স্বপ্নময় ভালোবাসা পর্ব-২২

0
5734

স্বপ্নময় ভালোবাসা
রোকসানা আক্তার
পর্ব-২২

দিন কেঁটে মাস চলে আসে।আকাশের মাঝে একঝাঁক ব্যস্ততা চেপে বসে।তার কুমিল্লা মডার্ন হাসপাতালের ট্রান্সফার সময় ফুরিয়ে যাচ্ছে। তাকে আগামী রোববারই ঢাকায় ব্যাক করতে হবে!এখন চিন্তা তার আমাকে নিয়েই!আমাকে কুমিল্লায় রেখে যাবে নাকি সঙ্গে করে ঢাকায় নিয়ে যাবে!আর ঢাকায় নিয়ে যেতে চাইলেও আমি যাবো কিনা এ নিয়ে তার মনের কিণার কাণারে উসখুস করছে!অনেকবার এ ব্যাপারে সে আমাকে বলতেও চেয়েছিল কিন্তু সাহস নামের শব্দটি আর তারমাঝে মাথাচাড়া দিয়ে উঠে নি!

পরদিন আমি বেলকনির ধর্নাতে জামাকাপড় শুকাতে দিচ্ছিলাম।এমন সময় আকাশ আমার পেছনে এসে দাঁড়ায়।গলায় খানিক খাঁকারি টেনে স্বাভাবিক গলায় বললো,
“সানা?তুই কি ফ্রী আছিস এখন?”
আমি চালিত হাত বন্ধ করে প্রশ্নবিদ্ধ চোখে আকাশের দিকে তাঁকাই।আকাশ দ্বিধা ভরা চোখমুখে নিজেকে মনে মনে যথেষ্ট গুছিয়ে নিয়ে আমাকে বললো,
“ইয়ে মানে…তোর সাথে একটা কিছু কথা বলার ছিল!”

আমি হাতের জামাটা ধর্নায় রেখে ওর দিকে ফিরে বললাম,
“বল।আমি ফ্রী আছি।”
“পরসু আমায় ঢাকা যেতে হচ্ছে।কুমিল্লায় ফিক্সড টাইমটা আগামী পরসু শেষ হবে!আর আমি ত চলে গেলে তোর পড়াশুনায় প্রবলেম হবে।ওদিক দিয়ে বিসিএস,ব্যাংক জবের সার্কুলার ছাড়ারও সময় হয়ে গেছে।বলতে গেলে তোর প্রিপারেশনটা হাতে গোনা! এই সময়টুকুতে এখন তোকে শুধু দমবন্ধ করে পড়তে হবে!আর যদি কুমিল্লায় থাকিস তাহলে নিজেকে যথেষ্ট প্রিপেয়ার্ড করতে পারবি ত?”
“আমি কি বলছি আমি কুমিল্লায় থাকবো?”

আমার এহেন কথায় আকাশের হেঁচকি উঠে যায়।সে তার চোখের থাকা চশমাটা আবার ঠিক করে নেয়।অনেকটা অপ্রস্তুত বোধ হয়ে বললো,
“নাহ নাহ ঠিক আছে।ঢাকায় যাস।তোর প্রিপারেশন ভালো হবে!আমি মাকে জানিয়ে দিচ্ছি তুই ঢাকায় যাবি।”
বলেই আকাশ আর দাঁড়ায় নি।সে এক সপাটে রুম থেকে বেরিয়ে যায়।আমি স্থির চাহনিতে সেদিকে তাঁকিয়ে থাকি।ঢাকায় যাওয়ার মনস্থিরটা করেছি নিজের কথা ভেবেই!এই মুহূর্তে আকাশের গাইডলাইনটা আমার খুবই দরকার!সময় অল্প!আর পরিক্ষা সব ত ঢাকায়ই হবে!তাই একেবারে সব সুবিধা ঢাকায় যেহেতু পাবো তাহলে কুমিল্লা থাকাটা এখন অর্থহীন।!আর হ্যাঁ,আমার শহরে আমি ফিরবো তার আগে নিজেকে যোগ্য করে! এর আগে নয়!যে সানা এখন সবার মুখে মুখে বেশ্যা,সে সানাই ইনসাল্লাহ একদিন একজন গর্বিত মানুষ হয়ে সবার সামনে এসে দাড়াবে !এখন শুধু সময়ের অপেক্ষা!!

