয়ে কিছু কথা বলছে, অনু তাদের কথা শোনার জন্য,পাঁচিলের কাছের গাছের ডালে গিয়ে বসে তাদের কথা শুনতে থাকে আর পেয়ারা খেতে থাকে!!

_________________
________
অরিন্দম, দ্বীপের কাছে ও গিয়েছিল অনেক দিন ওদের দেখা হয়নি,, দ্বীপের ছেলের বার্থ ডে আর কয়েকদিন পরে অরিন্দম আর অনুকে খুব করে যেতে ও বলেছে,, পার্টিতে শুধু কয়েকজন বন্ধু থাকবে,, যারা বিয়ের দিন ছিল সেখানে, অরিন্দম ও কথা দিয়ে এসেছে যে ওরা দুজন যাবে।।।

__________________

ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা, অরিন্দম সন্ধ্যে হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছে,এসে ফ্রেস না হয়েই ল্যাপটপে কিছু ইম্পরট্যান্ট কাজ করে এখন ফ্রেশ হতে গেছে অনু খাটে বসে বই নিয়ে পাতা এদিক ওদিক দেখছে,,,কিছুক্ষণ পর অরিন্দম ওয়াশরুম থেকে বার হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাড়িয়ে চুল সেট করছে আর অনুকে জিজ্ঞাসা করছে যে সে আজ পড়াগুলো করেছে কিনা, কিন্তু অনু কোনো কথা বলছে না সে শুধু মিটমিট করে হেসে চলেছে, অনুকে হাসতে দেখে অরিন্দম জিজ্ঞাসা করল,,

__________”কি হলো বউ তুমি হাসছো কেন এমন ভাবে?”

অনু খাটের উপর থেকে নিচে নেমে পেটে দুই হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তারপর আবার হেসে অরিন্দম কে বলে,,

_________”বরবাবু তোমাকে একটা কথা বলব!”

_________ “বলো!”

_________”বরবাবু তুমি আমার দিকে ঘুরে দাঁড়াও’ তারপর বলব!”

অরিন্দম ঘুরে দাঁড়িয়ে দেখেন অনু পেট চেপে ধরে দাঁড়িয়ে আছে,, অরিন্দম ভয় পেয়ে যায় তারপর কাছে এসে জিজ্ঞাসা করে,,

_______”কি হয়েছে তোমার পেটে ,,ব্যথা করছে? পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন?কি খেয়েছিলে আজকে যে ব্যথা করছে? তুমি কি ডাক্তারের কাছে যাবে?ডাক্তার কি বাড়িতে ডাকবো,?তুমি কি ব্যথায় দাঁড়াতে পারছো না ?চলো বসবে চলো!আরো নানান প্রশ্ন করতে থাকে ব্যতিব্যস্ত হয়ে,,

অনু বিরক্ত হয়ে বলল

_______অফ ও বরবাবু আমার কিছু হয়নি!

___ কেন মিথ্যে কথা বলছো বউ তোমার পেটে ব্যথা করছে? কি হয়েছে বলো আমায় আমি বকবো না ।।

অনু এবার বলল,,

_______”বরবাবু তুমি আমার পেটে হাত দিয়ে নীচে বসো তারপর বলব।”

অরিন্দম কিছুক্ষণ তাকিয়ে থেকে অনুর কথা মতোই পেটে আলতোভাবে হাত দিয়ে হাটু গেড়ে ফ্লোরে বসে পড়লো ওর যে প্রচুর টেনশন হচ্ছে। অনু কি অনেক শরীর খারাপ লাগছে ও নানান কথা ভেবে চলেছে,,

অনু এবার মিটিমিটি হেসে বলল,,

_______”বরবাবু তোমাকে একটা কথা বলব!”

অরিন্দম তাড়াতাড়ি করে বলে,,

____”বলো বলো তোমার কথায় কষ্ট হচ্ছে?”

_____”বরবাবু আমার কোন কষ্ট হচ্ছে না!”

_______”তাহলে?”

বরবাবু আমি একটা খুশির খবর দিতে চাই,,

অরিন্দম বোকার মত ওর দিকে তাকিয়ে আছে,,

____ এবার আমি বলছি,

অরিন্দম এবার একটু বিরক্তি লাগছে কখন থেকে বলছি বলছি করে বলছে না এই দিকে তার ভয়ে হয়ে যাচ্ছে,,

______”বউ তুমি এত হেঁয়ালি না করে তাড়াতাড়ি কি বলবে বলো!”

অনু লজ্জা মাখা হাসি দিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে বললো,,

____ “বেবি আই এম প্রেগনেন্ট!”

অরিন্দম কথাটা শুনে চমকে উঠে চোখ বড় বড় করে অনুর দিকে তাকিয়ে আছে তার যেন চোখ গুলো এক্ষুনি বেরিয়ে পড়বে।।

অনু আবার বলল,,

____”ইয়েস বেবি আই এম প্রেগনেন্ট!”

অরিন্দম চটজলদি অনুর পেট থেকে হাত সরিয়ে নিজের বুকে চেপে ধরে চিৎ হয়ে ফ্লোরে পড়ে যায়,,তার সারা শরীর অবশ হয়ে আসছে এই মেয়ে কথা শুনে,,

_____সে প্রেগনেন্ট? লাইক সিরিয়াসলি?

অরিন্দম ঢোক গিলে তুতলিয়ে বলে,,

_____”ব’উ তু’মি এ’গুলো কি ব’লছ?”

অনু গিয়ে ওর সামনে বসে হেসে আবার বলল,

_____”বেবি আই এম প্রেগনেন্ট!

অরিন্দম কথাটা শুনে বুক চেপে ধরে শুয়ে পরে তার যেন মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, ইতিমধ্যে চারিপাশে ঝাপসা দেখা শুরু করে দিয়েছে , সে আস্তে আস্তে করে চোখ বুঝে নিল হয়ত জ্ঞান হারিয়ে গেছে তার,

তার কানে একটাই কথা ভেসে আসছে,

_______”বেবি, আই এ’ম প্রেগনেন্ট!”

#চলবে