#আমার_হিয়ার_মাঝে
লেখিকা: তাহসীন নাওয়ার রীতি
পর্ব:২২
অতীতে,
ক্লাস শেষে আশ্বিনের জন্য বসে অপেক্ষা করছে অধরা। পুরো বিশ মিনিট মহাশয়ের ক্লাসের বাহিরে অপেক্ষা করে অবশেষে সে জানতে পারলো যে আশ্বিন আজ কলেজ আসেননি। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় অধরার। উনি যে আজ কলেজ আসবেন না এই কথা তাকে আগে বললে কি ক্ষতি হতো? রাগে অভিমানে সে একাই হেটে এসে ধপ করে বসে পড়লো মাঠের এক কোণে।
আজ সকাল থেকেই সূর্যের প্রকোপ বেশি, ভেঁপসা গরমে জীবন যাত্রা এক প্রকার অতিষ্ঠ প্রায়। এই রোদের মাঝেই অধরা বসে মনে মনে আশ্বিনকে বকে যাচ্ছে।
‘তুমিই আমার জান, তুমিই আমার প্রাণ। আমার জানেমান..।’
হঠাত পুরুষ কণ্ঠে কথাটা শুনে অধরা ভ্রু কুঁচকে ফিরে তাকায় পেছনে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে বসে প্রেম ভালোবাসার গল্প করছে। ছেলেটির কথায় মেয়েটির মুখে লাজুক হাসি ফুটে উঠল। আর, অধরার চোখ মুখে ফুটে ওঠে কঠোরতা।
এই কাঠ ফাটানো রোদে বসে তাদের এমন প্রেমালাপ সহ্য হচ্ছে না তার।
তাই তাৎক্ষণিক একটা ধমক দিতেই ভয়ে দৌড়ে পালায় দুজন। তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে সে।
‘শুধু শুধু বেচারার উপর রাগ দেখাচ্ছো কেনো? তারা তো তোমার কোন ক্ষতি করেনি।’
কে কথাটা বললো তা দেখার জন্য মাথা তুলে তাকাতেই একজন সুঠাম দেহের সুদর্শন যুবককে দেখতে পায় অধরা।
‘আপনি রাফিন শাহরিয়ার না?’
‘তার মানে চিনতে পেরেছো আমায়। গতকাল দেখা হয়েছিলো আমাদের।’
‘হুম।’
ছোট করে উত্তর দেয় অধরা। এই মুহূর্তে আশ্বিনের অনুপস্থিতি তাকে অভিমানী করে তুলেছে। কতো প্ল্যান ছিলো আজকে তার আশ্বিনকে নিয়ে, সব নষ্ট হলো!
‘আশ্বিনকে মিস করছো?’
অবাক হয় অধরা। বিস্মিত হয়ে ফিরে তাকিয়ে থাকে সে রাফিনের দিকে।
‘আপনি কিভাবে জানলেন?’
উত্তর দেয় না রাফিন। একটা রহস্যের হাসি দিয়ে পাশে বসে পড়ে অধরার।
‘বলুন না, আপনি কিভাবে জানলেন?’
‘অনুমান করে বলেছি। তাছাড়া, তোমার আর আশ্বিনের বন্ধুত্বের গল্প কলেজ জুড়ে সবার মুখে মুখে। সেই অনুযায়ী ভাবলাম..।’
আর কথা বলে না অধরা। থম মেরে বসে আছে সে। রাফিন আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়।
‘অবশ্য আমার ধারণা ব্যাপারটা কেবল বন্ধুত্বে স্থায়ি নেই। মনের কোণে কোথাও হয়তো অনুভূতি একে সাড়া দিচ্ছে। তাই না?’
নিশ্চুপ অধরা। ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে আছে সে রাফিনের দিকে। রাফিন যা বলছে তা কি সত্যি? আশ্বিনের জন্য তার মনে বন্ধুত্ব গড়িয়ে অনুভূতির বাসা বাঁধতে শুরু করেছে? অন্য কেউ এই প্রশ্ন করলে হয়তো অধরা তাকে একহালি কথা শুনিয়ে দিতো। কিন্তু এখন সে হতবাক। এই প্রশ্নটি যেন তাকে নিজেই নিজে করছে সে। তবে তা এখন প্রকাশ করতে চাইছে না। তাই কথা পাল্টে ফেলার উদ্দেশ্যে বললো,
‘আপনার ক্লাস শেষ?’
