#ভালোবাসার_রঙে_রাঙাবো💜
#সাদিয়া_জাহান_উম্মি💜
#পার্টঃ২৩
নূর,আলিশা, আলিফা,মিম ওরা ফাসুরফুসুর করছে।একটু কথা বলছে আবার চারদিকে তাকাচ্ছে যেন আবার কেউ না শুনে।
–” দেখ বেস্টির বাগদান এরকম পাইন্সা মার্কা বাগদান আমার লাগবে নাহ।এখন বল কি করতে পারি?”
নূরের কথায় সবাই ভাবনায় পড়ে গেলো কি করা যায়।
–” ভাই রে ভাই এইসব ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে চলে যাবো।”
আলিফা নিজের কপালে হাত দিয়ে বলে।
নূর তীক্ষ্ম চোখে তাকায় আলিফার দিকে।বললো,
–” তুই কবে কোনদিন একটা ভালো আইডিয়া দিতে পারলি?”
–” পঁচাইস না বাল।”
আলিশা ঠাস করে থাপ্পর মেরে দিলো আলিফার বাহুতে। আলিফা ব্যাথাতুর আওয়াজ করে তাকালো আলিশার দিকে।
–” মারলি কেন?”
আলিশা রাগি গলায় বলে,
–” কথায় কথায় এই খোচ্চর মার্কা শব্দ না বললে হয় না তোর?”
নূর এইবার চিল্লিয়ে উঠে,
–” উফফ! থাম তোরা! এখন কি করবো ভাব!”
নূর গালে এক আঙুল ঠেকিয়ে ভাবতে লাগলো।তারপর হঠাৎ লাফিয়ে উঠলো।
মিম বলে,
–” কিচ্ছে এমন ঘোড়ার মতো লাফাচ্ছিস কেন?”।
নূর খুশিতে গদগদ হয়ে বললো,
–” আইডিয়া পেয়ে গেছিইই!”
সবাই উৎসুক চোখে নূরের দিকে তাকালো।নূর শয়তানি হাসি দিয়ে বললো,
–” কাম বেব্স কানে কানে বলি কারন দেয়ালরও না-কি কান থাকে।”
সবাই একে ওপরের সাথে চিপকে দাড়ালো তারপর নূর সবাইকে প্লান বলতে লাগলো।
——————
সাদু এতো মানুষের মাজে এককোণে দাঁড়িয়ে আছে।ওর মনটা ভালো লাগছে না।কেমন যেন হাশ-ফাশ করছে মনটা।কেন এমন লাগছে তার?সে বুজতে পারছে না। অস্থির অস্থির লাগছে।
হঠাৎ নিজের কোমড়ে কারো হাতের স্পর্শ পেলো সাদু।এই স্পর্শটা ওর চেনা বড্ড বেশি চেনা।সাদুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে।ও পিছনে ঘুরে মনিরের কাধে হাত রেখে ওর দিকে তাকায়।
মনির হালকা হেসে সাদুর নাকের সাথে নাক ঘেসে দিলো।তারপর আদুড়ে গলায় বলে,
–” কি হয়েছে আমার প্রিন্সেসের?তার মন টা কোন কারনে খারাপ?”
সাদু ঘার কাত করে মনিরের দিকে তাকায়।তারপর ওর মাথাটা মনিরের বুকে ঠেকিয়ে চোখ বুজে মনিরের হৃদস্পন্দন শুনতে লাগলো।চোখজোড়া বুজা অবস্থায় সাদু আস্তে করে বলে,
–” আমার না ভীতরটা কেমন কেমন লাগছে!মনে হচ্ছে কিছু একটা হবে!”
মনির দুহাতে সাদুকে নিজের সাথে জড়িয়ে নিলো।তারপর বললো,
–” কিছু হবে নাহ।মন খারাপ করিও না।নার্ভাস তুমি তাই এমন লাগছে।”
সাদু আলতো স্বরে বললো,
–” হুম! তাই যেন হয়।”
মনির সাদুকে ছেড়ে দিলো।তারপর ওর দিকে নেশাময় চোখে তাকিয়ে দূরে যেতে লাগলো।সাদু ভ্রু-কুচকে বললো,
–” কি হলো আপনি কোথায় যাচ্ছেন?”
