Devil & Secret Lover Part-25+26

0
1784

Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 25-26
..
রিয়ার আজ সকালে ঘুম ভাঙলো,,রিয়া ঘুম ভাঙতেই সে নিজেকে রুহানের বুকে আবিষ্কার করল,,রিয়া বিড়বিড় করে বলছে কত কিউট বর আমার ঘুমন্ত অবস্থায় কত ভাল লাগছে,,জেগে উঠলেই ডেবিল,,রিয়া রুহানের চুলে গালে হাত ভুলায়,,আর পরে
রিয়া হঠাৎ টুক করে রুহানের কাপালে কিস করে দেয়,,আর আনমনে হেসে উঠে,,বলে যাই হোক বর তো আমারই😊

রুহান ও রিয়ার হাত ভুলানিতে জেগে উঠে তবে নরে না,,ঘুমের বান ধরে রিয়ার আদর উপভোগ করছিল,,

রুহান বলল বউ তুমি আমাকে ঘুমন্ত অবস্থায় নির্যাতন করছো বলে বাঁকা হাসে,,

রিয়া বলছে এ্যা হে আপনি জেগে ছিলেন চিটার লোক,,,বদ লোক

রুহাম বলল, না ঘুমের ভান ধরলে তোমার আদর পেতাম বউ,,
রিয়া লজ্জায় লাল হয়ে রুম থেকে চলে গেল,
রুহান হাসছে হাইরে আমার লজ্জাবতি বউ,,এরপর রুহান ফ্রেশ হতে গেল,,

অন্যদিকে রুহানের মার সারারাত ভালমতো ঘুম হয়নি,,তিনির নিলার কথা গুলো এক বারে জেড়ে ফেলতে পারছেন না,,একটু কটকা রয়েছে,,তিনি ওঠে গেলেন সকাল সকাল,,

নিলা ঘুম থেকে ভাবছে কি করে রুহানকে ঐখান থেকে আনা যায়,,তখনি বদ বুদ্ধি আটে অফিসের কাজের নামে নিরবকে বলল কম্পানির কথা বলে ডেকে নিবে জরুরি,,,

রুহান হাতমুখ ধুয়ে এসে দেখে ম্যানেজার এর কল,,রুহানকে বলল অফিসে দরকার মি, নিরবের লোক আসবে ডিলের একটা সাইনের জন্য,,
রুহান বলল কিছু সময় পর আমি আসছি,,সব কিছু রেডি রাখেন।

রিয়ার ভাই এসে বলল ভাইয়া আপনাকে মা খেতে ডাকছে,,,রুহান বলল তোমার আপু কই,,
আরে ভাইয়া আপু মার সাথে আপনি আসেন,,

রুহান বলল যাও আাসছি,,রুহান ডাইনিং রুমে গেল,,পরে দেখে সবাই তার জন্য বসে আছে,,রুহান যেতেই খেতে বসল,,রুহান টুকটাক কথা বলছে,,আর আড় চোখে রিয়াকে দেখছে,,

রিয়া বেচারি নিজের কাজে নিজেই লজ্জিত,,,চোখ তুলে উপরে তাকাচ্ছে না,,চুপচাপ খাচ্ছে

রুহান বলল বাবা আমার একটু কাজ পরে গেছে যেতে হবে,,সন্ধায় এসে রিয়াকে নিয়ে যাব,,অফিসের অনেক চাপ বেশি থাকা যাবে না

রিয়ার বাবা বলল মেয়েটা কাল এল আর আজই নিয়ে চলে যাবে,,কয়টাদিন তাক

রুহান বলল পরে আসবেনে আবার,, আর আপনাদের খারাপ লাগলে চলে যাবেন দেখতে সমস্যা নেই,,

রিয়ার ভিষন খারাপ লাগছে,, কাল এল আজই চলে যাবে,,তার কাজ যাক আমার কি হুম মনে মনে বিড়বিড় করছে।

রুহান খাওয়া শেষে বলল,,রিয়া খেয়ে রুমে আসো তো একটু,,,
রুহান চলে আসল রুমে,,
রিয়ার মা বলছে মা দেখ জামাই কেন ডাকছে,,রিয়া বলল হুম যাচ্ছি,,,