‘হুম। বাসায় যাবো ভেবেছিলাম, দেখো তোমার পাশে বসে গল্পে জুড়ে বসেছি।’
‘আপনার এখানে কেমন লাগছে? মানে এই নতুন পরিবেশে? বন্ধু হয়েছে আপনার?’
‘পরিবেশ ভালোই। এতোগুলো বছর যেই মেডিকেলে পড়েছি, যেই বন্ধুদের দেখেছি সেই স্মৃতি কাটিয়ে এখানে মনোনিবেশ করা কঠিন হবে। তবে বন্ধু এখনও কেউ হয়নি।’
‘আপনি চাইলে আশ্বিন ভাইয়াকে বন্ধু বানাতে পারেন। আশ্বিন ভাইয়া খুবই মিশুক ছেলে।’
‘সম্ভব না।’
‘কেনো?’
‘কারণ শুনেছি আশ্বিন লেখাপড়ায় অনেক ব্রিলিয়ান্ট। আর মেধাবী সহপাঠীদের সাথে আমি বন্ধুত্ব করি না, প্রতিযোগীতা করি।’
চুপ করে কিছুক্ষণ বসে থাকে দুজন। অধরার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে গতকাল হাসান স্যারের বলা কথাগুলো। দায়িত্ব যখন সে নিয়েছে তাহলে পালন তো তাকেই করতে হবে। সেই কথার জের ধরে সে বলে উঠলো।
‘তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমি এতোটাও মেধাবী ছাত্রী না। তাছাড়া আপনার ক্লাসেও পড়ি না।’
উত্তরে হেসে উঠে রাফিন। মাথা নেড়ে বন্ধুত্বের হাত মিলিয়ে নেয় দুজন।
————–
দীর্ঘ দুই ঘন্টা যাবত আশ্বিন বোঝার চেষ্টা করছে অধরার তার উপর রাগের কারণ কি? কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারছে না সে। লাইব্রেরিতে বসে চিপস খেতে খেতে আপনমনে বই পড়ছে অধরা। আশ্বিন তার মুখোমুখি বসে আছে একটি বই নিয়ে। যদিও পড়া হচ্ছে না তার।
‘কি এমন করেছি আমি? বলবে তো নাকি?’
ফিসফিস করে কথাটা বলেও লাভ হয়নি আশ্বিনের। অধরা এমন ভাব নিয়ে আছে যেন সে কিছুই শুনতে পারেনি।
‘আশ্বিন। এই টপিকটা একটু বুঝিয়ে দিবে আমায়?’
মহিলা কণ্ঠ শুনে আড়চোখে একনজর পাশে তাকিয়ে দেখে অধরা। আশ্বিনও মুচকি হেসে জবাব দিচ্ছে তাকে।
‘আরে ইতু, বসো। এই ক্লাসটা হয়তো তুমি পাওনি। সমস্যা নেই, আমি সাহায্য করছি।’
কথাটা বলেই আশ্বিন ইতুকে পড়া বোঝাতে শুরু করে। অধরা কান খাড়া করে সবটা শুনছে।
মেজাজ আবারও বিগড়ে গেলো বলে। কোথা থেকে উড়ে আসা মেয়ের পড়া কিনা মহাশয়ের বুঝিয়ে দিতে হবে। কেনো কলেজে স্যার কি নেই নাকি? আপনমনে কথাগুলো ভাবছে অধরা।
‘অনেক ধন্যবাদ তোমাকে আশ্বিন।’
‘আরে ব্যাপার না। বন্ধুই তো বন্ধুদের সাহায্য করবে।’
মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায় মেয়েটি। আশ্বিন বই গুছিয়ে অধরার দিকে ফিরে তাকাতেই ভড়কে যায় সে। কঠোর ভাবে তাকিয়ে আছে সে তার দিকে।
‘কি হয়েছে? এভাবে কি দেখছো?’
‘দেখছি আর ভাবছি। পুরান পাগল ভাত পায়না এখন আবার নতুন পাগলের আমদানি।’
‘মানে কি?’