ওর কথা শেষ হবার আগেই সব লাইট্স ওফ হয়ে গেলো।সাদু ভয় পেয়ে গেলো।ও মনিরকে ডাকতে লাগলো।
হঠাৎ মিউজিক বাজতে লাগলো।আর স্পোটলাইট গিয়ে একেবারে হলরুমের মধ্যে গিয়ে পড়লো।সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মনির দাঁড়িয়ে আছে।
মনির ঠোঁটে মুচকি হাসি রেখে মিউজিকের তালে তালে সাদুর কাছে এগিয়ে গেলো।
তারপর সাদূর সামনে হাটু গেড়ে বসে পড়লো।তারপর মিউজিকের তালে তালে গাইলো।
Tumko Paya Hai To Jaise Khoya Hoon
Kehna Chahoon Bhi To Tumse Kya Kahon
সাদু মনিরের হাতে নিজের হাত দিলো।মনির সাদুর হাতে আলতো করে চুমু খেয়ে উঠে দাড়ালো।তারপর সাদুকে একটানে নিজের কাছে নিয়ে আসলো।সাদু মনিরের বুকে গিয়ে ঠেকলো।ও চোখ নামিয়ে রেখেছে আর ঠোঁটে লাজুক হাসি।
মনির সাদুর এই লাজুক হাসি মুগ্ধ নয়নে দেখছে।আর গাইছে,
Tumko Paya Hai To Jaise Khoya Hoon
Kehna Chahoon Bhi To Tumse Kya Kahon
Kisi Zabaon Mein Bhi Woh Labaz Hi Nahi
Ki Jeene Mein Tum Ho Kya Tumhein Mein Bata Sakun
সাদুকে কোমড়ে হাত দিয়ে হালকা করে নাচছিলো মনির।তারপর সাদুকে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দিলো।
এদিকে মনিরের পিছে অনেকগুলো লোক এসে দাড়ালো আসলে এরা আসলে ড্যান্সার।ওদের ভাড়া করে আনা হয়েছে তারা মনিরের সাথে সাথে নাঁচতে লাগলো
Main Aagar Kahoon Tumsa Haseen
Kaynaat Mein Nai Hai Kahin
Tareef Yeh Bhi To Sach Hai Kuch Bhi Nahi
Tumko Paya Hai To Jaise Khoya Hoon..
মনির এগিয়ে এসে সাদুকে একটা চেয়ারে বসালো।তারপর সে সাদুর পিছনে গিয়ে দাড়ালো।
সাদু হাসছে।মনির ওর কপালে আসা চুলগুলো সরিয়ে দিলো।
Shokhiyon Mein Dooobi Yeh Aadayein
Chehre Se Jhalki Hui Hain
Zulf Ki Ghani Ghani Ghatayein
Shaan Se Dhalki Hui হাইন
সাদু উঠে সরে গিয়ে দু-হাত মেলে দিয়ে ঘুরতে লাগলো।ওর উড়না গিয়ে মনিরের মুখে উপর গিয়ে পড়লো।মনির আলতো করে সেই উড়না সরিয়ে দিলো
Lehrata Aachal Hai Jaise Badal
Bhaahon Mein Bhari Hai Jaise Chandani
Roop Ki Chandani
Main Agar Kahoon Yeh Dilkashi
Hai Nahi Kahin Na Hogi Kabhi
Tareef Yeh Bhi To Sach Hai Kuch Bhi Nahi
Tumko Paya Hai To Jaise Khoya Hoon..
সাদু মনিরের দিকে প্রেমাসিক্ত নয়নে তাকালো।
গভীর সেই দৃষ্টি।সাদু আর সাথে অনেকগুলো মেয়ে নাঁচতে লাগলো গানের তালে তালে
Tum Hue Meherbaan
To Hai Yeh Dastan
Hoo Tum Hue Meherbaan
To Hai Yeh Dasta
Abb Tumhara Mera Ek Hai Karwaan
Tum Jahan Mein ওয়াহান
মনির সাদুর কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সাদু এক হাত দিয়ে মনিরের গাল স্পর্শ করলো।মনির ওকে নিয়ে সেইভাবেই নাচঁতে লাগলো।
Main Agar Kahoon
Humsafar Meri
Apsara Ho Tum Ya Koi Pari
Tareef Yeh Bhi To Sach Hai Kuch Bhi Nahi
Tumko Paya Hai To Jaise Khoya Hoon..