রিয়া রুমে ডুকতেই রুহান বলল কাছে আসো এখানে
রিয়া মন খারাপ করে গেল কাছে,,
রুহান জিজ্ঞেস করল কি হয়েছে,,
রিয়া বলল কিছু না

রুহান রিয়াকে সামনের দিকে ফিরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়,, পরে ছেড়ে দেয়,রিয়া কিছু বলল না,

রুহান বলে বউ বল কি হয়েছে।
রিয়া বলল আমি কদিন থাকব,,
রুহান বলল না বউ তুমি থাকলে আমি একা থাকব কি করে,,পরে আবার এসো,, সো এখন লক্ষি মেয়ের মত রেডি হয়ে থাকবে,,রুহান রিয়া কপালে চুমু দিয়ে বলল আসি আর সাবধানে থাকবে

রিয়া বাধ্য মেয়ের মত মাথা নাড়ায়,,
রুহান রিয়ার মা বাবাকে বলে বের হয়,,
চলে আসে,,,অফিসে পরে

রিয়া তার মাকে বলছে,,মা ওনাকে বল আমি কদিন থাকব,,কান্না করে
রিয়ার মা বলছে লক্ষি মেয়ে কাঁদে না,,বিয়ের পর স্বামির ঘরই মেয়েদের সব,,আর রুহান বাবা কত ভালো,,তো বলল আবার আসবি,,কান্না করিস না মা,,,

রুহান অফিসে পৌঁছেই দেখে নিলা তার কেবিনে,,রুহান বলল হেই নিলা তুমি,
নিলা বলল,,হুম তোমাকে দেখতে এলাম,,একা একা বোর হচ্ছিলাম,,তাই
রুহান বলল ওকে,,বস আমি আসছি একটু,,

রুহান অফিসের অন্যপাশে গিয়ে রিয়াকে ফোন দিল,,
রিয়া রিসিব করল বলল হুম বলেন,,,
কি করো
বসে আছি
রুহান বলছে রিয়া তুমি কাঁদছো, কেন বললাম তো আবার নিয়ে আসব
রিয়া বলল না কাদছি না,,

তুখনি নিলা ডাকছে রুহান কই তুমি আসও
রিয়া বলল কার গলা এটা
রুহান বলল নিলা আসছে অফিসে
রিয়া,,এই ডায়নি ঐখানে কি করে,,ফাজিল মাইয়া খালি আমার বরের দিকে নজর
রুহান হেসে বলল রিয়া তুমি জেলাস,,হা হা হা

রিয়া বলল একদম হাসবেন না,,মেরে দাঁত ভেঙে দিমু,,ওর থেকে দুরে থাকবেন
রুহান বলল ওকে বউ রাখি,,পরের কথা হবে,,,
রুহান ভাবছে মায়াপরী কি বলল এটা ডায়নি হা হা হা,,জেলাস তুমি বউ

রুহান যেতেই নিলা বলল কার সাথে এত কথা বলছিলে,,
রুহান বলল বউ এর সাথে বেবি,,বল কি খাবে
নিলা বলল কফি,,

নিলা মনেমনে ভাবছে রিয়ার বাড়ি থেকে তো নিরবকে কাজে লাগিয়ে নিয়ে এলাম,,এবার রিয়াকে তোমার মন থেকেও দুরে করতে হবে,,,

নিলা রিয়ার স্কুলে খোজ নিয়ে রিয়ার নানা তথ্য নেয় অন্যলোক পাঠিয়ে,, এবং তার কাজে লাগবে এমন কিছু তথ্যও পায়,,রিয়ার নাকি এক ছেলের সাথে ভাল বন্ধু ছিল,,পরে ভেঙে গেছে,,এবং ওদের খুব মিলভাবও ছিল,,ওরই ছবি খুঁজছে
এবং ছেলেকে পায়,, তার থেকে রিয়ার আর ছেলের একসাথে কিছু ছবিও পায়,,যা বন্ধু হিসেবে একসাথে তোলা আগের,,

নিলা তো গার্ড এর ফোনপ সেই খুশি,,এই ছবি দিয়ে রুহান আর রিয়ার মিল ভাঙবে,,দরকার হলে আরো ইডিট করবে,,বাঁকা হেসে

রুহান কিছুসময় পরপর রিয়ার খোজ নিয়েছে,, রিয়া তো অবাক এই লোকটা পাগল করে ছাড়বে,,এত ফোন দেয় কেউ,

