ব্ল্যাকমেইলার চাচাতো বোন যখন বউ পর্ব-০৬

0
2392

গল্প: ব্ল্যাকমেইলার চাচাতো বোন যখন বউ
লেখক:ইমরান
পর্ব:06

এখন যদি মরা শারীরিক সম্পর্কে জড়াই‌‌ যখন তোর পেটে বাচ্চে আসবে তখন তোর বাবা মার আর আমার বাবা মার আর সাথে তোর একটুও সম্মান থাকবে না একদম‌ ধুলোয় মিশে যাবে।

একটু বুঝার চেষ্টা কর।

নিধি: বাহ আমার বরটা দেখি সবাইকে নিয়ে ভাবে আচ্ছা যা করলাম না কিন্ত আমি তোকে জরিয়ে ধরে ঘুমাবো আমাকে সরাতে পারবি না বলে দিলাম।

আমি:আচ্ছা যা সরাবো না..

নিধি: ইমরান আজ থেকে তোর ভেপু খাওয়া বন্ধ।
.
আমি:তাহলে আমি কি খাবো

নিধি: কেন যখন‌ সিগারেটর নেশা উঠবে তখন আমার ঠোট খাবি।

আমি: সত্যি বলছিস।

নিধি: হুম আমি তোর বউ ।

আমি:আজকে সারাদিন তুই যে টেনশন দিছিস আমার না সিগারেট খাইতে মন চাচ্ছে।

নিধি:তো

আমি:মানে এখন যদি তোর কিস থেরাপী টা দিতি তাইলে সিগারেটর নেশা টা চলে যেতো।

নিধি:তোর বউ‌ তোর যা ইচ্ছা কর‌ আমাকে বলছ কেন।

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তার টেবিলে বসে রয়েছি তখন সবাই আসলো আর এসেই আব্বু বললো।

নিধির আব্বু: আমি নিধির বিয়ে ঠিক করে ফেলেছি।

এ‌কথা শুনার পর আমার খাওয়া বন্ধ হয়ে গেল। নিধির আব্বুর মুখ থেকে দ্বিতীয় কথা বের হবার আগেই নিধি বলে উঠলো…

নিধি:আমি আর ইমরান দুজন দুজনকে ভালোবাসি।

সবাই অবাক চোখে তাকিয়ে রইছে তারপর সবাই হেসে উঠলো তখন নিধি আবারও বললো
নিধি:আমরা দুজন বিবাহ করে ফেলছি।

তখন সবাই স্তব্ধ হয়ে চুপ করে রইছে তারপর নিধি আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে আর এসেই দরজা বন্ধ করে দেয়।

নিধির বাবা: আমরা তাদের সারপ্রাইজ দিতে গিয়ে ওরাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিল।

নিধির মা: এটা কেমনে সম্ভব আমাদের না জানিয়ে ওরা বিয়ে করে নিলো।

আম্মুু:আমি যদি না দেখতাম তাহলে জানতামই‌ না ওরা এতদূর এগিয়েছে।

আপনাদের তো না বললে বুঝবেন না একদিন নিধি আমার উপর শুয়ে ছিলো আম্মু সকালে ডাকতে এসে দেখে ফেলছে আমাদের একসাথে ।

আর সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে।
আর আমাদের মাঝে কিছু চলছে কিনা তা জানার জন্য শুধু নিধির বিয়ের কথা বলে।

আর যখন নিধি আমাদের ভালোবাসার কথা বলছিল তখন সবাই হেসে উঠে কিন্ত আমরা বিয়ে করে ফেলছি শুনে সবাই শকড খাইছে।কিছুক্ষন পরে আম্মু দরজায় টুকা দিচ্ছে।

নিধি: বিবাহ কেন্সেলের আগে কেউ ডাকতে এসো না আমাদের।

আম্মু: না আমরা কেউ বিবাহ কেন্সেল‌ করতে পারবো না

নিধি: তোমরা বিবাহ কেন্সেল না করলে আমরা বাড়ি থেকে পালিয়ে যাবো তভখন তোমরা আরামে থেকো

আম্মু: আরে পাগলি আমরা তো‌ তোদের বিবাহ ঠিক করেছি। সারপ্রাইজ দিব বলে বলি নাই এখন তো‌ দরজা খুল।

নিধি: সত্যি বলতাছো তো।

আম্মু: হরে পাগলি মেয়ে।

নিধি: আচ্ছা তোমরা যাও আমরা আসছি।

এই বলে নিধি আমার দিকে তাকালো দেখে আমি তার দিকে হা করে তাকিয়ে রইছি।

নিধি: ওই এভাবে হা করে তাকিয়ে আছো কেন

আমি: না আমি ভাবছি তুই যদি আমার সাথে থাকিস তাহলে কোনো বিপদ আমার ধারে‌‌‌ কাছে আসবে না।

নিধি: হুম এতোক্ষন কিছু‌‌‌ বলে নাই এখন আসছে পাম দিতে।

আমি: তুই আমার মেঘলা আকাশের সূর্য হয়ে এসেছিলে।তাইতো আমার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হতে চলে