Secret Lover Part-03

0
1125

Story – Secret Lover

Writer – Tafsirah Islam

Part – 3

(ক্লাসের নতুন টিচার আর কেউ না রুহান??)

রুহান : আমি আপনাদের নতুন টিচার রুহান চৌধুরী…
।।
সবার সাথে পরিচিত হয়ে রুহান ক্লাস নিয়ে চলে গেলো…
ক্লাসের সব মেয়েরা রুহানকে দেখে ক্রাশ খাইছে ??
।।
কারণ রুহান সেই লেভেলের হ্যান্ডসাম…
লম্বা.. ফরসা.. গালে খোচাখোচা দাড়ি..
সব মিলিয়ে সেই কিউট..
।।
ক্লাসে তো মেয়েরা রুহানের দিকেই তাকিয়ে ছিল..
।।
তিথি নিজেও ক্রাশ খাইছে…

ক্লাস শেষে…
রিয়া : তিথি স্যার কিন্তু খুব কিউট.. সবাইতো হা করে স্যাররেই দেখছিল..

তিথি : হইছে তোদের .. তোদের তো খালি স্যার দেখলেই ক্রাশ খাইতে মন চায়..যত্তসব ঢং..??

রিয়া : ?..কিরে এতো রাগ করার কি আছে.. কি হইল তোর..

তিথি : কিছু না.

আর কেউ কোনো কথা বাড়ায় না. .. কারণ তিথির রাগ সবাই জানে..
আর এই সবকিছুই একজন লুকিয়ে লুকিয়ে দেখছে.. সে আর কেউ না রুহান..
দূর থেকে তিথিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে..
।।
তবে একটা জিনিস রুহান এর মটেও ভালো লাগেনি..
।।
রুহান ভার্সিটিতে এসেই একটা জিনিস খেয়াল করেছে যে ভার্সিটির অনেকের নজরই তিথির দিকে…
তিথি ভার্সিটির ক্রাশ..
তেমন ফর্সা না উজ্জ্বল শ্যামল বর্নের কিন্তু হেব্বি কিউট…
গানের গলাও খুব মিষ্টি…
।।
।।
রুহান : ভার্সিটিতে কি আর কোনো মেয়ে নেই সব খালি তিথির দিকেই ড্যাবড্যাব করে তাকায় থাকে?
মন চায় চোখ গুলো তুলে নেই ??

ক্লাস শেষে তিথি বাসায় চলে যায়..
।।
।।
বাসায় এসেই তিথির চোখ কপালে ?

আরেকটা ফুলের তোড়া ?
।।
তিথি তোড়া থেকে কার্ডটা নিয়ে দেখে
..
**এইযে ম্যাডাম রাস্তায় চলার সময় একটু সাজগোজ কম করবেন… যত সাজতে ইচ্ছা হয় বিয়ের পরে কোরো
আমার সামনে.. ওকে..**
love u sweetheart ??**
লেখা….

তিথি : ??..হুহ..ওনার কথায় আমি চলবো নাকি..হুহ
সাহস থাকলে সামনে আয় না?

তিথির ফোনে ম্যাসেজ আসলো..
।।
ম্যাসেজ পড়ে তো তিথি শক..?
।।
।।
।।
চলবে….