ভালোবাসি তোমাকে পর্ব :৩

0
1529

গল্প ::::::ভালোবাসি তোমাকে ?❤️
পর্ব :::৩
Writer ::Sajna Akther

আপনার লজ্জা বলতে কিছু নেই এভাবে আমার পিছু নিয়েছেন কেনো এটা একটা বিয়ে বাড়ি আর আজ আমার কাজিন এর বিয়ে আর এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক তা আমি চাই না ভালোই ভালোই আপনি এখান থেকে চলে যান?
.
রোশান :::::আমি তোমার জন্য এখানে আসিনি আমার ফ্রেন্ড এর বিয়ে তাই এসেছি
.
আমি ::::আচ্ছা মানলাম আপনি আপনার ফ্রেন্ড এর বিয়েতে এসেছেন,,, আমাকে এখানে এই নির্জন জায়গায় টেনে আনলেন কেনো ?
.
রোশান :::::তোমার সাথে ওই ছেলে মেচিন করে পাঞ্জাবী পড়েছে কেনো ওর সাথে তোমার কিসের সম্পর্ক
.
আমি :::::::what? আপনার কমনসেন্স বলতে কিছু নাই ও আমার নিজের ভাই বুঝলেন আর আমি যার সাথে ইচ্ছা থাকবো তাতে আপনার কি ফাউল ছেলে একটা,,, ছাড়ুন আমাকে কেউ দেখে ফেললে আপনারতো কিছু হবে না হলে এই হ্যাপিরি হবে,,,, এসব পেচাল ছেড়ে আপনি আপনার মতো চলুন আমাকে আমার মতো থাকতে দিন,,, আমি কি করছি বা কার সাথে থাকছি এসব বিষয়ে আপনার না জানলেও চলবে
.
.
রোশান :::::ভালোবাসি যত টুকু ভালোবাসা যায়।ভালোবাসি ভিসন ভাবনায়।ভালোবাসি সয়নে, সপনে,জাগরনে,জানা,অজানায়,অসীম ভালোবাসায়।। ভালোবাসি বলেই তোমাকে জানতে চাই
.
তখনি আচমকা বাবা এসে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে আসলেন এসেই আমাকে রুমে বন্দি করে রাখলেন,, আমি কান্না করতে করতে বাবাকে বললাম,,, “” “” বিশ্বাস করো বাবা ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে ভুল বোঝছো,,, বাবা প্লিজ আমাকে ছেড়ে দাও?,,, মনে হলো আমার কথা বাবার কানে পৌঁছায়নি তিনি যেমন জেদ ধরেছেন তেমনি কাজ করছেন
বুঝতেই পারছি বাবা আমাকে এভাবে রোশানের সাথে ক্লোজ দেখে রেগে ফায়ার হয়ে গেছেন,,রোশান আমার দু হাত দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে ছিলো
এখন আমি কি করে বুঝাবো বাবাকে রোশানের সাথে আমার তেমন কিছু নেই যা আছে ঘৃণা
যেদিন থেকে রোশান নামের স্বপ্নটা আমি দেখেছি ওইদিন থেকে আমার জীবন নরকে পরিনত হচ্ছে ওই রোশান নামের শত্রুকে কখনো ক্ষমা করব না আমি,,, আজ আমার সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য দায়ী রোশান
.
.
কাঁদতে কাঁদতে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি,, মায়ের ডাকে চোখ মেলে থাকাই রাত দুইটা বাজে আর আমি দরজার সাইডে বসে ঘুমাচ্ছিলাম,,, মাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠলাম
আমি ::::::মা বিশ্বাস করো ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই বাবাকে বোঝাও তুমি মা ?আমি ইচ্ছে করে কিছু করিনি মা
.
মা ::::::যাই হোক বাবার মান সম্মান পুরোটা যাওয়াসনি তুই (মুচকি হেসে)
.
আমি :::::মানে (মায়ের দিকে তাকিয়ে ?)
.
মা ::::::ছেলেটা সবদিক থেকেই খুব ভালো,, তোকে বিয়ে করতে রাজি,, সাতদিন পরেই তোদের বিয়ে,, তোর বাবা আর রোশানের বাবা মিলে ঠিক করেছেন
.
আমি ::::::আমাকে না জানিয়ে তোমরা ওই বজ্জাত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললে,,, আমি ওই ছেলেকে বিয়ে করবো না মা তুমি বাবাকে বলে দিও,,, আমি ওকে একদম সহ্য করতে পারি না,,, সামান্য একটা ভুলের জন্য আমাকে এরকম একটা শাস্তি দিও না ?
এটা আমি মেনে নিতে পারবো না
.
মা ::::::একদিন না একদিন তোকে তো স্বামীর বাড়ি যেতে হবে তাই না,, আজ যখন আমাদের সম্মান নিয়ে টানাটানি তোকে তো এই বিয়ে করতেই হবে মা,, ওই ছেলের সাথে তোকে শুধু তোর বাবা একা দেখেননি ওনার সাথে আরো কয়েকজন লোক ও ছিলো ঘটনাটা পাচকান হওয়ার আগেই তোকে এই বিয়ে করতে হবে
তোর বাবাকে যদি বাচাতে চাস তাহলে এই বিয়ে তুই করবি ?
.
আমি :::::হে মা হে আমি রোশান আহমেদ কে বিয়ে করবো,, আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না,,,, আমাকে তোমরা যেমন বলবে তেমনি চলবো
.
মা :::::এইতো আমার লক্ষী মেয়ে (জড়িয়ে ধরে)
এবার দেখি হা করত খাবারটা খেয়ে নে আমি খাইয়ে দিচ্ছি
.
.
.
এদিকে….
.
রোশান :::::thank you বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আর হ্যাপির বিয়ে সাতদিন পর ঠিক করার জন্য
.
বাবা ::::cool my son আমিও তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম,,, আর আমি এটাও বুঝি ভালোবাসা হারালে কেমন কষ্ট পেতে হয়,, তাই আমি চাই না ভালোবেসে আমার ছেলেটা কষ্ট পাক (বলেই রোশানের বাবা চলে গেলেন)
.
.
.রোশান ::::তোমাকে ভালবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে,তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবো ..তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়,তবে ভেবে নিও,ভালবাসা এভাবেই হয়…..(মনে মনে)
.
.
.
দেখতে দেখতে পাঁচটা দিন পার হয়ে গেলো বিয়ের আর দুইদিন বাকি
দুইদিন পরেই আমি অন্য কারো হয়ে যাবো আর যাকে আমি সহ্যই করতে পারি না তার সাথেই সারাজীবন কাটাতে হবে, এ কেমন বিচার কি পাপ করেছি আমি তার মাসুল এভাবে আমাকে দিতে হচ্ছে
.
.
মা ::::::হ্যাপি তৈরি হয়ে নে নিচে রোশান এসেছে তোকে নিয়ে শপিং করতে যাবে দুদিন পর বিয়ে তার জন্য দুজন মিলে শপিং করে আয়
.
আমি :::::না আমি ওই লোকটার সাথে কোথাও যাবো না,,, একদিনের জন্য আমাকে একা ছাড়ো প্লিজ,,, আমি ওই লোকটার মুখ দেখতে চাই না
.
মা:::::দুদিন পর যার সাথে সংসার করবি আর এখন বলছিস তার মুখ দেখতে চাস না,,, জাস্ট ছয় মিনিট তৈরি হয়ে নিচে আয় নাহলে তোর বাবা রেগে যাবেন আর তুই তো সেদিন বল্লি আমরা যা বলবো তাই শুনবি,,, তাহলে এখন সেটাই কর
.
.
গাড়িতে চুপচাপ বসে আছি আমি আমার পাশেই রোশান ড্রাইভ করছেন,,, রাগী ফেস নিয়ে বসে আছি আমি,,, এই লোকটার সাথে হেসে হেসে কথা বলা আমার জন্য impossible,, তারজন্যই মনের ভিতর রাগ আর চুপচাপ বসে থাকাই ভালো
.
হঠাৎ গাড়িতে গান বেজে উঠল…
. ?????????
রাতের সব তারা আছে?
দিনের গভীরে…..❤️
বুকের মাঝে মন যেখানে…. ?
রাখবো তোকে সেখানে…❤️
তুই কি আমার হবি রে…(২)
মন বাড়িয়ে?
আছি দাঁড়িয়ে❤️
তোর হৃদয়ে এ?
গেছি হারিয়ে❤️
তুই জীবন মরণ সবি রে…?
তুই কি আমার হবি রে…… ?