এইবাবেই রিয়ার সারাদিন কেটে গেল,,এবার সে রেডি হচ্ছে,, রেডি হয়ে বসে আছে রুহানের জন্য

নিলা তো রুহানের সাথে যতটা পারে জড়িয়ে আছে,,রুহানকে ছাড়ার নামি নেই,,সন্ধার আগে ছাড়ল,,রুহান রিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল,,আর ভাবছে কত দেরি হয়ে গেল,,কখন যাবে কখন আসবে,,রুহান ড্রাইভ করছে আর এসব ভাবছে
নিলা রুহানের বাসায় গেল,,রুহানের মাকে আরো উসকানি দিচ্ছে,, আর বলল আনটি দেখেন কিছু ছবি,,আমি খোজ নিছিলাম পরে শুনি ওর নাকি ছেলেদের সাথে খুব ভাব ছিল,,এই সেই বলে কান বাঙাচ্ছে,, রুহানের মা ভিষন চিন্তায় পড়ে গেলেন,,

নিলা তো ভিষন খুশি তার কথায় কাজ হচ্ছে,, হা হা

চলবে,,,,

Devil & Secret Lover😍
লেখিকা -Shultana akther
Part -26
….
রুহানের মা রুহানের বাবাকে একটু বললে তিনি বিশ্বাস করেন না,,তিনি বলেন ছেলের উপর যথেষ্ট ভরসা আছে৷
আর রিয়া মামনি এমন করতেই পারে না,,কি মায়াবী মুখ,
রুহানের মা বলে মায়ার পিছনেও তো মাঝেমাঝে খারাপ লুকিয়ে থাকে।রুহান তো ভুল ও করতে পারে।
না রুহানের মা রুহান রিয়ার ব্যাপারে একদম ঠিক।
এতো ভেবো না।

রুহান যেতে যেতে আটটা বেজে গেল,,গিয়ে দেখে রিয়া মুখ ফুলিয়ে বসে আছে
রিয়ার বাবা মা বলল রুহান বাবা দেরি হয়ে গেল যে,,
রুহান বলল বাবা কাজ ছিল,,
তো আজ থাক,,সকালে না হয় যেও,,
রুহান রিয়ার মা বাবার জুড়াজুরিতে রাজি হলো থাকতে,,তবু রিয়ার মুড বা মুখে হাসি এলো না,,গটগট করে রুমে চলে গেল।

রুহান বলল তো বাবা আমি ফ্রেশ হয়ে আসি,,
রিয়ার বাবা বলল হুম যাও
রুহান রুমে গিয়ে দেখে রিয়া চুপচাপ বসে পা দুলাচ্চে।
রুহান বলল মেডাম ফুলি কি হয়েছে,,
রিয়া রেগে বলল হুম আমি তো ফুলিই আর নিলা লুচ্চা তো ভালো,,তাই তো ওর সাথে এত সময় ছিলেন আসার নামই ছিল না। তো আসলেন কেন থাকতেন।
রুহান বলল ও এই ব্যাপার বউ তুমি জেলাস,,আর নিলার সাথে ছিলাম না কাজ ছিল তো
রিয়া বলল হুম জানি তো কত কাজ,
রেগে রুম থেকে বের হয়ে যেতে নিলে,,রুহান হাত দরে আটকায়,,বলে বউ রাগ করে না,,সত্যি কাজ ছিল।
রিয়া বলে তাক আমি রাগ করিনি কার উপর করব,,আমি কেউ না
রুহান রিয়াকে কোলে বসিয়ে নানা ভাবে বুঝায়,,রিয়া যখন বুঝতে চাইছে মা তখন বলে,,হুম বুঝেছি তো আমার উপর কারি বিশ্বাস নাই।বলপ ওয়াশরুমে ডুকে পরে।

রিয়া ভাবছে এটা কি হলো,,রাগ করলাম আমি,,তিনি উল্টো রাগ করে চলে গেলেন বেটা বজ্জত😠
রিয়া উঠে তার ভাইয়ের সাথে আড্ডা দিতে লাগল,,রুহান বের হয়ে রিয়াকে পেল না,,বসার ঘরে গিয়ে দেখে রিয়া বসে আড্ডা দিচ্ছে,,
রুহান বলল কি সালাবাবু আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছো,,
রিয়ার ভাই বলল আরে ভাইয়া আসেন বসেন,,আপনাকে ছাড়া আড্ডা হয় নাকি,,
সলা দুলাভাই আড্ডায় মাথলো,,রিয়া তার মায়ের কাছে চলে গেল,,,

