খুনশুঁটির কুঁড়েঘর পর্ব-০৬

0
5703

#খুনশুঁটির_কুঁড়েঘর❤️
#Writer:—#TanjiL_Mim❤️
#part:—06
.
.
🍁
“কোথায় নিয়ে যাচ্ছেন আমায়’!!এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে কিন্তু আরিয়ান আমার কোনো কথার উওর না দিয়েই হন হন করে আমায় কোলে তুলে নিয়ে সোজা ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল’!!আমি তো রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম’!!আমি চেঁচিয়ে বললামঃ

———“এ আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন’!!.

“আরিয়ান আমায় দমক দিয়ে বললোঃ

———“সাট আপ…

“আরিয়ানের দমক শুনে আমি চুপ!!এমন সময় একজন ডাক্তার এসে ইয়া বড় একটা ইনজেকশন নিয়ে আসলো!!যা দেখে আমি ভয়ে বললামঃ

———“এ এটা দিয়ে কি হবে…..

———-“তোমাকে এটা দেওয়া হবে……(আরিয়ান)

——–“কি??😳😳

——–“ওইভাবে তাকানোর মতো কিছু হয় নি!!(আরিয়ান)

———“না না আমি দিবো না…..এই বলে লাফালাফি শুরু করে দিলাম’!!

“আর আরিয়ান আমায় শক্ত করে চেপে ধরল!!আমায় ধরতেই ডাক্তার ইয়া বড় একটা ইনজেকশন নিয়ে সামনে দাঁড়ালেন’!!আমি ভয়ে চেঁচিয়ে উঠলামঃ

———-“না…………………..
“এই বলে চেঁচিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি!!
.

“এদিকে হর্ঠাৎ করে আমি চেঁচিয়ে উঠাতে সবাই অবাক হয়ে গেল!!এমন সময় তিশা আমায় ধরে বললঃ

———-“কি না না করছিস…….

“হর্ঠাৎ করে তিশা আমায় ধরাতে আমি আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে অবাক হলাম’!!সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে’!!আর আমিও চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কি হচ্ছিল……

“পরক্ষণেই বুঝতে পারলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখতে ছিলাম’!!আর আমি এখন বাড়িতেই শুয়ে আছি!! ও বাবা গো কি ভয়ংকর স্বপ্ন!!স্বপ্নেও “ফাটা স্পিকার” আমার সাথে সাংঘাতিক ছেলে…..!!আমার ভাবনার মাঝে তিশা বলে উঠলঃ

———–“কি হলো কি ভাবছিস……..

———-“না কিছু না…..

———-“তুমি ঠিক আছো তো(জিসান)

“জিসানের কথা শুনে মুচকি হাসলাম আমি’!!তারপর বলে উঠলামঃ

———“জ্বি ভাইয়া কিন্তু আমার কি হয়েছিল……

আমার কথা শুনে জিসান অবাক হয়ে বললোঃ

———-“কি তোমার কিছু মনে নেই……

———-“কি মনে থাকবে ভাইয়া……

“আমার কথা শুনে আরিয়ান বলে উঠলঃ

———-“এত কিছু ঘটে গেল আর লাল মরিচ বলে কি ওর নাকি কিছু মনে নেই!!অবশ্য অজ্ঞান হয়ে গিয়েছিল তাই মনে নেই হয়তো!!যাগ গে বাদ দে আমাদের কাজ শেষ সবাই চল এখন……

“আরিয়ানের কথা শুনে একে একে সবাই বেরিয়ে গেল সায়ান, জিসান, তুলি, নূর, আরিয়ান’!!ওনারা যেতেই আমি তিশাকে জিজ্ঞেস করলামঃ

———-“আমি এখানে কি করে আসলাম……

“তারপর তিশা বলে উঠলঃ

“তখন তুই গাছ থেকে যখন পড়ে যেতে নিয়েছিলি তখন আরিয়ান ভাইয়া তোকে ধরে ফেলে’!” তারপর পুরো রাস্তাটাই সে তোকে কোলে তুলে নিয়ে এসেছিল!!ভাগ্য ভালো ছিল দাদু বাড়িতে ছিল না না হলে কি যে যানে……

“আর কিছুক্ষন দেরি গাছের মালিক আমাদের ধরে মারতো জানিস…..

