আমার শুধু তোমাকেই চাই পর্ব-১৭

0
3098

#আমার_শুধু_তোমাকেই_চাই🍁🍁
#লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী
#পর্ব;১৭

৫২,,,,
এনগেজমেন্ট এর দিন মাহিদের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে সাথে মাহি কেউ। আর মেঘ তো চারিদিকে দৌড়াদৌড়ি করছে কত কাজ তার যতই হোক একটা মাএ বোনের এনগেজমেন্ট বলে কথা কোনো কিছু বাদ রাখতে চাই না সে,,,

মাহি এখনো সময় আছে মেঘকে সবকিছু বল আর নয়ত আমায় বলতে দে (মেঘলা)

না মেঘলা না আমি কিছু বলবো আর না তুই (মাহি)

আজ কিন্তু মেহরাব ভাইয়া ও এখানে আসবে পারবি তো ওর সামনে অন্য কাউকে আপন করতে??(মেঘলা)

জানি না আমি কিছুই জানি না(মাহি)

নিচে,,,,

আরে জয় তোমরা চলে এসেছো তা তোমার বাবা কোথায়??(মেঘ)

জি ওনারা রাও এসেছে ওদিকটাই আছে(জয়)

আচ্ছা চলো (মেঘ)

তারপর মেঘ গিয়ে জয় এর মা বাবার সাথে কথা বললো তার কিছুক্ষণ পরেই মেহরাব এর বাবা মা আসলো।

আরে আংকেল আন্টি আসুন ভিতরে আসুন (এই বলে ওনাদের পিছনে তাকাতেই মেহরাব কে দেখলো তখন মেঘ বলল)

কিছু মনে করবেন না আংকেল আন্টি আমি চাই না আমার বোনের এনগেজমেন্ট এ কোনো ঝামেলা হোক (মেহরাব এর দিকে তাকিয়ে)

আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কোনো ঝামেলা হবে না (মেহরাব)

তাই যেনো হয়। এই বলে মেঘ চলে গেলো।

বাবা তুই সয্য করতে পারবি না তুই চলে যা (রুপালি)

না মা আমি ঠিক আছি,,, আমিও দেখতে চাই মাহি আমার সামনে কি করে অন্য একজন কে আংটি পরায়(,মেহরাব)

তারপর মেঘ গিয়ে মাহিকে নিয়ে আসলো,,, অনেক সুন্দর করে মাহিকে সাজানো হয়েছে। মেহরাব এক নজরে মাহির দিকে তাকিয়ে আছে।

এ কি অবস্থা করেছেন আপনি নিজের মেহরাব,,,,চোখ দুটো কেমন লাল চোখের নিচে কালি পড়ে গেছে,, আপনি কেনো এসেছেন এখানে আমি পারবো না আপনার সামনে নিজেকে শক্ত রাখতে প্লিজ চলে যান (মনে মনে বলল মাহি)

৫৩,,,,
তো জয় যাও মাহিকে আংটি টা পড়িয়ে দাও (মেঘ)

জি অবশ্যই (জয়)

এই বলে জয় আংটি নিয়ে মাহির দিকে গেলো,, আর মাহি তো এক নজরে মেহরাব এর দিকে তাকিয়ে আছে,, যেই জয় আংটিটা পড়াবে তখনি মেহরাব বলল

আরে দাড়ান এতো তাড়া কিসের,,, এতো বড় অনুষ্ঠান কোনো গান না হলে কি চলে?? আমি ওনাদের নতুন জীবনের শুভ কামনায় একটা গান গায়??(মেহরাব)

ও আবার এ কি নতুন নাটক শুরু করলো,, ওকে তো আমি (মেঘ)

প্লিজ এমন করবেন না এখানে অনেক মানুষ আছে (মাঘলা)

মেহরাহ এসব আপনি কি করছেন কেনো নিজেকে কষ্ট দিচ্ছেন(মনে মনে বলল মাহি)

মেহরাব এসব কি বলছিস তুই,,, তুই এমন কিছুই করবি না (মহসীন)

ওহ বাবা দেখছো না আমি ঠিক আছি তো গান শুরু করা যাক??এই কে আছো আমায় একটা গিটার দিবে প্লিজ?? তারপর মেহরাব গান গাওয়া শুরু করল।

,,,Pyaar mein Aksar,
Aisa hotaa hai.
,,koi hastaa hai,koi rotaa hai.
,,pyaar mein aksar,,,Aisa Hotaa hai.
,,,koi hastaa hai,,koi rotaa hai.

,,koi pataa hai,, koi khotaa hai..
Koi pataa hai,,koi khotaa hai..

Tu pyaar hai,,kisi aur kaa,,
Tujhe chahta, koi aur hai.

