শান্তি সমাবেশ পর্ব-৩৭

0
775

#শান্তি_সমাবেশ
#সাইয়্যারা_খান
#পর্বঃ৩৭

নির্বাচন। রাজনীতি। এই ধারাবাহিকতা বহমান প্রতিটি দেশে। যা চলে আসছে তা চলবেই। ঠেকানোর সাধ্য নেই। তাই বলে যে ক্ষমতা ও একজনের হাতে থাকবে তা ও না। বদলাবেনা রাজনীতি কিন্তু বদল হবে প্রতিনিধি’র। একের পর এক আসবে। গণতান্ত্রিক দেশ রাজতান্ত্রিক নয়। শোয়েব মির্জা হয়তো কথাটা ভুলে গিয়েছিলেন৷ নিজ বাবা’র পর থেকে ক্ষমতা ধরেছিলেন নিজ হাতে। আয়ত্তে ছিলো তা বছরের পর বছর। এবার ও তাই হওয়াতে চাইছিলেন পরবর্তীতে হয়তো সাফারাত’কে ক্ষমতা টা তুলে দিতেন। পরিস্থিতি এবার তার অনুকূলে নয় ব্যাপারটা ঢেড় বুঝেন তিনি তবে হার মানার পাত্র ও নন। এই রাজনীতিতে সব ঢেলেছেন তিনি। হারিয়েছেন বহু কিছু যা কোনদিন পোষাবার নয়। তাহলে কেন ছাড়বেন তিনি সব? অতীত তার চোখের সামনে ভাসে। তার এবং ক্ষমতার মাঝে আসা সকল কাটা তিনি নিজ হাতে উপড়ে দিয়েছিলেন। প্রয়োজনে এবারেও তা হবে। হাত তার সেবেলায় ও কাঁপে নি এবারেও কাঁপবে না।

~সাফারাত যে কানাডায় কাউকে ভালোবেসে ফেলেছিলো তা টের পেয়ে যান শোয়েব মির্জা। স্ত্রী’কে বলেন কড়া ভাবে যাতে ঐ সব থেকে বেরিয়ে আসে। এখানে তার জন্য মেয়ে দেখা আছে। আর কেউ নন বরং নেতা শাজাহান খানের কন্যার জন্য প্রস্তাব টা দেয়া হয়েছিলো। শোয়েব মির্জা তা হাতছাড়া করতে নারাজ। ক্ষমতা কে না চায়? সেই ক্ষমতা বৃদ্ধি পাক এটাই বা কে না চায়? তার চাওয়াটা নিশ্চিত মন্দ ছিলো না। কথা দিয়ে ফেলেন শাজাহান খান’কে। মেয়ে যথেষ্ট সুন্দরী। সাফারাতের সাথে মানাবে। ওর মা নিষেধ করার সত্ত্বেও তিনি ডালা সহ আংটি পড়িয়ে আসেন মেয়েকে। দিন তারিখ যেন মুখে মুখে ঠিক। সাফারাত’কে জানাতেই ও রেগে যায়। ততদিনে ও নিজেকে শপেছে তার বার্ডে’র নিকট। পূর্ণ অতকিছু জানত না। শুধু জানত সাফারাত চিন্তিত কারণ ওর বাবা কোন এক নেতার মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছে। ব্যাপারটা সিরিয়াস ছিলো না ততটা। পূর্ণ’র ভরসা ছিলো তার রাতে’র প্রতি ঠিক ততটাই মাশরুহা’র প্রতিও।
শোয়েব মির্জা যখন ছেলেকে রেগে রেগে দেশে আসতে বলেন তখন সাফারাত ও রেগে যায়। জানিয়ে দেয় বাবা’কে রেষারেষি করে,

— কয়বার বিয়ে করব?রুহা’কে বিয়ে করেছি আমি। ওর সাথেই সংসার করব।

ঐ প্রথম বাবা’র উপর দিয়ে সাফারাত কথা বলে। অবাক শোয়েব মির্জা রাজনীতি করতে করতে চাল চালা শিখেছেন বহু আগে। তার ভাব বদলায়। ছেলেকে মাথা ঠান্ডা করায়। বলে,

— আচ্ছা ঠিক আছে। দেশে আসো। পারিবারিক ভাবে সবটা করি। আমার ছেলে হয়ে লুকিয়ে বিয়ে তা মেনে নিব আমি? সামনে নির্বাচন তার আগেই বউমা ঘড়ে তুলব।

