পূর্ণতা পর্ব-২৯

0
673

#পূর্ণতা❤️
#Writer_তানজিলা_তাবাচ্ছুম❤️

২৯.

আলোকের জীবনে আজ আলোর অভাব। জানালা ভেদ করে এক মুঠো রোদ ও ভিতরে ঢুকতে পারে না। দেখতে দেখতে কেটে গেছে তিন দিন। আলোক নামাজে যাওয়া ছাড়া সারাদিন ঘর বন্দী হয়ে থাকে। ঘরের চারিপাশ বন্ধ করে রেখেছে। কোথাও কোনো এক টুকরো আলো নেই। সকাল নাকি রাত কিছুই বোঝা যায় না। এখন রাত। চারিপাশ এমনিতেই অন্ধকার। বাহিরে শো শো বাতাস বইছে। আলোক ব্যালকনির দরজাটা খুলে বারান্দায় গেলো। তীব্র বাতাসে তার পুরো শরীর শিউরে উঠলো। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আজ নেই শুধু আলোকের চাঁদ। আলোক চোখ জোড়া চেপে বন্ধ করে ঠোঁট দুটো চেপে ধরলো। তারপর দীর্ঘ শ্বাস ফেলল। বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কর্নিশের থাকা জল মুছে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো। এই মেঝে টা তেই কতো স্মৃতি রয়েছে জড়িয়ে। কতো সময় পার করেছে। এখানেই আলোক চাঁদ কে প্রপোজ করেছিল, এখানেই হয়েছিল তাদের মিল, এখান থেকেই শুরু হয়েছিল চাঁদ আলোকের কাহিনী। চোখ বয়ে পানি পড়তে চাচ্ছে কিন্তু আলোক যেনো কান্না চেপে ধরে আছে। শেষমেশ না পেরে আলোক দু হাত দিয়ে চোখ মুখ চেপে ধরে নিজের। কয়েক মিনিট পরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো তারপর মাথাটাকে পিছনে হেলান দিলো। চোখ জোড়া বন্ধ করলো। হারিয়ে যাচ্ছে স্মৃতির ভিড়ে….

____________

‘ পূর্ণতার বাবা?

ডুকরে কাদছিল আলোক। হটাৎ পাশের এমন মেয়েলি আওয়াজে চেয়ে তাকায়। আলোক বিস্ময়ে কিংকর্তব্যবিমুঢ়। বড় বড় চোখ করে তাকিয়ে আছে।

‘ তুমি?

মেয়েটা হেসে বললো,

‘ কেনো ? কাকে আশা করছিলে আলোক বাবু?[ভ্রু উচুঁ করে]

আলোক অবাক চোখে তাকিয়ে আছে।আলোক কিছু বলবে তার আগে সে বলে উঠলো,

‘ উফফ! আমার আলোক সোনার চোখ মুখ কি করে‌ রেখেছে।’

বলে এগিয়ে এসে আলোকের চোখ মুখ মুছয়ে দিলো। আলোক আর পারলো না কান্না জড়িত কণ্ঠে বলে উঠলো,

‘ তুমি !তুমি কথা বলতে পারো?’

চাঁদ মুচকি হেসে বললো,

‘ কেনো তুমি চাও নাকি আমি আজীবন বোবা হিয়ে থাকি?’

আলোক ‘থ’ মেরে বসে আছে। চাঁদ আলোকের মাথায় কোলে নিয়ে গেয়ে উঠলো,

‘ ঘুমাও তুমি ঘুমাও গো জান
ঘুমাও আমার কোলে…

ভালোবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে….

আলোকের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। সে ডুবে যাচ্ছে গভীর ঘুমে।

