#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:10🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“অগ্নিকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি তারপর তাড়াতাড়ি করে শাড়ি গুলোকে আলমারির ভিতরে রেখে আলমারি আটকে দিলাম’!!অগ্নি নেহার কাজে কিছুটা অবাক হয়ে বললোঃ
——-“কি করছো তুমি’!!
——-“না তেমন কিছু না’!!(ঘাবড়ে গিয়ে)
“অগ্নি কিছুক্ষণ সন্দেহের চোখে তাকিয়ে থেকে চলে গেল ওয়াশরুমে’!!অগ্নি যেতেই ছোট্ট একটা শ্বাস ফেললাম আমি’!!তারপর তাড়াতাড়ি করে আলমারির কাছ থেকে সরে আসলাম আমি’!!
“কিছুক্ষনের মধ্যে অগ্নি ওয়াশরুম থেকে বেরিয়ে আসল’!আমি কিছু একটা ভেবে বলে উঠলামঃ
——“আজকে নিচে বসে খাবেন তো সবার সাথে’!!
“অগ্নি আমার কথা শুনে কিছুক্ষন আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলঃ
——-হুম’!!
“তার কথা শুনে মনে মনে খুশি হলাম আমি’!!যাক আজকে আর অগ্নিকে খাইয়ে দিতে হবে না’!!আর তার কামড় খেতে হবে না’!!ভেবে মনে মনে হাসলাম আমি’!!এমন সময় অগ্নি আমার কানের কাছে এসে বললঃ
——-“খুব খুশি হচ্ছো বুঝি??
“অগ্নির কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি’!!তারপর বলে উঠলামঃ
—–“-হ্যা ‘ইয়ে’ না মানে’ না
——-“হইছে আর হ্যা না করতে হবে না’!!চল নিচে…….
“তারপর অগ্নি আর আমি একসাথেই নিচে নামলাম’!!
___________________
“নিচে নামতেই দেখলাম ইশা আর নীলা, শাশুড়ী মা বসে আছে খাবার টেবিলে আমাদের অপেক্ষায়’!!আমরা যেতেই শাশুড়ী মা বলে উঠলেনঃ
———-“বস তাড়াতাড়ি আমি তোদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছি’!!
“শাশুড়ী মায়ের কথা শুনে আমি বলে উঠলামঃ
——-“তুমি বসো আমি সবাইকে দিচ্ছি’!!
——–“না তোকে দিতে হবে না আমি দিচ্ছি’!!
“তারপর আর কি একপ্রকার বাধ্য হয়ে বসে পরলাম আমি’!!তারপর শাশুড়ী মা সবাইকে খাবার বেরে দিলেন তারপর সবাই মিলে একসাথে খেতে শুরু করল’!!
“এদিকে অগ্নি আজকে খুব একটা খাবার খেতে ভালো লাগছে না তার’!!প্রতিদিন নেহার হাতে খাইয়ে দেওয়া বিষয়টা খুব মিস করছে সে’!!ভালো লাগছে না তার’!!আজকে অগ্নি খুব একটা খেতে পারলো না তাই অল্প খেয়েই চলে গেল সে তার রুমে’!!অগ্নি আম্মু জিজ্ঞেস করাতে বললোঃ
——“ভালো লাগছে না’!!বিষয়টা হয়তো নেহা বুঝতে পেরেছে’!!তারপর একে একে সবাই চলে গেল যে যার রুমে’!!সবাই যেতেই নেহা একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে চললো উপরে……….
___________________
“রুমে ঢুকতেই দেখলাম অগ্নি বিছানায় বসে আছে’!!আমি আস্তে খাবারের প্লেটটা নিয়ে বসে পরলাম অগ্নির সামনে’!!
“এদিকে অগ্নি নেহার এমন কাজে চরম অবাক হয়ে বললোঃ
——-“এগুলো কেন এনেছো’!!
——-“খাবো তাই’!!
——-“কেন নিচে বসে খেতে পারো নি তুমি’!!
——-“না পারি নি তাই নিয়ে আসছি রুমে আপনার কোনো সমস্যা আছে’!!(হাল্কা রেগে)
——-“আরে কুল রেগে যাচ্ছো কেন??
——–“এমনি রেগে যাচ্ছি’!!এই বলে এক লোকমা খাবার হাতে নিয়ে অগ্নি মুখের দিকে বারিয়ে বলে উঠলামঃ
——-“হা করুন”!!
“এইবার সত্যি সত্যি শকট অগ্নি’!!কারন নেহা নিজ ইচ্ছায় খাবার খাইয়ে দিতে চাচ্ছে’!!অগ্নি হা হয়ে তাকিয়ে রইল নেহার দিকে’!!
———“এই ভাবে তাকিয়ে থাকার কি আছে আমি বুঝতে পারছি তখন কেন খেতে পারছিলেন না’!!