ঢাকায় ব্যাক করার একদিন পরই আকাশ আমাকে একটা কোচিং সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয় শর্ট টাইম প্রিপারেশনের জন্যে।কোচিং সেন্টারটা বেশি দূরে নয়। আকাশের ফ্ল্যাট থেকে দুই তিন মিনিটের পথ।আমি নিয়মিত সেখানে ক্লাস করা শুরু করি।উনাদের প্রতিটি লেকচার শিট মনোযোগ সহকারে বুঝে নিয়ে বাসায় এসে তা পুনর্বার পড়ি।আবার পড়ি।তারপর আবার পড়ি।এভাবে মোট সাতবার পড়ি।একরাতে একটা শিট শেষ হয়।পরে আবার এক্সট্রা ম্যাথ,জিকে,বাংলা ব্যাকরণ ইত্যাদি।আর আকাশ প্রতিটি টপিকসের পেছনে পেছনে হিংস দেয়।আমার প্রতিটি পড়ার প্রতিটি অক্ষরে আকাশেরও একটু জিরন্তি নেই।সে হাসপাতাল থেকে ছুটে আসলেই আমার বই নিয়ে বসে।যেখানে আমি আমার পড়া নিয়ে খুব বেশি সিরিয়াস হবার কথা সেখানে সে!ব্যাপারটা খুবই রিডিকিউলাস!যদিও ওর এহেন কাজে মনে মনে খুব খুশি হই তবে আমাকে নিয়ে ওর এত ভাবাটা খুব রাগও হয়!আমি তার কি হই?নাথিং!এমনকি এখনো ওকে আমার শুধু বন্ধুই মনে হয়।কাগজে কলমে আমাদের বিয়ে হয়েছে এই বিষয়টা এক মুহূর্তের জন্যেও আমার মাথায় আসে না।ভাবি ঠিক আগের মতনই সব!আমাকে এখনো পাগলের মতো ভালোবাসে,আর আমি জাস্ট ওকে বন্ধু ভাবি!সত্যি কথা বলতে আমি এখনো আকাশকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না!

দেখতে দেখতে বিসিএস-এর সার্কুলার ছেড়ে দেয়!সেদিন আকাশ অস্থির মনে বাসায় ফিরেই ল্যাপটপ নিয়ে বসে।গুগলে সার্চ দিয়ে এ’বছরের বিসিএসের বিষয়াদি সংক্রান্ত সব জেনে নেয়।তারপর আমার দিকে ফিরে বললো,

“আবেদন করে ফেলি!”
এ’কথাটি শুনামাত্র আমার মেরুদন্ড বরাবর একটা শীতল হাওয়া বয়ে যায়।”বিসিএস আবেদন”-কথাটিতে কেনজানি আমার ভেতরটায় একটা অজানা আতঙ্ক আর ভয় চেপে বসে!এখন থেকে ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত হাজার আবেদন পড়া শুরু হবে।হাজার হাজার প্রতিযোগী প্রতিযোগীতার জন্যে মাঠে নামবে!তাদের মাঝে পারবো?
যদি এটাকে পেয়ে যাই!!ইসস তখনতো সবাই বিসিএস ক্যাডার বলবে!!!
এক মুহূর্তের জন্যে আমার অস্তিত্বটা ভাবনার ঘোরে হারিয়ে যায়।

“আবেদন করা শেষ!”
আকাশের কথার শব্দে ঘোর থেকে বেরিয়ে আসি।হালচোখে বললাম,
“শেষ?!”
“হুম।”
“শোন,আর মাত্র একমাস সময় আছে।এই এক মাসে মন-প্রাণ উজাড় করে তোকে শুধু পড়তে হবে।কোনো কাজ করা যাবে না।শ্যামলী আপা আছেন উনি ঝাঁড়মোছার সাথে সাথে এখন থেকে রেঁধেও দিয়ে যাবেন।তোর শুধু ঘুম,পড়া আর খাওয়া!এছাড়া,কিচ্ছু না!মনে থাকবে?”