____________

সকালে ফজরের আজানে ঘুম ভাঙ্গলো আলোকের। সে তাড়াতাড়ি চোখ গুলো জোরে জোড়ে শ্বাস নিতে শুরু করে। আশেপাশে চারিপাশ টা ভালো করে দেখলো। কালকে ব্যালকনিতে এসে এখানেই ঘুমিয়ে পড়েছিল সে। আর রাতে চাঁদ! চাঁদ এসেছিল! কথা বলছিল! এইসব সব স্বপ্ন ছিল। তবুও স্বপ্নে হলেও চাঁদকে দেখতে, ছুঁতে,কথা বলতে পেরেছে আলোক। মন একটু প্রশান্তি লাগলো তার। আলোক উঠে ওযু করে নামাজে গেলো। আজ আর নামাজ শেষে বাড়ি ফিরলো না , হাঁটতে গেলো বাহিরে। কালকে চাঁদকে দেখার পর তার আর ইচ্ছে হচ্ছে না ঘরের মধ্যে যেতে। কারণ শত শত স্মৃতি রয়েছে সেই ঘরে আবদ্ধ। যেগুলো তাকে প্রতি নিয়ত কষ্ট দিয়ে চলছে। তারপর কিছুক্ষণ বাহিরে হেটে ‌বাড়ির সামনে আসলো কিন্তু ঢুকলো না। তারপর বাড়ীর সামনে স্যান্ডেল রেখে খালি পায়ে আশেপাশে একটু হাঁটতে শুরু করলো বাড়ির আশেপাশে। মনটাকে একটু শান্তি দিতে, যদিও পাবে না। তবুও একটু প্রচেষ্টা।মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুন্নত। আলোক হাঁটতে হাঁটতে বাড়ির পিছনে গেলো। চাঁদের কথা ভাবছে। আজ কয়েকদিন হয়ে গেলো চাঁদ কে ছাড়া থাকছে সে। চাঁদ পাখি, মাই সাইনিং, মায়াবিনী এইসব নামে আর কাউকে ডাকতে পারছে না। কতদিন হয়ে গেলো আলোকের মুখে হাসি টুকুও নেই। থাকবে কিভাবে তার হাসির কারণ যে মানুষ টি ছিল সে-ই তো নেই। আজ হাত ধরে হাঁটার জন্য পাশের সেই মানুষটির বড্ডো অভাব। তার প্রিয় মানুষ টি এখন একাই রয়েছে অন্ধকার কবরে।ভাবতেই আলোকের গাঁ শিউরে উঠলো। হাঁটতে হাঁটতে আচমকা আলোকের মুখ থেকে ‘ আহ ‘ শব্দ বেরলো। আলোকের পায়ে কিছু খোঁচা লেগেছে। আলোক ডান পা টা কে উঁচু করে ঝাড়লো। কিছু টুকরো! আলোকের কেমন সন্দেহ জনক দৃষ্টিতে তাকালো।কারন এগুলো তো ইনহেলার এর টুকরো। কিন্তু এটা ভাঙ্গলো কিভাবে? আর এখানেই বা কেনো?আলোর উপরে তাকালো। এটা তো তার ঘর আর পাশের ঘরের মাঝামাঝি জায়গা। আর এই ঘরে নাহিদ থাকতো। আলোক বাড়িতে ঢুকে সোজা সেই ঘরে দিকে গেল। আর যেতেই কিছু কথাকপন কানে আসলো,

‘ তুই! তুই কিভাবে?’

নাহিদ চোয়াল শক্ত করে রুষ্ঠ কন্ঠে বলল,

‘আমিই মেরেছি বোবা টাকে। শা** খুব দেমাগ আর আলোকের খুব *****।’

তাসলিমা আলংকারিত কন্ঠস্বরে বলল,

‘ নাহিদ! পাগল হয়েছিস?‌ কিসব বলছিস?’

নাহিদ তাকিয়ে বাঁকা হাসলো।

‘ ওই মেয়ে__ও তো ওর শ্বাস কষ্টে মারা গেছিল !

নাহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর বলতে শুরু করল।
__________

