হৃদমাঝারে তুমি পর্ব-০৫

0
317

#হৃদমাঝারে_তুমি
#সাইয়ারা_মম
#পর্ব_৫

আলোচনার পরে কথা হলো যে যতটুকু ছোট আয়োজন করে পারা যায় সেভাবে বিয়ে হবে। এক কথায় ঘরোয়া ভাবে।কারণ পিহুর দাদু জানিয়েছে সে কখন আসবে তার ঠিক নেই আবার নেহালের ভার্সিটিতে এক্সাম শুরু হবে।ঐদিকে আরফান আর দশদিন পরে ব্যস্ত হয়ে পড়বে।কারণ সে একটা ডিল করেছে যেখানে তার প্রডাক্ট বাহিরে পাঠানো হবে।সে আবার সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।তাই বলা হয়েছে এঙ্গেজমেন্ট বা গায়ে হলুদ করা হবে না।আর এক সপ্তাহ পড়ে বিয়ে।তবে পরে রিসিপশন বড় করে আয়োজন করা হবে।

সবাই যখন নেহালদের এগিয়ে দিতে গেল তখন বিদিশা পিয়াসকে লক্ষ্য করে বলল

-ইংরেজী ষাঁড় আবার আসবেন
-অবশ্যই আসবো।এখানে না এলে তো জানতামই না যে জ্বীনের বাদশা আছে

বিদিশার নাম নিয়ে বলায় গাল দুটো বোম করে বসছে।নীলু তা দেখে হেসে ফেলল।বলল

-এই বিদিশা আজকে থেকে তাহলে আমরা ছেলে পক্ষ আর তোমরা মেয়ে পক্ষ।দেখা যাক কারা এই কয়েকদিনে কাদের বেশি পচাতে পারে

-ওকে।তোমার শর্ত একসেপ্টেড।

বাসায় আসার পরে রেবেকা নীলুকে জিজ্ঞেস করল
-নীলু তোমার কী ভাবিদের পছন্দ হয়েছে?
-হ্যাঁ মামণি।আমি তো পিহু ভাবিকে আগে থেকেই চিনি।আর আরফান ভাইয়ের জন্যও মেয়ে পছন্দ হয়েছে।

রেবেকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল
-পিহুকে আগে থেকে চিনতে মানে?
-কেন নেহাল ভাই তোমাকে কিছু বলেনি?কই আমি যখন জিজ্ঞেস করলাম তুমি জানো কিনা তখন তো বলল তুমি নাকি জানো

নেহাল পানি খাচ্ছিল কিন্তু নীলুর কথা শুনে পানি গলায় আটকে গেল।পিয়াস পেয়েছে সুযোগ। নেহাল সব সময় ওকে ভয় দেখায়। এই পানি গলায় আটকানোর ছুতোয় সে নেহালের পিঠে সপাট করে দু তিনটে কিল বসিয়ে দিল।নেহাল পারছেনা কিছু বলতে না পারছে কিছু সইতে।তার এখন মনে হলো ‘হাতি কাদায় পড়লে পিপড়াও লাথি মারে’ এই প্রবাদটা তার জন্য বানানো।
কোনো মতে পানিটুকু গিলে রেবেকাকে বলল

-আরে মা ঐ,,,,,,,,ঐ,,,,,,ঐতো ঐতো,,,, না মানে ঐযে ঐযে

-নেহাল ভাই এরকম ঘাবড়াচ্ছো কেন?রমন বটমূলের কথা তুমি মামনিকে বলো নাই?

