ভালোবাসি তাই পর্ব-১২

0
1370

#ভালোবাসি তাই
#পর্বঃ১২
#Tanisha Sultana

রাত বারোটা বেজে আঠারো মিনিট। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। চারপাশটা শুনশান। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না৷ বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে তানহার রুমের দিকে তাকিয়ে জোরে শ্বাস নিচ্ছে অভি। এতোখন বিছানার বমি পরিষ্কার করেছে। তখন রুমে এসে দেখে তানহা বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে। তানহার পুরো শরীরেও বমি লেগে গেছিলো। আশিকের সাহায্যে তানহাকে তানহার বাসায় নিয়ে। তানহার ড্রেস অভি পাল্টে দিয়েছে। সেই দৃশ্য মনে পড়তেই অভি চোখ বন্ধ করে। মনের মধ্যে কেমন কেমন করছে। এই মেয়েটা একটু বেশিই দুর্বল করে দিচ্ছে অভিকে। মাথা চেপে ধরে অভি।মাথায় হাজারো আজেবাজে চিন্তা ঘুরছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে তানহার কাছে।

বাসায় এসে একা একা বমি পরিষ্কার করেছে।
তানহার রুমে আলো জ্বলছে। অভি ইচ্ছে করেই আলো জ্বালিয়ে রেখে এসেছে আর জানালা খুলে রেখে এসেছে। যাতে ও এখান থেকে তানহাকে দেখতে পারে। একটু বেশিই বাচ্চামি করে তানহা।বেলকনিতে থাকা সিঙ্গেল সোফায় শুয়ে পড়ে অভি।

🌹🌹🌹

সকাল আটটায় তানহার ঘুম ভাঙে। মাথা ভাড়ি অনুভব করে। কোনোরকম টেনেটুনে চোখ খুলে উঠে বসে। ঘড়ির দিকে তাকাতেই ঘুম উধাও হয়ে যায়। আজ ভার্সিটিতে প্রথম দিন। একদম লেট করা যাবে না। তরিঘরি করে উঠে ফ্রেশ হয়। কাল থেকে ভাত পেটে পরে নি। তাই চাল নিয়ে কিচেনে চলে যায়। ভাত চাপিয়ে দিয়ে আলু কুচিকুচি করে কেঁটে নেয়। আলু ভাজি আর ভাত। ভাত আলু ভাজি রান্না শেষ করে ঘেমে নেয়ে ড্রেস ঠিক করে ওয়াশরুমে চলে যায়। তরিঘরি করে গোছলটা সেরে পরনের ড্রেসটার দিকে তাকিয়ে চমকে ওঠে তানহা। এরা তো ও পড়ে ছিলো না? তাহলে? কাল রাতে অভির রুমে থেকে মদের বোতল থেকে মদ খেয়েছিলো তারপর কিছু মনে নেই। তাহলে কি অভি কি……

তানহা চমকে ওঠে। হা পা কাঁপছে। কিন্তু অভি তো এমন না তাহলে? এসব চিন্তা ভাবনা করে ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নেয়। সব চিন্তা এক পাশে রেখে খেতে বসে। খেতে খেতে দশটা বেজে যায়। চুলটা আঁচড়িয়ে ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক আর চোখে কাজল। ব্যাস তানহার সাজ কম্পিলিট। গলায় ওড়না ঝুলিয়ে জিন্সটকে একটু উঁচু করে কাঁধে লেডিস ব্যাগ ঝুলিয়ে দরজা তালা দিয়ে বেরিয়ে পড়ে।

বাসা থেকে বেরিয়ে দেখে সেদিনকার মতো অভি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তানহা অভিকে পাশ কাটিয়ে চলে যায়। অভির সাথে আর মিশবে না তানহা। দুরে দুরে থাকবে। লোকটাকে সুবিধার মনে হয় না তানহার।

“হেই
অভি ডাকে। তানহা বুঝতে পেরেও তাকায় না। এক মনে হেঁটে যায়। অভি একটু জোরে হেঁটে তানহার কাছে যায়।

” পবলেম কি তোমার? ডাকছি না আমি?
হাত ধরে থামিয়ে রেগে বলে অভি।
“আপনি ডাকলেই আমাকে থামতে হবে? কপালে ভাজ ফেলে বলে তানহা।
” বাইকে ওঠো। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে অভি।
“আমি চিনি ভার্সিটি। আর নিজের মতো করে চলতে চায় আমি। বাবা আই মিন তুহিন রহমান কথা দিয়েছি কারো সাহায্য ছাড়াই চলবো আমি।
এক টানা কথা গুলো বলে অভির হাতটা ছাড়িয়ে নেয়।

” একটু বেশিই পকরপকর করো তুমি। চুপ করে থাকতে পারো না? আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হয় না?