ওইদিন আলোকের পিছে পিছে চাঁদ ও গেল। কিন্তু আলোক দরজা লাগিয়ে দেয় তাই চাঁদ বাহিরে দাঁড়িয়ে যায়। চাঁদ প্রথমে নক করলো আলোক তাতে সাড়া দেয় না। চাঁদ আবার জোরে দরজায় শব্দ করলো তাতে আলোকের কর্কশ কন্ঠের আওয়াজ এলো। তারপর আলোক কানে হেডফোন গুজলো। কিন্তু এদিকে চাঁদের নিজের উপর খুব রাগ লাগছিল। সে আলোককে কষ্ট দিলো ভেবে চাঁদের নিজের ই কষ্ট লাগছিল। স্বামী নামক সেই ছেলে তাকে কতো ভালোবেসেছে, তাকে কতো সম্মান দিয়েছে। একজন স্বাভাবিক মেয়েও মনে হয় এমন স্বামী পায় না ।‌সেখানে সে অনাথ বোবা হওয়ার পরেও আলোক তাকে কত ভালোবেসেছে। আর আজ তার মতন একজনকে চাঁদ কষ্ট দিলো? আলোক তো রাগ করার মতো ছেলে না। আলোক তো কখনোই চাঁদের সাথে এমন করে নি। কিন্তু আজ সে চাঁদের কাজে প্রচন্ড কষ্ট পেয়েছে ভেবেই চাঁদের বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠছে। চাঁদের নিজের উপর খুব রাগ, ঘৃণা লাগছে। চাঁদ খুব জোরে জোরে কাঁদছে। তার ভিতরে যেন আর্তনাদে ফেটে যাচ্ছে। ভিতর থেকে যেন কেউ চিৎকার করে বলতে চাচ্ছে , আমাকে মাফ করে দাও আলোক। আম সরি।’ কিন্তু সে তো কথা বলতে পারে না যদি পারতো তাহলে চিৎকার করে বলতো। আজ সকালে যখন চাঁদ চোখ খুলল তখন দেখলো ‌আলোক‌ এক পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর চাঁদ উঠতেই তার কপালে একটা ভালোবাসার পরশ ছুঁইয়ে দেয়। চাঁদের এইসব মনে পড়ছে ।আর কান্নার বেগ এতটাই তীব্র যে, সে ঠিক মতন শ্বাস নিচ্ছে না। চাঁদ জোরে জোরে শ্বাস নিতে শুরু করে কিন্তু তার কান্না তো কিছুতেই থামছে না। তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কিভাবে তা বলবে সে? চাঁদের নিজের বুকের ভিতর কেমন ভার অনুভূতি হচ্ছে। শ্বাস ও ঠিক ভাবে নিতে পারছে না। যেন কেউ আটকে ধরছে। চাঁদ ফ্লোরে বসে পড়ে তারপর আবারো দরজায় শব্দ করলো কিন্তু আলোক তা শুনতে পেল না। সত্যি এবার চাঁদের শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। একজন শ্বাসকষ্ট রোগীই জানে এই সময় তাদের কেমন যন্ত্রনা হয়। হঠাৎ চাঁদের সামনে ধীরে একটা শব্দ হলো। চাঁদ ফ্লোরের দিকে তাকায় দেখে ইনহেলার। দেখা মাত্রই চাঁদের মুখে একটু হাসি ফোটে। চাঁদ ইনহেলার টাকে নিতে চায় কিন্তু সেটা তার থেকে কিছু টা দূরে। আর দাঁড়িয়ে গিয়ে নেওয়ার মত চাঁদের শক্তি হচ্ছে না।

‘ ভাবি জি?’

সামনে তাকাতেই দেখলো বাঁকা হেসে দাঁড়িয়ে আছে নাহিদ। চাঁদ তার দিকে তাকাতেই নাহিদ বলল,

‘ আরে ভাবি ওটা নিন নাহলে আপনার সমস্যা হবে।’

চাঁদ ফ্লোরের সাথে মিশে আস্তে আস্তে এগোয় তারপর ইনহেলার এর উপর হাত রাখতেই নাহিদ তার হাতের উপর পা দিয়ে চেপে ধরে। ব্যথায় চাঁদ কুঁকড়ে উঠে। হাত সরানোর চেষ্টা করে কিন্তু নাহিদ জোরে চেপে ধরার জন্য পারে না। চাঁদের প্রচন্ড ব্যথা অনুভব হয়। এমনিতেই শ্বাসকষ্টে সে কাঁদছিল এবার ব্যথায় তার চোখ বয়ে অশ্রুজল ঝরতে লাগে। ভিতরে সে কতোই না চিৎকার করছে কিন্তু আফসোস বাহির দিক দিয়ে প্রকাশ করতে পারছে না। নাহিদ পা সরাতেই চাঁদ নিজের হাত সরিয়ে নেয়। ফুঁপিয়ে কেঁদে উঠে সে। চাঁদ উল্টো হয়ে আছে।

‘ আরে ভাবি নেবেন না?’

চাঁদ আবার নেওয়ার জন্য প্রচেষ্টা চালায় কিন্তু নাহিদ পা দিয়ে দূরে সরিয়ে বলল,

‘ ইশশ! এটা কোনো কথা হলো ভাবি? নিতেই পারলেন না!’