অন্যদিকে,,নিলা যে ছবিগুলো কালেক্ট করেছে ঐসব নিরবের কাছে পাঠিয়েছে,, ইডিট করতে আরো ভিন্ন ডিজাইনে,যাতে রুহান একটু হলেও সন্দেহ করে,,,
নিরব ছবি পেয়েই কাজে লেগে পড়ল,,যেভাবেই হোক তার রিয়াকে চাই,,এনি কস্ট 😠😕

রুহান আড্ডা শেষে খাওয়া দাওয়া করে রুমে এল,,রিয়াও এল অনেক ক্ষন পর,,
রুহান বলল এতো দেরি হলো যে,,,।রিয়া বলছে এমনি মন চাইছিলো না তাই

রুহান বলল বউ রাগ করো না,,
রিয়া বলল আমি কারো বউ না রেগে😠

রুহান রিয়াকে টেনে কাছে নিলো,,রিয়া ছুটতে চাইলেও পারছে না,ইচ্ছে মত কিল বকা দিচ্ছে,, তাও রুহান ছাড়ল না
,,বাধ্য হয়ে রুহানের বুকে শুয়ে রইল,

রুহান বলল বউ গল্প শুনবা না পরের কাহিনি,,
রিয়ার ইচ্ছা হলেও রাগে বলল না,,

রুহান বলল ওকে নিরবতা সম্মতির লক্ষন, বলছি শুনো,,
পরে,,,,,
ছেলেটা মেয়েটার সব খোজ রাখতো,,মেয়েটাও আসতে আসতে বড় হতে লাগলো,,
মেয়েটা যখন ইন্টারে উঠেছে বুঝে একটু একটু তখন ছেলেটা আড়াল থেকে গিফট দিতো,,
মেয়েটা অবাক হতো কে দিতো,,আর কে তাকে র রক্ষা করতো,,

৪ বছর পর,,ছেলেটা দেশে ফিরল,,
পরেরদিনই তার মায়াপরীকে দেখতে গেল,,,
দেখার পথেই একজনের সাথে ধাক্কা খেল,,সেই ছিলা তার মায়াপরী,, তবে এতদিন ছবি না দেখায় চিন্তে পারেনি,,হলো তুমুল ঝগড়া,,,
এর পর আবার গেল তাও দেখা পেলও না,,
তিনবারের মাথায় দেখা পেল,,,মায়াপরীকে দেখে ছেলেটা অবাক,,এই ঝগরুটে কিউট মেয়েটা তার মায়াপরী।।।
ছেলেটা ভাবছে তাই এই মেয়ের কাছে আসলে তার হার্টবীট বেড়ে যেত,,,সে বাসায় এসে জমানো ছবিগুলো দেখে সিউর হলো,,,
ছেলটা যেভাবেই মেয়েটার কাছে যেত কোন না কোন ভাবে ঝগড়া হয়ে যেতো,,মনের কথা বলতে পারতো না,,,এইভাবেই মেয়েটা একদিন ছেলেটার অফিসে গেল ইন্টারবিউ এর জন্য,, ছেলেটা অবাক,,মায়াবী এখানে,,
পর মেয়েটার জব ও হয়ে গেলো।।শুরু হলো ছেলেটার রুমানটিক অত্যাচার।।আর মেয়েটাও এসব সহ্য করে নিলো,,সেও ছেলেটার প্রেমে পড়ে গেল,,,

রিয়া বলল তার পর————
রুহান বলল পরে একদিন জানে মেয়েটার বিয়ে ছেলেটা মেয়েটার বরের বাড়ির লোক তাড়িয়ে দিয়ে,,মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলো।।।😍

রিয়া বলছে যাক ভালবাসা পুর্নতা পেল,,,
রিয়া বলল এবার বলেন বুঝলাম ছেলেটা আপনি,,তো মেয়েটাকে??
রুহান বলল ভাব বুঝবে
গুড নাইট,,, রুহান রিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল,,,রিয়া ভাবছে কাহিনিটা কিছু আমার সাথে মিল,,মানে আড়ালে সে??গিফট?? চাকরি??সব আমি জড়িত😱😱
রিয়ার ভাবনার শেষ হচ্ছে না,,যদিও আমি হই স্যার আাড়াল থেকে এত ভালবেসেছেন💞
রিয়াও রুহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল।।