Tu pyaar hai,,,kisi Aur kaa,,,
Tujhe chahta koi aur hai,,,

Tu pasand hain,,,kisi aur ki.
Tujhe mangata , koi aur hai.

Tu pyaar hai,,kisi aur ka,
Tujhe chahta koi aur hai..

Kaun apnaa hai,,kya beganaa hai..
Kya hakeekat hai,,,kya fasanaa hai..

Kaun apnaa hai,,kha beganaa hai,,
Kya hakeekat hai,,,kha fasanaa hai.

Ye zamane mein kisne jana hai,,
Ye zamane mein,,kisne jana hai,

Tu najar hai,,kisi aur ki..
Tujhe dekhta, kai aur hai,
Ju jaan hain,,,kisi aur ki,,,
Tujhe jantaa,koi aur hai,,
Tu pasand hain,,,kisi aur ki
Tujhe mangata,,, koi aur hai
.tu pyaar hai,, kisi aur kaa
Tujhe chahta,,, koi aur hai..

গান শেষে মেহরাব সবার আড়ালে নিজের চোখের পানি মুছলো যেটা কেউ না দেখলেও মাহি ঠিকি দেখলো।

হয়েছে??? এখন জয় যাও আংটি টা পড়াও(মেঘ)

তারপর জয় গিয়ে আংটিটা পরাবে তখনি মেঘের ফোনটা বেজে উঠল। মেঘ ফোন ধরেই বলল।

হোয়াট (একটু জোরে চিৎকার করে)

কি হয়েছে??(জয়)

আসোলে একটা ব্যাংকে কয়েকজন গুন্ডা ব্যাংক ডাকাতি করতে এসে সবাইকে আটকে রেখেছে আর বাইরে থেকে পুলিশ চারিদিকে ঘেরাও করে রেখেছে। তাই ওরা বার হতে পারছে না এই জন্য সবাইকে ভিতরে আটকে রেখেছে। ব্যাংকের ভিতরে অনেক মানুষ আছে সবার জিবন সংকটে আমায় যেতে হবে (এই বলে মেঘ তরিঘরি করে বেড়িয়ে গেলো আর মেঘের পিছু পিছু মেহরাব ও গেলো)

মুহুর্তের মধ্যে সব আমেজ নিস্তেজ হয়ে পরল।

আমিও যাই দেখি ওখানে কি হচ্ছে এই বলে জয়ও চলে গেলো।

৫৪,,,
তোমরা ভিতরে যাওনি কেনো??(মেঘ)

স্যার আমরা ঠিক বলতে পারবো না ভিতরে ঠিক কতজন আছে তাই আমরা কোনো রিস্ক নিতে পারবো না স্যার একটু কিছু হলেই কারো জান যেতে পারে(অফিসার)

আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে বাইরে থেকে ওদের ঘেরাও করে রাখো আমি পিছন দিক দিয়ে ভিতরে যাচ্ছি(মেঘ)

কিন্তু স্যার ভিতরে গেলে আপনার বিপদ হবে(অফিসার)

আমি আমার দায়িত্ব পালন করছি,,, তোমরা তোমাদের কাজ করো।

এই বলে মেঘ পিছন দিক দিয়ে ভিতরে গেলো আস্তে আস্তে ভিতরে গেলো একটা রুমের ভিতর গিয়ে দেখলো কয়েক জন বসে আছে তাই আস্তে করে ওদের রুমের ভিতর আটকে দিলো তারপর আস্তে আস্তে আরো সামনে গিয়ে দলের নেতা যে তার মাথায় গুলি ধরলো,, আর সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলল। তখনি পিছন থেকে এসে কেউ মেঘকে ধাক্কা দিলো।আর মেঘ নিচে পড়ে গেলো।

ইউ?(রেগে মেঘ পিছনে তাকিয়ে দেখে মেহরাব,, তখনি রেগে ওকে কিছু বলতে যাবে তখন দেখলো মেহরাব এর বুকে গুলি লেগেছে আর সামনে যে মেহরাব কে গুলি মেরেছে তাকে শান্ত লাত্তি মেরে ফেলে দিয়েছে। মাহি ফোন করে শান্ত কে আগেই বলে দিয়েছিলো তাই শান্ত এসেছে কিন্তু একটু দেরি করে ফেলেছে,, শান্ত আসার আগের গুন্ডাটা মেহরাব কে গুলি মেরে দিয়েছে।

মেঘ ও বুঝে গেছে যে মেহরাব ওকে বাচাতেই ওকে ধাক্কা দিলো আর যেই গুলিটা মেঘের লাগার কথা সেটা মেহরাব এর লেগেছে।

চলবে,,,,,,