“তিশার কথা শুনে অবাক হলাম আমি’!!এতকিছু হয়ে গেল আর আমি টেরও পেলাম না’!!তার “মানে ফাটা স্পিকার এমনিতে খুব ভালো আছেন….!!একটা ধন্যবাদ জানাতে হবে ওনাকে……

___________________

“এদিকে নিজের রুমে বসে রেগে আগুন হয়ে আছে তুলি’!!এই মুহূর্তে সে ওই মেয়েটা একদম সহ্য করতে পারছে না’!!কেন মেয়েটা বার বার আরিয়ানের কাছে চলে আসে কেন..উওর খুঁজে পায় না’!!আজ পর্যন্ত আরিয়ান কোনো তাকে সামান্য টাস অবধি করে নি’!!সেখানে ওই মেয়েটাকে কি করে কোলে তুলে নিল আরিয়ান’!!এর মানে আরিয়ান ওই মেয়েটাকে না না এটা আরিয়ান শুধু আমার’!!এই রকম নানা কিছু ভেবে রেগে আগুন হয়ে যাচ্ছে তুলি….!!সে কিছুতেই আরিয়ানের সাথে ওই মেয়েটাকে সহ্য করতে পারছে না কেন পারছে না তা সে নিজেও জানে না!!

___________________

“সিঁড়ি বেয়ে উপরে উঠছে রুহি’!!কারন সে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যাচ্ছে মীমের জন্য’!!

“আর অন্যদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সায়ান’!!বরাবরের মতোই মোবাইল টিপটে টিপতে মাথা নিচু করে নামছে সে’!!আচমকা দুজন একসাথে সামনে আসাতে দুজনেই চমকে যায়’!!তারপর রুহি ওদিকে সরে আসতে নিলে সায়ানও ওদিকে যায়’!!আবার সায়ান এদিকে সরে আসতে নিলে রুহিও সেদিকে যায়’!!এইভাবে দুবার করার পর সায়ান স্থির হয়ে দাঁড়ালো’!!তারপর হাতের ইশারায় রুহিকে থামতে বলে রুহিও থেমে যায়’!!তারপর সায়ান নিজের হাত দিয়ে রুহিকে সরিয়ে দেয়’!!তারপর আর কিছু না বলেই হনহন করে চলে যায় সায়ান’!!আর রুহি কিছুক্ষন সায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে আনমনে হেঁসে উপরে চলে যায়…….

“উপরে উঠে সোজা রুমে ঢুকে পরলো রুহি’!!কিন্তু বিছানায় মীমকে না দেখে অবাক হয়ে তিশাকে বললোঃ

———“ও গেল কই……

———-“ও টা আবার কে???

———–“আরে মীম…..

———-“ওহ ও একটু বাহিরে গেছে কোনো একটা কাজে…….

———“ওহ কিন্তু আমি যে ওর জন্য শরবত নিয়ে এসেছিলাম সেটা……

“তিশা গিয়ে রুহির হাতের শরবত টা নিয়ে বললোঃ

———“ও নেই তো কি হয়েছে আমি তো….

“এই বলে ঢকঢক করে পুরো শরবত খেয়ে নিল……

___________________

“আরিয়ানের রুমে উঁকি মারছি আমি!!উদ্দেশ্য হলো আরিয়ানকে দেখে একটা ছোট্ট ধন্যবাদ দেওয়া’!!এমন সময় পিছন থেকে আরিয়ান বলে উঠলঃ

———“চোরের মতো আমার রুমে উঁকি মারছো কেন???

“আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গেলাম পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললামঃ

———-“চোরের মতো উঁকি মারতে যাবো কেন…..

———-‘তাহলে কি করছো…..

———–“হুম কিছু বলার ছিল আপনাকে ভাইয়া……

———-“একটু নিচু হন……

———-“ওহ বুঝতে পারছি সেদিনের মতো আবার কোনো নতুন শয়তানির ধান্দা তাই না……

“আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

———“আরে না আপনি তো আমার চেয়ে লম্বা তাই একটু নিচু হতে বলেছি……

———“যা বলার এইভাবেই বলো তোমায় বিশ্বাস নেই……

———-“আচ্ছা ঠিক আছে….

———-“হুম বলো…….

———“আসলে ভাইয়া…….

———-“একদম আসলে আসলে করবে না যা বলবে সোজাসাপটা বলে ফেলো…….

———“হুম আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে……

———“ওহ এই ব্যাপার ঠিক আছে এতটুকু বলে মুচকি হাসলো আরিয়ান’!!