সকালবেলা,,রুহান জেগে দেখল,,রিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে,,কি মিষ্টি বউ তার,৷ কপালে আলতো করে চুমু একে দিল।

নিলা রিয়ার বন্ধুকে টাকা দিয়েছে ওর হয়ে কাজ করতে,,আর বলছে সকালে রিয়ার ফোনে কল ও এসএমএস দিতে,,

রুহানের কাছে রিয়ার ফোন ছিল,,হঠাৎ ফোনের ২/৩ টা এসএমএস এর শব্দে রুহান ফোন হাতে নিল,,,দেখল আননোন নাম্বার থেকে এসএমএস
১.হাই রিয়া বেবি আমাকে ভুলে গেলা,,
২. বড়লোক বর পেয়ে আমার কথা মনে নেই,,হাহাহা ছবির কথাও ভুলে গেলে যা তোমার তাকে দিবো নাকি,,
আচ্ছা বরকে আদর করো পরে আমাকে আদর করো,,

।রুহানের সব গন্ডগোল লাগছে,,কে এ কি সব কথা বলছে,, আর কেনই বা বলছে জানতে হবে পরে,,নাকি রিয়ার কোন বন্ধু দুষ্টমি করছে,,নাকি অন্যকিছু,,নানা আমি রিয়াকে সন্দেহ করছি ছি পরে জেনে নিব।
রুহান এসএমএস গুলো ডিলিট করে দিল,,আর হাতমুখ ধুইতে চলে গেল।

রুহান রিয়াকে এসে ডাকলো বউ উঠো দেরি হয়ে যাবে তো,,
রিয়া বলল আর একটু ঘুমাই,,পরে
রুহান রিয়াকে কোলে তুলে ঝরনা ছেড়ে দিল,,রিয়া ধরফর করে উঠল,,বলল এসবের মানে কি রেগে
রুহন বলল এক সাথে গোসল করবো
রিয়া তো লজ্জায় শেষ বলেন বের হোন।।
রুহান হালকা শরীরে পানি দিয়ে বের হচ্ছে,, রিয়া এক কোনে দাড়িয়ে আছে,,,
রুহান বের হতেই রিয়া গোসল করছে।।

রিয়া গোসল শেষে ভাবছে কাপর আানিনি কি করবো,,,
রিয়া ডাকছে ঐ যে শুনছেন
হুম বলো বউ
আমার কাপর আনিনি একটু দিবেন শাড়িটা
রুহান বলল, এসে নিয়ে যাও,,ও তুমি তো লজ্জাবতি আমি দিচ্ছি
রুহান রিয়াকে শাড়ি দিল,,
রিয়াও বদলে বের হয়ে এলো এলোমেলো ভাবে শুধু শরীর ডেকে

রুহান রেডি হচ্ছিল,, রিয়াকে এইভাবে দেখে তাট নেশা লেগে যায়,,রুহান রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে
রুহান গিয়ে পিছনের দিকে রিয়ার গারে মুখ ডুবিয়ে দেয়
রিয়া তো কথাও বলতে পারছে না,,রিয়ার হার্টবীট দৌড়াচ্ছে
রুহান আদরে বেস্ত,, আদর করতে করতে রুহান রিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দিল,,
রিয়া বলছে ছাড়েন না
রুহান রিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদর করছে,,পাক্কা ৫ মিনিট পর ছাড়লো বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামও

রিয়ার ও অন্যদিনের মত খারাপ লাগছে না বরটা তো তারই,,আদর করতেই পারে

রিয়ার রেডি হয়ে নিচে আসল,,পরে খাওয়া দাওয়া করে দুজন সবাইকে বলে বাসার জন্য বের হলো।।।।
রিয়ার বপর হওয়ার সময় ভিষন কান্না করছিল আসতে চাইছিল না,,রুহান কোলে করে এনে গাড়িতে তুলল,,পরে বলে গাড়ি ড্রাইভ করতে লাগল

চলবে,,,