“অগ্নি নেহার কথা শুনে মনে মনে প্রচন্ড বেগে খুশি হয়ে গেল’!!তারপর খুশি মনে খাবার খেতে শুরু করল’!!আর নেহাও খুশি মনে খাবার খাইয়ে দিতে লাগলো’!!
“বেশকিছুক্ষন পর নেহা অগ্নিকে খাওয়ানো শেষ করে রুমের লাইট অফ করে নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল অগ্নি সাথে নেহাও’!!
__________________________________________
___________________
“ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার’!!অগ্নি এখনো আমায় জড়িয়ে ধরে আছে’!!হর্ঠাৎই অগ্নির মুখের দিকে তাকালাম আমি’!!কেন জানি না ওনার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে আমার’!!!কিছুক্ষন পর কিছু একটা ভেবে তাড়াতাড়ি করে অগ্নিকে ছাড়িয়ে চলে গেলাম ওয়াশরুমে’!!
“বেশকিছুক্ষন পর শাওয়ার নিয়ে একটা সুন্দর বের করে পড়ে নিলাম আমি’!!তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলাম আমি’!!তারপর শাড়িটাকে খুব সুন্দর করে ঠিক করে নিলাম আর মনে মনে কিছুটা ভয়ে আছি’!!আর প্রার্থনা করছি জানো আবার কোনো সমস্যা না হয় শাড়িতে’!!
“হর্ঠাৎই পিছন ফিরে তাকাতেই দেখলাম অগ্নি একটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে’!!আমি বুঝতে পেরেছি শাড়ির পড়ার জন্যই এমনভাবে রেগে আছে কিন্তু আমি তো ইচ্ছে করে পড়ি নি’!!অগ্নি একটা রাগী লুক নিয়ে আমার দিকে এগোতে লাগলো’!!ওনার এমন করে আসতে দেখে ভয় পেলাম আমি’!তারপর কাঁপা কাঁপা গলায় বললামঃ
——-“প্লিজ অগ্নি রাগ করবেন না,,এই বিয়ের কয়েকদিন মা আমাকে শাড়ি পরতে বলেছে’!!আমি খুব সুন্দর ভাবেই সামলে নিতে পারবো প্রবলেম হবে না’!!কিন্তু আমার কথাগুলো হয়তো অগ্নির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না’!!কারণ অগ্নি এগোচ্ছে তো এগোচ্ছেই’!!অগ্নির দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিললাম আমি’!!অগ্নি আসতে আসতে অনেকটাই কাছে চলে এসেছে আমার’!!আর আমি এখনো স্থির ভাবে দাঁড়িয়ে আছি কারন পিছনে আয়না থাকার কারনে আর যাওয়ার জায়গা নেই’!!হর্ঠাৎ অগ্নি আমার হাত ধরে টান মেরে তার উপর ফেললো আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেলাম’!!হর্ঠাৎ অগ্নির হাত চলে গেল আমার পিঠে’!!অগ্নির স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম’!!হর্ঠাৎ অগ্নি আমার কানের কাছে তার মুখ এনে বললোঃ
——-“শাড়ি পরেছো ঠিক আছে কিন্তু পিছন থেকে ব্লাউজের হুক লাগাও নি তা কি খেয়াল আছে’!!
“অগ্নির কথা শুনে জিহ্বায় কামড় দিলাম আমি’!!
—–“হায় রে ব্লাউজের হুক আটকাতে ভুলে গেছি আমি’!!তুই আসলেই একটা পাগল নেহা,,কোনো কাজ ঠিক ভাবে করতে পারিস না’!!
“অগ্নি নেহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে বললোঃ
——-“শাড়ি পরেছো ঠিক আছে তবে মনে রেখো যদি এই শাড়ির জন্য কোনো মিসটেক করো তাহলে কিন্তু বুঝতেই পারছো শাড়িগুলোর কি অবস্থা হবে আর এইবার কিন্তু শুরু শাড়ি নয় তর সাথে তোমাকেও শাস্তি পেতে হবে এই বলে অগ্নি নেহাকে ছেড়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে…….
“অগ্নির কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি’!!তারপর মনে মনে নিজেকে শান্ত করে নিলাম’!!তারপর চুলগুলো সুন্দর করে আচরিয়ে খুলে দিলাম’!!আর মুখে হালকা মেকাপ দিয়ে চোখে সামান্য কাজল দিয়ে আমি তৈরি তারপর রুম থেকে বেরিয়ে আসলাম নিচে’!!
“নিচে নামতেই শাশুড়ী মা আমায় দেখে মুচকি হাসলেন আমিও হাসলাম’!!আমি কাছে যেতেই বলে উঠলেন উনিঃ
——–“এই তো এখন একদম আমার অগ্নির বউ বউ দেখাচ্ছে’!!
“শাশুড়ী মায়ের কথা হালকা হাসলাম আমি’!!তারপর মায়ের সাথে আমিও টুকটাক কিছু করতে লাগলাম’!!