সাফারাত সেদিন খুশিতে মাশরুহা’কে জড়িয়ে ধরে। দুইজনই আবেগি হয়ে পরে। শুধু মাত্র সাফারাত ওর বাবা’কে ভয় পেতো বলেই রুহা এমনটা করেছিলো। বিয়ে করেই ক্ষ্যান্ত হয় নি বরং সবটা উসুল ও করেছিলো। বাবা-মায়ের সামনে যখন মাথা নিচু করে সাফাই গায় তখন পূর্ণ ও বড় বোন আর বন্ধুকে সাপোর্ট করে। পূর্ণ’র বাবা-মা মেনে নেন। সরল সহজ মানুষ ততটা প্যাঁচ মনের ভেতর ছিলো না। তার ঠিক দিন দুই পর দেশের উদ্দেশ্যে সাফারাত রওনা হয়। সেই রাতে পুণরায় সাফারাতের কাছে আসে মাশরুহা। এবার যেন সাফারাতই পাগল হয়ে উঠে। না জানি সব গুছিয়ে কবে ফেরা হয়। পাগল সাফারাত পাগলামি করে। ভয়ংকর পাগলামি। সেই পাগলের পাগলামিতে পাগল হয়ে উঠে মাশরুহা। কানে ভাসে সাফারাতের নেশাগ্রস্ত কন্ঠ,

— কলিজা। জান, আমার জান। ভালোবাসি আমার বার্ড’কে।

— আমিও ভালোবাসি রাত।

— আমার বউ। এর পরেরবার আর লুকিয়ে না বরং সবার সামনে থেকে তুলে নিয়ে আদর করব।

— অসভ্য রাত।

— দুষ্ট রুহা।
.
পর দিন দেশে ফিরে সাফারাত। সরল মনটা তখনও বুঝে না বাবা’র ভয়ংকর ষড়যন্ত্র। এয়ারপোর্টে শুধু নজরে আসে হাসোজ্জ্যল সাথে টলমলে রুহা’কে। পূর্ণ ওকে জড়িয়ে ধরেই কানে কানে বলে,

— কাম ফাস্ট ইয়ার।

— আই উইল।

— তোদের মাঝে কিছু হয় নি তো রাত?

হকচকিয়ে গিয়ে সাফারাত অস্বীকার করে বসে। পূর্ণ সরু চোখে তাকাতেই সাফারাত বলে,

— ঐ বাইট পর্যন্তই।

পূর্ণ বিশ্বাস করে। সাফারাত যায় তবে তার আর ফেরা হয় না। রুহা দিন গুনে, মাস গুনে। সাফারাত যেন হারিয়ে যায় সবার থেকে। তার আর ফেরা হয় নি স্বপ্ন বুনা সেই ভিনদেশে।
ততদিনে পাগল মাশরুহা। এক রোখা, জেদী স্বভাবটা দেখে দিলো তার মধ্যে। সাফারাত’কে কল দেয়া শুরু করে সবটা করা হলেও যখন কাজ হলো না তখন মাশরুহা পাগল হয় দেশে ফিরতে। সেই জেদের বশবতী হয়েই স্বপরিবারে বাংলাদেশে আসে মাশরুহা, পূর্ণ। ওর মা এক প্রকার মেয়ের জেদে হার মানেন।
এই তো আসা তারও আর ফেরা হলো না।
____________________

মৃত্তিকা’র বাসার বাইরে পা রাখা নিষিদ্ধ। এমনকি ওর বাবা এসে দেখা করে যায়। পূর্ণ কিভাবে যেন টের পেয়েছিলো মৃত্তিকা’র ঐ দিন এক্সিডেন্ট হতে নিয়েছিলো। এটা শোয়েব মির্জা’র কাজ তা ও ওর জানা। আগামী কাল নির্বাচন। আজ রাতে বাসায় ফিরা হবে না তার। এমনকি আশ্চর্যের বিষয় হলো মৃন্ময় হাওলাদার ও জামাতার সাথে আছে। পূর্ণ যেন তাকে নিজের আইডল মানে। অক্ষরে অক্ষরে পালন করে শাশুড়ের কথা। মাত্র ই একটু খেয়ে কল দিলো মৃত্তিকা’কে। চাতকের ন্যায় ফোনটা হাতেই বসে ছিলো মৃত্তিকা। রিসিভ করে সালাম জানাতেই অপর পাশ থেকে ভেসে আসে ক্লান্ত, পরিশ্রান্ত এক কন্ঠ,

— মৃত্ত!

