তোমাতে আসক্ত আমি পর্ব-১৮+১৯

0
349

#তোমাতে_আসক্ত_আমি
#ইরিন_নাজ
#পর্ব_১৮

বাঁ*কা চোখে তাকিয়ে আবরারের কাজ কর্ম দেখছে আরশি। আবরার কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা চালাচ্ছে সে। আবরারের কেবিনে একটা বেলকনি আছে হয়তো। আবরার নিজের ফোন টা নিয়ে সেখানে চলে গেলো। কারোর সাথে কথা বলছে হয়তো। তবে কার সাথে কথা বলছে, কি কথা বলছে কিছুই শুনতে পাচ্ছে না আরশি। পাঁচ মিনিটের মাথায় আবরার ফেরত আসলো। নিজের ফোন টা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বললো,

–কথা বলো।

আরশি বুঝতে পারলো না কার সাথে কথা বলতে বলছে আবরার। আরশি ফোন টা কানে লাগাতেই ভয়েস শুনে বুঝতে পারলো অপর প্রান্তে আব্বাস আহমেদ আছেন। আরশি দ্রুত সালাম দিলো আব্বাস আহমেদ কে। আব্বাস আহমেদ সালামের জবাব দিয়ে বললেন,

— মামুনি তোমার থেকে কিন্তু এটা আশা করি নি।

আরশি নিম্ন স্বরে বললো,

— কিন্তু স্যার আমি তো…..

আব্বাস আহমেদ আরশি কে কথা কমপ্লিট করতে না দিয়ে বললো,

— যা করেছো তার জন্য শা*স্তি তো পাবেই। যেহেতু আমিই তোমাকে সিলেক্ট করেছি সেহেতু শা*স্তিটাও আমিই দিবো। তোমার শা*স্তি হচ্ছে আবরার তোমাকে এখন যা বলবে তা কোনো প্রকার দ্বি*ধা ছাড়াই মেনে নিবে। যদি আমাকে মন থেকে শ্রদ্ধা করে থাকো তাহলে আবরারের কথা মেনে নিবে তুমি। ধরে নাও আমার পক্ষ থেকে আবরার তোমাকে পা*নি*শ*মেন্ট দিবে। কি বলো মানবে তো?

আরশির মুখ টা ম*লি*ন হয়ে গেলো আব্বাস আহমেদের কথায়। লোকটার কথা কিভাবে অ*মান্য করবে সে? যেই লোকের মামুনি ডাকে অ*শান্ত মন শান্ত হয়ে যায় তার কথা অ*মান্য করা আরশির পক্ষে সম্ভব নয়। আরশি জবাব হ্যা তে দিয়ে ফোন টা আবরারের হাতে ধরিয়ে দিলো।

ভীষণ অ*ভি*মান হলো আরশির। সে তো কোনো ভু*ল করে নি তারপরও আবরার তাকে দো*ষী বলে মেনে নিলো। আব্বাস আহমেদের কাছেও ছোট করে দিলো। আরশির অ*ভি*মানী মুখ টা দেখে আরশির অ*গো*চ*রে আলতো হাসলো আবরার। আরশির কানের কাছে মুখ টা নিয়ে ফিসফিস করে বললো,

— মিস অদ্ভুত চোখওয়ালি আমার উপর অ*ভি*মান হচ্ছে বুঝি? মুখ টা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা মানুষ তো শুধু মাত্র নিজের প্রিয় জনের উপর অ*ভি*মান করে। আমি কি তোমার প্রিয়জন?

