Dangerous Girl পর্ব-০২

0
1193

#Dangerous_Girl
লেখকঃ দুষ্ট পাগলীর মিষ্টি বর
পর্ব-২

:কল দিচ্ছি, যদি ভুল রঙ নাম্বার দিয়ে থাকেন তবে আপনার ১২ টা বাজাবো।

: আপনি শুধু ডেন্জারাসেই নন, সন্দেহবাদীও।

: হুহ,,,, আমি যা খুশি তাই, আপনাকে কি বলতে বলছি।

: ? খাচ্চর

: কি বললেন ?

: না মানে বললাম, আপনি খুব ভালো মেয়ে।

: আমি ভালো না খারাপ আপনাকে কে বলতে বলছে।

: [সালার, আগে পিছে দুদিকেই মরণ]

: ওকে ভালো থাকেন,,, আমি আপনাকে রাত ১০ টার পর কল দিবো,,,, কল রিসিভ না করলে কিন্তু,,,,,,

: না না, করবো,,, বায়

: বায়,,,,,

উফফ্ বাচলাম। সালার এটা কোন মেয়েরে বাবা,,,, এর সাথে যে প্রেম করবে তারতো মনে হয় ১২ টা বাজিয়েই ছারবে এই মেয়ে,,,,,,। তবে এরকম মেয়েরা একটু আবেগী হয়, যেমন রাগ তেমন একটু কিছু না হতেই কেদে ফেলে। যাই হোক দেখা যাক ১০ টার পর কল দিয়ে কোন কাহিনী করে, আর তার জীবনের কি গল্প বলে,,,,,

রাত ১০:১২ এসাইনমেন্ট রেডি করছি। সোমবার জমা দিতে হবে। মেজাজ টা একটু গরমি বলা চলে। জীবনের ১২ টা বছর বাংলা মিডিয়াম পড়ে এসে হঠাৎ ইংলিশ মিডিয়ামের সাথে কোন ভাবেই পেরে উঠতে পারছি না।

তার উপর পুরো এসাইনমেন্ট ইংলিশে লিখতে হবে। মনে মনে অর্থনীতি ডিপার্টমেন্ট এর গুষ্টি উদ্ধার করছি আর লেখার চেষ্টা করছি। হঠাৎ টেবিলকে কাপিয়ে ঘর ঘর শব্দে ফোনটা ভাইব্রেট করে উঠলো। আননোন নাম্বারের কল। মুখটা অন্ধকার করে। কলটা রিসিভ করলাম। একটা মেয়ে কন্ঠ সালাম দিলো…..

: আসসালামু আলাইকুম

: অয়ালাইকুম আসসালাম।

: চিনতে পারছেন?

: জ্বী

: কে আমি বলুনতো।

: ডেন্জারাস মেয়ে।

: কি বললেন?

: না মানে সেই ভদ্র মেয়ে টা। যাকে আমি বিকালে নাম্বার দিয়ে ছিলাম।

: কেমনে বুঝলেন?

: আমার ফোনে আননোন নাম্বার থেকে তেমন একটা কল আসে না।

: পার্ট নিচ্ছেন নাকি।

: পার্ট নিবো কেনো?

: এই যে বলছেন আননোন নাম্বার থেকে কল আসে না। এটা বলে বুঝাতে চাচ্ছেন আপনি খুব ভদ্র মানুষ, কারো সাথে ফোনে কথা বলেন না।

: আমি তো তেমন কাউকে আমার নাম্বার দেই না, আর এটাই সত্য।

: এহহহহ মিচকা শয়তান।

: আমি আবার কি করলাম?

: এসব বলে লাভ নাই। আপনাদের মত কম কথা বলে বোকা সাজার চেষ্টা করা ছেলেদের আমি হারে হারে চিনি। এরা মেয়েদের ইমপ্রেজ করার জন্য একদম নিরীহ সাজে। কিন্তু আমি ইমম্প্রেজ হচ্ছি না।

: মারডালা।

: এই সব ইনোসেন্ট সাজার চেষ্টা করা ছেলেরা সুযোগ পেলে যাতা করে ফেলে। এই টাইপের ছেলেরা লোকাল বাসে মেযেদের গায়ে হাত দেয়। এদের বিশ্বাস করা যায় না।

: আপনি এত বেশি বুঝেন কেন?

: আমি বেসি না কম বুঝি সেটা আমার ব্যাপার!! এহ আসছে একেবারে আজাইরা লেখক!

:দেখুন আপনি কিন্তু রিতিমতো আমাকে অপমান করছেন!

#চলবে