-হ্যাঁ ভাই পিহু ভাবির সাথেই তো তোমার বিয়ে হবে।এখন বলে দাও।কিছুই হবে না

পিয়াস কথাগুলো বলে দাত ক্যালিয়ে বসল।নেহাল যদি এখন কিছু না করে তাহলে এই দুই বাটপার মিলে ওর বিয়ের সাধ ঘুচিয়ে দেবে।নীলুকে বলল

-নীলু তুই যে ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করেছিস তা ভাইকে বলবি না?তাকে ছবি দেখাবি না?আর পিয়াস তোকে না কাকিমণি বাসায় যেতে বলেছে?তুই এখনো এখানে কি করো যা ভাগ।

নীলু আর পিয়াস দুজনে মিলে একটু নেহালকে পচাতে চেয়েছিল।কিন্তু এ বেটাতো বাঘের মতো ক্ষেপেছে।নীলু তো সুযোগ বুঝে কেটে পড়েছে।আর পিয়াস তো আগেই ভো দৌড় দিয়েছে।আর মন মনে বলছে

‘খালা যে ওকে বাংলার ষাঁড় বলেছে মন্দ বলেনি।আসলেই একটা ষাঁড়।’

ষাঁড়ের কথা মনে পড়ায় বিদিশার কথা মনে পড়ল।ফোনটা বের করে বিদিশা লিখে সার্চ দিল।

রেবেকা শান্ত হয়ে নেহালের দিকে তাকালো।নেহাল তার মায়ের সামনে হাটু ভেঙে রেবেকার হাত দুটো ধরল। একটা বড় দম ফেলে বলল

-মা আমি জানি তুমি কী জিজ্ঞেস করবে?কেনো তোমার কথার অবাধ্য হয়েছি তাইতো?মা একটা প্রোডাক্ট খারাপ হলে কি ঐ ধরনের সকল প্রডাক্ট খারাপ? এই ধর একটা আম পচা হলে কি সকল আম ই পচা হয়ে যাবে?

আমি পিহুকে ভালো বাসি দুবছর ধরে।পিহুও আমায় ভালোবাসে।মা চাইলেই কিন্তু আমরা আগেই পালিয়ে যেতে পারতাম।কিন্তু মা আমি তোমার কথাকেই প্রধান্য দেই।ইভেন এখনো দেই।

-তাহলে আমি যদি বলি পিহুকে বিয়ে না করতে কি করবি তখন? আমার কথা শুনবি তখন?

একটু চুপ থেকে বলল-তুমি যদি বলো এ বিয় হবে না তাহলে অবশ্যই হবে না।আমি পিহুকে করব না বিয়ে।
বলে উঠে দাঁড়াল।তারপর চলে যেতে উদ্যত হতে রেবেকা ওর হাত টেনে ধরল।ওকে তার পাশে বসিয়ে বলল
-পাগল ছেলে।তুই কি ভেবেছিস আমি এইটা করব?বোকা একটা।আমি তো তোকে পরীক্ষা করেছিলাম তুই কেমন সন্তান?

নেহালের চোখে পানি এসে গিয়েছিল রেবেকার কথা শুনে।মাকে জড়িয়ে ধরে বলতে লাগল

-মা আমাকে ভয় পাইয়ে দিয়েছো।এরকম কেউ করে?আমি একটু হলেই মরে যেতাম।

রেবেকা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়।তার ঠোটে মুচকি হাসি লেগে থাকলেও অন্তরে তার বেদনার অশ্রু ঝরছে।সে তার ছেলেকে বলেছিল এইসব প্রেম ভালোবাসায় না জড়াতে।কারণ তিনি এই ভালোবাসায় বিশ্বাস করে ঢকেছেন।