এমন একটা প্রশ্নে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আবরারের মুখ টা অতি নিকটে হওয়ায় তার গরম শ্বাস আরশির মুখের উপর আ*ছ*ড়ে পড়ছে। আবরারের গভীর কালো চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারলো না আরশি। আবরার আরশির মুখের উপর আলতো করে ফুঁ দিয়ে তার ছোট ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দিলো। চোখ বন্ধ করে ফেললো আরশি। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো বেশ দূরত্বে অবস্থান করছে আবরার। সে আরশির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো,

— বাইরে এসো আমার সাথে।

আরশি আবরারের পিছন পিছন বাইরে আসলো। সবাই উ*ৎ*সুক চোখে তাকালো। আরশির চাকরি গেলো কিনা সেই চি*ন্তা করছে সবাই। আবরার সবার সামনে জো*রে জো*রে বললো,

— অনেকদিন ধরেই একজন পিএ এর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এতো প্রে*সা*র কি নেয়া যায়? তাই আজ থেকে মিস আরশি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর দায়িত্ব পালন করবেন।

আবরারের কথায় সবার চোখ বড় বড় হয়ে গেলো। আরশি নিজেও ভীষণ অবাক হয়েছে। মিস প্রিয়ার মুখ টা যেনো ঝু*লে পড়েছে আবরারের এমন একটা কথায়। সে সামনে এসে বললো,

— কিন্তু স্যার….

আবরার বাঁ*কা হেসে বললো,

— আরে কিসের কিন্তু মিস প্রিয়া? আপনিই তো বললেন উনি বে*য়া*দব, মুখে মুখে ত*র্ক করেন। আপনার কথা বার্তায় বুঝলাম আপনার পক্ষে মিস আরশি কে হ্যান্ডেল করা সম্ভব না। তাই তো আমিই দায়িত্ব নিয়ে নিলাম। আমার কাজ ও হবে। আর উনাকে টা*ই*ট দিয়ে বে*য়া*দব থেকে ভদ্র মেয়েও বানানো যাবে।

শেষের কথা টা আরশির দিকে বাঁ*কা চোখে তাকিয়ে বললো আবরার। রা*গে আরশির নাকের পা*টা ফুলে আছে। মনে মনে বলছে,

— আমি বে*য়া*দব হলে আপনি একটা অ*সভ্য লোক এমপি সাহেব।

আবরার আরশির থেকে চোখ ফিরিয়ে আবার বললো,

— আপনাদের আব্বাস স্যার অনেক আশা, ভরসা করে মিস আরশি কে চাকরি টা দিয়েছেন। তার সিদ্ধান্ত তো আমি ভু*ল প্রমাণিত হতে দিতে পারি না। আমি তাকে অবশ্যই নি*রা*শ করবো না।

মুখ কালো করে দাঁড়িয়ে আছে মিস প্রিয়া। তার অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কু*ড়া*ল মে*রে নিয়েছে যেনো। আবরার আরশি কে উদ্দেশ্য করে বললো,

— মিস আরশি কেবিনে আমার ডেস্কের উপর যতো ফাইল আছে সব নিয়ে বসুন। আমি এসে আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। কার সাথে কন্টাক্ট করতে হবে, কিভাবে করতে হবে, শিডিউল কিভাবে ফি*ক্স করতে হবে, ফাইল কিভাবে চেক করতে হবে, কি কাজ করতে হবে সব টা আমি বুঝিয়ে দিবো আপনাকে।

আরশি আবরারের দিকে ক*ড়া লুক দিয়ে কেবিনে চলে গেলো। আবরার প্রিয়ার কাছে গিয়ে বললো,

— ধন্যবাদ মিস প্রিয়া।

আবরার ধন্যবাদ বলায় আসমান থেকে পড়লো প্রিয়া। হা*ব*লার মতো তাকিয়ে জিজ্ঞাসা করলো,

— ধন্যবাদ কেনো স্যার?