কিছুক্ষেনর মধ্যে নিচে আসলো ইশা’!!আমায় দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বললঃ
——“ভাবি তোমায় তো খুব সুন্দর দেখাচ্ছে’!!
“ইশার কথা শুনে আমিও মুচকি হেসে বলে উঠলামঃ
———“থ্যাংকু…….
———“ওয়েলকাম মাই ভাবিজান’!!এই বলে ইশা বসে পরলো খাবার টেবিলে……….
”কিছুক্ষনের মধ্যেই নীলা আর অগ্নি একসাথেই চলে আসলো নিচে’!!আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে রইল নীলা তারপর সেও বসে পরলো টেবিলে’!!আমি বুঝলাম না এই মেয়েটা এইভাবে তাকিয়ে থাকে কেন??আশ্চর্য’!!
“তারপর সবাইকে খাবার দিলেন আম্মু’!!অগ্নি তার খাওয়া শেষ করে চলে গেল তার অফিসে’!!আর নীলা তার রুমে তারপর আমি আর ইশা সারাদিন গল্প করেই পার করে দিলাম’!!আজকে বিকেলে সবাই মিলে যাবে ইশার বিয়ের শপিং এ এটা নিয়ে অনেকটাই এক্সাইটেড সবাই’!!
[লেখিকাঃ TanjiL_Mim]
______________
দুপুর ২ঃ০০টা………
বাড়ির কলিং বেল বাজতেই শাশুড়ী মা এসে দরজা খুলে দিল আমি ইশা নীলা তিনজনেই বসেছিলাম সোফায়’!!শাশুড়ী মা দরজা খুলতেই ভিতরে আসলো…..
একজন ভদ্র লোক আর এক ভদ্র মহিলা’!!তাদের দেখেই শাশুড়ী মা হেঁসে বলে উঠলেনঃ
——–“কেমন আছো তোরা……
——-“হুম ভালো আছি তোরা……
“ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখেই আমরা সবাই দাঁড়িয়ে পরলাম’!!আর নীলা দৌড়ে গিয়ে ভদ্র মহিলাকে জড়িয়ে ধরে বললোঃ
——–“কেমন আছো আম্মু,, তা তোমরা একা কেন ভাইয়া কোথায়….
“নীলার কথা শুনে শাশুড়ী মাও বলে উঠলেনঃ
——–“ঠিকই তো রনি কোথায় আসে নি ও???
“এমন সময় দরজার কাছ থেকে বলে উঠল কেউঃ
——“কে বলেছে খালামনি রনি আসে নি,,পুচকির বিয়ে আর আমি আসবো না’!!এই বলে হেঁসে দিল ছেলেটি’!!
“এদিকে ছেলেটির কথা শুনে ইশা একটা রাগী লুক নিয়ে বললোঃ
——“কে পুচকি শুনি……
“রনি ইশার সামনে এসে বললোঃ
——-“কেনো তুই…..
———“ভাইয়া এটা ঠিক না আমি এখন অনেক বড় হয়ে গেছি আর তুমি এখনো আমায় পুচকি পুচকি বলে ডাকছো’!!এই বলে মুখ ভার করে ভার করে ফেললো ইশা’!!আর ওদের কান্ড দেখে হাসলো সবাই’!!এমন শাশুড়ী মা ডাকলেন আমায়’!!সাথে সাথে সবার ফোকাস পরল আমার উপর………
“আমি শাশুড়ী মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেনঃ
——-“নেহা ও হলো আমার ছোট বোন??মানে নীলার আম্মু আর উনি নীলার বাবা,,সোজা কথা বললো হবে অগ্নির খালা-খালু সাথে তোমারও…….
“শাশুড়ীর মায়ের কথা শুনে আমি ও মুচকি হেঁসে ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম’!!সাথে সাথে উনারা খুশি হয়ে আমার দিকে তাকিয়ে বললোঃ
——-“ওহ অগ্নির বউ তাই না….ভাড়ি মিষ্টি দেখতে তো……’!!
“এতটুকু বলে নীলার আম্মু আব্বু চলে গেলেন উপরে তার সাথে শাশুড়ী মাও গেলেন’!!এমন সময় কেউ আমার কানের কাছে এসে বললোঃ
——“বিউটিফুল…..
“আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে গেলাম’!!সাথে সাথে তাকাতেই দেখলাম রনি’!!ওনার কথা শুনে জোর পূর্বকহেসে বললামঃ
——“থ্যাংকু………
“হর্ঠাৎ খেয়াল করলাম উনি কেমন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে’!!যেটা আমাকে অনেক অস্থিতে ফেলে দিচ্ছে’!!এই মুহূর্তে হুট করে সরেও যেতে পারছি না আমি’!!কি করবো’!!এমন সময় শাশুড়ী মা ডাক দিল আমায়’!!সাথে সাথে ওখান থেকে সরে আসলাম আমি’!!তারপর চললাম উপরে………
!
!
!
!
!
#চলবে……………..
#TanjiL_Mim❤️