‘ওইয়ে, পেছনে ফিরে দেখুন।’
অধরার কথা মতো পেছনে ফিরে আশ্বিন দূরে বসে থাকা মারিয়াকে দেখতে পায়। তার দিকেই তাকিয়ে আছে সে।
‘মারিয়া আবার কি করেছে?’
‘কি আর করবে? আপনার পেছন তো মারিয়া ঘুরেই কুল কিনারা পাচ্ছে না। এখন আবার এই ইতু। ভালোই।’
‘আরে এসব কি বলছো? ইতু মোটেও এমন মেয়ে না। অনেক ভালো মেয়ে সে।’
থমকে যায় অধরা। কানের কাছে বেজে যাচ্ছে অনেক ভালো মেয়ে সে কথাটি। রাগ হচ্ছে তার। এখনি ইচ্ছে করছে মেয়েটির চুল ছিঁড়ে দিতে।
‘এতোই যখন ভালো মেয়ে, তাহলে আর দেরি করছেন কেনো? শুভ কাজে দেরি কিসের? আমিও অনেক দিন হলো কোন বিয়ে শাদি খাচ্ছি না।’
দাঁতে দাঁত চেপে কথাটা বলেই উঠে চলে আসে অধরা। আশ্বিন হতভম্ব হয়ে চেয়ে থাকে তার যাওয়ার দিকে। হঠাত কি হলো এই মেয়ের? কি এমন কারণ এই অদ্ভুত আচরণের?
রাগে দুঃখে একা হেঁটে আসতে গিয়ে কারো সাথে ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয় অধরা।
‘সাবধানে চলাফেরা করবে না? কি নিয়ে এতো হাইপার হচ্ছো?’
মুখ তুলে তাকাতেই রাফিনকে দেখতে পায় সে। কিছুক্ষণ আমতা আমতা করেও কিছুই বলতে না পেরে বলে উঠে।
‘ইয়ে আসলে, আপনাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করানোর ছিলো। আমার মনে হয় সবাই মিলে আড্ডা দিতে পারলে আপনি সহজেই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন।’
‘ঠিক বলেছো। তো কোথায় তোমার বন্ধুরা?’
‘চলুন আমার সাথে।’
রাফিন আর অধরা পাশাপাশি যেতে শুরু করে।
এদিকে, আশ্বিন বই গুছিয়ে রেখে বেরিয়ে আসতেই রাফিন আর অধরার কথা বলে একসাথে চলে যাওয়া দেখে কিছুটা খটকা লাগে।
‘অধরা কবে থেকে রাফিনের সাথে মিশতে শুরু করলো?’
কথাটা চিন্তায় ফেলে দেয় তাকে। চোখের সামনে দিয়ে দুজন হেটে ক্যান্টিনের দিকে চলে গেল। বিষয়টা একদম ভালো লাগছে না তার। কেননা সে যতটুকু বুঝেছে, রাফিন ছেলেটা কিছুটা অস্বাভাবিক। হুটহাট সে মানুষের সাথে বাজে ব্যবহার করতেও পিছু পা হয়না।
অধরা মিশুক প্রকৃতির মেয়ে, যদি বন্ধুত্ব করতে গিয়ে কোন কারণে কষ্ট পায়। কথাটা মনে হতেই চুপ হয়ে যায় সে।
তাছাড়া, কেনো যেনো অধরার পাশে রাফিনকে তার সহ্য হচ্ছে না। তাই একবার তাদের পিছু যেতে চেয়েও থেমে যায় সে। নিরবে চলে যায় ক্লাসের উদ্দেশ্যে।
বিকেলে,
একটি রেস্টুরেন্টে পাশাপাশি বসে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছে অধরা আর বন্ধুমহল।
‘তুই হঠাত ওই রাফিন ভাইয়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলি কেনো?’
‘এটাই তোদের বলার ছিলো ইশা।’
‘কি?’