আবরার বাঁ*কা হেসে নিম্ন স্বরে বললো,

— তা আপনার না জানলেও চলবে। শুধু এতটুকু জেনে রাখুন আপনি কোনো এক ভাবে আমার উপকার করেছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দেই। আপনার ব্যাপারে সব কিছুই কিন্তু আমার কানে আসে। এটা ভাববেন না যে আমি কিছু জানি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি। তবে বারবার দিবো না। আর হ্যা মিস আরশির থেকে দূরে থাকবেন। ভেবে নিন এটাই আপনার শেষ সুযোগ।

আবরারের কথাগুলো শুনে গলা শু*কি*য়ে আসলো প্রিয়ার। মাথা হ্যা বোধক না*ড়ি*য়ে আবরারের সামনে থেকে দ্রুত কে*টে পড়লো সে। আপাতত চাকরি টা বাঁ*চা*নো দরকার। চাকরি থাকলে ওই মেয়ে কে সে পরে দেখে নিবে।

——–

কেবিনে গিয়ে আরশির পাশে চেয়ার টে*নে বসলো আবরার। প্রায় দেড় কি দুই ঘন্টা সময় নিয়ে আরশি কে সব টা ভালো মতো বুঝিয়ে দিলো। আবরার উঠতেই হাফ ছেড়ে বাঁ*চ*লো আরশি। এতো মনোযোগ দিয়ে তো সে ভার্সিটির ক্লাস ও করে না। আবার কতগুলো কাজ ও দিয়েছে যা টাইম ও*ভা*র হওয়ার আগে শেষ করতে হবে তাকে। আরশির ভাবনার মাঝে আবরার আরশির কানে ফিসফিস করে বললো,

— আমার পিছে পিছে ঘুরার জন্য প্রস্তুত হয়ে যাও মিস অদ্ভুত চোখওয়ালি। এবার তো তোমাকে বে*য়া*দব থেকে ভদ্র বানিয়েই ছাড়বো।

আরশি দাঁ*তে দাঁ*ত চে*পে আবরারের উদ্দেশ্যে বললো,

— আর একবার বে*য়া*দব বলে দেখুন শুধু। আপনার মাথা টা এই… হ্যা এই পেপার ওয়েট টা দিয়ে ফা*টি*য়ে দিবো।

আবরার সোজা হয়ে দাঁড়িয়ে বললো,

— কি সাং*ঘা*তি*ক মেয়েরে বাবা। অফিসের বস কে বলছে মাথা ফা*টি*য়ে দিবে। আমি নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ হলে তোমার চাকরি থাকতো না। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো নিজের ডেস্কে গিয়ে কাজ করো। একটু তি*ড়িং বি*ড়িং করলে তোমার আব্বাস স্যার কে ফোন করে জানিয়ে দিবো তুমি আবার বে*য়া*দবি করেছো। সেটা অবশ্যই চাও না?

আরশি আবরার কে একটা ক*ড়া লুক দিয়ে ধু*প*ধা*প পা ফেলে বাইরে চলে আসলো। আব্বাস আহমেদ লোকটার সাথে মাত্র একদিন দেখা হলেও তার প্রতি অনেক সম্মান জ*মে*ছে আরশির মনে। কি সুন্দর মন মানুষটার। কতো টা আদর, স্নেহ মিশিয়ে তাকে মামুনি বলে ডাকে। আরশি চায় না উনি আরশি কে ভু*ল বুঝুক।

——–

আজ কাজের তুলনায় দেয়ালে ফিট করা স্ক্রিন বেশি দেখছে আবরার। এখানে বসেই সব ফ্লোরের ভিডিও ফুটেজ দেখতে পায় সে। কিন্তু আজ তার চোখ যে একজনের উপরেই আ*ট*কে আছে। অন্য কিছু দেখায় মন নেই তার। মন টা যেনো কেউ একজন চু*রি করে নিজের কাছে রেখে দিয়েছে। আবরার স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বললো,

— আমার মন চু*রি করার শা*স্তি তো তোমাকে পেতেই হবে।

——–

কাজের টাইম শেষ হয়ে যাওয়ায় নিজের ব্যাগ গু*ছা*চ্ছে আরশি। অনেকেই চলে গেছে আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অচেনা একটা ছেলে এসে দাঁড়ালো আরশির সামনে। ঠোঁটের কোণে হাসি ঝু*লি*য়ে বললো,

— হেই তোমার সাথে তো পরিচিত হতে পারলাম না। আমরা কি পরিচিত হতে পারি?

