Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 23+24
…
রিয়া বলল আমার গুছগাছ শেষ,,আপনার কি কি নিবেন,,
রুহান বলল,,দুটো শার্ট আর পেন্ট নিয়ে নাও,,এতেই হবে,,,
রিয়া কাপড় গুছানো শেষ করে বসে আছে কখন বাড়ি যাবে,,
রুহান তখন রিয়াকে কয়েকটা আইসক্রিম এনে দিল,,নাও খাও
রিয়া তো মহা খুশি বাচ্চাদের মত লাফিয়ে নিয়ে খেতে লাগল,,আর বলল ধন্যবাদ,,
রিয়া বাচ্চাদের মত মুখে লাগিয়ে খাচ্ছে,,
রুহান তা দেখে হাসছে,,হাইরে পাগলি বউ আমার,,
রুহান বলল আমিও খাব আমাকে দাও,,রিয়া বলল নিন এটা,,
রুহান বলে না এটা না,,অন্য জায়গা থেকে খাব
রিয়া বলছে তো খান,,আমাকে খেতে বিরক্ত করছেন কেন,,
রুহান বলল হুম খাবই তো,,
রুহান আচমকা রিয়াকে টেনে কাছে এনে ঠোঁটের লেগে থাকা আইসক্রিম,, ঠোঁট দিয়ে শুষে খাচ্ছে,, আর কিস ও করল,, বলছে ওয়াও টেস্টি,,বলে বাকা হেসে বের হয়ে গেল,,
রিয়া অবাক এটা কি হলো,,আবার আমসর ঠোঁটের উপর অত্যাচার,,আমিও দেখে নিব খাটাস বদ লোক,,😠
কিছু সময় পর,,
রিয়া আর রুহান ফ্রেশ হয়ে রেডি হতে লাগল,,,
রেডি হয়ে নিচে নামল,,
রুহান ও তার মম ডেডকে বলে গাড়িতে গেল,,
রিয়া তার শাশুড়ী কে বলে বের হলো,,
রুহানের মা বলল সাবধানে যাস,,
ওরা বেরিয়ে পড়ল,,
রিয়া গাড়িতে বোর লাগছে,,মুখ বন্ধ করে কত সময় থাকা যায়,,রুহান এর মাঝে গান ছাড়ল,,
রিয়া এখন একটু ভাল লাগছে,,
রুহান ড্রাইভ করছে আর রিয়াকে আড় চোখে দেখছে,,
রিয়া বলল সমনে তাকিয়ে গাড়ি চালান,,আমি এত তাড়াতাড়ি মরতে চাই না,,
রুহান হেসে বলল তোমাকে দেখতে বয়েই গেছে,,
রিয়া মুখ ভেঙছি মারল,,
রুহান বলল নাও,,খাও
রিয়া অবাক চকলেট,,রিয়া বলল আমার জন্য
রুহান বলল না আমার বউ এর জন্য নিবে নাকি রেখে দিব,,
রিয়া বলছে না না,,খাব,,রিয়ার বউ কথাটা শুনে ভিষন ভাল লাগছে,,
রিয়া রুহানকে বলল খাবেন,,
রুহান বলছে গাড়ি চালাতে চালাতে খাব কি করে,,তুমি যদি খাইয়ে দাও খাব,,
রিয়া বলল ডং যত,,নিন খান,,
রিয়া নিজে খাচ্ছে আর রুহানকেও খাইয়ে দিচ্ছে,,
রুহানের ভিষন ভাল লাগছে,, তার মায়াপরী তাকে খাইয়ে দিচ্ছে,,
এসব করতে করতে ওরা রিয়াদের বাসায় চলে আসল
রিয়া দৌড়ে রুহানকে ফেলেই দৌড়,,
রুহান ভাবছে কি পাগলি,
,রিয়া ভিতরে গিয়েই তার বাবা মাকে জরিয়ে ধরল,,
রিয়ার বাবা বলল জামাই কই,,রিয়া বলল গাড়িতে,,
হাইরে মেয়ে জামাইকে একা ফেলে চলে আসল,,
রিয়ার বাবা রুহানকে আনতে গেল,,সাথে রিয়ার ভাইও,,
রুহান তখন লাগেজ নামাচ্ছে,,
রিয়ার ভাই বলল ভাইয়া আমাকে দিন,,আমি নিয়ে যাচ্ছি,,
