DeVil & Secret Lovers Part-4+5+6

0
2637

DeVil & Secret Lovers😍
লেখিকা – Shultana akther
Part – 4+5+6

রিয়া ; রিয়া ভাবনায় মগ্ন, আচ্ছা যে লোক আমাকে ফলো করছে, সে আমাকে কারও কাছে পাচার করে দিবে এমন তো নয়😱
না তা কেন, এমন হলে আরো আগেই করত
আসলে কে সে কি চায়,, কেন আড়ালে সে,,
সব কিছুই ধোয়াশা

রুহান ; মায়াপরীর দেখা পেলাম না,, বিকেলে আবার যাব নিশ্চয়ই বাসায় ছিল না😴
সবার একটা ধাধা রুহান কেন রিয়াকে চিনে না।। রুহান এতদিন মায়াপরীর খুজ রাখলেও তার ছবি দেখেনি।। কারন সে এতদিন পর নতুন করে,, ওর নতুন রুপে সামনা সামনি দেখতে চেয়ছিল।।
তাই রিয়াকে চিনেনি,,,

রিয়া ; বিকালবেলা ভাইকে নিয়ে হাটতে বের হয়েছে,, ভাইবোন বাদাম খাচ্ছে আর নানা কথা নিয়ে হাসাহাসি করছে
রিয়া ভাবছে কতদিন পর ভাইকে নিয়ে বের হলাম পরীক্ষার জন্য সময় হয়নি,,আর এখন আবার এডমিশন কোচিং প্রাইভেট অসহ্য,,
রুহান ; বিকেলে আবার রিয়ার বাসার দিকে যাচ্ছে,, গাড়ি কিছুটা দূরে পার্কে পার্ক করে রেখে হেটে যাচ্ছে,,
অন্যদিকে রিয়া ভাইয়ের সাথে বাদাম নিয়ে মারামারি করতে করতে আসছে,,
রুহান ও আসছে আবার ধাক্কা 😯
তবে পড়েনি রুহান রিয়াকে ধরে রেখেছে,, গভীর দৃষ্টিতে একজন অন্যজনকে দেখছে
রিয়া প্রথম কারও দিকে এমন ভাবে হঠাৎ নেশায় পড়ে গেছে।।
রুহানের হার্ট বিট ১০০ গতিতে দৌড়াচ্চে..রুহান ভাবছে মায়পরীকে দেখলে এমন হয় তবে এইমেয়েকে দেখে কেন এমন হচ্ছে 😱
চলবে..

Devil & Secret lovers😍
লেখিকা – Shultana akther
Part – 5
……
একজন অন্যজনের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। 💞
রিয়া ভাই হঠাৎ এমন ঘটনায় কিছু না বুঝে শুধু সব দেখছে,, এসব কী হচ্ছে 😱
রিয়া ; রিয়ার দেন ভাঙল,, হে ইউ আপনি আবার,, ফাউল লোক মেয়েদের সাথে ইচ্ছে করে ধাক্কা খান, চোখ কই রেখে হাটেন আজব, কানা

রুহান ; হোয়াট দ্যা 😠আমি চোখ যেখানেই রাখি তাতে আপনার কী। আপনার চোখ কই থাকে,,ফালতু ঝগরুটে মেয়ে,,
দিল আবার মুড নষ্ট করে যতসব

রিয়া ; এই হোয়াট দ্যা, হোয়াট দ্যা রাখেন
আইছে শিক্ষিত দেখাতে
দূর ঘুরার মুড বেনিস
রিয়ার ভাই ; আপু দোষ আমাদের আমরাই তো দৌড়ে আসছিলাম,,
সরি ভাইয়া,
রাখ তোর সরি,, উনি কী চোখ মাথায় নিয়ে হাঠছিলেন নাকি আজব
আপু রাখ তো চল
রুহান ; হে ইউ মুখ সামলে কতা বল, দোষ তোমার, তোমার ভাই বুঝলো তুমি বুঝ না 😠

ইউ গন্ডার চুপ, নিজের দোষ আমাকে দিচ্ছে সাহস কত
রুহান মেবি পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে
রিয়া,, এবার আপনি বেশি বলছেন হাতি

রুহান ; এই পাগলের সাথে কথা মা বলে, যাই রিয়ার কাছে,, চলে আসল
অন্যদিকে রিয়া ; হাতি গন্ডার তর ভাল হবে না আমাকে পাগল বলিস।। তুই তো কানা তর বউও কানা বলে বকে যাচ্ছে

রিয়ার ভাই ; আপু তর হিন্দি বকা থামা,, চল পার্কে যায়
হুম চল,,,

রুহান ; বাসার বেলকনিতে আজও নেই, রুহান অনেকক্ষন ঘুরঘুর করেও পেল না, ব্যর্থ হয়ে ফিরে এল,,,
রিয়াও বাসায় আসল,,,