আরশি সৌ*জ*ন্যতার খা*তি*রে আলতো হেসে বললো,

— অবশ্যই। আমি আরশি।

অচেনা ছেলে টা মাথা চু*ল*কে বললো,

— আমি সামির। মাস্টার্স করছি। আর এখানে জব করি। তোমাকে দেখেও স্টুডেন্ট মনে হচ্ছে।

আরশি মাথা না*ড়ি*য়ে বললো,

— হ্যা আমিও স্টুডেন্ট। অনার্স ফাইনাল ইয়ার এ এবার।

সামির আরশির কিছু টা নিকটে এসে ফিসফিস করে বললো,

— আজ প্রিয়া ম্যাম এর যা ধো*লা*ই করলে না? সাব্বাস। এমন কিছু জবাব উনার প্রাপ্য ছিলো।

আরশি সামিরের কথা বলার ধরণে হেসে ফেললো। সামির কে ভীষণ মিশুক মনে হলো তার। সামির হেসে বললো,

— আরশি তোমার চোখ জোড়া মা*রা*ত্ম*ক সুন্দর। এমন আনকমন চোখের রঙ অনেক কম দেখা যায়। আচ্ছা তুমি কি লেন্স পড়েছো?

আরশি মাথা না*ড়ি*য়ে বললো,

— না তো। এটা আমার আসল লেন্স।

সামির বললো,

— অনেক সুন্দর। আমি তো ক্রাশ খেয়ে গেলাম।

আরশি ফিক করে হেসে দিলো। সামির ও তা*ল মিলালো আরশির সাথে। এই সবকিছুই দেখলো এবং শুনলো আবরার। চোখ মুখ শ*ক্ত হয়ে আসলো তার। সেও বাসায় যাওয়ার জন্যই কেবিন থেকে বেরিয়েছিলো। এসব দেখে আবার কেবিনে চলে গেলো সে। কেবিনে গিয়ে কন্টিনিয়াসলি বেল প্রে*স করতে লাগলো। আরশি বেলের শব্দ শুনে সামির কে বললো,

— সামির ভাইয়া স্যার ডাকছে। কোনো কাজ আছে হয়তো। আগামীকাল আবার কথা হবে কেমন?

সামির মাথা না*ড়ি*য়ে চলে গেলো। আরশি ও আ*গা*লো আবরারের কেবিনের দিকে। কাজের টাইম তো শেষ তাও কেনো আবরার বেল প্রে*স করছে ভেবে বি*র*ক্ত হলো আরশি। আবার নিশ্চয় কোনো গা জ্বা*লা*নো কথা বলবে ভেবে মুখ বাঁ*কা*লো সে।

চলবে?

#তোমাতে_আসক্ত_আমি
#ইরিন_নাজ
#পর্ব_১৯

আবরারের দুই হাতের মাঝে ব*ন্দি হয়ে আছে আরশি। কেবিনে ঢুকতেই হঠাৎ এমন আ*ক্র*ম*ণের শি*কা*র হবে তা ধারণাতেও ছিলো না আরশির। গোল গোল চোখে আবরারের দিকে তাকিয়ে আছে সে। আবরারের র*ক্তি*ম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারলো আবরার কোনো কারণে রে*গে আছে হয়তো। আবরারের মুড বুঝে উঠতে পারছে না আরশি। এই হাসে আবার এই রা*গ করে। এই তো কিছুক্ষন আগেও তো ঠিক ছিলো। এখন আবার কি হলো কে জানে?

আরশি সা*হ*স করে আবরার কে বললো,

— এমপি সাহেব আপনার উপর কি জ্বী*ন ভ*র করে নাকি? মানে এই হাসেন আবার এই রা*গ করেন। আর একটু ডিসটেন্স মেইনটেইন করলে ভালো হতো। কথায় কথায় এভাবে কাছে আসেন….