চাঁদ মাথা তুলে তাকানোর চেষ্টা করলো। নাহিদ চাঁদের চারিপাশে ঘুরতে শুরু আর বলতে লাগে,

‘ এত কিসের ভাব দেখাস রে?‌‌ না সুন্দরী! না বাচ্চা দিতে পারবি! না কথা বলতে পারিস তবুও এত কিসের ভাব দেখাস তুই শা**

কথাটা শেষ করতেই চাঁদকে পেটে একটা জোরে লাথি মারলো নাহিদ। মরার সাথে সাথে চাঁদ পেট হাত দ্বারা চেপে চোখ বন্ধ করে আরো জোরে কেঁদে উঠে। আস্তে আস্তে তার শ্বাসের কষ্ট বেড়েই চলছে আর আরেকদিকে এইসব। নাহিদ আবার বলতে লাগলো,

‘ কি এমন হতো রে যদি আমার সাথে একটু মজাই করতি? তাতে এমন কি ক্ষতিটা হতো?‌তুই ও মজা পেতিস আমিও পেতাম! কিন্তু না তোর তো খুব ঢং!

বলার পর ইনহেলার টা পা দ্বারা চেপে ধরে ভেঙ্গে ফেলল। চাঁদ জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আলোক বলেছিল এইসময় রিল্যাক্স এ জোরে জোরে শ্বাস নিতে হয়। চাঁদ ও তাই করছে। মনে মনে চাঁদ যেন চিৎকার করে আলোককে ডাকছে। নাহিদ তার এক পা চাঁদের পিঠের উপর রেখে ক্ষিপ্ত হয়ে বলল,

‘ তোর মধ্যে এমন কি পেয়েছে রে আলোক?‌তোকে নিয়ে এমন ভাব করে যেন তুই হীরা। তোকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না।’

বলে গাঁয়ের সম্পূর্ণ ভর চাঁদের উপর দেয়। চাঁদের খুব কষ্ট হচ্ছে। চাঁদের নিজের মনে হচ্ছে সে আর বাঁচবে না। তার যে কষ্টে ভিতর টা ফেটে যাচ্ছে। তার মুখ ঘেমে ভিজে গেছে।নাহিদ আতকে গিয়ে বলল,

‘ আরে ভাবি ভাবি কি হলো?‌চোখ খুলুন ভাবি!ভাবি?’

চাঁদের চোখ বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে তার শক্তি হ্রাস পাচ্ছে। নাহিদ হাসতে শুরু করলো তারপর বলল,

‘ তোর আলোক কোথায়? শা**র আজকে কোথায় গেল? ডাক না ওই মা******* কে। ডাক, ডাক জোরে ডাক!’

বলে চাঁদকে আরেকটা লাথি মারলো। কিন্তু এবার চাঁদ যেন নেই নেই ভাব। তার কোনো রেসপন্স নেই। চাঁদ জোরে শ্বাস ফেলার চেষ্টা করে শেষ বারের মত মুখ দিয়ে উচ্চারণ করলো, ‘ আলোক! সরি আল_আলোক! কিন্তু তা শব্দ আকারে বের হলো না কিন্তু ভিতরে আর্তনাদে ফেটে যাচ্ছে। তারপর চাঁদের চোখ আস্তে আস্তে আপনাআপনি বন্ধ হয়ে গেল । সে চলে যাচ্ছে বহুদূরে….!! নাহিদ রেগে বলল,

‘ আমাকে সবার সামনে মেরেছিল, অপমান করেছিল‌ ওই‌ শা***!‌দেখ এবার শা*** বোবা।’

বলে শেষবারের মত চাঁদের মুখের দিকে একটা লাথি মারলো। চাঁদের চুল গুলো এলে মেলো হয়ে গেল।‌সে কিছুটা দূরে সরে গেল। চাঁদের বন্ধ চোখ দিয়ে এক ফোটা অশ্রু গড়িয়ে পড়ল।

‘ শা***‌ কি হত আমার সাথে একটু ইনজয় করলে?‌নিজেও ভালো থাকতি আমাকেও ভালো রাখতি। মর এখন।’

বলে আবার একটা লাথি মারবে । কিন্তু ভিতর থেকে কেমন শব্দ আসছে। নাহিদ তাড়াতাড়ি করে ইনহেলার এর টুকরো গুলো নিয়ে পাশে নিজের রুমে ঢুকে পড়ে। আর তার কয়েক সেকেন্ড পড়েই দরজা খুলে আলোক বের হলো। বের হতে চাঁদকে মেঝেতে উল্টো পড়ে থাকতে দেখলো। তারপর তার আহাজারি।
___________

‘ আমাকে সবার সাম_____

‘ আলোক!’