‘শোন সবাই। গতকাল হাসান স্যার আমাকে রাফিন ভাইয়ার ব্যাপারে কিছু কথা বলেছেন। রাফিন ভাইয়া এই মুহূর্তে বাকি দশ জন স্বাভাবিক মানুষদের মতো না। উনি উনার পরিবার হারানোর শোকে মানসিক ভাবে ট্রমায় আছেন। যার ফলে উনার ব্রেইনে ইফেক্ট ফেলেছে এসব।
বছর খানেক হলো উনি একটি রোগে আক্রান্ত। মানে উনি সারাক্ষণ স্বাভাবিক ভাবে থাকলেও, হঠাত উনি অল্প সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে পাগলো শুরু করেন। আর ভয়ের ব্যপার হলো উনি স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেও কি কি করেছেন সব ভুলে যান।’
‘কিহহ?’
অধরার কথায় চমকে উঠে সবাই।
–চলবে
#আমার_হিয়ার_মাঝে
লেখিকা: তাহসীন নাওয়ার রীতি
পর্ব:২৩
গোল হয়ে সবাই বসে আছে রেস্টুরেন্টে। অধরা জুস খেতে খেতে একনজর সবার দিকে তাকিয়ে দেখে নেয়। সবাই রাগী ভাবে তাকিয়ে আছে তার দিকে। ইশা এতোক্ষণ চুপচাপ বসে শুনছিলো।
‘সব তো বুঝলাম। কিন্তু রাফিন ভাইয়া আর হাসান স্যার এই কথাগুলো তোকে কেনো বললো?’
‘কারণ স্যার চাইছেন এই বছরটা কোনরকম পার করে সামনের বছর রাফিন ভাইয়াকে নিয়ে বাহিরের দেশে যাবেন উনার চিকিৎসার জন্য।’
অনিক তেড়ে উঠে অধরার কথায়,
‘সামনের বছর আবার কেনো? সমস্যা বেড়ে যাওয়ার আগেই তো চিকিৎসা প্রয়োজন উনার। এই বছর কেনো যাবেন না?’
‘কারণ স্যার ব্যাপারটা গোপন রাখতে চাইছেন। রাফিন ভাইয়া ফাইনাল ইয়ারে আছেন, এখন এই মুহূর্তে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে, উনি মানসিক ভাবে অসুস্থ তাহলে হয়তো উনার মেডিকেলে পড়ার এখানেই সমাপ্তি হবে।’
চুপ হয়ে যায় সবাই। ছোট থেকে স্বপ্ন দেখে মেডিকেলে পড়তে পারার সৌভাগ্য সবার হয়না। অনেক সংগ্রাম, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে উনি হয়তো এতদূর এসেছেন। আর লক্ষ্যের এতোটা কাছে এসে কিনা ভাগ্য এভাবে মোড় নিলো!
‘কিন্তু অধরা, জানি ব্যাপারটা কষ্ট জনক। তবে, একজন ডাক্তারের কাজ হলো রোগীর সেবা করা। উনি নিজেই যদি অসুস্থ হয় তাহলে কিভাবে অন্য একজন রোগীর চিকিৎসা করবেন? এই ব্যাপারটা গোপন রেখে সবাই অনেক ভুল করছে।’
ইশার কথায় চুপ হয়ে বসে থাকে অধরা। বাকিরাও সম্মতি জানিয়েছে ইশাকে। কিন্তু অধরা যেন এই কথা শুনতে নারাজ।
‘তোরা বুঝতে চাইছিস না কেনো? বছর শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি, এর পর তো উনারা চলেই যাচ্ছেন চিকিৎসার জন্য বাহিরে। ইনশাআল্লাহ তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, আর বাকি দশজন ডাক্তারদের মতোই উনিও মানুষের সেবা করবেন।
কিন্তু এই ভাঙা বছরটা আমরা তো সাহায্য করতেই পারি। আর, বেশি কিছু তো করতে হচ্ছে না আমাদের, শুধু বন্ধু হয়ে উনার আশেপাশে থেকে উনার সব ঔষধের হিসাব ঠিকঠাক ভাবে রাখবো। এইটুকুই।’
অধরার কথার প্রতিউত্তর দেয় না কেউ। কেনো জানি কারো কাছেই ব্যাপারটা ভালো লাগছে না। কেউ এই দায়িত্ব নিতে চাইছে না। সবার হাবভাব দেখে অধরার আর বুঝতে বাকি নেই তাদের উত্তর কি হতে পারে।
‘মানে, তোরা কেউ আমাকে সাহায্য করবি না?’