———“ঠিক আছে ভাইয়া আমি তাহলে এখন আসি পড়ে কথা হবে……(মিষ্টি ভাবে)…..

“আমার কথা হাসলো আরিয়ান’ তারপর বললোঃ

———“ঠিক আছে বাই এই আমি দৌড়ে চলে আসলাম……

“এদিকে আমাকে এইভাবে দৌড়াতে দেখে হেঁসে বললোঃ

———“আসলেই পাগলী মেয়ে একটা!!তারপর সে চলে গেল তার রুমে……..

__________________________________________

___________________

“সন্ধ্যা_৭ঃ০০টা……..

“দয়াল তোর লাইগা তাহেরী আঙ্কেলের ডিজে গানটা গাইছি আমি, তিশা, রুহি!!আর সাথে লুডু খেলছি!!এমন সময় আমাদের রুমের পাশ থেকে হেঁটে যাচ্ছিল জিসান’!!এমন গান শুনে সে অবাক হয়ে রুমের ভিতর ঢুকলো’!!

“আমাদের গানের মাঝখানে আমাদের রুমে এসে উপস্থিত হলো জিসান ভাইয়া’!!আমাদের গান গাইতে দেখে হাসলো সে’!!তারপর বললোঃ

———“এটা কি গান গাইছো তোমরা….

———“আরে ভাইয়া চাপ নিবেন না একটা গান গাইলেই চলে’!!(আমি)

———“তুমি তো তুমি’!!তা করছো কি তোমরা…..

———“এই তো ভাইয়া লুডু খেলছি মোবাইলে আপনি খেলবেন……

“আমার কথা শুনে তিশা একটা গুতা মারলো আমায়’!!ওর মারার দিকে কোনো গুরুত্ব না দিয়ে আবারো জিসান ভাইয়াকে বললাম আমিঃ

——–“কি হলো ভাইয়া খেলবেন……

“জিসান কিছুক্ষন ভেবে বললোঃ

———“ঠিক আছে……

“তারপর আর কি চারজন মিলে উড়াধুরা হাসাহাসি আর খেলাখেলি শুরু’!!জিসান ভাইয়া সত্যি খুব মিশুক টাইপের একটা ছেলে আমার তো তাকে বেশ ভালো লেগেছে’!!কিন্তু তিশা হয়তো আমার কাজে রেগে বোম হয়ে আছে…..
.
.
.
.
.
🌼

“এদিকে নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছে আরিয়ান,সায়ান,তুলি আর নূর’!!নূর সবার ছোট দেখে শুধু চুপচাপ ওদের কথাগুলো শুনছে আর বোরিং হচ্ছে’!!হর্ঠাৎই সায়ান বলে উঠলঃ

——–“জিসান কই রে ওকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না……

“জিসানের কথা শুনে আরিয়ানও বলে উঠলঃ

———“ঠিক বলছিস ওকে ছাড়া আড্ডা জমে না…..

“ওদের কথা শুনে নূর বলে উঠলঃ

———“আমি গিয়ে জিসান ভাইয়াকে ডেকে আনছি….

———-“ঠিক আছে যা(আরিয়ান)

“তারপর নূরও আর কিছু না বলে চুপচাপ চলে গেল…….

“খুঁজতে খুঁজতে নূর চলে গেল আমাদের রুমে!!

“আমাদের খেলার মাঝখানে নূরকে দেখে অবাক হলাম আমরা!!তারপর আমি নূরকে বলে উঠলামঃ……….

——–“আসো তুমিও খেলবে আমাদের সাথে….

——–“ওহ মাথা নাড়ালো’!!ব্যস হয়ে গেছে!! আমরা পাঁচজন মিলে আবার গল্প শুরু করে দিলাম’!!

“ওহ আমাদের হাসাহাসি দেখে এক প্রকার ভুলেই গেছে আরিয়ান ওকে কি বলে ছিলো!!

.

এদিকে বেশকিছুক্ষন পর…….

“আরিয়ান নূরকেও রুমে আসতে না দেখে অবাক হয়ে বললোঃ

———“একটা কে খুজতে আনতে বলেছিলাম এখন দেখি ওহ নিজেও নিখোঁজ হয় গেল…..

——–“ঠিক বলছিস গেলো কই ওরা….(সায়ান)

——–“চল গিয়ে দেখি (তুলি)

“তারপর আরকি তিনজন মিলে একসাথে বের হয়ে গেল রুম থেকে…….
!
!
!
!
!
!
#চলবে………….

#TanjiL_Mim♥️