রুহানকে রিয়ার বাবা ঘরে নিয়ে এল,,রুহান সবাইকে সালাম করে, ভাল মন্দ জিজ্ঞেস করল,,
তার ওর রুহান সবার জন্য আনা গিফট গুলো দিল,,রিয়া অবাক এসব কখন কিনল,😱😱
রিয়ার বাবা বলল,রুহান এসব কেন আনতে গেলে শুধু শুধু
রুহান বলল,,বাবা সমান্য বিষয় এটা,,এত ভাবার কি হলো,,,
রিয়ার মা বলল রিয়া, রুহানকে নিয়ে ঘরে যাও,,ফ্রেশ হোক,,আমি নাস্তা রেডি করচি
রুহান বলল মা অসতির হবেন না,
রিয়া রুহানকে বলল আসেন,,
রুহান রিয়ার পিছে পিছে রিয়ার ঘরে গেল,,
রুহান ঘরে ডুকে অবাক,,এতো মনে হচ্ছে কোন পিচ্চি বাবুর ঘর,,সারা ঘর কার্টুন আর ডল দিয়ে বরতি,,
রুহান বলছে রিয়া এটা তোমার ঘর,,
রিয়া হুম,,তো
না মানে ছোটদের মত ঘর সাজানো
রিয়া বলল আমার ভাল লাগে,,তাই
রুহান বলছে তাইতো পিচ্চি বলি,,
রিয়া বলল আমি মোটেও পিচ্চি না😠
অন্যদিকে নিলা রুহানদের বাসায় গেল,,গিয়েই রিহানের মাকে জড়িয়ে ধরে বলল,,আন্টি আজ আমি থাকব,,রুহান কোথায়,,
রুহানের মা বলল রুহান তো শশুর বাড়ি গেছে,, তুমি জান না,,
নিলার ভিষন রাগ হলো,,নিলা বলল তো আনটি আমি যায়,,
রুহানের মা বলল,,রুহান নেই আমি তো আছি মা থাক আজ, ভাল লাগবে
নিলা ভেবে দেখল,,রুহানকে বিয়ে করতে হলে,,আন্টি কেও হাতে রাখতে হবে,,তো আজ আন্টিকেই হাত করি,,মনদ না (মনেমনে)
নিলা বলল ওকে আন্টি চলো গল্প করি,,
রুহান হাতমুখ ধুয়ে বের হলো,,রিয়া টাওয়াল দিল,,পরে ও নিজে ফ্রেশ হতে চলে গেল,,
এর মাঝে রিয়ার ভাই রুহানকে বলল দুলাভাই চলেন মা ডাকছে,,
রুহান বলল রিয়া আসুক,,
আরে চলেন আপু আসতে থাক,,
রুহানকে রিয়ার ভাই নিয়ে গেল,,গিয়ে দেখে নাস্তার বিশাল আয়োজন,, রুহান বলক এত কিছু খাবে কে,,
আরে ভাই আপনি,,সব আপনার জন্য,,
রুহান রিয়ার ভাই,,ওর বাবা কতা বলছে,,আর হাসাহাসি করছে নানা বিষয়ে,,
রিয়া বাসার রুমে আসল,,দুর থেকে দেখছে,,স্যার কত সহজে মিশে গেছে,,কোন অহংকার নেই,,
রিয়া বলল আমি কেউ না,,কেউ আমাকে ডাকলো না,,
রিয়ার বাবা বলল মা রাগ করতে নেই,,তর বাড়ি তর সব কিছু,,আয় কাছে আয়,,,
রিয়া তার বাবার কাছে গেল,,গিয়ে সেও আড্ডা দিতে লাগল,,আর পিঠা খেতে লাগল,,
চলবে,,
Devil & Secret Lover
লেখিকা -Shultana akther
Part – 24
…
রুহান রিয়ার ভাই আড্ডা দিল অনেক ক্ষন,,রিয়ার এর মাঝ তার মার সাথে কথা বলছে,আর তিনি রান্না করছে,,, ঐ বাড়ির কে কেমন কি,,
রিয়ার মা রিয়াকে বলে জামাইকে নিয়ে আয় খেতে,,রিয়া রুহানকে ডাকতে গেল,,
গিয়ে দেখে,,রিয়া আর রুহান জমিয়ে আড্ডা দিচ্ছে,,,
রিয়া বলল খেতে আসেন মা ডাকছে,,