ব্যাস সকল চিন্তা, চেতনা হারায় মৃত্তিকা। দম আটকে কান্না থামায়। লোকটা কেন এতটা দূরে? কি হয় মৃত্তিকা’কে বুকে নিয়ে বসে থাকলে? আহ্লাদী মৃত্তিকা’র তো এখন পূর্ণ ছাড়া চলে না। পূর্ণ পুনরায় ডাকতেই মৃত্তিকা সাড়া দেয়,

— হুম।

— খেয়েছে আমার পূর্ণ্যময়ী?

— উহু।

— মৃত্ত! কেন এমন করেছেন? আমি আসব তো। আপনি দোয়া করুন শুধু। আপনার পূর্ণ’কে সহি সালামত আপনার হাতে তুলে দিব।

— খেয়েছেন?

— মাত্র খেলাম৷ আব্বু আছে সাথে।

— আমার আব্বু?

— আমার শশুর আব্বু।

মৃত্তিকা হেসে ফেলে। পূর্ণ আরো কিছুক্ষণ আদুরে গলায় কথা বলে। কে বলছে এই ছেলে একটু আগেও গম্ভীর কণ্ঠে ধমকাচ্ছিলো কাউকে? বউয়ের নিকট একদম পেঁজা তুলোর ন্যায় তুলতুলে পূর্ণ অথচ বাইরের জগৎ এ ঠাট ফাট ই অন্য রকম।

কল কাটতেই সোফার দিকে তাকালো মৃত্তিকা। পূর্ণ’র মা হাজার বিরোধিতা করুক রাজনৈতিক কাজে অথচ এখন সারাদিন দোয়া পড়ে ছেলের নামে বকশায়। নামাজে তার ছেলের জয় চাই। মৃত্তিকা উঠে রুমে এলো। আসরের নামাজটা পড়তে দাঁড়িয়ে না চাইতে কেঁদে উঠলো। পূর্ণ’টা হার মানতে পারবে না। সইতে পারবে না। লোকটা পাগলের মতো ভালোবাসে রাজনীতি’কে। তার জয়ই এখন মৃত্তিকা’র দোয়ার স্থান জুড়ে।

রাত পোহানোর পালা এখন। ভোট কেন্দ্রে অবস্থান সকলের। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট চলবে। সেরাতে আর পূর্ণ’র কল এলো না। সারাটা রাত ফোন হাতে বসে রইলো মৃত্তিকা। পূর্ণ’র মা এসে জোর করে নিজের কাছে নিয়ে যায়। মেয়েটা যে তার ছেলেকে কতটা ভালেবাসে তা বুঝা হয়েছে সকলের। শ্যামলা মুখটা কালো হয়ে আছে যেন। চিন্তায় চিন্তায় ফ্যাকাশে তার মুখখানা। পূর্ণ’র বাবা বাসায় ফেরেন নি। হঠাৎ রাত সাড়ে তিনটা নাগাদ একটা কল আসে ওর মায়ের ফোনে। মৃত্তিকা তখন মাত্র চোখ বুজেছিলো। ফোনের শব্দে তাও ভেঙে যায়। মা দেখে বাবা কল করেছে। রিসিভ করতেই তিনি জিজ্ঞেস করলো,

— মৃত্তিকা কোথায়?

— আমার পাশেই। কন্ঠ এমন লাগে কেন?

— কিছু না। শুনো রুম থেকে বের হও তো।

ওর মায়ের কলিজা তখন কাঁপছে। না চাইতেও খারাপ চিন্তা ভর করছে মাথায়। মৃত্তিকা পিছু আসতে নিলেই তিনি বলেন,

— এক পা যেনো কম্বলের নীচে না আসে।

মৃত্তিকা আর নড়ে না। ওর মা রুমের বাইরে আসতে ওর বাবা জানায়,

— পূর্ণ’র উপর ছোট্ট একটা হামলা হয়েছে।

— আমার ছেলে…

— আহা। চুপ। মেয়েটা শুনলে কাঁদবে। ঠিক আছে এখন। ততটাও লাগে নি। বেয়াই বাঁচিয়ে নিয়েছে। আল্লাহর রহমতে ঠিক আছে এখন।

— কোথায় তোমরা?

