#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:16🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
-“আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি এইমাএ শাওয়ার নিয়ে এসেছি’!!পুরো রাস্তাটা আমি গাড়িতে ঘুমিয়েই পাড় করে দিলাম ভাবতেই পারছি না’!!চুলগুলো দিয়ে এখনো পানি পরছে আমার’!!তাই টাওয়াল নিয়ে চুল মুছতে ব্যস্ত আমি’!!এমন সময় পিছন থেকে অগ্নি জড়িয়ে ধরল আমায়’!!আচমকা এমনটা হওয়াতে আমি প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষনেই নিজেকে সামলে নিলাম’!!অগ্নি আমার কোমড় জড়িয়ে ধরে বললোঃ
——-“তোমায় খুব সুন্দর দেখাচ্ছে নেহাজানু’!!
“অগ্নির কথা শুনে মুচকি হাসলাম আমি’!!হর্ঠাৎই একটা প্রশ্ন আসলো মাথায়’!তাই আমি বলে উঠলামঃ
——-“একটা কথা বলবো আপনাকে….
——-“হুম বলো….
——-“আচ্ছা আপনি কি আগে থেকেই আমাকে চিনতেন’!!
———“মানে…….
———“না কিছু না……
“হর্ঠাৎই অগ্নি আমায় ঘুড়িয়ে তার দিকে ঘুড়িয়ে নিয়ে বললোঃ
——–“তোমায় অনেককিছু বলার আছে……..
“আমিও অগ্নির চোখের দিকে তাকিয়ে বললামঃ
——–“হুম বলুন……
——–“বলবো একটু অপেক্ষা করো’!!
“তারপর অগ্নি আমায় ছেড়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে…..
___________________
“বিকেলের ফুড়ফুড়ে বাতাসে সমুদ্রের কিনারায় অগ্নির সাথে ঘুরতে বের হয়েছি আমি’!!চারিদিকের পরিবেশটা সত্যি খুব মনোমুগ্ধকর’!!চারিদিকের শীতল মিশানো বাতাসে হালকা শীতলভাব’!!এখানে অনেক মানুষজন আছে’!!সবাই যে যার কাজে ব্যস্ত’!!বেশকিছুক্ষন ঘুরাঘুরি করলাম আমরা’!!হর্ঠাৎই অগ্নি বলে উঠলঃ
——-“এখন তাহলে হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক’!!
——–“ওকে চলুন’!!
“হর্ঠাৎ সামনে ফুচকার দোকান দেখতে পেলাম আমি’!!তারপর অগ্নির হাত ধরেই খুশিতে বলে উঠলাম আমিঃ
——-“চলুন ফুচকা খাবো’!!
——-“না ওইসব ভালো না’!!
——-“প্লিজ অগ্নি চলুন খুব ভালো খেতে’!!দুজন মিলে খাবো…..
——-“না আমি ওসব খাই না…..
———“আরে একদিন খেলে কিছু হবে চলুন আপনি,,
”একপ্রকার জোর করেই অগ্নিকে নিয়ে আসলাম আমি ফুচকার দোকানের সামনে তারপর দোকানদারকে বললামঃ
———“চাচা দু-প্লেট ঝাল ঝাল ফুচকা দেন’!!
“আমার কথামতো ফুচকাওয়ালা প্রচুর পরিমানে ঝাল দিয়ে ফুচকা তৈরি করে দিল’!!ফুচকা দেখেই মুখে পানি চলে আসলো আমার’!!কিছুক্ষনের মধ্যেই ফুচকাওয়ালা দুই প্লেট ফুচকা আমাদের হাতে দিলো’!!ফুচকা হাতে পেতেই খাওয়া শুরু করে দিলাম আমি’!!এই ঝাল ঝাল ফুচকা আমার বরাবরই খুব ফেভারিট’!!একটার পর একটা ফুচকা খেতে লাগলাম আমি’!!উম কি মজা”!! 😁
“এদিকে অগ্নি ফুচকার প্লেট হাতে নিয়েই হা হয়ে তাকিয়ে আছে নেহার দিকে’!!সে হয়তো বুঝতেও পারছে না ফুচকা একটার মেয়ের এতটা পছন্দের খাবার কি করে হতে পারে’!!এই ভেবে অগ্নি তার হাতে থাকা ফুচকার প্লেটটা থেকে একটা ফুচকা হাতে নিয়েই খেতে লাগল অগ্নি’!!একটা খেতেই অগ্নি আর খেতে পারছে না কারন ফুচকায় প্রচুর ঝাল’!!আর অগ্নি এত ঝাল খেতে পারে না’!!এখন কি করবে’!!না খেলেও তো চলবে না’!!অগ্নি আস্তে আস্তে একটার পর একটা খেতে লাগলো’!!এক পর্যায়ে অগ্নির চোখ পুরো লাল হয়ে গেছে’!!
“হর্ঠাৎ করে অগ্নির চোখ এমন লাল হয়ে যাওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম’!!হর্ঠাৎই অগ্নির কাছে গিয়ে বললাম আমিঃ
——-“আপনার কি প্রচুর ঝাল লাগছে…..’!!তাহলে আর খেতে হবে না’!!
