এক রক্তিম শ্রাবণে পর্ব-৩৫

0
815

#এক_রক্তিম_শ্রাবণে❤️
#লেখিকা_মালিহা_খান❤️
#পর্ব-৩৫

“শরৎকাল”মানেই শুভ্রপ্রহরের বুকে লেপ্টে থাকা রুপময়ী প্রকৃতিকন্যা।নীলসাদা পরিবেশজুড়ে শুভ্রমিতার আদুরে হাতছানি।তার ডাকে যে সাড়া দিবে সেই সাদা কাশফুলের শুভ্রমায়ার জড়িয়ে যাবে আষ্টেপিষ্টে।

তোহারা ঢাকা ফিরে এসেছে দুদিন হয়েছে।গত শনিবারই তাদের ফেরার কথা ছিলো কিন্তু সেদিন সন্ধ্যায় এংগেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি।তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিলো তারা।তূর্যর ভার্সিটি আছে তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই সেজন্যই তাড়াহুড়ো করে ফেরা।
ঢাকায় এসে আবার সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা।নিয়মিত কলেজ যাওয়া,পড়াশোনার ব্যস্ততা।উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে।কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর।
________
বিকেল থেকেই প্র্যাক্টিক্যাল লিখতে বসেছিলো তোহা।সেই লিখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে।এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেছে।বুড়ো আঙ্গুলের চামড়া ডেবে লাল হয়ে আছে।খাতাপত্র গুছিয়ে বিছানায় সটান হয়ে সুয়ে পরলো তোহা।হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্তি এসে গেলো নিমিষেই।স্বর্ণালি কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেন্জারে।সাথে একদুটো মেসেজ।ভ্রু কুঁচকালো তোহা।
নিতান্তই কৌতূহলবশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠলো।দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে।
সেইদিন আংটি পরানোর মূহুর্তের কিছু ছবি।এগুলো কখন তোলা হয়ে ছিলো তোহা খেয়ালই করেনি।
একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেলো।দু”আঙ্গুলে একটু জুম করলো ছবিটা।তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে।আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে।যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছেনা।শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পরেছে।সেদিকেই মনোমুগ্ধকর দৃষ্টি নি:ক্ষেপ করে স্বমহিমায় কি যেন দেখছে তিহান।
তোহা একা একাই হাসলো।ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালির মেসেজ গুলায় চোখ বুলাল।স্বর্ণালী লিখেছে,”তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই।”,”উনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো..শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য।”
মুখ চেপে হাসলো তোহা।লিখলো,”আচ্ছা আপু বলে দিবো।”

শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘন্টাখানেক আগে।বারান্দার বামসাইডের রেলিং ঘেঁষে দাড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুঁয়ে যাওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনী নিয়ে দাড়িয়ে আছে তোহা।লম্বা চুলে অগোছালো বেণি করা।গায়ের ওড়না বাতাসে উড়ছে।বৃষ্টির ছাঁট এসে পরছে চোখেমুখে।ঠোঁট ভিজিয়ে দিচ্ছে।গাল ভিজিয়ে দিচ্ছে।তোহা মাঝেমধ্য হাতের উল্টোপিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণা গুলো।
কোন কারণ ছাড়াই এখানে দাড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তাভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত।ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখলো তোহা।তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই।তবুও লোকটা ফিরছেনা কেনো?হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করলো।এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলোনাতো?পরক্ষনেই আবারো ভাবলো নাহ্,তিহান তো গাড়ি করেই আসবে।বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না।
তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিকবাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করলো সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেলো।হাসলো তোহা।সে জানে তিহান এখন নিজেই কল করবে।এমনটাই হয় সবসময়।সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়।যেন তোহার ফোনের টাকা শেষ না হয়।
ভাবনার মাঝেই ফোন বেজে উঠলো।মুচকি হেসে রিসিভ করলো তোহা।ওপাশ থেকে তিহান ব্যস্ত কন্ঠে বললো,
—“হ্যাঁ বল,কি হয়েছে?”

—“আপনি এখনো ফিরছেন না যে?”

তিহান বোধহয় একটু হাসলো।তোহা ঠি ক বুঝতে পারলোনা।ঠোঁট উল্টিয়ে আবারো জিজ্ঞেস করলো,”হ্যালো?শুনছেন?”

এবার কন্ঠ শোনা গেলো তিহানের।গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বললো,
—“এসেই পরেছি।”

—“আপনার গলা এমন শোনাচ্ছে কেনো?”

—“কেমন শোনাচ্ছে?”দুষ্টুমি মাখিয়ে বললো তিহান।

তোহা আমতা আমতা করলো কিছুক্ষণ।বললো,
—“না কিছুনা,রাখছি।”

তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠলো,”শোন”।ফোনটা কান থেকে দুরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেলো তোহা।আবারো কানে নিয়ে নিচু গলায় জবাব দিল,”বলেন।”

একটুখানি নিরব অনুভূতির আদান-প্রদান চললো।ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ,যানবাহনের ক্রিন ক্রিন হর্ণ সবমিলিয়ে শহরের ব্যস্ততার সচ্ছ আভাস।নিরবতা কাটিয়ে তিহান নরম কন্ঠে বললো,

—“কিছু খাবা?নিয়ে আসবো?”

ফোনের এপাশেই খিঁচে চোখ বুজে ফেললো তোহা।একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেলো শিরদাড়া বেয়ে।শরীরের লোমগুলো বোধহয় দাড়িয়ে গেছে।লোকটার এই কন্ঠটায় কি যেনো আছে।আর এই “তুমি” ডাকটায় তো কখনো পুরনো ভাবটা আসেনা।যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে।

—“হ্যালো?”

তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার।একটু ঢোঁক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে উওর দেয়,
—“কিছু লাগবেনা।আপনি আসেন।বৃষ্টি বেড়ে যাচ্ছে।”বলেই খট করে ফোনটা কেটে দিলো তোহা।ফোনটা হাতে মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তার দেখায় মনোযোগ স্হাপন করলো।

পনেরো মিনিট যেতে না যেতেই একটা রিকশা থামলো মেইন গেটের সামনে।দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার।রিকশা থেকে কাকভেজা হয়ে নেমেছে তিহান।গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে।চুল ভিজে কপালে পড়ে আছে।তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করলো।মানিব্যাগে পলিথিন পেঁচানো।দ্রুত ভাঁড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান।
তাকে দেখে দাড়োয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে।কয়েকসেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুতপায়ে ভেতরে ঢুকতে দেখা গেলো তিহানকে।এরমধ্যই একবার চোখাচোখি হয়েছে তাদের।
তোহাও আর দাড়ালোনা।ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো।
তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া।তোহার পাশে দাড়িয়ে বললো,
—“কি হলো এভাবে বেরিয়ে আসলি কেনো?”

তিহান তখন মাত্র সিঁড়ির বেয়ে উপরে এসে দাড়িয়েছে।আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কন্ঠে উওর দিলো,
—“উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু?

আতিয়া তাকালো।তিহানকে চোখে পরতেই আৎকে উঠে বললো,
—“এমা!এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেনো বাবা?ঠান্ডা লেগে যাবেতো।গাড়ি নিয়ে যাসনি?”

তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিলো তিহান।ভেজা চুলগুলোয় হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বললো,
—“মা-বাবা বাসায় নেই খালামনি।গাড়ি নিয়ে বাবার কোন এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিলো।ওদিকের রাস্তাঘাট ভালোনা।বৃষ্টিতে পানি জমে যাচ্ছেতাই অবস্থা।ফোন করেছিলো,কাল সকালে পানি নামার আগে ফেরা সম্ভব না।”বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিলো তিহান।তোহা ব্যাগ দিলোনা।

আতিয়া দ্বিগুন চিন্তিত কন্ঠে বললো,
—“সেকি!তুই তাহলে কিভাবে কি করবি?আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি।ভিজেও গিয়েছিস।”

—“ফ্রিজে খাবার আছে খালামনি।সমস্যা হবেনা।”মুচকি হেসে উওর দিলো তিহান।

—“তোহা,তুই যাতো ছেলেটাকে গরম পানি করে দে।এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে।সেবারও তো গা কাপিয়ে জ্বর এসেছিলো।”কন্ঠে ভয় নিয়ে বললো আতিয়া।

তোহা সাঁয় দিয়ে মাথা নাড়ালো।বিনাবাক্য তিহানের কাছাকাছি যেয়ে দাড়াতেই দূর্বোধ্য হাসলো তিহান।আতিয়া উদ্দেশ্য করে বললো,”একটুপরেই ওকে পাঠিয়ে দিচ্ছি খালামনি।”আতিয়া চলে গেলো।সে চলে যেতেই ফুঁসে উঠলো তোহা।তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতেই নিলেই তোহা তেজী গলায় বললো,
—“আপনাকে তো দেখলাম রিকশায় আসতে।ভিজলেন কি করে?”

আড়চোখে তাকালো তিহান।উওর না দিয়ে ধীরেসুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখলো।কাঁদাপানি লেগে আছে সেগুলোতো।

তিহান বেসিনে হাত ধুয়ে নিলো।তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো।দাঁতে দাত চেপে সেদিকে তাকালো তোহা।মূহুর্তেই একটা দীর্ঘ:শ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলোয় গরম পানি চড়ালো।তিহান শাওয়ার নিবে এখনই।আগুনের আঁচ বাড়িয়ে দিলো সে।মাঝেই তিহান গলা উচিয়ে হাঁক ছাড়লো।দেরি করলোনা তোহা।দ্রুতপায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেলো সে।তিহানের গায়ে জামা নেই।উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর।ভেজা শার্ট পরে আছে বিছানায়।চাদর ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নাই তার।পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে।
তোহা বেহায়ার মতো কিছুক্ষন চেয়ে থেকে দৃষ্টি নামালো।গুটিগুটি পায়ে দ্রুত এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বললো,
—“ভেজা জামাটা এখানে রেখেছেন কেনো?চাদর ভিজে যাচ্ছে পুরো।”বলে শার্টটা লন্ড্রিবিনে রাখলো সে।

তিহান একপলক তাকালো।ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিলো।ভ্রুকুটি করে তাকালো তোহা।তিহান মুচকি হেসে বললো,
—“ফুচকা আছে।খেয়ে নিস।আমি শাওয়ারে যাচ্ছি।

বলেই হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান।দরজা লাগানোর আগমূহুর্তে তোহা একহাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বললো,
—“আপনি এটা আনতে গিয়েই ভিজেছেন তাইনা?”

তিহান অমায়িক হাসলো।সেই হাসির মানে মূহুর্তেই বুঝে গেল তোহা।তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইলো দরজার দিকে।

~চলবে~

[বি:দ্র:গতপর্বে আমি দুটো ভুল করেছিলাম।এক হলো আমি লেখেছিলাম তোহার মাধ্যমিকের পর তাদের বিয়ে হবে।ওটা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক হবে।আর দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গায় আমি লিখেছিলাম ওদের “আকদ” হয়ে গিয়েছে।ওটা “আকদ” হবেনা ওটা “বাগদান” হবে।আকদ মানে পুরো বিয়ে হয়ে যাওয়া।আমি এত বিস্তারিত জানতাম না।তাই বুঝিনি। আগামীতে এমন ভুল না করার চেষ্টা করবো।ধন্যবাদ❤️]