“মাত্র এই তিনটা কাজই,আর কিছু না!”
“জীবনে অনেক কিছু করার সময় পাবি।কিন্তু একবার যদি কোনো গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায় তখন তা আর ফিরে পাবি না।পরে আফসোস করা লাগবে!আমার দিকে দ্যাখ!সংসারে বাবা ছিল না,কতটা কষ্টের ছিল আমাদের সংসার।সংসারের প্রতিটি মুহূর্ত মনে হত যেন এক একটা বিভীষিকা!আমি খুব কষ্ট করেছি!সেদিন প্রতিজ্ঞা করেছি আমাকে ডাক্তার হতেই হবে তা যেকোনো মূল্যেই!আমার চোখের পানি একদিন স্বর্গতূল্য করবো!আজ পেরেছি,বল?”

আকাশের এমন উৎসাহমূলক বাণীতে আমি আরেকটু উদ্দীপ্ত হই।হাঁপিয়ে যাওয়া থেকে প্রাণটা আবার আশার ডানা মেলতে থাকে।ইয়েস আমাকে পারতেই হবে!তারপর থেকে পুরোদমে আবার পড়া শুরু।দিন যেয়ে রাত আসতো কখন টেরই বলতেই পেতাম না,যতক্ষণ না আকাশ আমাকে টাইমটা বলতো!!
এভাবে চলতে চলতে প্রিলিমিনারি পরিক্ষা চলে আসে।এম সিকিউতে বসি।পরিক্ষাটা দিই।আজ দেড়মাস।শেষ হলো।আর আজই রেজাল্ট বের হবে।আমি রুমের দরজা, লাইট,ফ্যান সব অফ করে হাত-পা গুঁটে বিছানার এককোণে বসে আছি।আর দিকে দিকে কেঁপে উঠছি আতঙ্ক! আতঙ্ক !জানি না কী রেজাল্ট আসে!নাকি ফেইল মেরে ডাব্বা কাইত করে ফেলেছি!আকাশ সেই সকাল থেকেই আমাকে সান্ত্বনা দিয়ে আসছে কিন্তু কিছুতেই আমি আশ্বস্ত হতে পারছি না।

আকাশ দরজায় এসে আরেকবার ডু মেরে যায়,
“সানা,প্লিজ?এরকম করে না!দরজা খোল!আমার বিলিভ ভালো কিছু হবে!বি পজিটিভ,সানা!বি পজিটিভ! ”
“আগে রেজাল্ট আসুক তারপর বোঝা যাবে!”

আকাশ আবারো ব্যর্থ মনে ডাইনিং চলে যায়।সোফায় বসে আবারো ল্যাপটপ ঘুটঘুট!কিছুক্ষণ এভাবে কাঁটার পর আকাশ আবারো দরজার সামনে এসে দাঁড়ায়!গলা উঁচিয়ে বললো,
“এখন আড়াইটা বাঁজে।”

আড়াই টা!তারমানে এখন রেজাল্ট পাবলিসড করে দিয়েছে!আবারো একঝাঁক ভয় এবং আতঙ্ক বুকের ভেতরটা কেমন যে করছে বলতে পারছি না!নাহ আমি কিছুতেই রেজাল্ট দেখবো না,কিছুতেই নাহ।খারাপ কিছু আসলে মরেই যাবো!নাহ সানা,নাহ দেখিস না, দেখিস না!!!ভাবনা মাঝে আকাশ বলে উঠলো,

“কংগ্রাচুলেশনস,সানা!!!”

এবার আমি চমকে উঠি।মুহূর্তে শরীরটা অসাড় হয়ে যায়!দরজার দিকে পুরোভাবে নিজেকে স্থবির রেখে আকাশের আবারো একফোঁড় কথা ভেসে আসে,
“সানা,তুই প্রিলিমিনারিতে সিলেক্ট হয়েছিস!!কংগ্রেটস,সানা!কংগ্রেটস!”

থমথমে পায়ে হেঁটে যেয়ে এক সপাটে দরজা খুলে ফেলি!বললাম,

“আকাশ,সত্যি?”

আকাশ কিছু না বলে আমার হাত ধরে নিয়ে সোফার দিকে নিয়ে যায়।ল্যাপটপটা হাতে নিয়ে আমার সামনে ধরে।আমি ছোট ছোট চোখে স্ক্রিনের দিকে তাকাই।সুন্দর করে লেখা রেজাল্ট বক্সের পাশে লেখা- পাসড!
লেখাটি দেখেই মুহূর্তের জন্যে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়।এ যেন মেঘ না চাইতেও বৃষ্টি!সত্যি আমি পেরেছি?আমি পেরেছি?ইয়েস!সানা এবার নেক্সট লিখিত এক্সাম এবং ভাইবার জন্যে প্রিপারেশন নে!!