উত্তর দেয় না কেউ। সবাই চাইছে অধরা এই ঝামেলা থেকে সরে আসুক। তাই জারিফ একটু জোর গলায় বললো,
‘দেখ অধরা, রাফিন ভাইয়ের মানসিক অবস্থা ঠিক নেই, হঠাত কখন কি করে বসে তার কোন নিশ্চয়তা নেই। বাই চান্স যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, তাহলে সব দোষ এসে পড়বে আমাদের উপর। যদি ব্যাপারটা গোপন রাখা না হতো, তবে উনাদের সাহায্য করা যেতো।’
‘জারিফ ঠিক বলছে অধরা। এখন আর জেদ করিস না। ভালো হবে এই বিষয় থেকে তুই দূরে থাক।’
অনিক আর জারিফের কথায় মাথায় হাত রেখে চুপচাপ বসে আছে অধরা। এখন কি করা উচিত তার?
‘কিন্তু আমি তো হাসান স্যারকে কথা দিয়ে এসেছি।’
‘এটাই হলো আমার আসল প্রশ্ন..।’
এতোক্ষণ ধরে চুপচাপ সবার কথা শুনতে থাকা সাদমানের কথায় সবাই ফিরে তাকায় তার দিকে।
‘কি বলতে চাইছিস তুই?’
‘এটাই যে, আমাদের সম্মানিত হাসান স্যার উনাদের ব্যাক্তিগত এতো বড় ঝামেলা সামলানোর দায়িত্ব তোকেই কেনো দিলেন! না মানে, কলেজে তো এমন অনেকেই আছেন যাদের এই দায়িত্ব দেওয়া যেতো, কিন্তু তুই কেনো? এমন তো না যে স্যার তোর উপর বা তোর কাজে খুব ইমপ্রেসড! আরে যে ব্যক্তি মাসে অন্তত দুইবার হলেও তোকে শান্তি আর বহিষ্কারের ওয়ার্নিং দিয়েছেন, এখন তোকেই দিয়ে দিলেন এতো বড় কাজ?’
চুপসে যায় অধরা। সাদমানের কথায় বাকিরাও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
‘কিহহ? এখন উত্তর দে আমাদের।’
‘ইয়ে..। আসলে…আমি সেদিন…’
‘কি সেদিন?’
‘সেদিন বিকেলে বাহির থেকে হোটেলে ফিরে যাওয়ার পথে স্যারের সাথে দেখা হয়েছিল আমার। স্যারের একটা মিটিং ছিলো কিন্তু মাঝপথে উনার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি আমার স্কুটি করে স্যারকে পৌঁছে দিয়েছিলাম। স্যার অনেক খুশি হয়েছিলেন, তাই আমিও ভেবেছিলাম আরো দুচারটা কথা বলে ভালো সেজে ফেলি।’
‘কি এমন কথা বলেছিলি তুই?’
‘বেশি কিছু না শুধু বলেছিলাম স্যার আমি তো আপনার মেয়ের মতোই, হয়তো একটু বেশি দুষ্টুমি করে ফেলি। তবুও কখনো কোন প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সাহায্য করার।’
‘আর তোর এই কথায় স্যার খুশি হয়ে তোকে এতো বড় দায়িত্ব দিয়ে দিলেন?’
উপর নিচ মাথা নেড়ে হ্যা বোঝায় অধরা। সবাই পারছে না অধরাকে শুধু ধোলাই দিতে। রাগে এক একজনের মুখ লাল হয়ে আছে।
‘তুই নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছিস গাধী, এখন আমাদের বলিস কুমির সরা..!’ ‘আমরা নেই তোর সাথে।’
রেগে গিয়ে চলে যায় সবাই অধরাকে একা ফেলে। হতভম্ব হয়ে বসে আছে সে একাই। এখন কি হবে? সবটা একাই সামলাতে হবে! চিন্তায় মাথা খারাপ হয়ে গেলো অধরার।
————-
ফ্ল্যাটে বসে নিজের পড়া ঠিকঠাক করছে আশ্বিন। দুই তিনবার অবশ্য আড়চোখে সে তাকিয়েছে ফোনের দিকে। সকাল থেকে অধরা একবারও কল দেয়নি আর না দিয়েছে কোনো ম্যাসেজ। এমন তো কখনও হয়নি। তাহলে কি বেশিই রেগে আছে তার উপর?