আমি :::::অসহ্য?
.
রোশান ::::::সহ্য?

. আমি :::::আস্ত একটা খাটাশ বেটা?
.
রোশান :::::আজব একটা খাটাশ মাইয়া ?
.
উফ কোন ঝামেলায় পড়লাম এর সাথে নাকি আমায় সারাজীবন থাকতে হবে ভাবা যায় ?(মনে মনে)
.
.
বিয়ের শাড়ি গয়না সব রোশান এর চয়েজে কেনা হয়েছে আমাকে কিছু বললে আমি কোনো রেসপন্স দেয়নি,,, যা ইচ্ছে করুক আমার কি আমার মতে তো আর বিয়ে হচ্ছে না,, যে আমি নাচতে নাচতে শাড়ি গহনা কিনবো,, যার মতে হচ্ছে সেই কিনুক?
.
কেনাকাটা শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন দুটো কফি অর্ডার দিলেন আমি চুপচাপ কফি খাচ্ছি এই লোকের সাথে একটুও কথা বলার ইচ্ছা নেই আমার,,, তাই যা বলছেন সব সহ্য করে যাচ্ছি
.
রোশান ::::::হ্যাপি মাই বেবি বলতো আমরা হানিমুনে কোথায় যাবো ?
.
হোয়াট বেবি ? আমি ওনার কোন জন্মের বেবি এসব কোন ধরণের নেকামি?(মনে মনে)
.
আমি :::::একদম নেকা সাজবেন না ,, আপনার জন্য আজ আমার এই দশা,,,, আর আসছেন হানিমুন নিয়া
.
রোশান :::::ঠিক আছে হানিমুন কেন্সেল,, এখন আমরা বাসর রাত নিয়ে কিছু আলোচনা করি
.
আমার আর সহ্য হলো না ওখান থেকে চলে আসি গাড়ির কাছে রোশান ও পিছন পিছন আসছেন
এসেই ধপাস করে গাড়ির সিটে বসে পড়ি……
.
.
চলবে…. ?