লিখিত এক্সামের জন্যে প্রিপারেশন নিতে থাকি।সেই আগের মতোই পড়া আর পড়া।লিখিত এক্সামেও বসি।রেজাল্ট আসে।লিখিত এক্সামে সিলেক্ট হই!!সেই মুহূর্তের অনুভূতিটা প্রিলিমিনারি এক্সাম থেকেও বেশি চমক যেটার অনুভূতি এখন আমি বলে বুঝাতে পারবো না।
তারপর আসে ভাইভা!!জানি না আল্লাহ আমার প্রতি কেন এতটা সদয় হয়েছেন?কেন আমার দিকে এতটা চেয়েছেন?আমি বরাবর ভাইভাতেও সিলেক্ট হই!!কিছুক্ষণ আগে হলো ভাইভার রেজাল্ট দিলো!এখন আমি টুপটুপ চোখের পানি ফেলছিনআকাশের সামনে! আমার এতটাই এতটাই খুশি লাগছে যে আমি অতি সুখটা সইতেও পারতেছি না এই মুহূর্তে! কেন এত আনন্দ হচ্ছে?কেন অতি সুখে কেঁদে দিচ্ছি তার কারণ নিজেও জানি না!

আকাশ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়।দৃঢ় গলায় বললো,
“কষ্ট করেছিস তার মিষ্ট পেয়েছিস!আয়নায় নিজের চেহারাটা দেখেছিস পড়তে পড়তে কেমন কাঠ পোড়া হয়েছিস?কাঁদতে হবে না আর । চার রাকাআত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর!আর আমার মিষ্টি রেডি রাখ তাড়াতাড়ি! আমি বাথরুম থেকে আসছি।”
শেষ কথাটা চোখ টিপ দিয়ে বলেই আকাশ বাথরুমের দিকে চলে যায়।

এবার আমার চেতনাটা স্বতঃস্ফূর্ত জাগ্রত হয়!এই আকাশটার জন্যেই আজ আমি এখানে আসতে পেরেছি !এই মানুষটা পাশে ছিল বলেই এমন অসম্ভাব্য একটা স্বপ্ন বিধাতা আমাকে নিজ হাতে দিয়েছেন!সাত সাতটা মাস এই মানুষটাকে আমি অনেক কষ্ট দিয়েছি!কতটা কষ্ট করলো আমার জন্যে অথচ এতদিনে এই মানুষটাকে আমি এতদিনে চিনতেই পারি নি!নাহ আর পারবো না এই মানুষটাকে কষ্ট দিতে, কিছুতেই নাহ!এই মানুষটাই আমার জীবনের….
ভাবতে ভাবতে বাথরুমের দিকে এগিয়ে যাই।দরজাটা ঠেলে ভেতরে ঢুকেই আকাশকে জোরে আঁকড়ে ধরি।আকাশ আমার এহেন কান্ডে বরাবর বাকরুদ্ধ! আবেগ ময়তা কন্ঠে বললাম,

“নাহ আকাশ আমাকে আর কষ্ট দিস না!আমি আর নিতে পারছি না,প্লিজ?”

আকাশ আমায় তার দুই বাহুডোরে খুব শক্ত করে জোরে চেপে ধরে।ধরার মাঝেই তার কোলে তুলে নেয়।তারপর ধীরপায়ে হেঁটে বিছানার শুইয়ে দেয়।আমি চোখবুঁজে লাজুকতা কন্ঠে বললাম,

“এতদিন বলেছিলি না?বিসিএস ক্যাডার হলে তোর জন্যে উপহার রেডি রাখতাম?আজ আমিই তোর জন্যে বড় উপহার!নিজের সম্পত্তিটাকে নিজের করে নে!আর কোনো বাঁধা দিব না!”

আকাশ এ কথার পিঠে কিছু না বলে তার হীম হাতটা আমার মুখের উপর এগিয়ে কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে একটা চুমু লাগিয়ে দেয়!তারপর ধীরেভাবে মুখটা ঠোঁটের সামনে বরাবর রেখে অনবরত তাতে কিস করতে থাকে।আমি দু’হাত শক্ত করে চাদরের সাথে আঁটকে ধরে রাখি।আমার নিস্তেজ শরীরটা আকাশের দখলে চলে যায়।আজ মনে হলো সে আমার স্বামী!!!

চলবে….