কথাগুলোর মাঝেই ফোন বেজে উঠতেই আশ্বিন দ্রুত ফোন হাতে তুলে নেয়। হয়তো অধরার ফোন। কিন্তু তার আশাকে ভুল প্রমাণ করে ইশা ফোন দিয়েছে তাকে।
‘হ্যালো আশ্বিন ভাইয়া..।’
‘হ্যা ইশা, কেমন আছো?’
‘ভালো নেই ভাইয়া। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার হয়ে আসছে, অধরা এখনও হোস্টেল ফিরে আসেনি। বিকেলে সবাই একসাথে বাহিরে ছিলাম, একটু ঝগড়া হয়েছে সবার সাথে তার। এরপর আর হোস্টেল ফিরে আসনি। আমার ফোনও রিসিভ করছে না, আর না বাকিদের। আপনি একটু কল দিন তাকে। আমার খুব টেনশন হচ্ছে..।’
‘আমি..আমি কল দিচ্ছি। চিন্তা করো না তুমি।’
ফোন রেখে দেয় ইশা। আশ্বিন পরে গেল চিন্তায়। এই মেয়েকে নিয়ে তার যতো সব চিন্তা। মাথা ঠিক নেই, যখন যা ইচ্ছে হয় তাই করবেন উনি।
পরপর ছয়বার ফোন করার পরেও ফোন রিসিভ না করায় আরো চিন্তায় পড়ে যায় আশ্বিন। দ্রুত অধরার জন্য রাখা তার গার্ডকে ফোন করতেই জানতে পারে অধরা কোথায় আছে। ফোন রেখে বেরিয়ে পড়ে আশ্বিন।
পার্কের বেঞ্চে বসে লেকের পানিতে ঢিল ছুঁড়ে ফেলছে অধরা। চারদিকে অন্ধকার হয়ে আসায় পার্কে মানুষ জন কমে আসছে। তবুও একা বসে থাকতে ভালো লাগছে তার।
‘পুরো পৃথিবী তোমাকে খুঁজে আমি হয়রান আর তুমি এখানে..।’
আশ্বিন কথাটা বলে পাশে বসে পড়ে তার। অধরা শান্ত, স্বাভাবিক। যেন সে জানতো আর কেউ তার খোঁজে না আসলেও মহাশয় ঠিকই আসবেন।
‘নাও তোমার জন্য হাওয়াই মিঠাই।’
চুপচাপ হাতে নিয়ে নেয় অধরা। মুখ গোমড়া হয়ে আছে তার। অন্য দিন হলে এতক্ষণে অনবরত কথা বলা শুরু হয়ে যেতো তার, কিন্তু আজ সে নিশ্চুপ।
‘এখনো রাগ করে আছো? আমি সরি, সেদিন হঠাত খবর আসে বাবা অসুস্থ। কোন প্ল্যান ছাড়াই ছুটে গিয়েছিলাম বাসায়। টেনশন আর তাড়াহুড়োয় তোমাকে জানাতে পারিনি। আমি সত্যিই সরি।’
অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে।
‘এই কথা আপনি সকালে এসেও তো বলতে পারতেন। তখনও কিছু বলেননি। যাই হোক, আঙ্কেল এখন কেমন আছেন?’
‘এখন একটু ভালো। ব্লা/ড প্রেসার লো হয়ে পড়ে গিয়েছিল। এখন ভালো আছে।’
নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। অন্ধকার ছেয়ে গিয়েছে চারদিকে। বেঞ্চে বসে লেকের পাশে বসে আছে দুজন মানবী।
‘কি নিয়ে ঝগড়া হয়েছে সবার সাথে?’
উত্তর দেয় না অধরা। মাথা নিচু করে বসে হাতে থাকা হাওয়াই মিঠাই দেখছে সে।
‘বলো।’
‘রাফিন ভাইয়াকে নিয়ে।’
কিছুটা অবাক হয় আশ্বিন। রাফিনকে নিয়ে সবার সাথে অধরা কেনো ঝগড়া করবে?
‘রাফিনকে নিয়ে কেনো? কি করেছে সে?’