“অগ্নি আমার কথায় কান না দিয়ে সব খেয়ে ফেললো’!!আমি বুঝতে পেরেছি অগ্নির প্রচুর ঝাল লেগেছে’!!কিন্তু আশেপাশে তো কোনো আইসক্রিম বা কোলড্রিংক এর দোকানও তো দেখছি না এখন’!!আমি অগ্নিকে বললামঃ
——“এখানে কোনো কোলড্রিংক এর দোকান নেই অগ্নি ‘!! তাড়াতাড়ি হোটেল চলুন ওখান থেকেই মিষ্টি খেয়ে নিবেন তাহলে আর ঝাল লাগবে না’!!অগ্নি কোনো কথা না বলেই ফুচকাওয়ালার বিল মিটিয়ে আমার হাত ধরে হাটা দিল’ গাড়ির কাছে’!!হর্ঠাৎ মনে হলো গাড়িতে হয়তো পানি বোতল থাকবে……
___________________
“গাড়ির কাছে আসতেই অগ্নি তাড়াতাড়ি ড্রাইভার সিটে বসে পরল’!!আমিও গাড়ি পিছন থেকে পানির বোতলটা হাতে নিয়ে অগ্নির পাশের সিটে বসে অগ্নির দিকে পানির বোতল টা দিয়ে বললামঃ
——–“পানি খেয়ে নিন ঝাল একটু কম লাগবে……
“এদিকে অগ্নির এতটা ঝাল লেগেছে যে তার পুরো ঠোঁট জ্বলে যাচ্ছে’!!”আচমকা অগ্নি নেহাকে টান মেরে নিজের কাছে এনে নেহার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল’!!আচমকা এমনটা হওয়াতে নেহা পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল’!!তার হাতে থাকা পানির বোতল টা পড়ে গেল নিচে…….
“বেশকিছুক্ষন পর…….
“অগ্নি ছেড়ে দেয় নেহাকে’!!নেহা অগ্নি কাছ থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো’!!তারপর বলে উঠলঃ
——-“এটা কি হলো…..
“অগ্নি মুচকি হেঁসে বললোঃ
——“কেন তুমি বলেছিলে না মিষ্টি খেতে…..
——-“আমি তো.……
“এতটুকু বলে হা হয়ে তাকিয়ে রইল নেহা অগ্নির দিকে……’!!অগ্নি নেহার এমন কাজে হাসলো’!!তারপর গাড়ি চালাতে শুরু করল তার আপন গতিতে……..
__________________________________________
___________________
“হোটেলে ঢুকে রুমে গিয়ে বিছানায় হা হয়ে বসে আছি আমি’!!কেন ওই শকট টা এখনও মাথা থেকে যায় নি’!!অগ্নি তার টিশার্ট খুলতে খুলতে আবারো নেহার দিকে এগিয়ে বললোঃ
——“কি হলো নেহাজানু এখনো শকটে আছো তুমি…….
“অগ্নির কথা শুনে আমি শুধু হা হয়ে তাকালাম অগ্নির দিকে…..’!!!অগ্নি আমার অনেকটা কাছে ঝুঁকে বললোঃ
——–“আরেকবার দিবো…….
অগ্নির কথা শুনে আমি চেঁচিয়ে বলে উঠলামঃ
——না……..
“অগ্নি আমার কান্ড দেখে হাসতে হাসতে চলে ওয়াশরুমে’!!আর আমি শুধু হাবলার মতো তাকিয়ে রইলাম অগ্নির যাওয়ার পানে……..
“কিছুক্ষণের মধ্যেই অগ্নি ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসল’!!তারপর আমিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দুজনে একসাথে ডিনাড সেরে ঘুমিয়ে পরলাম’!!
___________________
“সকালের ফুড়ফুড়ে বাতাসে ঘুম ভাঙল অগ্নির’!!হর্ঠাৎই পাশে নেহাকে দেখতে না পেয়ে হকচকিয়ে উঠলো অগ্নি’!!তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পুরো রুমে নেহাকে খুঁজতে লাগল অগ্নি’!!কিন্তু কোথাও দেখতে পেল না অগ্নি নেহাকে’!!অগ্নি নিজের গায়ে একটা শার্ট পড়ে দ্রুত গতিতে হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে নেহার একটা ফটো দেখিয়ে বললোঃ
——“এই মেয়েটা কি হোটেল থেকে বের হতে দেখেছেন’!!
“ম্যানেজার কিছুক্ষণ ফটোটার দিকে তাকিয়ে দেখে বলে উঠলঃ
——-“হুম স্যার ম্যাডামকে তো দেখলাম কিছুক্ষণ আগে বাহিরে বের হতে……
“”অগ্নি ম্যানেজারের কথা শুনে আর কথা না বারিয়ে তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরিয়ে গেল’!!
“কিছুদূর যেতেই অগ্নি দেখতে পেল নেহাকে অগ্নি দ্রুত গতিতে চলে গেল নেহার কাছে’!!নেহার সামনে দাঁড়িয়ে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল অগ্নি’!!তারপর অগ্নি চেঁচিয়ে বলতে লাগল……….
!
!
!
!
!
#চলবে………
🖤[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]🖤
#TanjiL_Mim❤️