ভীরু কন্ঠস্বরে তাসলিমা বলল। নাহিদ তার কথা আর সমাপ্ত করতে পারলো না। রেগে গিয়ে তার মাকে বলল,

‘ ওই ব*** টার নাম নিচ্ছো কেনো?’

তাসলিমার ভয়ে গা কাঁপতে শুরু করছে। ভীতি দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে আলোকের। এরপরে যে কি হবে তা সে ভালো করেই জানে। নাহিদ তার মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে পিছনে ঘুরতেই থমকে যায়। নাহিদ একটা ঢোক গিলল। আলোকের চোখ বয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। তার ভাবতেই গা শিউরে উঠছে তার চাঁদ কত কষ্ট পেয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। কত জোরে হয়তো ভিতরে চিৎকার করে আলোক কে ডেকেছে, কতোই না ভিতরে ছটফট করছে। কিন্তু শেষে ব্যর্থ হয়ে চলে গেছে। আলোক কান্না জড়িত কন্ঠে বলল,

‘ তোকে মেরেছিলাম তো আমি! সবার অপমানও আমিই করেছিলাম! তাহলে ওকে কেনো কষ্ট দিলি?‌কেনো এত কষ্টে দিয়ে মেরে ফেললি?’

আলোকের কথায় নাহিদ চুপসে গেছে।

‘‌কেনো ওকে এতটা কষ্ট দিলি?‌একবারো‌ কি‌ তোর কষ্ট লাগলো না? মানুষ নাকি পশু তুই?’

নাহিদ এবার রক্তিম চোখে তাকিয়ে বলল,

‘ বেশ করেছি মেরেছি। ওই বোবার জন্য তুই আমাকে মেরেছিলি না?তাই ওই বোবাটাকেই উপরে পাঠিয়ে দিয়েছি।’

আলোক নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করলো। তারপর খুলে বলল,

‘ শুধু মাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য ওকে কষ্ট দিয়ে মারলি?’

নাহিদ চোয়াল শক্ত করে বলল,

‘ আরে বন্ধ কর তোর মেলো ড্রামা। কিসের শোক পালন করছিস এত ওই বন্ধ্যা বোবার জন্য?‌একটা গেছে তাতে কি হাজার টা আসবে।’

আলোক কর্কশ কন্ঠে বলে উঠে,

‘চুপ ।’

নাহিদ শয়তানি হেসে বললে,

‘ নাকি এখন ইনজয় করতে পারছিস না ওই বন্ধ্যার সাথে তার শোক পালন করছিস? সমস্যা নেই এর চেয়ে ভালো মাল এনে দিবো।’

‘ মুখ সামলে কথা বল নাহিদ।’

‘ আরে রাখ তো তোর! এখন বুঝলাম প্রতি রাত ইনজয় হচ্ছে না তো তাই তু______

বলার আগেই আলোক এসে একটা ঘুষি মারল। নাহিদ কিছুটা দূরে গেল। আলোক এখন কি পরিমান রেগে আছে তা তাসলিমা, নাহিদ দু জনের ই ধারনার বাহিরে। আর নাহিদকে কি করবে তা তাসলিমা হয়তো আগেই আন্দাজ করতে পেরেছে। তাসলিমা ইশারায় নাহিদ কে পালাতে বলে। নাহিদ সুযোগ খুঁজছে। আলোক আবার একটা মারলো নাহিদ কে। নাহিদের ঠোঁটের কর্নিশ হতে রক্ত বেরিয়ে এলো। আর সে কিছুটা দূরে সরে গিয়ে পড়ে গেল। আলোক নাহিদ কে একটা সর্বজোরে লাথি মারলো তারপর আবার মারতে যাবে নাহিদ আলোকের পা ধরে ঝটকা মেরে সরিয়ে দেয়। আলোক কিছুটা দূরে সরে যেতেই নাহিদ উঠে তড়িৎ বেগে দৌড়ে পালিয়ে যায়।

#চলবে….