ঘটনাটা প্রায় তিন দশক আগের।তিনি গ্রামের সাধারণ মেয়ে হলেও অসম্ভব মেধাবী ছাত্রী ছিলেন।দেখতে শ্যাম বর্ণের হলেও চেহারায় আলাদা সৌন্দর্য ছিল।তখন তিনি ছিলেন ক্লাস নাইনের ছাত্রী।ঐ সময়ে ক্লাস নাইনে পড়া যেই সেই ব্যাপার না।নেহালের বাবা আকবার হঠাৎ করেই একদিন তাদের গ্রামে আসে।তিনি এসেছিলেন গ্রামীণ পরিবেশের সংস্কৃতি গবেষণা করতে।গ্রামের মানুষ কোন ধরনের খাবার খায়,কেমন পোষাক পড়ে?
এইগুলো এনালাইসিস করে তিনি তার ব্যবসার একটা অংশ গ্রামে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।কিন্তু তিনি এসে ফেসে গেলেন রেবেকার মায়ায়।গ্রামে স্কুল নিয়ে ততটা মাথা ব্যাথা ছিলনা কারোর ই।রেবেকা কাপড় পড়ে আচল কোমরে গুজে দুটো বেণী করে স্কুলে যেত।তার হাতে থাকত একটা লাঠি যেটা দিয়ে সে ঝোপঝাড় খোঁচাতে খোঁচাতে যেত। একদিন একটা ঝোপে কিছু নড়তে দেখে দিয়েছিলেন এক বাড়ি কিন্তু সেই বাড়ি পড়েছিল নেহালের বাবার মাথায়।তিনি শহরে থাকতেন তাই গ্রাম্য পরিবেশ অতটা বুঝতেন না।ঝোপের মধ্যে তার ক্যামেরা পড়ে গিয়েছিল।ঝোপে যে অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে সেটা তিনি বুঝতেই পারেন নি।তিনি তার ক্যামেরা পাওয়ার পরে হঠাৎ করেই মাথায় আঘাত অনুভব করেন।ক্যামেরা নিয়ে পেছন ফিরতে এক ষোড়শী কন্যাকে দেখে তার অন্তর শীতল হয়ে যায়।তখনই তিনি রেবেকার প্রেমে পড়ে যান। আস্তে আস্তে রেবেকার সাথে বন্ধুত্ব করেন।তারপর দুজনেই দুজনকে ভালোবাসতে আরম্ভ করেন। একদিন রেবেকা আকবরের সাথে কথা বলছিল তখন গ্রামের মানুষ তাদের হাতে নাতে ধরে ফেলে।রেবেকার চরিত্রের ওপরে থুথু ফেলতে লাগে সবাই।আকবর তখনই সিদ্ধান্ত নেয় রেবেকাকে বিয়ে করার। এত কিছুর পরে তাদের ভালোবাসার পূর্ণতা পায়। আকবর বলে সে অনাথ তার কোনো অভিভাবক নেই।শুধু ঢাকায় তার ব্যবসা আছে।ব্যবসার সুবাদে তাকে ঢাকা যেতে হয়। এর মাঝে কেটে যায় অনেক দিন।রেবেকার কোল জুড়ে এলো নেহাল।নেহালকে নিয়ে ভালোই কাটছিল তার দিন কিন্তু একদিন আকবর ঢাকা গিয়ে আর গ্রামে ফিরল না।সেইতো গেল আর ফেরার নাম নাই নেহালের তখন পাচ বছর ছয় মাস বয়স। এভাবে যেতে যেতে ছয় মাস চলে যায়।রেবেকা ভাবে যে আকবরের হয়তো কোনো একসিডেন্ট হয়েছে।তাই সে তার ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকা যায়।

কোথায় যাবে কীভাবে যাবে তা জানে না।অনেক ঝঞ্ঝাটের পরে এক চাচার সহায়তায় ঢাকা গিয়ে আকবরের গোডাউনে যায়। ঐ গোডাউনের ঠিকানা একবার আকবর বলেছিল।সেখান থেকে আকবরের ঠিকানা বের করে একটা আলিশান বাড়ির সামনে আসে।দাড়োয়ান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না।তখন দশ বছর বয়সী একটি ছেলে দাঁড়োয়ানকে বলে যে রেবেকাকে যেন ভেতরে ঢুকতে দেয়।ছেলেটা ছিল অনে সুন্দর আর হাসিখুশি।ও নেহালকে জিজ্ঞেস করেছিল