Kehna Chahoon Bhi To Tumse Kya Kahon
Kisi Zabaon Mein Bhi Woh Labaz Hi Nahi
Ki Jeene Mein Tum Ho Kya Tumhein Mein Bata Sakun
Main Aagar Kahoon Tumsa Haseen
Kaynaat Mein Nai Hai Kahin
Tareef Yeh Bhi To Sach Hai Kuch Bhi Nahi
Tumko Paya Hai To Jaise Khoya Hoon…
ওদের পার্ফোরমেন্স শেষ হতেই সবাই হাতে তালি দিলো।ওরা সবাই সাদু আর মনিরের কাছে এসে দাড়ালো।
–” ওয়াহ ভাই ওয়াহ! কতো সুন্দর কাপল ড্যান্স। সত্যি ধারুন।”
নিবিড় প্রসংসায় পঞ্চমুখ।
নূর শয়তানি হাসি দিলো।তারপর বলে,
–” তো আপনারাও কি নাচতে পারেন?হবে না-কি ড্যান্স ব্যাটেল আমাদের মাজে।”
আফরান বাঁকা হাসি দিয়ে বললো,
–” চ্যালেঞ্জ করছো আমাদের।”
–” সেইরকমি ধরুন!”
আলিশা নিবিড়কে মুখ ভেংচি কাটলো টিটকারি করে বললো,
–” আরে ছার ছার এদের দ্বারা হবে নাহ।ভীতু কোথাকার।”
আলিশা ভাবছে নিবিড় এই বুজি তার সাথে ঝগরা করবে।কিন্তু না নিবিড় কিছুই বললো না।ওর দিকে তাকিয়ে পর্যন্ত দেখলো নাহ।মুহূর্তেই আলিশার মনটা খারাপ হয়ে গেলো।
আলিফা আরিফের হাত ধরে বলে,
–” আমি আর আরিফ কাপল ড্যান্স দিবো।”
নূর আর মিন চোখ রাঙিয়ে তাকালো আলিফার দিকে।আলিফা ভরকে গিয়ে দ্রুত নূরের কাছে এসে দাড়ালো।দাঁত কেলিয়ে হেসে বলে,
–” এহেহেহে, সবার আগে হবে নাঁচ প্রতিযোগিতা তারপর হবে কাপল ড্যান্স।”
আরিফ আলিফার দিকে চোখ ছোট ছোট করে তাকালো।আলিফা এক ঢোগ গিলে দ্রুত নজর সরিয়ে ফেললো।এই লোকটার নজর ভয়ানক আলিফার ভীতরটা এলোমেলো করে দেয় বাজে ভাবে।পরে ঘাবড়ে গিয়ে মুখ ফোসকে আরিফের সামনে যদি কিছু বলে দেয় তো নূর আর আলিশা ওকে ভর্তা বানিয়ে জনে জনে বিলিয়ে দিবে।
–” নাঁচের প্রতিযোগিতা? আচ্ছা লেট মি সি!”
মেরাজের কথায় মিম টুকটুক পায়ে হেটে গিয়ে মেরাজের সামনে দাঁড়ালো। তারপর বলে,
–” কাকে দেখবেন আমাকে?এই নিন আমি আপনার সামনে আমাকে দেখুন!”
মেরাজ মিমের কথায় চোখ বড়সড় করে তাকালো।
তারপর খুকখুক করে কেঁশে উঠলো।মেরাজের এমন অবস্থা দেখে মিম খিলখিল করে হেসে উঠলো।আর ওর হাসির দিকে মেরাজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইলো।পরক্ষনে ওর ঠোঁটের কোনেও হাসি ফুটে উঠলো।
#চলবে_______
ভুল ত্রুটি ক্ষমা করবেন।