আরশির কথা শেষ হতে দিলো না আবরার। জো*রে একটা ধ*ম*ক দিয়ে বললো,

— চুপপপ, বে*য়া*দ*ব মেয়ে। বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না?

কেঁ*পে উঠলো আরশি। আবরারের ধ*ম*ক দিয়ে বলা কথা শুনে মুখ টা অ*ন্ধ*কার হয়ে গেলো তার। ভীষণ অ*ভি*মান হলো। আবরার তাকে এভাবে ব*কা দিতে পারলো? বে*য়া*দব বলতে পারলো? আবরারের কাছে ব*কা খেয়ে আরশির কেনো যেনো খুব কা*ন্না পাচ্ছে। ইচ্ছা করছে ভ্যা করে কেঁ*দে চোখের পানিতে অফিস আর সাথে আবরারকেও ভা*সি*য়ে দিতে। আরশি ঠোঁট উ*ল্টে মনে মনে বলতে লাগলো,

— বেটা খা*টা*স। কেমনে ব*কা দিচ্ছে আমাকে। কিন্তু আমার এতো কা*ন্না পাচ্ছে কেনো? এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেনো? এটা তো দু*র্ব*লতার পরিচয়। তবে আমি কি উনার প্রতি দু*র্ব*ল হয়ে পড়ছি? এমন টা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? আর তারচেয়ে বড় কথা উনার লাইফে কেউ একজন আছে হয়তো। যাকে উনি ভালোবাসেন।

এসব ভাবতে ভাবতে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আরশির অ*ভি*মানী মুখ আর ছ*ল*ছ*ল আঁখি জোড়া দেখে নরম হলো আবরার। আরশির দিকে আরেকটু ঝুঁ*ক*তেই চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরও সি*টি*য়ে গেলো আরশি। আবরার আরশির মুখে আলতো করে ফুঁ দিয়ে বললো,

— ছেলেদের সাথে এতো ঘে*ষা*ঘে*ষি কিসের হ্যা? অফিসে কাজ করতে এসেছো কাজ করবে। ছেলেদের সাথে এতো কিসের কথা? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে অনেক ভাল্লাগে?

আবরারের কথায় ঝ*ট*প*ট চোখ খুললো আরশি। ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘে*ষা*ঘে*ষি করলো। একটু ভাবতেই মাথায় আসলো একটু আগেই সামিরের সাথে কথা বলেছে সে। আবরার কি তাহলে সামিরের কথাই বললো? কিন্তু সে সামিরের সাথে কথা বললে আবরারের কি? চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আরশি। স*ন্দি*হান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বললো,

— আমি কারোর সাথে ঘে*ষা*ঘে*ষি করলে আপনার কি স*ম*স্যা? আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর এতো অধিকার কেনো দেখান আপনি? আপনার না কোন শুভ্র পরী আছে? তার উপর গিয়ে যতো ইচ্ছা অধিকার ফ*লা*ন।

আরশির কথায় চো*য়া*ল শ*ক্ত হয়ে আসলো আবরারের। আরশির চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বললো,

— তার উপর অধিকার ফ*লা*নোর অধিকার এখনো পাই নি আমি। তাই তো এখনো সে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছে। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারছে। যখন অধিকার পাবো তখন তাকে নিজের হৃদয় পি*ঞ্জ*রে লুকিয়ে রাখবো। কাউকে তার দিকে তাকানোর সুযোগ দিবো না। সে শুধুই আমার, তার সবকিছু আমার হবে। তার রূপ, সৌন্দর্য সবকিছু দেখার অধিকার শুধু মাত্র আমার থাকবে। আমি চাই সে ভালোবেসে আমায় গ্রহণ করুক। তাই তাকে সময় দিচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছি। তাকে কোনো কিছু নিয়ে জো*র করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভু*ল পথে চলে, অন্য কারোর সাথে নিজেকে জ*ড়া*নোর চেষ্টা করে তবে তার হাত পা ভা*ঙ*তে আমার বেশি সময় লাগবে না। তাকে আমারই হতে হবে, By ho*ok or by cro*ok… আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি। সেটা যেভাবেই হোক। বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি?