রিয়া চলে আসতে নিলেই রুহান রিয়াকে টেনে পাশে বসায়,,আর বলে সালা বাবু তুমি যাও আমি আসছি,,
ওকে ভাইয়া,,
রিয়া বলল আরে কি হলো ছাড়েন,,
রুহান রিয়াকে কোলে বসিয়ে দিল,,আর রিয়সর চুলে মুখ গুঁজে দিল,,রিয়া তো অবাক,
আরে আরে ছাড়েন মা ডাকছে,,
রুহান বলল চুপ থাক,,আমাকে আমার কাজ করতে দাও,,রুহান রিয়াকে সামনে ঘুরিয়ে কপালে চুমু খেল,,আর বলল চল,,
রিয়া ভাবছে এসব কি হলো,,যখন ইচ্ছে টরচার করে,,যখন ইচ্ছে আদর করে ডেবিল,,মনে মনে ভাবছিল,,
।রুহান বলচে ভাবনারানী ভাবা শেষ হলে চলেন,,
রুহান চলে আসল,,রিয়াও সাথে আসল,,
রুহান আর রিয়া পাশাপাশি বসল,,
রুহান খেতে বসে অবাক আবার এত খাবার,,
রুহান বলল মা এত খাবার আবার সম্ভব না,,
রিয়ার মা বলল বাবা খাও,,আসতে আসতে,,
রুহনকে রিয়ার মা ইচ্ছে মত খাবার দিচ্ছে,,
রুহান না করলেও শুনচে না,,
রিয়া বলছে খাও চাদু,,হিহি রিয়া মিটমিটি হাসছে,,
রুহান বুঝল রিয়া কেন হাসছে,,রুহান আচমকা রিয়ার পায়ের মধ্যে নিচে স্লাইড করা শুরু করল,,
রিয়া বুঝতে পারল কার কাজ,,রিয়া চেষ্টা করলেও চুটাতে পারছে না,,
রিয়া পড়ল মহা মুসকিলে,,ঠিক মত খেতেও পারছে না,,না কিছু বলতে পরছে,,
এইবার রুহান হাসছে,,
এইভাবেই ওদের খুনশুটি চলছে,,খাওয়ার মধ্যে,,
অন্যদিকে নিলা রুহানের মা বাবা দুইজনের সাথেই কথা বলছে,,
রুহানের বাবা চলে গেলেই,,নিলা রুহানের মমকে নিলা কে কি কেমন জানে কিনা জিজ্ঞেস করছে,,বলছে আন্টি এখনের সমাজে এসব মিডিল পরিবারের মেয়েরা কি করে জানেন কিছু,,রুহান হুট করে নিয়ে আসল,,আর আপনারাও মনে নিলেন,,
খুজ নিলেন না,,
রুহানের মা বলল,,রুহানের উপর আস্তা আছে,,আর রিয়া এমন না ভাল মেয়ে,,রুহানের উপযুক্ত,,
নিলা নানা ভাবে রুহানের মাকে এটা ওটা উসকানি দিচ্ছে রিয়ার ব্যপারে,,
রুহানের মা নিলাকে বলল এসব না,,সব টিক রুহানের পছন্দের উপর ভরসা আছে,,
রুহানের মা মুখে এসব বললেও তার মনে একটু সন্দেহ হয়ে গেল,,তিনি বললেন নিলা যাও ঘুমিয়ে পড়,,রাত হয়েছে,,আমিও গিয়ে ঘুমাই
নিলা বলছে যাক একটু কাজ হয়েছে,,নিলাও ঘুমাতে চলে গেল,,
রুহান তার শশুর এর সাথে কতা বলছে,, আর রিয়া ঘরের বিছানা ঠিক করছে,,
রুহান কিছ সময় পর ঘরে আসল,,এসে দেখে রিয়া কার্টুন দেখছে বসে,,আর একা একা হাসছে,,
রুহান বলল রিয়া তুমি এখনও বাচ্চা নাকি,, এসব কি দেখছো,,
রিয়া বলল হুম,,
রুহান বলক ঘুমাবো লাইট অফ কর আর আসও,,
রিয়া বলছে গুমান আমি পড়ে ঘুমাব,,আর লাইট অফ করে দিচ্ছি,,
রিয়া লাইট অফ করে,,বিছানায় বসতেই,,রুহান রিয়াকে টেনে শুয়ে দিল,,