-তোমার কী হয়েছে?
-আমার আব্বু হারিয়ে গেছে।তাকে খুজতে এসেছি
-তাই।জানো আমার বাবার অনেক পরিচিতি।সে খুঁজে দিবে।আসো আমার সাথে।

তখন ছেলেটা আকবরকে ওর বাবা বলে পরিচয় করিয়ে দেয়।রেবেকা জানতে পারল রেবেকা আকবরের দ্বিতীয় স্ত্রী।আকবরের প্রথম স্ত্রী ছিল আট মাসের প্রেগন্যান্ট।রেবেকা আকবরের দ্বিতীয় স্ত্রী শুনে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান কিন্তু পড়েন সিড়ির ওপরে।ফলে তাকে হাসপাতালে নিতে হয়।কিন্তু দুঃখের বিষয় হলো তার প্রথম স্ত্রী মারা যায় আর পেটের সন্তান টা জন্মগ্রহণ করে ঠিকই তবে তার মধ্যে একটু সমস্যা আছে।আর সেই সন্তান দুটি হলো আরফান এবং নীলু।

আরফান তখন অতটা না বুঝলেও এটা বুঝতে পেরেছে রেবেকার জন্য ওর মা মারা গেছে।তখন আরফান রেবেকার ওপরে চেচিয়ে উঠেছিল কিন্তু অবাক করা ব্যাপার হলো আকবর আরফানকে একটা চড় মেরে চুপ করিয়ে দিয়েছে।আর আরফান তখন থেকেই চুপচাপ স্বভাবের হয়ে উঠেছিল।রেবেকা চলে যেতে চাইলে আকবরের বাড়ির মানুষ তাকে যেতে দেয় নি।কারণ নীলুর একটা মা প্রয়োজন। আর রেবেকা নীলুর মা হয়ে উঠল।নীলু এখন পর্যন্ত জানতে পারল না তার মা রেবেকা নয়।

এসব ভেবে তার চোখ থেকে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে।কিন্তু তিনি তা সন্তর্পণে মুছে নেন।মনে মনে বলতে থাকেন

-আমি ভালোবাসাকে অপছন্দ করি না নেহাল। আমি ভীষণ ভয় পাই বাবা।আমার ভীষণ ভয় হয়।ভালোবাসার মতো একটা পবিত্র জিনিস শেষ করে দিয়েছে কয়েকটি জীবন। আমার জন্য আজ আরফান মা হীনা বেচে আছে।বাবা বড্ড ভয় হয় যে। এই ভালোবাসা নামক বন্ধন আবার কারো জীবন নষ্ট না করে দেয়।যে ভালোবাসা অন্যের ভালোবাসার কদর বুঝেনা সেটার কোনো প্রয়োজন নেই।কোনো প্রয়োজন নেই।

মিহু পড়তে বসছে।তখনই বিদিশা এলো।ওর আশে পাশে ঘুর ঘুর করতে লাগল।ব্যাপারটা মিহু খেয়াল করে বইটা বন্ধ করে রাখল তারপর ওর দিকে তাকিয়ে বলল

-কিছু বলবি?
-হুম বলে মাথা ওপর নিচে ঝাকালো।
-কি বলবি?
-বলছি আমায় মেহেদী লাগিয়ে দেবে?
-মেহেদী এখন লাগিয়ে কি করবি?বিয়ের আগের দিন লাগাবি।আর এখন পারবো নারে।এই সিট টা না পড়ে থাকলে পড়ে পড়া হবে না আর এক্সামে ফেল করব।কালকে থেকেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে।

বিদিশা মন খারাপ করে চলে গেল।হঠাৎ করেই ফোনে নোটিফিকেশন আসল।পিয়াস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে।ও ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করে মেসেজ দিল

-কি হে ইংরেজি ষাট হঠাৎ রিকোয়েস্ট পাঠালেন

ওপাশ থেকে উত্তর এলো-হে জ্বীনের বাদশা আমার একটা মন্ত্র শেখা লাগবে।শেখাবেন আপনি?

#চলবে