আবরারের শেষের কথাগুলোয় হালকা কেঁ*পে উঠলো আরশি। সে মনে মনে বললো,

— কেমন সা*ই*কো রে বাবা? নিজের ভালোবাসার মানুষের হাত পা ভে*ঙে দিবে বলে? এমপি সাহেবের আচার আচরণ ই বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কতো প*সে*সিভ। হে এমপি সাহেবের শুভ্র পরী তোমার কপালে দুঃ*খ আছে। এই লোক কে সামলাতে গিয়ে তোমার বারোটা না বা*জে। তবে হ্যা মেয়ে টা অবশ্যই লাকি। এমন করে কয় জনই বা ভালোবাসতে পারে? এমন একজন ভালোবাসার মানুষ জীবন সঙ্গী হিসেবে পেলে তার শত পা*গ*লা*মি ও স*হ্য করা সম্ভব হয়তো। ওয়েট, এক মিনিট এমপি সাহেব আমাকে এসব কেনো বললেন?

আরশির ভাবনার মাঝে তু*ড়ি মা*র*লো আবরার। আরশি চ*ম*কে তাকালো আবরারের দিকে। আবরার দূরে সরে গেছে দেখে স্ব*স্তি*র নিঃশ্বাস ফেললো আরশি। আবরার বাঁ*কা হেসে বললো,

— মিস অদ্ভুত চোখওয়ালি আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু স*ত*র্ক করছিলাম আমার শুভ্র পরীর সাথে কি কি করতে পারি তা বলে?

আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। এই লোক এতো জ*টি*ল ভাবে কথা বলে কেনো মনে মনে ভাবলো সে। আবরার আরশির ফেইস এক্সপ্রেশন দেখে বললো,

— বুঝো নি তাই তো? ওয়েট বুঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্র পরী কে অন্য কারোর সাথে স*হ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভে*ঙে বসিয়ে রাখবো তেমন তোমারও তো এমন কোনো সি*ক্রে*ট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে স*হ্য করতে না পেরে সে তোমার হাত পা ভে*ঙে দিলো। তাহলে কি হবে বলো? আমার তো অনেক বড় ল*স হয়ে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি। মাত্রই তো একটা পিএ পেলাম। কাজের প্রে*সা*র একটু কমলো। তোমার পা ভে*ঙে দিলে আমার পিছে পিছে কিভাবে ঘুরাবো বলো? তাই আগে থেকে একটু স*ত*র্ক করে দিলাম আর কি। ছেলেদের থেকে দূরে দূরে থেকো আর একটু সা*ব*ধা*নে থেকো কেমন?

আবরারের লজিক শুনে তার দিকে বো*কা*র মতো তাকিয়ে আছে আরশি। সব তার মাথার দশ হাত উপর দিয়ে গেছে। মাথা ভ*ন*ভ*ন করছে। এসব কি বললো তাকে এমপি সাহেব? আরশি বো*কা*র মতো তাকিয়ে বললো,

— এমপি সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করুন কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে। বেশি প্রে*সা*র পড়ায় আপনার মাথা টা বোধহয় গেলো।

আবরার চোখ রা*ঙি*য়ে তাকাতেই আরশি বললো,

— আপনি থাকুন, যা ইচ্ছা করুন। আমি যাই টাটা, বায় বায়।

আরশি দৌড়িয়ে গিয়ে দরজা খুলে যেই বের হতে যাবে অমনি আবরার বলে উঠলো,

— মিস অদ্ভুত চোখওয়ালি?