রাতে রুহান ভাবছে, মায়াপরী তোমাকে এতদিন পরে এসেও দেখতে পারলাম না,,
ভিষন কষ্ট হচ্ছে আমার
আর পারছি না,, প্লিজ মায়াপরী সামনে আস
রাত গভীর হতে লাগল রুহান ঘুমিয়ে পড়ল

রিয়া ভাবছে,, এই প্রথম আমি একজনের দিকে এমন তাকালাম নেশা লাগল আমার
মনে হচ্ছে তার সাথে কত দিনের সম্পর্ক
কেন এমন হলো
ভাবতে ভাবতে রিয়াও ঘুমিয়ে গেল

সকালবেলা
রুহান আজ ভোরে চলে গেল রিয়াদের বাসার সামনে
কিছুক্ষন অপেক্ষার পর একটা মেয়ে আসল বেলকনিতে
অনেক কষ্ট করে মুখটা দেখল
দেখার পর রুহান অবাক এ আমার মায়াপরী
ঝগরুটে মায়াপরী
সিউর হতে বাসায় গিয়ে মায়াপরীর এতদিনের জমানো ছবি দেখতে হবে ( মনে মনে)
চলে এল

রিয়া ; এত সকালে কে ছিল বাসার সামনে
মনে হলো আমাকে দেখছিল দূর মুখটা দেখতে পেলাম না,, যাকগা কে হবে
কে জানি

বাসায়, রুহান ; ছবি বের করল, টিকই আছে এই আমার মায়াপরী আমি চিনতে ভুল করে ফেললাম
কত সুন্দর আর মিষ্টি দেখতে।। কত পরিবর্তন
আর হবেই না কেন ৪ বছর পার হয়ে গেল
রুহান রিয়ার সব ছবি দেখছে
কেনটাতে দৌড়াচ্ছে,, কোনটাতে চকলেট খাচ্ছে
আর কিছু বেনুনি নাচিয়ে হাটছে
এসব ছবি দেখ রুহান আনমনে হাসছে
মায়াপরী আর কত পাগল করে দিবে আমাকে
রুহান ; এই ভেবে রুহান,, সকালে খেয়ে,, নতুন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে ,,,
অফিসে যেতেই রুহানকে সবাই ওয়েলকাম জানাল,,, রুহানের ডেড তাকে তার কেবিন দেখিয়ে দিল।।রুহানের বাবা ভিষন খুশি ছেলের দায়িত্ববোধ দেখে,,
অন্যদিকে

রিয়ার আজ result দিবে সে টেনশনে মরছে
আর নফল নামাজ পরছে
২ টা বাজতে আর কিছু সময় বাকি
বেজে গেছে ২ টা
রিয়ার বাবা তার ফলাফল আনতে গেছে
রিয়ার বাবা ; রিয়ার বাবা এসে বললেন রিয়া তুমি এটা কী করলে,, আমার সব শেষ হয়ে গেল ভরসা
রিয়া ; বাবা আমি তো চেষ্টা করেছি সরি বাবা
না মা তুই A + পেয়েছিস মিষ্টি খা
কই গো রিয়ার মা মিষ্টি খাও
রিয়ার পরিবারে খুশির জোয়ার

DeVil & Secret lovers😍
লেখিকা – Shultana akther
Part – 6
….
রুহান ; রুহান তার গার্ডদের থেকে জেনেছে তার মায়াপরীর আজ result দিয়ে সে A+ পেয়েছে
এই খুশিতে রুহান তার কিছু স্টাফদের মিষ্টি খাইয়েছে,,
কেন মিষ্টি জিজ্ঞেস করলে কেন কারন বলেনি

তারপর রুহান পথশিশুদের মিষ্টিমুখ করাতে বের হলো।।
সবাইকে মিষ্টিমুখ করাল আর বলল তার মায়াপরীর জন্য দোয়া করতে

অন্যদিকে রিয়াও তার পরিচিত পথশিশুদের খাওয়াতে বের হলো
যে যা খাবে তাই খাওয়াতে
মাঝ রাস্তায় হটাৎ তার মায়াপরীকে দেখল
দেখে গাড়ী থামিয়ে দেখছে ঠিক কী করে ওরা
দেখলো সবাইকে যা খাবে সব খাওয়াচ্ছে

হঠাৎ একজন বলল আইসক্রিম খাবে তা রাস্তায় অপর পাশে
তো রাস্তা ক্রস করতে হবে,, রাস্তা ক্রস করে যখন ফিরবে তখন এত গাড়ীর জন্য আসতে পারছিল না
যখন আসতে যাবে উল্টো দিক থেকে একটা গাড়ী আসছিল,,, খুব কাছে প্রায় ওটা

রিয়া ভয়ে শেষ আর একটু আসলেই সে গাড়ির নিচে,,
বাচ্চারাও ভয়ে চিৎকার করছিল
গাড়ী কাছে ব্যস….