“বিরক্ত করি বলেই তো দুরে দুরে থাকছি৷ আর বিরক্ত করবো না। আসছি
বলেই তানহা চলে যায়।

” খুব বার বেড়েছে তোমার। ডানাটা খুব তাড়াতাড়ি ছেটে দেবো আমি
হাত মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে অভি।

তানহা রিকসা করে ভার্সিটিতে চলে আসে। ইয়া বড় ভার্সিটি। ভার্সিটির ডান পাশে আর বা পাশে দুটো পুকুর। পুকুর পাড়ে মেহগনি গাছের জড়গুলো খুব চওড়া। একদম ব্রেঞ্চের মতো (ঢাকা ভার্সিটি কেমন এটা আমি জানি না তাই আমার কলেজের বিবরণ দিয়ে দিলাম) চারটা ব্লিডিং কলেজটায়। এখন তানহার কলেজ কোনটা তানহা বুঝতে পারছে না।
ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় দেখতে পায় তিনটা মেয়ে আর দুইটা ছেলে হাসাহাসি করছে। তানহাকে দেখে ওরা থেমে যায়।

মনে হয় নতুন (ওদের মধ্য থেকে একটা মেয়ে বলে)

“তাহলে চল একটু কথা বলে আসি ( একটা ছেলে)

” কিন্তু অভি তো আসলো না

“কিছু বলবে না অভি চল

ওরা সবাই তানহার সামনে যায়। তানহা ওদের দেখে দাঁত কেলিয়ে বলে
” হাই আমি তানহা রহমান। এই ভার্সিটিতে নতুন। আপনার নিশ্চয় সিনিয়র? এখন আমাকে রেগিং করতে এসেছেন? কি করতে হবে বলুন? কাল ধরে দাঁড়িয়ে থাকতে হবে? কাউকে প্রপোজ করতে হবে? সিগারেট খেতে হবে? না কি অন্য কিছু? আমি কিন্তু সব কিছুতেই এক্সপার্ট
এক নাগারে কথা গুলে বলে তানহা। ওরা হা করে তাকিয়ে আছে৷ ওদের কিছু বলার সুযোগ ই দিচ্ছে না।

“হেই এভাবে তাকিয়ে আছেন কেনো? বলুন কি করবো? আমার তো আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।

তখন একটা ছেলে আসে। পরনে হালকা ছাই রংয়ের শার্ট কালো জিন্স কাঁধে ব্যগ ঝোলানো গালে হালকা খোঁচা খোচা দাঁড়ি।

” এখানে কি হচ্ছে?
সবাইকে উদ্দেশ্য করে বলে ছেলেটা। ওই ছেলে মেয়ে গুলো একটু পিছিয়ে যায়। তানহা সবার দিকে একবার চোখ বুলাই। সবাই কেমন চুপসে গেছে।
“তুমি?
তানাকে উদ্দেশ্য করে বলে তানহা।

” হাই আমি তানহা। এই ভার্সিটিতে নতুন। ওনাদের তাই বলছিলাম।
মিষ্টি করে হেসে বলে তাহনা।

“ওহহহ। আমি রিক। ফাইনাল ইয়ার।

” ভাইয়া আমার ক্লাসটা একটু দেখিয়ে দেবেন প্লিজ

“শিওর
চলো

তানহা বাকিদের দিকে এক নজর তাকিয়ে ইশারায় বাই বলে রিকের সাথে চলে যায়। অভি ভার্সিটিতে ঢুকে তানহাকে রিকের সাথে যেতে দেখে ভীষণ রেগে যায়। ওই ছেলেমেয়ে গুলো অভির কাছে যায়।

” তুই এতো লেট করে এলি

অভি ওদের দিকে এক নজর তাকিয়ে তানহার পিছু নেই।

“তো এখানে কার সাথে থাকছো?
হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে রিক।

” একাই থাকি। শান্তি ভিলাতে থাকি।

“আরে ওইটা তো আমাদের বাড়ি। আমি আর আমার পরিবার চার তালাতে থাকি।

” ওহহহ

“কোনো অসুবিধা হলে বইলো।

” ঠিক আছে। এখন একটা হেল্প করতে পারবেন?
তানহা হাঁটা থামিয়ে বলে।

“কিহহহ

” টিউশনি করানো মতো দুই চারটা বাচ্চা জোগাড় করে দিতে পারবেন?