আরশি থেমে পিছনে তাকাতেই দেখলো আবরার তার দিকেই এগিয়ে আসছে। আবরার আরশির সামনে এসে বললো,

— কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি?

আরশি মাথা দু দিকে না*ড়া*লো। বললো,

— কিন্তু অফিস টাইম তো শেষ। আমি বাসায় যাবো তো?

আবরার বললো,

— তো মানা কে করেছে?

নাক, মুখ কুঁ*চ*কা*লো আরশি। বললো,

— আপনি সত্যিই পা*গ*ল হয়ে গেছেন এমপি সাহেব।

আবরার বাঁ*কা হেসে বললো,

— তা তো হয়েছি ই একজনের প্রেমে পা*গ*ল। আমার সব পা*গ*লা*মি তো তার জন্যই।

আরশি মুখ বা*কি*য়ে বললো,

— নিজে তো কার না কার প্রেমে পড়ে পা*গ*ল হয়েছেন ই সাথে আমাকেও পা*গ*ল বানাচ্ছেন। এই আপনার মতো তা*র*ছি*ড়া লোক এমপি কিভাবে হলো বলেন তো? আপনাকে কে এমপি বানালো?

আবরার চোখ পা*কি*য়ে বললো,

— সেটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি তা মনে আছে তো? তোমার কাজ আমার পিছে পিছে ঘুরা। নাও ফলো মি….

আরশি গাল ফু*লি*য়ে আবরারের পিছু নিতে লাগলো। বাইরে আসতেই আবরার নিজের গাড়ির ডোর খুলে আরশি কে ভিতরে যেতে বললো। আরশি জে*দ ধরে বললো,

— আমি আপনার সাথে কেনো যাবো? আমি একা যেতে পারবো। আপনার হেল্প এর কোনো দরকার নেই।

আবরার হাই তু*লে বললো,

— তুমি কি চাও আমি তোমাকে কোলে তু*লি অথবা তোমার আব্বাস স্যার কে ফোন করে বলি তুমি আবার বে*য়া*দ*বি করছো, কথা শুনছো না? যদি এসব না চাও তো ভালোয় ভালোয় গাড়িতে ওঠো। আমি তোমাকে কেনো হেল্প করবো? আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। বলা তো যায় না পথে যদি তোমার কোনো ক্ষ*তি হয়? তাহলে তো আমি আমার মাত্র হওয়া পিএ হা*রা*বো। আমার অনেক বড় ল*স…..

আবরারের কথা শেষ হওয়ার আগেই আরশি ফোঁ*স ফোঁ*স করতে করতে গাড়িতে উঠে গেলো। আবরার বাঁ*কা হেসে নিজেও গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই আরশি রাগে গ*জ*গ*জ করতে করতে নিম্ন স্বরে বললো,

— অ*সভ্য এমপি একটা…

আরশি নিম্ন স্বরে বলা সত্ত্বেও তা শুনে ফেললো আবরার। আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো,

— অ*সভ্য হয়েছি আমার শুভ্র পরীর প্রেমে পড়ে বুঝলে মেয়ে।

আরশি সিটে মাথা এলিয়ে দিয়ে ফোঁ*স করে নিঃশ্বাস ছাড়লো। পা*গ*ল পা*গ*ল লাগছে তার। ভাবছে সামনের দিনগুলো এই পা*গ*ল এমপির সাথে কিভাবে কা*টা*বে। একদিনেই তার যা অবস্থা। কয়েকদিন গেলে মনে হয় সেও পা*গ*ল টা*গ*ল হয়ে যাবে। এসব ভেবেই মুখ টা কাঁ*দো কাঁ*দো হয়ে গেলো আরশির। অন্যদিকে আরশির চেহারার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার। মনে মনে বললো,

— এটা তো মাত্র শুরু। প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পা*গ*ল বানাবো মিস অদ্ভুত চোখওয়ালি। রেডি হয়ে যাও।

চলবে?