না গাড়ির নিচে পড়েনি
রুহান হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়😍😍

রিয়া ভয়ে আর চোখ খুলছে না,,, কোথায় আছে সে
বাচ্চাদের চিৎকারে চোখ খুলে দেখে সে কারো বুকে,, সে তাকে আগলে ধরে আছে💞

মুখ তুলে রিয়া বলল আপনি
রুহান ; হুম আমি,, এত কেয়ারকেস কেউ কী করে হয়,,
নিজের খেয়াল রাখতে পারেননা তো একা বের হন কেন,,
আর একটু হলেই কী হত ভাবতে পারছেন
ইডিয়েট,, অসভ্য মেয়ে,, নিজের খেয়াল রাখে না

রুহান রিয়াকে কিছু বলতেই দিচ্ছে না ইচ্ছে মত বকছে
রুহান রাগে আর ভয়ে কাপছে,,
সে না তাকলে আজ কী হত,,, মায়াপরীকে সারাজীবনের জন্য হারাত

ভাবতেই তার শরীর ঠান্ডা হয়ে আসছে,,
একটুপর রুহানের খেয়াল হল রিয়া কাঁদছে বকা খেয়ে,,,
রুহান ; তুমি কাঁদছো কেন,, ওকে ওকে আম সরি ভয়ে তোমাকে বকে দিয়েছি সরি বাবা
কেঁদো না,, পাবলিক উল্টো বুঝে
আমাকে খেলাবে দয়াকরে থাম

রিয়া ; একটু পরই রিয়া হাসছে,,বলে এইবার পথে আসছেন 😀😀
যাক সরি বলছেন তাই মাফ করে দিলাম

রুহান ; যা বাবা নিজেই দোষ করেছে আবার আমাকেই মাফ করছে😂

ওকে ডেবিল লোক আসি,, বাঁচানোর জন্য ধন্যবাদ
যতটা খারাপ ভেবেছিলাম
তেমন না আপনি,,, টা টা ডেবিল

রুহান ; আমি ডেবিল।। এই ছিল কপালে,, ভালবাসার মানুষের দেওয়া নাম
ডেবিল,,হাই কপাল
এই বলে রুহান হাসছে( মনেমনে)
এই হলো আমার পাগলী মায়াপরী

তার পর যে যারমত,,,বাসায়

রিয়া ; ওহ আজ লোকটা না তাকলে কী যে হতো বাবা বা মা কাউকেই বলা যাবে না টেনশন করবে।।।
তখনি আপু কি ভাবছিস
কে,,ওহ তুই
না ভুত,,কি ভাবছিলি আপু,,
রিয়া,,জানিস আজ একটুর জন্য বেঁচে গেছি,,
তারপর রিয়া সবটা তার ভাইকে বলল

রিয়ার ভাই ; আগেই বলছি লোকটা এতটা কারাপ না,, কি হেনডসাম ওয়াও

যা থাম তুই ঐ লোকটা একটা ডেবিল
দেখলি না কেমন ঝগড়া করলো ঐদিন
ওকে বাদ দে,, চল লুডু খেলি,,,,,,
ওকে

রুহান ; মিষ্টি পরী মায়াপরী তুমাকে আরো চোখে চোখে রাখতে হবে
না জানি কখন কার নজর লাগে কলিজা।।কবে যে তোমাকে নিজের মনের কথা বলতে পারব
ওহ হো আর সম্ভব না দূরে থাকা
,,,,,৷৷৷।।।।।।
পরেরদিন
রিয়াদের খুশি বেশিদিন স্থায়ী হলো না,,রিয়ার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হলো,,,
তাকে হসপিটালে ভর্তি করানো হলো
বলা হলো কিছুদিন রেস্টে থাকতে,,

নেমে এক পরিবারে সবার চিন্তা
কি করে এত টাকা বিল দিবে,,বিলে সব টাকা দিয়ে দিলে মাস চলবে কেমনে
কারন রিয়ার বাবা সৎ কর্মচারি সরকারি।।তাই বাড়তি টাকা নেই ই,,,,

রিয়া ভাবলো জব খুজতে হবে,, সে এডমিশন কোচিং এসব না ভেবে একন জব নিয়ে ভাবতে লাগল 😟😱
আর অন্যদিকে রুহার অফিসে পি এ নিয়োগ দিয়েছে,,রুহানের জন্য,,,,

রিয়াও তাতে এপ্লাই করলো,,,
মুটামুটি অনেক এপ্লাই জমা পড়েছে,,বেচে বেচে কিছু লোককে ভাইবার জন্য ডাকা হয়েছে,,
রিয়াও তার মধ্যে একজন,,,,
চলবে,,,
,,,,,,,রিয়া আর রুহান খুব তাড়াতাড়ি এক সাথে হওয়ার ব্যবস্তা করব।☺ অপেক্ষা করেন,,,

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।
😍