রিয়া বলছে আরে আরে ছাড়েন আমি গুমাব না এখন,,
কে শুনে কার কথা,,রুহান বলছে চুপচাপ থাক নয় আমি কি করবো, বুঝেছো নাকি বুঝাবো,,
রিয়া বলল,,ওকে আসছি তো ভয় দেখান কেন
রুহান পরে রিয়া খাটে উঠতেই,, রুহান টেনে কাছে এনে জরিয়ে ধরল,,,
রুহান বলল একটা গল্প শুনবে,,
রিয়া বলল না,,হুম😠
আরে শুনই না ভাল লাগবে,,কারো প্রেমকাহিনি,,
রিয়া বলল ওকে বলেন,,
রুহান বলতে শুরু করল,,আড্ডা ঘুড়াঘড়ি করা ছেলেটা,,হঠাৎ কারো প্রেমে পড়ল,,পড়াশুনা শেষ,,তবে কিছুতেই মন নেই,,আড্ডাই সব তার,,হঠাৎ একদিন প্রথম দেখাতেই সে,,পিচ্চি একাটা মেয়ের প্রেমে পড়ল,,মেয়েটা তখন ক্লাস নাইনে পড়ে,,আর ছেলেটা পড়া শেষ,, তবে তেমন না,,এমনি শেষ হলো আরকি,,,ছেলেটার সামনে দিয়ে মেয়েটা চলেই গেল,,কিন্তু ছেলেটা তাকিয়ে আছে,,
ছেলেটা বাসায় গেল,,এর পর যে কাজই করে সে মেয়েটাক দেখতে পায়,,মেয়েটাকে ছাড়া সে কিছু ভাবতেই পারছে না,,
রিয়া বলল এর পর কি হলো,,রুহান বলছে পরেরদিন ছেলেটা আবার মেয়েটাকে দেখতে গেল,,এইবাবেই প্রতিদিন ছেলেটা মেয়েটাকে দেখতে যেত,,তবে কাছে না দুর থেকে,,, মেয়েটাড দারে কাছে কাউকে আসতে দিতো না,,সে মেয়েটার খেয়াল রাখত,,
পরে ছেলেটা ভাবল,,না আর দুরে সম্ভব না,,এবার মেয়েটাকে নিজের করতে হবে,,নিজের করতে হলে তো ছেলেটাকে নিজের পায়ে ধারাতে হবে,,
আর এই পিচ্চি মেয়েকে তার মা বাবা দিবে,,না দিলে তুলে আনব,,
তাই সে বাসায় জানাল অফিস যাবে বাবার,,ছেলেটার বাবা বলল ওকে তবে তোমাকে ব্যবসার উপর কোর্স করতে হবে,,আর তার জন্য আমেরিকা যেতে হবে,,ছেলে টাও তার মায়াপরীর জন্যে রাজি হয়ে গেল,, আর তার মায়াপরী ছোট আর একটু বড়ও হোক,,সে এসেই তাকে নিজের করবে,,
পরের দিন ৪ বছরের জন্য এক নজর মায়াপরীকে দেখে রওনা হলো,,
রিয়া বলল মেয়েটার কি হলো পরে,,
রুহান বলল,,ছেলেটা যাওয়ার আগে মেয়েটাকে দেখে রাখার জন্য গার্ড রেখে দিয়ে গেল,,যারা মেয়েটাকে আগলে রাখবে আর তার দেখাশুনা করবে দুর থেকে,,ছেলেটার মেয়েটার সব খোজ রাখতো,,তবে ছবি দেখতো না,,তার ইচ্ছে ছিল দেশে এসে মায়াপরীকে সামনা সামনি দেখবে,,,
তার পর কি হলো,,ছেলেটা দেশে এসে মায়াপরীকে পেয়েছিল,,,বলেন না,,
রুহান বলল না অন্যদিন,,
রিয়া বলল না না আজ,,
রুহান বলছে আমি তো পালিয়ে যাচ্ছি না পরে ঘুমাও,,,রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল,,
রিয়া ভাবছে ছেলেটা স্যার নয়ত,,আচ্ছা ছেলেটা স্যার হলে মেয়েটে কে??রিয়া ভাবনায় মশগুল পরে ঘুমিয়ে গেল,,
চলবে,,,