— হসপিটালে। বের হব ভোর ছয়টা নাগাদ৷ তুমি চিন্তা করো না পাখি। মেয়েটাকে দেখো।

কল কেটে দেন তিনি। একপলক তাকান তার তাগড়া বাঘের দিকে। কতটা স্ট্রং হলে এখনও সে চোখ মুখে রাগ নিয়ে হেলান দিয়ে থাকে? তার কি উচিত না এমন ছেলের বাপ হয়ে আজ গর্ব করা?
.
কেন্দ্রে তখন ভোট চলছে। পূর্ণ ও বসে নেই। এদিক ওদিক তদারকি করে যাচ্ছে। মন্ত্রী শাজাহান খান নিজে তাকে কল করে খোঁজ নিয়েছেন। সাফারাত প্রথম প্রথম ভেবেছিলো প্রতিবারের ন্যায় এবারেও হয়তো পূর্ণ নিজেকে নিজে আঘাত করে ক্ষমতা ছিনাতে চেয়েছে কিন্তু পরক্ষণেই তার মনে হয় এর কি আদৌ দরকার আছে? পূর্ণ’র জনগন আছে আর শোয়েব মির্জা’র আছে পাওয়ার। শোয়েব মির্জা’র রাগী চেহারা দেখেই এক নিমিষেই সাফারাত বুঝে যায় পূর্ণ’র উপর হামলা আর কেউ না বরং তিনি ই করিয়েছেন। পূর্ণ’কে দেখে বুঝার জোঁ নেই কতটা আহত সে। শক্ত মানবটাকে কেউ হটাতে পারে নি। নিজ উদ্দ্যমে সে সবটা সামাল দিচ্ছে। মৃন্ময় হাওলাদারকে এই মুহূর্তে এতটা কাছে পেয়ে পূর্ণ’র বেশ আসান হয়। ওর বাবা আবার এতসব বুঝে না কিন্তু ছেলের সাথে কেন্দ্রেই আছেন। সকাল সকাল পূর্ণ’র নির্দেশ অনুযায়ী ওর মা আর মৃত্তিকা পাশের কেন্দ্রে ভোট দিয়ে আসে। মৃত্তিকা’র আফসোস হলো, ইশ যদি হাত পা মিলিয়ে টোটাল বিশটা আঙুল দিয়ে ভোট দেয়া যেত কতই না ভালো হতো। কথাটা ভাবতে ভাবতে নিজ পরিবারের লোকজনের আঙুল গগনা করে নিলো সে। টোটাল একশত বিশটা ভোট তো মৃত্তিকা আর পূর্ণ’র ঘরের লোক মিলেই দিতে পারত। অযাচিত চিন্তা বাদ দিয়ে ও যেন শান্তি নেই। একদমই নেই। মৃত্তিকা’র এখন মন চাইছে আশে পাশে সবাই কে বলতে, ভাই আমার জামাই’কে একটা ভোট দিন।
পূর্ণ’র মা ভোট দিয়েই এক প্রকার তারাহুরো করে মৃত্তিকা’কে নিয়ে চলে গেল। গাড়িতে উঠেই মৃত্তিকা একে একে বাবা, মিঠি’র মা এমনকি ড্রাইভারকেও কল দিয়ে বললো যাতে পূর্ণ’কে ভোট দিয়ে আসে। পূর্ণ’র মা অপলক ওর দিকে তাকিয়ে আছে। উজ্জ্বলকে কল দিতেই ও কলটা খট করে কেটে ভিডিও কল দিলো। শুরুতেই চোখের পর্দায় ভেসে উঠলো কালো দাগ দেয়া দুটো নখ। উজ্জ্বল আর হিমু ভোট দিয়ে এসেছে। পাশেই গ্রুপে জয়েন করলো সোহানা। কাঁদো কাঁদো গলায় জানালো,

— দোস্ত আমি ভোট দিতে পারলাম না।

মৃত্তিকা যেন নড়েচড়ে উঠলো,

— কেন? কি সমস্যা? গাড়ি পাঠাব?

— না। ওখানে নাকি গেঞ্জাম হয়। তাই বাসা থেকে বের হওয়া নিষেধ।

— এটা কেমন কথা? তুই এখনই আসবি। ভোট দিতেই হবে। যদি একটা টান পড়ে?এখনই গাড়ি পাঠাচ্ছি দাঁড়া।

পাশ থেকেই হিমু বলে উঠলো,

— থাম যা মৃত্তি। আমি আর উজ্জ্বল কেন্দ্রেই আছি। একজন গিয়ে মগাটাকে তুলে এনে ভোট দিয়েই আনি।

কল কাটা হলো। শান্ত সব অথচ অশান্ত মৃত্তিকা। তার যে একটুও শান্তি লাগছে না। অশান্ত মনটা বারবার বলছে,”এই আমিটা ভালো থাকার জন্য আপনি ভালো থাকুন পূর্ণ তাহলেই হলো”।

#চলবে…..