‘কিছু করেনি। রাফিন ভাইয়া আমার নতুন বন্ধু। আমি চেয়েছিলাম সবাই উনার সাথে বন্ধুত্ব করুক। কিন্তু তারা কেউ রাজি না।’
রাফিন অধরার বন্ধু কথাটা শুনে খটকা লাগে আশ্বিনের। কবে থেকে হলো তাদের বন্ধুত্ব? তার অনুপস্থিত এই একদিনের মাঝেই?
‘হয়তো তাদের রাফিনের সাথে বন্ধুত্ব না করার কোন কারণ আছে। কেউ যেহেতু মিশতে চাইছে না তাই তোমারও বন্ধুত্বের প্রয়োজন নেই।’
‘না, প্রয়োজন আছে। রাফিন ভাইয়া অনেক ভালো ছেলে। কারো না কারো তো উনার বন্ধুত্বের প্রয়োজন।’
কিছুক্ষণ চুপচাপ বসে থাকে আশ্বিন। অধরার কথাগুলো বোঝার চেষ্টা করছে সে।
‘ঠিক আছে, তাহলে আমি বন্ধু বানাবো তাকে। কিন্তু এখন আর এই নিয়ে কথা নেই। রাত বেশি হচ্ছে, আর দেরি করলে হোস্টেল গেইট বন্ধ করে দিবে। চলো যাই।’
মাথা নেড়ে আশ্বিনের পাশাপাশি হাটতে শুরু করে অধরা। বাকিটা পথ আর কথা বাড়ায়নি আশ্বিন।
————–
রোদ্দুর বসে বসে ফোনে গেইম খেলছে আর আশ্বিন বই হাতে নিয়ে অন্য ধ্যানে মশগুল।
‘কি নিয়ে এতো ভাবছিস? পড়বিই যখন না তাহলে বইটা রেখে’দে।’
রোদ্দুরের কথায় বইটা পাশে রেখে দেয় আশ্বিন।
‘রোদ একটা কথা বল তো।’
‘কি?’
‘রাফিন কেমন ছেলে?’
ফোন থেকে চোখ সরিয়ে আশ্বিনের দিকে তাকায় সে।
‘হঠাত এই প্রশ্ন?’
‘উত্তর দিবি তুই?’
‘কেমন আবার হবে? ভালো ছেলে। হ্যা একটু ভাব দেখায় বেশি, কিছুটা রুড। তবে ভালো।’
‘তুই এতো নিশ্চিন্তে কিভাবে বলছিস সে ভালো ছেলে? কতদিন হলো তাকে চিনিস?’
ভড়কে যায় রোদ। আশ্বিন হুট করেই কেনো এমন হাইপার হয়ে গেলো বুঝে উঠতে পারছে না সে।
‘কি এমন বললাম আমি? রেগে যাচ্ছিস কেনো?’
কিছুটা শান্ত হয় আশ্বিন। মাথা কাজ করছে না তার। কি থেকে কি বলছে সে!
‘আচ্ছা এটা বল, রাফিন কি আমার থেকেও বেশি ভালো ছেলে?’
ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রোদ্দুর। কি বলছে এসব আশ্বিন?
‘মাথা ঠিক আছে তোর?’
‘যেটা জিজ্ঞেস করেছি সেটা বল।’
একটা দীর্ঘশ্বাস নেয় রোদ্দুর। মাথায় দুষ্টু বুদ্ধি এসে উঁকি দিচ্ছে তার।
‘তোর থেকে তো ভালোই মনে হচ্ছে। সেদিন ক্যান্টিনে কয়েকটা মেয়েকে বলতে শুনেছি রাফিন নাকি সব মেয়েদের ক্রাশ। দেখিস না কিভাবে সবাই হুমড়ি খেয়ে তাকে দেখে? সেদিক থেকে দেখতে গেলে তোর থেকে সে বেশি হ্যান্ডসাম।’
‘বলেছে তোকে? আমি কি কম হ্যান্ডসাম নাকি?’
‘জি, আপনি কম। নাহয় তুই বল, তোর উপর কয়টা মেয়ে ক্রাশ খায়?’
‘কয়জন লাগবে না আমার। একজন হলেই হবে। তার ক্রাশ হতে পারলেই চলবে আমার।’
আশ্বিন রেগে বই বিছানায় ধপ করে রেখে রুম থেকে চলে যায়। রোদ্দুর অবাক হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে।
–চলবে।