ভোরের কুয়াশা পর্বঃ০৬

0
1502

ভোরের_কুয়াশা
#পর্বঃ৬
#Misty_Meye(মরিয়ম)

পিছন থেকে ভোর এসে আমাকে টান দিয়ে আমার ঠোট জোড়ার সাথে ওর ঠোট জোড়া মিশিয়ে দিলো।পাক্কা পাচঁ মিনিট পর আমাকে ছেড়ে দেয় এবং ততক্ষনে আমার ঝাল ও কমে গেছে।আর আমি হাপাতে হাপাতে বলি,,,,

_____ওই এইটা কি করলেন কি হ্যা।অসভ্য লোক। লুচু লোক।ছিঃ লজ্জা করেনা আপনার।এভাবে অন্য একটা মেয়েকে কিস করতে।হু,,,,,

_____আমি আমার বউকেই কিস করেছি।আমার লজ্জা করবে কেনো হু,,,,আর আমি লুচু, আমি অসভ্য তাই না,,,,,

_____হ্যা তাই তো।আপনি লুচু, আপনি অসভ্য। তা নাহলে এমন লুচুগিরি করতেন না।(মুখ বাকিয়ে)

_____ওকে।তাহলে আমি লুচু।তাহলে তোমাকে দেখাই আমি কেমন লুচুগিরি করি।হুম,,,,(আমার দিকে এগোতে এগোতে)

_____না।না।আপনি ভালো।শুধু ভালো না। আপনি অনেক ভালো।এবার প্লিজ আমাকে ছেড়ে দিন।প্লিজ,,,,,,(আপনি এক নাম্বারের খাটাশ,অসভ্য, লুচু,হনুমান,টিকটিকি, তেলাপোকা সব আপনি, মনে মনে)

_____হুম।আমি ভালো তা আমি জানি। আমি তোমাকে এমনি এমনি কিস করতে চাইনি।তোমাকে কিস করার আমার কোনো ইচ্ছাই নেই।তোমার ঝাল কমছিলোনা তাই ঝাল কমাতেই কিস করছি।আর তা না হলে আমি তোমাকে কিস করবো কোন দুঃখে। (ভাব নিয়ে)

_____কি এতো বড় কথা।আপনি আমাকে অপমান করলেন।

_____অপমানতো এখনো করিনি।তবে আস্তে আস্তে করবো।

_____মানে,,,,,

_____তুমি আজকে আমার খাবারে কি মিশিয়েছিলে আমি সব দেখেছি।

_____(অবাক হয়ে)কি মিশিয়েছি মানেএএএএ।

_____মানে,,,,নুডুলস এ মরিচের গুড়ো, কফিতে লবন সব দেখেছি।

_____সবই দেখেছেন?(কান্না প্রায় চলেই আসবে)

_____হুম।আর তোমার মিষ্টি মিষ্টি কথা গুলোতো আরো সুন্দর ছিলো।ভেবেছিলাম তখনই তোমাকে কিছু বলব।কিন্তু যে তুমি আমাকে তোমার স্বামী হিসেবেই মানোনা।সেই তুমি আমাকে বলছো আমি না খেলে তুমি খাবে না।তাই পরে প্লেন চেঞ্জ করে তোমাকে খেতে বললাম।আমাকে তোমার ফাদে ফেলতে চেয়েছিলে না। এখন তুমি নিজেই নিজের ফাদে পরলে।(ডেভিল হাসি দিয়ে)

আমার রাগে গা জ্বলে যাচ্ছে।ইচ্ছা করছে এখনই ওই ভোরকে ছাদ থেকে ফেলে দেই।

_____আর আপনি দেখলেন কিভাবে?(রেগে)

_____তুমি যখন রান্না করতে কিচেনে গেছো তখন আমি ও তোমাকে ফলো করে যাই।প্রথমে ভেবেছিলাম তুমি খাবারে কিছু করবে না।কিন্তু যখনি চলে যেতে নিবো তখনই তোমার কান্ড দেখি।

_____আপনি মোটেই ঠিক কাজ করেননি।এভাবে লুকিয়ে লুকিয়ে কিছু দেখা ঠিক না।(মুখ বাকিয়ে)

_____ও তাই নাকি।

_____হুম তাই।

_____তাহলে এবার তোমাকে শাস্তি দেই কি বলো।

_____শাস্তি!(ভয়ে একটা ঢোক গিলে)কি শাস্তিইইই….

তখনই ভোর আলমারি থেকে গুনে গুনে দশটা জিন্সের প্যান্ট, পাচঁটা শার্ট দিয়ে বলে এগুলা ধুয়ে দাও।

_____আমি কেনো।এখানে লন্ড্রি নেই।লন্ড্রিতে দিলেইতো ওরা ধুয়ে দেয়।

_____আছে।কিন্তু তুমি ধুবে।আর এটা তোমার শাস্তি।

_____এটা শাস্তি মানে।,,,,,ওকে।এইগুলা আর এমন কি ওয়াশিং মেশিনতো আছে।আমি এক্ষনি ধুয়ে দিচ্ছি।

বলে যখন যেতে নিবো তখন বলে ওইগুলা তুমি নিজের হাতে কাঁচবে। কোনো ওয়াশিং মেশিন দিয়ে নয়।

_____কিইইইই,,,,আমার হাতে।আমি জিবনেও নিজের জামা-কাপর ধুইনি।তাও আমি আপনার জামা কাপর ধুচ্ছি। তারপরও বলেন নিজের হাতে ধুতে,,,,,,

_____খাবারে ওইগুলা কি আমি মিশাতে বলছিলাম?ওইগুলা যেমন তুমি নিজের হাতে মিশিয়েছো।ঠিক তেমনি নিজের হাতে তুমি জামা-কাপরও ধুবে।

_____আপনি বলেননি তো কি হইছে।আমি যেমন মিশিয়েছিলাম ঠিক তেমনি আমিইতো ওই খাবার খেয়েছি।তাহলে এতো কথা বলেন কেনো?

_____তুমি না ধুলে এখন তোমাকে আমি গুনে গুনে দশটা থাপ্পড় দিবো।

দশটা থাপ্পড়!ওইদিন একটা থাপ্পড় দিয়ে আমার ঠোট কেটে ফেলছিলো। ওরে বাবারে এখন যদি আমাকে দশটা থাপ্পড় মারে আমাকেতো কেউ খুজেই পাবেনা।(মনে মনে)

______থাপ্পড় দেওয়ার কি আছে।যাচ্ছিতো আমি।থাপ্পড় ছাড়া মনে হয় কিছুই জানেন না।অসহ্য।

তারপর আমি ভোরের সব জামা কাপড় আগে ভিজিয়ে নেই।এবার যখন কাঁচবো তখন এক একটা প্যান্ট মনে হয় দশ কেজি হয়ে গেছে।তুলতেই পারছিনা তো আবার কাঁচবো।মাএ একটা ভুলের জন্য কতো বড় শাস্তি দিলো শয়তানটা।কাচা বাদ দিয়ে ভোরের প্যান্ট গুলাকে ভোর ভেবে ইচ্ছামত আছাড় মারছি তো মারছি।তারপর কোনো মতে শার্টপ্যান্ট গুলা ধুয়ে শুকাতে দিয়ে দেই।হাত পুরা ব্যথা করছে।হাতগুলা ফুলে আছে।হাতের চামড়াগুলোও কুঁচকে গেছে।

অনেক ক্লান্ত লাগছিলো তাই বিছানায় যেই শুয়েছি অমনি আমাকে ভোর……………

চলবে…………..