“এ আর কি কাজ। খুব পাড়বো। বিকেলের মধ্যেই মেনেজ করে দেবো

তানহা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দেয়। রিক তানহাকে ক্লাস দেখিয়ে দেয়।

আজ প্রথম দিন তাই নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে। পুরাতন স্টুডেন্টরা নতুনদের ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। তানহা ভীরের মধ্যে এক পাশে দাঁড়িয়ে আছে। এদিক সেদিন তাকাচ্ছে এখান থেকে বেরোনোর জন্য। চারপাশে এতো এতো ছেলে। ঘামের গন্ধ আসছে। হঠাৎ অভি তানহার দিকে একটা গোলাপ এগিয়ে দেয়। তানহা ভ্রু কুচকে তাকায়। অভি ইশারা করে ফুলটা নেওয়ার। তানহা নেয়।

” আপনি দিলেন কেনো?

“তাহলে কি রিক দেবে?
দাঁতে দাঁত চেপে বলে অভি।

” দিলে মন্দ হতো না। করলার কাছ থেকে ফুল নিলে ফুল থেকেও করলার স্মেইল আসে। যেটা আমার বোরিং লাগে।
নাকমুখ কুঁচকে বলে তানহা।

অভি তানহার হাত ধরে টেনে রুম থেকে বাইরে নিয়ে আসে। হাত ছেড়ে দিয়ে রেলিং এ হেলান দিয়ে দাঁড়ায়। তানহা ফুলটা অভির দিকে ছুঁড়ে মারে। অভি কেচ ধরে ফেলে।
“এখানে কেনো নিয়ে আসলেন?
কিছুটা রাগ দেখিয়ে বলে তানহা।

” ওখানে ছেলেদের ধাক্কা খেতে তো খুব ভাল্লাগছিলো
পকেট থেকে ফোন বের করে বলে অভি।

“হুমন ভাল্লাগছিলো। তাতে আপনার কি?

অভি তানহার দিকে তাকায়। চোখ দুটো মুহুর্তেই লাল হয়ে গেছে।

” কি বললা আবার বলো

“আমি যা খুশি করি তাতে আপনার কি
কর্কশ গলায় বলে তানহা। অভি দাঁতে দাঁত চিপে। তানহার হাত ধরে টেনে ছাঁদে নিয়ে যায়। ছাঁদের শেষ পান্তে এনে দাঁড় করিয়ে বলে
” আবার বলো কি বললে?

তানহা চুপ করে যায়। অভিকে দেখেই মোটামুটি ভালোই ভয় করছে। এরকম রেগে যাওয়ার কারণ তানহা খুঁজে পাচ্ছে না। বা কারণ জানার কোনো ইচ্ছেও নেই। রাতে অভি তানহার জামা…
এই কথা মনে পড়তেই তানহা রাগ বেড়ে যায়।

“হাত ছাড়ুন তো।

” তখন কি বলছিলা বলো
রাগে গিজগিজ করতে করতে বলে অভি। কপালের রগটা ফুটে উঠেছে।
“আর একবার যদি বলো আমার কি তো এখান থেকে ফেলে দেবো।
হাত ধরে একটু ঝুঁকিয়ে বলে অভি। তানহা ভয়ে অভির জ্যাকেট খামচে ধরে। নিচের দিকে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ফেলে তানহা।

” আমার কি? আমারই সব।

“আপনার কিছুই না। একদম আমার লাইফে ইন্টরফেয়র করতে আসবেন না। ইহহহহ আইছে আমার সব। ঢং দেখে বাঁচি না। মনে হয় আমি ওনার বিয়ে করা বউ।

তানহার কথা শেষ হতে না হতেই অভি তানহার হাত ছেড়ে দেয়।

আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

চলবে।